Google Ads

কৃষি বিষয়ক মডেল টেষ্ট

                                            মডেল টেষ্ট-৪

উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার জন্য।

 Posted by- Emran Hossain 

১। পাহাড়ি বনভূমির পরিমাণ কত ?
ক. ১২.১৬ লক্ষ হেক্টর  খ. ১৩.১৬ লক্ষ হেক্টর গ. ১৪.১৬ লক্ষ হেক্টর ঘ. ১৫.১৬ লক্ষ হেক্টর
উত্তরঃ গ
২। সুন্দরবন কোন জেলায় অবস্থিত ?
ক. খুলনা  খ. বরিশাল  গ. রাজশাহী  ঘ. কুমিল্লা
উত্তরঃ ক
৩। মানুষের তৈরি বনের আরেক নাম কী ?
ক. সেগুন বন  খ. কৃত্রিম বন  গ. কেওড়া বন  ঘ. বাইন বন
উত্তরঃ খ
৪।  মন্ড দিয়ে কি তৈরী করা হয় ?
ক. শাড়ি  খ. কাগজ  গ. চেয়ার  ঘ. মেশিন
উত্তরঃ খ
৫। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোন দেশে অবস্থিত ?
ক. পাকিস্থান  খ. বাংলাদেশ  গ. দক্ষিণ আফ্রিকা  ঘ. আমেরিকা
উত্তরঃ খ
৬। শালবন কোন অঞ্চলে অবস্থিত ?
ক. মধুপুর  খ. গাজীপুর  গ. রাজশাহী  ঘ. কুমিল্লা
উত্তরঃ ঘ
৭। বনায়ন পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা যায় ?
ক.২  খ.৩  গ.৪  ঘ.৫
উত্তরঃ ক
৮। কোনটি অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় ?
ক. নদী  খ. সমুদ্র  গ. পুকুর  ঘ. প্লাবনভূমি
উত্তরঃ গ
৯। কোনটি চাষ যোগ্য মাছ নয় ?
ক. রুই  খ. কাতলা  গ. গ্রাস কার্প  ঘ. ইলিশ
উত্তরঃ ঘ
১০। মৎস্য সংরক্ষণ আইন প্রথম কোন সালে প্রণয়ন করা হয় ?
ক. ১৯৩৯  খ. ১৯৫০  গ. ১৯৯০  ঘ. ১৯৯১
উত্তরঃ খ
১১। কাতলা মাছ কোন  স্তরের খাবার গ্রহণ করে ?
ক. উপরের খ. মধ্যস্তরের গ. নিম্নস্তরের  ঘ. পঞ্চম স্তরের
উত্তরঃ ক
১২। কোন মাছের পোনাকে জাটকা বলে ?
ক. ইলিশ  খ. রুই  গ. ভেটকী  ঘ. কৈ
উত্তরঃ ক
১৩। কোন মাছ পুকুরে ডিম দেয় না ?
ক. শিং  খ. কাতলা  গ. মাগুর  ঘ. সিলভার
উত্তরঃ ঘ
১৪। ২৩ সে.মি. এর ছোট ইলিশকে কি বলে ?
ক. কমনকার্প  খ. জাটকা  গ. চাপিলা  ঘ.পাবদা
উত্তরঃ খ
১৫। মুরগির ডিম কতদিনে ফুটে ?
ক. ২১  খ. ২৫  গ. ৩০  ঘ. ৩২
উত্তরঃ ক
১৬। বাছুর প্রসবের পর তাকে কি খেতে দিতে হয় ?
ক. খৈল  খ. ভাতের ফেন  গ. শালদুধ  ঘ. ভুষি
উত্তরঃ গ
১৭। গোয়ালঘর সপ্তাহে কয়দিন পরিষ্কার করতে হবে ?
ক. ১  খ. ২  গ. ৩  ঘ. ৪
উত্তরঃ খ
১৮। দিনে কয়বার দুধ দোহন করা যায় ?
ক. ১  খ. ২  গ. ৩  ঘ. ৪
উত্তরঃ খ
১৯। ছাগলের দুধ ও মাংস কিসের চাহিদা মেটায় ?
ক. আমিষের খ. শর্করার  গ. স্নেহের  ঘ. ভিটামিনের
উত্তরঃ ক
