Google Ads

কৃষি বিষয়ক মডেল টেষ্ট (১-৭৫)

                            কৃষি বিষয়ক মডেল টেষ্ট- ০৫ 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার জন্য

  posted by-Emran Hossain

      জমি গভীরভাবে চাষ করতে হয় কোন্ফসলের জন্য ?
        ) মুলা ) মরিচ ) ধান ) আলু                                                      উত্তরঃ
     মুলা, মরিচ ফসলের জন্য জমি কিভাবে চাষ দিতে হয় ?
        ) আড়াআড়ি ভাবে ) কর্দমাক্ত জমি ) ঝুরঝুরে করে ) গভীর ভাবে  উত্তরঃ
৩।     ভূমিক্ষয় কয় প্রকার ?
        ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার    
 উত্তরঃ ক
৪।      নালা বা গালি ভূমিক্ষয় কোথায় বেশি দেখা যায় ?
        ক) উত্তরাঞ্চলে খ) পূর্বাঞ্চলে গ) পার্বত্য অঞ্চলে ঘ) উত্তর পশ্চিমাঞ্চলে    উত্তরঃ গ
     দেশের মোট ব্যবহৃত ধান বীজের শতকরা ক ভাগ চাষীরা নিজেরাই   ব্যবহার করেন ?
        ) ৬৫ খ) ৮৫ গ) ৭৫ ঘ) ৯৫      
উত্তরঃ খ
     কোন কৃষিজ দ্রব্যটি বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয় ?
        ) আলু খ) পেঁয়াজ গ) ইলিশ ঘ) গরু            
 উত্তরঃ গ
        ব্যাখ্যাঃ ইলিশ ছাড়াও বাংলাদেশ থেকে চামড়া রপ্তানি করা হয়
      অঙ্গজ প্রজনন করা যায় কোনটি ?
        ) লালশাক খ) ধান গ) কলা ঘ) পাট               
উত্তরঃ গ
     উচ্চ ফলনশীল (উফশী) ধানের চেয়েও বেশি ফলন দেয় কোনটি ?
        ) দেশি ধান খ) হাইব্রিড রাইস গ) পিওর লাইন ঘ) টিএলএস ধান বীজ    উত্তরঃ খ
     কৃষির মূল ক্ষেত্র কোনটি ?
        ) পানি খ) বীজ গ) সার ঘ) মাটি  
উত্তরঃ ঘ
১০    IRRI এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত ?
        ক) ভারত খ) জাপান গ) ফিলিপাইন ঘ) চীন  
 উত্তরঃ গ
১১।    বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল উদ্ভাবিত ধান কোনটি ?
        ক) ব্রি-৫৬ খ) ব্রি-৪৭ গ) ব্রি-৫১ ঘ) ব্রি-৫২   
উত্তরঃ ক
১২।    মৃত পশুর সৎকারে কোনটি ব্যবহৃত হয় ?
        ক) ডিডিটি খ) ফরমালিন গ) ক্লোরিন ঘ) ফসফরাস  
 উত্তরঃ ক
১৩।   কোন ধরনের চাষে গুটি ইউরিয়া প্রয়োগ সুবিধাজনক ?
        ক) লাইন চাষে খ) বপন করা হলে গ) ফাঁকা জমিতে ঘ) সব ধরণের চাষে উত্তরঃ ক
১৪।    মাছির মাধ্যমে ছড়ায় কোন রোগ ?
        ক) গো-বসন্ত খ) বাদলা গ) তড়কা ঘ) ক্ষুরারোগ 
উত্তরঃ গ
১৫।    শস্য পর্যায়ের ফলে কোনটির ব্যবহার কমে ?
        ক) কীটনাশক খ) ভূমি গ) বীজ ঘ) কৃষিযন্ত্র 
উত্তরঃক
১৬।   ধ্বংসা রোগ কোন ফসলের জন্য মারাত্বক ?
        ক) গম খ) সরিষা গ) আলু ঘ) মুলা  
 উত্তরঃ গ
১৭।    মোজাইক রোগের কারণ কি ?
        ক) ছত্রাক খ) ব্যাকটেরিয়া গ) ভাইরাস ঘ) কৃমি  
 উত্তরঃ
১৮।    স্যানিটেশন অর্থ কী ?
