কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০৪ । কৃষিসেবা২৪
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০4
model test-4 |
পর্ব -০৫ পেতে গুগলে গিয়ে কৃষিসেবা২৪ লিখে সার্চ করুন। আপটেড তথ্য পেতে ফেজবুক পেজটি ফলো করে রাখুন অথবা আমাকে ফলো করে রাখতে পারেন
ফেজবুক পেজঃ ইকরা কৃষি নিয়োগ গাইড
আমাকে ফলো করুনঃ Emran Hossain
৬১। বসতবাড়ি নেই এমন লোকের সংখ্যা কত ?
ক) ৪০ লক্ষ
খ) ৩০ লক্ষ (প্রায়)
গ) ১ লক্ষ
ঘ) ১০ লক্ষ
উত্তরঃ খ
৬২। বাংলাদেশে কোন কৃষিজাত পণ্যটি রপ্তানি হয় না ?
ক) পাট
খ) তুলা
গ) শাকসবজি
ঘ) চামড়া
উত্তরঃ খ
৬৩। মাটির কোন্ স্তর ফসল উৎপাদনের জন্য উপযোগী ?
ক) নিম্ন স্তর
খ) উপরের স্তর
গ) নিম্ন মধ্যম স্তর
ঘ) মধ্যম স্তর
উত্তরঃ খ
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০3 দেখতে নিচের লিংকে ক্লিক করুন
৬৪। মাটির উপরের স্তর কত সেন্টিমিটারের মাঝে সীমাবদ্ধ ?
ক) ২০ সে.মি.
খ) ২৫ সে.মি.
গ) ৩০ সে.মি.
ঘ) ৩৫ সে.মি.
উত্তরঃ ঘ
৬৫। কোন মাটি সহজে চাষাবাদ করা যায় কিন্তু ফসল উৎপাদনের জন্য তত উপযোগী নয় ?
ক) এঁটেল মাটি
খ) দো-আঁশ মাটি
গ) বেলে মাটি
ঘ) পলি মাটি
উত্তরঃ গ
৬৬। পলি মাটিতে কোন শস্য ভালভাবে চাষ করা যায় ?
ক) ধান
খ) পাট
গ) আখ
ঘ) সরিষা
উত্তরঃ খ
৬৭। ফসল উৎপাদনের জন্য কোন মাটি উত্তম ?
ক) বেলে মাটি
খ) দো-আঁশ মাটি
গ) এঁটেল মাটি
ঘ) পলি মাটি
উত্তরঃ খ
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০১ দেখতে নিচের লিংকে ক্লিক করুন
৬৮। জমি গভীরভাবে চাষ করতে হয় কোন্ ফসলের জন্য ?
ক) মুলা
খ) মরিচ
গ) ধান
ঘ) আলু
উত্তরঃ ঘ
৬৯। মুলা, মরিচ ফসলের জন্য জমি কিভাবে চাষ দিতে হয় ?
ক) আড়াআড়ি ভাবে
খ) কর্দমাক্ত জমি
গ) ঝুরঝুরে করে
ঘ) গভীর ভাবে
উত্তরঃ গ
৭০। ভূমিক্ষয় কয় প্রকার ?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
উত্তরঃ ক
৭১। নালা বা গালি ভূমিক্ষয় কোথায় বেশি দেখা যায় ?
ক) উত্তরাঞ্চলে
খ) পূর্বাঞ্চলে
গ) পার্বত্য অঞ্চলে
ঘ) উত্তর পশ্চিমাঞ্চলে
উত্তরঃ গ
৭২। মধ্যম সমভূমিতে কোন ফসল ভাল জন্মে ?
ক) বোনা আমন ধান
খ) বোরো ধান
গ) আউশ ধান
ঘ) রোপা আমন ধান
উত্তরঃ ঘ
৭৩। উঁচু পাহাড়ি অঞ্চলে কোন্ ফসল ভালো জন্মে ?
ক) ধান
খ) পাট
গ) সবজি
ঘ) চা
উত্তরঃ ঘ
৭৪। বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কেমন ?
ক) বেশি
খ) কম
গ) মাঝামাঝি
ঘ) নেই বললেই চলে
উত্তরঃ ঘ
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০2 দেখতে নিচের লিংকে ক্লিক করুন
৭৫। এঁটেল মাটিকে ভারি মাটি বলা হয় কেন ?
ক) বায়ু চলাচল কম
খ) পানি ধারণক্ষমতা বেশি বলে
গ) পানি সহজে চলাচল করতে পারে বলে
ঘ) পানি ধারণ ক্ষমতা খুব কম বলে
উত্তরঃ খ
৭৬। কোন মাটিতে হাইড্রোজ়েন আয়নের পরিমাণ হাইড্রোক্সিল আয়ন অপেক্ষা বেশি ?
ক) অম্ল মাটিতে
খ) ক্ষারীয় মাটিতে
গ) বেলে মাটিতে
ঘ) দো-আঁশ মাটিতে
উত্তরঃ ক
৭৭। কোন সার ব্যবহার করলে মাটির অম্লতা বৃদ্ধি পায় ?
ক) জৈব সার
খ) ইউরিয়া সার
গ) অ্যামোনিয়াম সালফেট বা সালফার
ঘ) জিংক অক্সাইড
উত্তরঃ গ
৭৮। কোন সার ব্যবহার করলে মাটির অম্লতা কমে ?
ক) জৈব পদার্থ
খ) ইউরিয়া
গ) চুন
ঘ) জিপসাম
উত্তরঃ গ
৭৯। ক্ষারীয় মাটির পি এইচ কত ?
ক) ৭.০০
খ) ৭.০০ এর উপর
গ) ৫.০০
ঘ) ৬.৫০
উত্তরঃ খ
৮০। কোন জীব দ্বারা মাটির জৈব পদার্থ আত্রুান্ত হয় ?
ক) পোকামাকড়
খ) পাখি
গ) মাটির জীবাণু
ঘ) কেঁচো
উত্তরঃ গ
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০১ , 02 ০৩ দেখতে নিচের লিংকে ক্লিক করুন
এই অংশের পিডিএফ ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিখার উপর ক্লিক করুন।
No comments