উপ-সহকারী কৃষি কর্মকর্তা-২০১০ সালের প্রশ্নস্মূহ
উপ-সহকারী কৃষি কর্মকর্তা-২০১০
উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার জন্য
posted by-Emran Hossain
১। আমন ধানের চারা উৎপাদনের জন্য বীজ
বপন করতে হয় ?
ক) মে-জুন খ) জুন-জুলাই
গ) জানুয়ারী-ফেব্রুয়ারী ঘ)
মার্চ-এপ্রিল উত্তরঃ খ
২। বীজ তার ব্যাসের কতগুণ গভীরে বপণ করা
হয় ?
ক) চারগুণ খ) তিনগুণ
গ) দিগুণ ঘ) পাঁচগুণ উত্তরঃ গ
৩। বাংলাদেশে পালনের উপযোগী জাত কোনটি ?
ক) অস্ট্রেলিয়ান খ) ফ্রিজিয়ান
গ) সিল্কি ঘ) ফাইওমি উত্তরঃ ঘ
৪। প্রুণিং গাছের কোথায় করা হয় ?
ক) অগ্রভাগে খ) কান্ডে
গ) গোড়ায় ঘ) পাতায় উত্তরঃ ঘ
৫। জ্যাম্পিং বলতে কী বুঝ ?
ক) চারা রোপণ খ) চারা উৎপাদন সমস্যা গ) বীজ শোধন
ঘ) ক ও গ উভয়ই উত্তরঃ খ
৬। পুরুষ বাচ্চা খাসী করা হয় কত দিন বয়সে
?
ক) ২১ দিনে খ) ১৫ দিনে
গ) ১৪ দিনে ঘ) ২০ দিনে উত্তরঃ গ
৭। রোগিং বলতে কী বুঝ ?
ক) আগাছা দমন খ) সুস্থ্য-সবল গাছ জন্মানো গ) আগাছা বাছাই ঘ) ফসল কর্তন উত্তরঃ
খ
৮। গাছের গোড়ায় পানি জমলে কী ব্যাহত হয়
?
ক) ফুল বেশি ধরে খ) বৃদ্ধি ভাল হয় গ) বৃদ্ধি
দ্রুত হয় ঘ) বৃদ্ধি ব্যাহত হয় উত্তরঃ ঘ
৯। বীজ শুকানোর সময় যে পরিমাণ পানি উড়ে
যায় তাকে কী বলে ?
ক) বীজের আয়তন খ) বীজ মান
গ) বীজ বিশুদ্ধতা ঘ) বীজের
আর্দ্রতা উত্তরঃ ঘ
১০। খরায় গাছের বৃদ্ধি কম হয় কেন ?
ক) সালোকসংশ্লেষণ সমস্যা খ) শ্বসন প্রক্রিয়া গ) কোষ বিভাজন সমস্যার ঘ) পানি শোষণ সমস্যা উত্তরঃ
গ
১১। প্রচলিত ধান ভাঙ্গানোর যন্ত্র কোনটি ?
ক) পাওয়ার পাম্প খ) মাড়াই
গ) পাওয়ার থ্রেসার ঘ) কোনটিই নয় উত্তরঃ গ
১২। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান
কর্তৃক বাধাকপির জাত কোনটি ?
ক) ময়না খ) আকবর
গ) বরকত ঘ) প্রভাতী উত্তরঃ
ঘ
১৩। গলদা চিংড়ির ডিমের পরিস্ফুটন হয় কোথায় ?
ক) বিলে খ) খালে
গ) নদীতে ঘ) সাগরে উত্তরঃ গ
১৪। ভূনিম্নস্থ রূপান্তরিত কান্ড কোনটি ?
ক) গুড়ি কন্দ খ) শল্ক কন্দ
গ) রাইজোম ঘ) কোনটিই নয় উত্তরঃ
খ
১৫। তুঁত কোন শিল্পে ব্যবহৃত হয় ?
ক) নাইলন শিল্পে খ) কটন শিল্পে
গ) চামড়া শল্পে ঘ) লবণ শিল্পে উত্তরঃ ক
১৬। পানির রং সবুজ হলে কি করতে হবে ?
ক) সার দিতে হবে খ) সার দেওয়া বন্ধ করতে হবে গ) চুন দিতে হবে ঘ) লবণ দিতে হবে উত্তরঃ খ
১৭। বীজ সংরক্ষণে পানি ও লবণের অনুপাত কত ?
ক) ১০:৩ খ) ১০:২ গ) ১০:১ ঘ) ১০:৪ উত্তরঃ গ
১৮। কীসের অভাবে ডিমের খোসা পাতলা হয় ?
ক) লৌহ খ) ফসফরাস
গ) ম্যাগনেশিয়াম ঘ) ক্যালসিয়াম উত্তরঃ ঘ
১৯। লৌহের অভাবে পশুর কী লক্ষণ দেখা যায় ?