        ক) পরিচ্ছন্নতা খ) ব্যবস্থাপনা গ) রোগ প্রতিরোধ ঘ) টিকা প্রদান 
 উত্তরঃ
১৯।    ডিপটারেক্স কি ধরনের ঔষধ ?
        ক) কীটনাশক খ) উকুননাশক গ) ছত্রাকনাশক ঘ) ব্যথানাশক  
 উত্তরঃ
২০।   শূন্য চাষে কত দিন সময় বাঁচে ?
        ক) ১-২ সপ্তাহ খ) ২-৩ সপ্তাহ গ) ৩-৪ সপ্তাহ ঘ) ৩-৫ সপ্তাহ \
উত্তরঃ
        ব্যাখ্যাঃ মসুর, ভুট্রা ইত্যাদি ফসল শূন্য চাষ করা যায়
২১।    কত বয়সের গরু বাদলা রোগে আক্রান্ত হয় ?
        ক) ৬ মাস থেকে ২ বছর খ) ৬-১৮ মাস গ) ২-৩ বছর ঘ) ৩-৫ বছর 
 উত্তরঃ
২২।    দ্রুত বর্ধনশীল ফসল কোনটি ?
        ক) আলু খ) লালশাক গ) পটোল ঘ) করলা  
উত্তরঃ
২৩।   তড়কা রোগের লক্ষণ কোনটি ?
        ক) দেহের ওজন বেড়ে যায় খ) দেহের লোম পড়ে যায় গ) দেহের তাপমাত্রা বেড়ে যায় ঘ) পশু সর্বক্ষণ দাঁড়িয়ে থাকে
উত্তরঃ গ
২৪।    চা বাগানে সচরাচর কোন সেচ পদ্ধতি ব্যবহার করা হয় ?
        ক) চেক বেসিন খ) রিং বেসিন গ) বর্ষণ ঘ) কোনটিই নয় 
 উত্তরঃ
২৫।    বীজতলার মাটি কতটুকু উঁচু রাখতে হবে ?
        ক) ১০-১২ সেমি. খ) ১২-১৫ সেমি. গ) ১৫-২০ সেমি. ঘ) ২০-২৫ সেমি.   উত্তরঃ
২৬।   ধানের একটি আদর্শ বীজতলার জন্য কত কেজি গোবর সার দিতে হবে ?
        ক) ২৪ কেজি খ) ২০ কেজি গ) ১৫ কেজি ঘ) ১০ কেজি 
 উত্তরঃ
২৭।    সবচেয়ে পানি সাশ্রয়ী পদ্ধতি কোনটি ?
        ক) বর্ষণ সেচ পদ্ধতি খ) নালা সেচ পদ্ধতি গ) ড্রিপ সেচ পদ্ধতি ঘ) চেক বেসিন পদ্ধতি
উত্তরঃ
২৮।   কি চাষ করলে মাটিতে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয় ?
        ক) আলু খ) পটল গ) ধৈঞ্চা ঘ) ধান  
  উত্তরঃ
২৯।   কোন ধরনের জমিতে ইউরিয়া প্রয়োগ করা ভাল ?
        ক) শুকনা জমিতে খ) চাষ দেওয়া জমিতে গ) কাঁদাময় জমিতে ঘ) যে কোন জমিতে
উত্তরঃ
৩০।   বোরো উৎপাদনে মোট খরচের কত শতাংশ সেচের জন্য খরচ হয় ?
        ক) ২৮-৩০ শতাংশ খ) ৩০-৩২ শতাংশ গ) ৩০-৩৫ শতাংশ ঘ) ৩৫-৪০ শতাংশ
উত্তরঃ ক
৩১।   ‘ব্লটার পরীক্ষা’ দ্বারা কি পরীক্ষা করা হয় ?
        ক) চারার সতেজতা খ) বীজের বিশুদ্ধতা গ) বীজের অঙ্কুরোদ্গম ঘ) পানিতে প্রাকৃতিক খাদ্য
উত্তরঃ গ
৩২।   ধানের জন্য সেচের প্রতি সংকটময় পর্যায় কোনটি ?
