সাম্প্রতিক সাধারণ জ্ঞান
অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞানঃ
উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার জন্য
posted by-Emran Hossain
১। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে বর্তমানে
বাংলাদেশের জনসংখ্যা কত ?
উত্তরঃ ১৬ কোটি ১০ লাখ
২। কোন স্লোগানকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ
পালিত হয় ?
উত্তরঃ জল আছে যেখানে, মাছ আছে সেখানে ।
৩। নিখুঁত হচ্ছে না বলে অজুহাত তুলে উৎপাদিত খাদ্যের
অর্ধেকেই ফেলে দেয় কোন দেশের নাগরিক ?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
৪। সার্কভুক্ত কোন দেশে সম্প্রতি সেদেশে ভারতীয় সব টিভি
চ্যানেল বন্ধ করে দিয়েছে ?
উত্তরঃ নেপাল
৫। ভারত সম্প্রতি চীনের কোন সীমান্তে ১০০ ট্যাংক মোতায়েন
করেছে ?
উত্তরঃ কাশ্মীরের লাদাখ সীমান্তে
৬। সম্প্রতি উত্তর কোরিয়া যে তিনটি ব্যালাষ্টিক
ক্ষেপনাণাস্ত্র নিক্ষেপ করেছে সেগুলোর গতিবেগ ক মেইল ছিল ?
উত্তরঃ ৩১১ থেকে ৩৭৩ মাইল
৭। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে, দেশের মোট
জনসংখ্যার কত শতাংশ তরুণ ?
উত্তরঃ ৩১ শতাংশ
৮। বাংলাদেশের মোট জিডিপির কত শতাংশ মৎস্য খাত থেকে আসে
?
উত্তরঃ ৩.৬৫ শতাংশ
৯। আইএলওর রিপোর্ট মতে, বাংলাদেশে কতসংখ্যক শিশুশ্রমিক
রয়েছে ?
উত্তরঃ ৭৫ লাখ
১০। বন বিভাগের হিসাব মতে, বর্তমানে দেশে কি পরিমাণ
বনভূমি রয়েছে ?
উত্তরঃ ১৭ শতাংশ
১১। ভারতের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে কী নামকরণ
প্রস্তাব পাস হয়েছে ?
উত্তরঃ ‘বঙ্গ’ বা ‘বাংলা’
১২। সম্প্রতি নির্বাচিত হওয়া টোকিওর প্রথম নারী গভর্নরের
নাম কি ?
উত্তরঃ ইউরিকো কোইকো
অতি সাম্প্রতিক তথ্যের জন্য নিয়মিত চোখ রাখুন প্রতি শনিবার
...।
চলবে...সাথেই থাকুন ।ভুল হলে কমেন্টে জানাবেন ।কোন অভিযোগ, পরামর্শ, মতামত এবং নিয়মিত লিখতে চাইলে ফেসবুকে আমাকে জানান । ধন্যবাদ ।
Post golu Dowanload kora jay na vay?
ReplyDelete