ক) বদ হজম খ) রক্তশূন্যতা গ) পেট ফাঁপা
ঘ) ক্ষুধামন্দা উত্তরঃ খ
২০। কোন পদার্থের অভাবে মুরগির ডিম খাওয়ার
অভ্যাস সৃষ্টি হয় ?
ক) পানি খ) জৈব
গ) রাসায়নিক ঘ) খনিজ উত্তরঃ
ঘ
২১। উদ্ভিদের পুষ্টি উপাদান কয়টি ?
ক) ১৮টি খ) ১৭টি
গ) ১৬টি ঘ) ১৯টি উত্তরঃ খ
২২। ফসফরাসের অভাবে কী সমস্যা দেখা যায় ?
ক) ফুলের সংখ্যা কম হয় খ) ফলের সংখ্যা বেশি হয় গ) ফুল ও ফলের সংখ্যা বেশি হয় ঘ) উত্তরঃ
ক
২৩। পানি বরফে পরিণত হলে তা আয়তনে কতগুণ
বাড়ে ?
ক) ১৩ গুণ খ) ১২ গুণ
গ) ১১ গুণ ঘ) ৫ গুণ উত্তরঃ গ
২৪। সরাসরি ব্যবহার করলে দুর্গন্ধ হয় কিসের
?
ক) মুরগির বিষ্ঠা খ) গোবর
গ) জৈবসার ঘ) রাসায়নিক সার উত্তরঃক
২৫। নাইট্রোজেন ঘতটির বেশি আশঙ্কাপূর্ণ মাটি
কোনটি ?
ক) কাদামাটি খ) এটেল মাটি
গ) দোআঁশ মাটি ঘ) বেলে মাটি উত্তরঃ
ঘ
২৬। শুকনা বীজের আর্দ্রতা কত ?
ক) ১২-১৩% খ) ১৪-১৫%
গ) ১৫-১৮% ঘ) ৭-৮% উত্তরঃ ক
২৭। দুগ্ধ জাতের গাভী কোনটি ?
ক) শাহিওয়াল খ) জার্সি
গ) লাল সিন্ধি ঘ) ফ্রিজিয়ান উত্তরঃ ঘ
২৮। স্ত্রী ছাগল সাধারণত কতমাসে প্রথম যৌনতা
প্রাপ্ত হয় ?
ক) ৪-৬ মাস খ) ৪-৬ মাস
গ) ৬-৭ মাস ঘ) ৮-৯ মাস উত্তরঃ ক
২৯। মাটির অম্লত্ব ও ক্ষারত্ব কিসের উপর
নির্ভর করে ?
ক) CH+ খ) C+ গ) M
ঘ) H+ উত্তরঃ ঘ
৩০। মাটির অম্লত্ব কমানোর জন্য কী ব্যবহার
করা হয় ?
ক) চুন খ) পানি
গ) গোবর ঘ) রাসায়নিক সার উত্তরঃ ক
৩১। চিংড়ি খামারে প্যাডেল হুইল ব্যবহার করা
হয় কেন ?
ক) PH
মাপার জন্য
খ) পানির পরিমাণ বৃদ্ধির জন্য
গ) অক্সিজেন সরবরাহের জন্য ঘ) সারের পরিমাণ বৃদ্ধির জন্য উত্তরঃ
গ
৩২। কর্কস ও ফ্যাস ফ্যাস গলার স্বর কোন
প্রকার বাচ্চার ?
ক) হাঁসের পুরুষ বাচ্চার খ) মুরগির
গ) হাঁসের স্ত্রী বাচ্চার ঘ) কবুতরের
বাচ্চার উত্তরঃ ক
৩৩। বংশগতির বাহক কে ?
ক) RNA
খ) DNA গ) GNA ঘ)
DIA উত্তরঃ
খ
৩৪। টিস্যু কালচারে ব্যবহৃত হয় কোনটি ?
ক) মুকুল খ) পাতা
গ) শীর্ষ মুকুলের অগ্রভাগ ঘ) মূল উত্তরঃ
গ
৩৫। নিচের কোনটি উৎপাদক ?
ক) ক্র্যারিচাস খ) জুপ্লাংকটন গ) শৈবাল
ঘ) ফাইটোপ্লাংকটন উত্তরঃ
ঘ
৩৬। মানুষের দেহের কোন পদার্থ মশাকে আকৃষ্ট
করে ?
ক) H2O খ) H2 গ) O2 ঘ) Co2 উত্তরঃ খ
৩৭। কোনটি সারের উপাদান নয় ?
ক) Ca খ) Ma
গ) N2
ঘ) Mg উত্তরঃ খ
৩৮। ১-২০ সপ্তাহের মুরগির বাচ্চাকে কী বলে ?
