কৃষি বিষয়ক মডেল টেষ্ট
মডেল টেষ্ট-৩
উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার জন্য।
Posted by- Emran Hossain
১। কৃষকের ভাষায় ভূ-পৃষ্টের কত সে.মি. পর্যন্ত গভীর স্তরকে
মাটি বলে ?
ক) ১২-১৫ সেমি. খ)
১৫-১৮ সেমি. গ) ১৮-২২ সেমি. ঘ) ২২-২৫ সেমি.
উত্তরঃ খ
২। ফসল উৎপাদনের মৌসুম কতটি ?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
উত্তরঃ ক
৩। বিনা চাষে কোন ফসল চাষ করা যায় ?
ক) ডাল খ) সরিষা গ) গম ঘ) ধান
উত্তরঃ ক
৪। রেনসিডিটি অর্থ কি ?
ক) খনিজ জারণ ক্রিয়া খ) আমিষ জারণ ক্রিয়া গ) শর্করা জারণ
ক্রিয়া ঘ) চর্বি জারণ ক্রিয়া
উত্তরঃ ঘ
৫। চিংড়ি কোন সময় খাবার গ্রহণ করে ?
ক) সকাল খ) বিকাল গ) দুপুর ঘ) সন্ধ্যায়
উত্তরঃ ঘ
For more info:
visit www.fb.com/emran7860
৬। রোগিং এর অপর নাম কি ?
ক) সংগ্রহ খ) পরিপাটি গ) প্রত্যায়ন ঘ) বাছাইকরণ
উত্তরঃ ঘ
৭। বীজ আলু কিভাবে কাটতে হয় ?
ক) লম্বালম্বি খ) ছোট টুকরা করে গ) আড়াআড়ি ঘ) চেরছা করে
উত্তরঃ ক
৮। হাঁসমুরগির ঘরের দরজা কোন দিকে থাকতে হবে ?
ক) পূর্ব খ) পশ্চিম গ) উত্তর ঘ) দক্ষিণ
উত্তরঃ ঘ
৯। রাইজোবিয়াম কী ?
ক) এক ধরনের ব্যাকটেরিয়া খ) এক ধরনের ছত্রাক
গ) এক ধরনের দানাজাতীয় ঘাস ঘ) এক ধরনের ভাইরাস
উত্তরঃ ক
For more info:
visit www.fb.com/emran7860
১০। মৎস সংরক্ষণ আইনটি কত সালে প্রণয়ন করা হয় ?
ক) ১৯৪০ খ) ১৯৪৫ গ) ১৯৫০ ঘ) ১৯৫৫
উত্তরঃ গ
১১। শীতকালে এদেশে সর্বনিম্ন তাপমাত্রার গড় কত ডিগ্রি
সেলসিয়াস ?
ক) ৫-১২ খ) ৭-১৫ গ) ৯-১৭ ঘ) ১১-১৯
উত্তরঃ খ
১২। তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন ফসলের রোগ আক্রমণ বেড়ে যাবে
?
ক) ধান খ) গম গ) ভুট্রা ঘ) পাট
উত্তরঃ খ
১৩। কাশি নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় ?
ক) বাসক খ) সর্পগন্ধা গ) কালমেঘ ঘ) বহেড়া
উত্তরঃ ক
১৪। শোথ রোগ ও প্রসাবজনিত রোগে কোন বাঁশটি ব্যবহৃত হয় ?
ক) মুলি খ) বরাক গ) বেতুয়া ঘ) সোনালি
উত্তরঃ ঘ
১৫। কোনটি প্রাকৃতিক দুর্যোগ ?
ক) সালোকসংশ্লেষণ খ) শ্বসন গ) খরা ঘ) জোয়ার-ভাটা
উত্তরঃ গ
For more info:
visit www.fb.com/emran7860
১৬।‘সৈকত’
কোন ফসলের জাত ?
ক)
গম খ) আলু গ) ছোলা ঘ) আখ
উত্তরঃ
ক
১৭।
কলার চারাকে কি বলে ?
ক)
কাটিং খ) কলম গ) তেউড় ঘ) আসি
উত্তরঃ
গ
১৮।
পালংশাক কোন সময়ে চাষ করা হয় ?
ক)
শীতকাল খ) গ্রীষ্মকাল গ) বর্ষাকাল ঘ) বারোমাস
উত্তরঃ
ক
১৯।
বাংলাদেশে কত হাজার হেক্টর জমিতে আনারস চাষ হয় ?
ক)
১০ খ) ১২ গ) ১৪ ঘ) ১৬
উত্তরঃ
গ
২০।
কোনটি মুক্তভাবে সাঁতার কাটতে পারে ?
ক)
শেওলা খ) নেকটন গ) বেনথোস ঘ) প্ল্যাঙ্কটন
উত্তরঃ
খ
For more info:
visit www.fb.com/emran7860
২১।
মাটির গুরুত্বপূর্ণ অংশ কোনটি ?
ক)
অজৈব পদার্থ খ) জৈব পদার্থ গ) পানি ঘ) বায়ু
উত্তরঃ
খ
২২।
গ্রাম বাংলায় বীজ সংরক্ষণের কোন পদ্ধতি বহুল পরিচিত ?
ক)
গোলায় সংরক্ষণ খ) ডোলে সংরক্ষণ গ) পলিথিন ব্যাগে সংরক্ষণ ঘ) মটকায় সংরক্ষণ
উত্তরঃ
ঘ
২৩।
কোনটিতে কাফ স্টার্টার এর পরিমাণ বেশি ?
ক)
তুলাবীজ খ) ভুট্রা গ) যব ঘ) গমের ভুসি
উত্তরঃ
ক
২৪।
মাছের ডিম ফুটার পরের অবস্থাকে কি বলে ?
ক)
আঙ্গুলে পোনা খ) চারা পোনা গ) ডিম পোনা ঘ) রেণু পোনা
উত্তরঃ
গ
২৫।
ধানে চিটা হয় কখন ?
ক)
গ্রীষ্ম খ) বর্ষা গ) শরৎ ঘ) শৈত্য
উত্তরঃ ক
Tnx
ReplyDelete