Google Ads

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) পর্ব-০১ । কৃষিসেবা২৪

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) পর্ব-০১

 

https://krishisheba24.blogspot.com
GK

 

পর্ব-২ দেখতে কৃষিসেবা২৪ এ চোখ রাখুন

ফেসবুকে আপডেট পেতে ফলো করে রাখতে পারেন

ফেসবুক পেজঃ ইকরা কৃষি নিয়োগ গাইড

ফেসবুকে আমাকেঃ Emran Hossain

 

১।প্রশ্ন: বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
ক. নাফ
খ. কর্ণফুলী
গ. নবগঙ্গা
ঘ. ভাগিরথী
উত্তর: ক. নাফ

 

২।প্রশ্ন: কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
ক. আজিমপুরের কবরস্থানে
খ. মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
গ. বনানীতে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
উত্তর: ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে

 

৩।প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম হাওড়-
ক. পাথরচাওলি
খ. হাইল
গ. চলন বিল
ঘ. হাকালুকি
উত্তর: ঘ. হাকালুকি

 

৪।প্রশ্ন: সিলেটের প্রাচীন নাম ছিল –
ক. শ্রীহট্ট
খ. জালালাবাদ
গ. শ্রীভূমি
ঘ. আফজালাবাদ
উত্তর: খ. জালালাবাদ

 

৫।প্রশ্ন: নিম্নের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়?
ক. খাগড়াছড়ি
খ. কক্সবাজার
গ. মৌলভীবাজার
ঘ. ময়মনসিংহ
উত্তর: ঘ. ময়মনসিংহ

 

৬।প্রশ্ন: তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
ক. করিমগঞ্জ
খ. খোয়াই
গ. পেট্রাপল
ঘ. ডাউকি
উত্তর: ঘ. ডাউকি

 

৭।প্রশ্ন: ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?
ক. টেকনাফ
খ. কক্সবাজার
গ. খুলনা
ঘ. পটুয়াখালী
উত্তর: ঘ. পটুয়াখালী

 

৮।প্রশ্ন: পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
ক. গোয়ালন্দ
খ. চাঁদপুর
গ. ভৈরব
ঘ. নরসিংদী
উত্তর: খ. চাঁদপুর

 

৯।প্রশ্ন: ‘বলিশিরা ভ্যালি’ কোথায় অবস্থিত?
ক. ঝালকাঠি
খ. ভোলা
গ. রাঙ্গামাটি
ঘ. মৌলভীবাজার
উত্তর: ঘ. মৌলভীবাজার

 

১০।প্রশ্ন: আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
ক. ফেনী নদী
খ. সাঙ্গু নদী
গ. নাফ নদী
ঘ. কর্ণফুলী নদী
উত্তর: খ. সাঙ্গু নদী

 

১১।প্রশ্ন: বরেন্দ্রভূমি নামে পরিচিত –
ক. ময়নামতি ও লালমাই পাহাড়
খ. মধুপুর ও ভাওয়াল গড়
গ. সুন্দরবন
ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
উত্তর: ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের

 

১২।প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
ক. সেন্টমার্টিন
খ. মহেশখালী
গ. ছেড়া দ্বীপ
ঘ. নিঝুম দ্বীপ
উত্তর: খ. মহেশখালী

 

১৩।প্রশ্ন: বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য –
ক. ৪৭১৯ কি.মি.
খ. ৪৮০৫ কি.মি.
গ. ৫০৪০ কি.মি.
ঘ. ৪৫০০ কি.মি.
উত্তর: ক. ৪৭১৯ কি.মি.

 

১৪।প্রশ্ন: ডেঙ্গী ভ্যালি কোন জেলায় অবস্থিত?
ক. বরিশাল
খ. রাঙামাটি
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তর: খ. রাঙামাটি

 

১৫।প্রশ্ন: সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি–
ক. ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা
খ. ৫০ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
গ. ১২ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
ঘ. কোনটিই নয়
উত্তর: ক. ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা

 

১৬।প্রশ্ন: দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
ক. নাফ
খ. তেতুলিয়া
গ. আড়িয়াল খাঁ
ঘ. হাড়িয়াভাঙ্গা
উত্তর: ঘ. হাড়িয়াভাঙ্গা

 

১৭।প্রশ্ন: বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. জানুয়ারি
খ. ফেব্রুয়ারি
গ. ডিসেম্বর
ঘ. নভেম্বর
উত্তর: ক. জানুয়ারি

 

১৮।প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
ক. চট্টগ্রাম

খ. ভোলা
গ. পটুয়াখালী
ঘ. কক্সবাজার
উত্তর: ঘ. কক্সবাজার

 

১৯।প্রশ্ন: ড.মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ –
ক. বিজ্ঞানী
খ. সাহিত্যিক
গ. লেখক
ঘ. ভাষাবিজ্ঞানী
উত্তর: ঘ. ভাষাবিজ্ঞানী

 

২০।প্রশ্ন: বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ? ক. চলিত রীতি
খ. সাধু রীতি
গ. কথ্য রীতি
ঘ. লেখ্য রীতি
উত্তর: খ. সাধু রীতি

 

এই অংশের পিডিএফ ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিখার উপর ক্লিক করুন ।

 

General Knowledge Bangladesh Part-1 Download 

 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close