ক) লেয়ার খ) চিকেন
গ) পুলেট ঘ) বয়লার উত্তরঃ
গ
৩৯। পাকা আমে কোন ভিটামিন থাকে ?
ক) B2 খ) ডি গ) সি
ঘ) ভিটামিন ‘এ’ উত্তরঃ ঘ
৪০। কোন সবজির বংশবিস্তার অঙ্গজ উপায়ে করা
হয় ?
ক) শিম খ) পটল
গ) টমেটো ঘ) বেগুন উত্তরঃ
খ
৪১। শিম গাছ কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি
করে ?
ক) মাটির গঠন ভাল করে খ) মাটির N2
কমিয়ে দেয়
গ) মাটিতে পানির পরিমাণ বৃদ্ধি করে ঘ) মাটির N2 ধরে রাখে উত্তরঃ ঘ
৪২। পুষ্ট বীজ বজায়ে পানি ও লবণের অনুপাত
কত ?
ক) ১২:১ খ) ১২:২ গ) ১২:৩ ঘ) ১২:৫ উত্তরঃ
ক
৪৩। মাছ সংগ্রহের পর কি ব্যবহার করতে হয় ?
ক) তেল খ) পানি
গ) ফরমালিন ঘ) লবণ উত্তরঃ
ঘ
৪৪। কোন ভুট্রায় খাত নেই ?
ক) আস্তভুট্রা খ) ভাঙ্গানো ভুট্রা গ) উন্নত ভুট্রা ঘ) ক্ষেতের ভুট্রা উত্তরঃ খ
৪৫। ধান ভাঙ্গানোর জন্য কি ব্যবহার করা হয়
?
ক) রাইস কুকার খ) রাইস হলার
গ) রাইস উইডার ঘ) পিষ্টন উত্তরঃ খ
৪৬। জাটকার দৈর্ঘ্য কত ?
ক) ১২ ইঞ্চি খ) ১১ ইঞ্চি
গ) ১০ ইঞ্চি ঘ) ৯ ইঞ্চি উত্তরঃ ঘ
৪৭। তুঁত গাছ থেকে কোন সুতা পাওয়া যায় ?
ক) রেশম খ) কটন
গ) নাইলন ঘ) ফরমালিন উত্তরঃ ক
৪৮। চলনে কি দ্রব্য ব্যবহার করা হয় ?
ক) পানি খ) চুন
গ) লবণ ঘ) ফরমালিন উত্তরঃ
গ
৪৯। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নৌবাহিনীর
কত নম্বর সেক্টরে ছিল ?
ক) ১০ নং খ) ১১ নং
গ) ৮ নং ঘ) ৯ নং উত্তরঃ
ক
৫০। দীর্ঘ সমুদ্র সৈকত কোথায় ?
ক) কুয়াকাটা খ) মংলা
গ) কক্সবাজার ঘ) চট্রগ্রাম উত্তরঃ গ
৫১। রংপুর বিভাগে কয়টি জেলা আছে ?
ক) ৬টি খ) ৮টি
গ) ৯টি ঘ) ১০টি উত্তরঃ
খ
৫২। ২০১০ বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়
?
ক) জার্মানি খ) ইতালি
গ) ব্রাজিল ঘ) দক্ষিণ আফ্রিকা উত্তরঃ
ঘ
৫৩। কোন শহরটি দুই দেশের মাঝে অবস্থিত ?
ক) কুয়েত সিটি খ) ঢাকা
গ) মেক্সিকো ঘ) ইসলামাবাদ উত্তরঃ
গ
৫৪। শব্দ তরঙ্গ চলতে পারে না কোন মাধ্যমে ?
ক) তরঙ্গ মাধ্যমে খ) বায়ু মাধ্যমে গ) শব্দ মাধ্যমে ঘ) কোনটি নয় উত্তরঃ ঘ
৫৫। বাংলাদেশে কোন আন্তর্জাতিক রিসার্চ
সেন্টার আছে ?
ক) মৎস রিসার্চ সেন্টার খ) পানি রিসার্চ সেন্টার গ) জুট রিসার্চ সেন্টার ঘ) উদ্ভিদ রিসার্চ সেন্টার উত্তরঃ
গ
৫৬। সঞ্চিতা গ্রন্থের লেখক কে ?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) শামসুর রহমান গ) সুফিয়া কামাল ঘ) কবি নজরুল ইসলাম উত্তরঃ
ঘ
শুদ্ধ
বানান কোনটি ?