২০। ব্ল্যাক বেঙ্গল ছাগল একসাথে কয়টি বাচ্চা দেয় ?
ক. ২-৩  খ. ৩-৪  গ. ৪-৫  ঘ. ৭-৮
উত্তরঃ ক
২১। গবাদিপশুর ছত্রাক জাতীয় রোগ কোনটি ?
ক. জলাতঙ্ক  খ. দাদ  গ. কৃমি  ঘ. আটালি
উত্তরঃ খ
২২। গাভীর দুধ দহন পদ্ধতি কয়টি ?
ক. ১  খ. ২  গ. ৩  ঘ. ৪
উত্তরঃ খ
২৩। কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ ?
ক. ক্ষুরা  খ. গো-বসন্ত  গ. তড়কা  ঘ. জলাতঙ্ক
উত্তরঃ গ
২৪। জলাতঙ্ক রোগের প্রধান জীবাণুবাহক প্রাণী কোনটি ?
ক. ইঁদুর  খ. খরগোস  গ. বানর  ঘ. কুকুর
উত্তরঃ ঘ
২৫। কোনটি অন্তঃপরজীবী ?
ক. কৃমি  খ. উকুন  গ. আটালি  ঘ. মশা
উত্তরঃ ক
২৬। গবাদিপশুর মুখ দিয়ে লালা পড়ে কোন রোগে ?
ক. তড়কা খ. ক্ষুরারোগ  গ. নিউমোনিয়া  ঘ. বাদলা
উত্তরঃ খ
২৭। কম্পোস্ট এর প্রতিটি স্তরের উচ্চতা কত ?
ক. ৫ সেমি.   খ. ১০ সেমি.  গ.১৫ সেমি.  ঘ. ২০ সেমি.
উত্তরঃ খ
২৮। পোনা মাছ কখন আহরণ ভাল ?
ক.রাতের বেলা     খ.বিকেলে        গ.সকালে    ঘ.যেকোন সময়
উত্তরঃ 
২৮। মাছের চামড়ায় কোন খাদ্যপ্রাণ রয়েছে  ?
ক.খাদ্যপ্রাণ ‘সি’   খ.খাদ্যপ্রাণ  ‘এ’  গ. খাদ্যপ্রাণ ডি ঘ.খাদ্যপ্রাণ এ ও ডি
উত্তরঃ ক
২৯। কোন মাছের ক্ষেত্রে র‍্যানসিডিটি ঘটে ?
ক.শুটকি মাছের ক্ষেত্রে  খ.লবণাক্ত মাছের ক্ষেত্রে   গ.চর্বিযুক্ত মাছের ক্ষেত্রে   ঘ.ছোট পুকুরের মাছের ক্ষেত্রে
উত্তরঃ গ
৩০মাছ সংরক্ষণের জন্য কী কী সংরক্ষক ব্যবহার করা হয় ?
ক.সালফিউরিক এসিড ও লবণ   খ.ভিনেগার ও সালফিউরিক এসিড  গ.ভিনেগার ও এসেটিক এসিড  ঘ.ভিনেগার ও লবণ
উত্তরঃ ঘ
৩১। পারিবারিক মিনি পুকুরে চাষ করা হয় কোন মাছ ?
ক. মৃগেল  খ. গ্রাসকার্প  গ. সরপুঁটি  ঘ. পাঙ্গাশ
উত্তরঃ গ
৩২। কোন পোকা ধানের দুধ সৃষ্টির সময় আক্রমণ করে ?
ক. মাজরা পোকা  খ. পামরী পোকা  গ. গান্ধি পোকা ঘ. চুঙ্গি পোকা
উত্তরঃ গ
৩৩। হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি ?
ক. শিম  খ. তুলা  গ. কেওড়া  ঘ. বাইন
উত্তরঃ গ
৩৪। কেনাফ-৩ কি ?
ক. পোকার নাম  খ) গমের জাতের নাম  গ) বিমানের  নাম  ঘ. পাটের জাতের নাম
উত্তরঃ ঘ
৩৫। খুলনা ও বাগেরহাট অঞ্চলে রোপা আমনের জনপ্রিয় জাত কোনটি ?
ক. বালাম  খ. দিশারী  গ. চান্দিনা  ঘ. মুক্তা
উত্তরঃ খ 
চলবে....সাথেই থাকুন ।ভুল হলে কমেন্টে জানাবেন । নিয়মিত লিখতে চাইলে ফেসবুকে আমাকে জানান ।ধন্যবাদ । 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close