৫৭। ক) Bafelo খ) Buffalo গ) Bufelo
ঘ) Buffelo উত্তরঃ
খ
৫৮। ক) Cometi খ) Comiti গ) Comite
ঘ) Comity উত্তরঃ ঘ
৫৯। ক) Accomodation খ) Aceomodation গ) Accommodation ঘ) Acomodation উত্তরঃ
গ
৬০। ক) Sunomy
খ) Shunani
গ) Tsunami
ঘ) Shanani উত্তরঃ গ
৬১। ক) Psycology খ) Psychology গ) Sychology
ঘ) Psycology উত্তরঃ খ
শূন্যস্থান
৬২। Prefer Tea ___
Coffee.
ক) in খ) than গ) to ঘ) off উত্তরঃ গ
৬৩। This
____ is unique problem.
ক) a খ) the গ) in
ঘ) an উত্তরঃ
ক
৬৪। The painting is ____
on the wall.
ক) hunging খ) to
গ) hang ঘ) up উত্তরঃ ঘ
৬৫। The man died ___
Maleria.
ক) on খ) by
গ) of ঘ) in উত্তরঃ গ
৬৬। Raju ___
here yesterday.
ক) come খ) came
গ) let ঘ) satnd উত্তরঃ খ
সমার্থক
শব্দ
৬৭। অনাকাঙ্ক্ষিত
ক) Unlimited খ) Unwanted গ) Unwell
ঘ) উত্তরঃ খ
৬৮। কুৎসিত
ক) Ugly খ) Unwell
গ) Bad ঘ) Sad উত্তরঃ ক
৬৯। তাপ
ক) Hot খ) Temperature
গ) Heat ঘ) উত্তরঃ
গ
৭০। ক্লান্তিকর
ক) Sociable খ) Greedy
গ) Tiredly ঘ) উত্তরঃ গ
গণিত
৭১। কাগজের মূল্য ২০% কমে গেলে কোন ব্যক্তি
খরচ বৃদ্ধি না করেও কাগজের ব্যবহাএ কত বৃদ্ধি করতে পারে ?
ক) ২৫% খ) ৩০%
গ) ৪৫% ঘ) ৩৫% উত্তরঃ
ক
৭২। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ২,
৩, ৫ মি. হলে, ত্রিভুটি কোন ধরনের ?
ক) এককোণী খ) বহুকোণী
গ) সমকোণী ঘ) চতুর্কোণী উত্তরঃ গ
৭৩। X ও Y
এর মানের গড় ৯ এবং X= ১২ হলে x,
y, z এর গড় কত ?
ক) ১৭ খ) ১২
গ) ১৫ ঘ) ১০ উত্তরঃ ঘ
৭৪। নিচের কোন সংখ্যাটি মৌলিক ?
ক) ৪৭ খ) ৫০
গ) ৪৮ ঘ) ৩৫ উত্তরঃ
ক
৭৫। চিনির মূল্য ২৫% বৃদ্ধি পেলে কোন
ব্যক্তির খচর বৃদ্ধি না করলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে ?
ক) ১৮% খ) ২৫%
গ) ২০% ঘ) ৩০% উত্তরঃ গ
৭৬। ৮, ১১, ১৭, ২৯, ৫৩___ এর
পরবর্তী সংখ্যাটি কত ?
ক) ১০৩ খ) ১০১
গ) ১০৫ ঘ) ১১০ উত্তরঃ খ
৭৭। এক মণ সমান কত কেজি ?
ক) ৩০ কেজি খ) ৪৫ কেজি
গ) ২০ কেজি ঘ) কোনটিই নয় উত্তরঃ ঘ
৭৮। একটি
বড় বাক্সের ভিতর ৫টি বাক্স আছে । প্রত্যেক বাক্সের ভিতর আবার ৫টি করে ছোট বাক্স
আছে তাহলে মোট বাক্সের সংখ্যা কত ?
ক) ৩৯টি খ) ৩৫টি
গ) ৩১টি ঘ) ৪৫টি উত্তরঃ গ
৭৯। ‘ক’ একটি কাজ ২০ দিনে ও ‘খ’ একটি কাজ ৩০
দিনে করতে পারে । একত্রে ‘ক’ ও ‘খ’ অর্ধেক কাজ করে ‘ক’ চলে গেলে বাকি কাজ ‘খ’ কত
দিনে শেষ করবে ?
ক) ২০ দিনে খ) ১৫ দিনে
গ) ২৫ দিনে ঘ) ১৮ দিনে উত্তরঃ খ
৮০। ১৫টি গরুর মূল্য ৫টি ঘোড়ার মূল্যের সমান ।
২টি ঘোড়ার মূল্য ৩০০০০/- হলে, ৩টি গরুর মূল্য কত ?
ক) ১৫০০০ টাকা খ) ১৮০০০ টাকা
গ) ১২০০০ টাকা ঘ) ২০০০০ টাকা উত্তরঃ
ক
Valo
ReplyDeleteKothin hoyse
ReplyDelete