        ক) প্রাথমিক কুশি গজানো খ) শীষ গজানো গ) পুষ্পায়ন ঘ) দুধ পর্যায়           উত্তরঃ গ
৩৩।   কৃষির মৌলিক উপাদান কোনটি ?
        ক) বীজ খ) কীটনাশক গ) সেচ ঘ) সার  
 উত্তরঃ ক
৩৪।   প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী পরিবেশগত উপাদান কোনটি ?
        ক) বন্যা খ) খরা গ) উচ্চ তাপ ঘ) মাটির লবণাক্ততা  
 উত্তরঃ ঘ
৩৫।   আগাম ফলন দেয় কোনটি ?
        ক) ব্রি ধান- ২৮ খ) ব্রি ধান-৪১ গ) ব্রি ধান-৪৭ ঘ) ব্রি ধান-৫৫                উত্তরঃ ক
৩৬।   বাংলাদেশে শিলা বৃষ্টি কখন হয় ?
        ক) জানুয়ারী-ফেব্রুয়ারী খ) মার্চ-এপ্রিল গ) জুন-জুলাই ঘ) আগষ্ট-অক্টোবর             
উত্তরঃ খ
৩৭।   কোন মাছ স্বল্প সময়ে ফলন দেয় ?
        ক) রুই খ) কই গ) চিংড়ি ঘ) তেলাপিয়া 
উত্তরঃ ঘ
৩৮।   খরা সহিঞ্চু ফসল কোনটি ?
        ক) ছোলা খ) গম গ) পাট ঘ) ভুট্রা  
 উত্তরঃ ক
৩৯।   গমের প্রধান শত্রু ইঁদুরের উপদ্রপ কখন শুরু হয় ?
        ক) বীজ বপনের সময় খ) পাতা গজানোর সময় গ) শীষ আসার সময় ঘ) গম কাটার সময়
উত্তরঃ গ
৪০।    মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজকে কি বলা হয় ?
        ক) স্পন খ) স্পট গ) মিল্কি ঘ) বাটন 
উত্তরঃ ক
৪১।    রোগ প্রতিরোধী গমের জাত কোনটি ?
        ক) কাঞ্চন খ) শতাব্দী গ) প্রদীপ ঘ) বিজয় 
উত্তরঃ ক
৪২।    কোন মাছ পুকুরের উপুরের স্তরের খাবার খায় ?
        ক) রুই খ) কাতলা গ) মৃগেল ঘ) কার্পিও  
 উত্তরঃ খ
৪৩।   গমের প্রধান শত্রু কোনটি ?
        ক) পাখি খ) বিড়াল গ) মুরগী ঘ) ইঁদুর  
 উত্তরঃ ঘ
৪৪।    মাশরুম কতদিনের মধ্যে ফলানো যায় ?
        ক) ২-৫ দিন খ) ৫-৭ দিন গ) ৭-১০ দিন ঘ) ১০-১২  
 উত্তরঃ গ
৪৫।    পুকুরে কত সেমি. আকারের পোনা ছাড়তে হয় ?
        ক) ৫-৬ সেমি. খ) ৭-১০ সেমি. গ) ১০-১২ সেমি. ঘ) ১২-১৫ সেমি. 
উত্তরঃ খ
৪৬।   পুরুষ গলদা চিংড়ির কত জোড়া বড় পা থাকে ?
        ক) ১ জোড়া খ) ২ জোড়া গ) ৩ জোড়া ঘ) ৪ জোড়া  
 উত্তরঃ খ
৪৭।    গরুর পরজীবীজনিত রোগ কোনটি ?
        ক) তড়কা খ) বাদলা গ) আটালি ঘ) গলাফোলা 
উত্তরঃ গ
৪৮।    দিনে কয়বার ডিম সংগ্রহ করা উচিত ?
        ক) ১ বার খ) ২ বার গ) ৩ বার ঘ) ৪ বার     
  উত্তরঃ খ
৪৯।    কত তাপমাত্রায় ডিম সংক্ষরণ করা উচিত ?
        ক) ১০-১২ ডিগ্রী সে. খ) ২০-২৫ ডিগ্রী সে. গ) ৩০-৩৫ ডিগ্রী সে. ঘ) ৫০-৫৫ ডিগ্রী সে.
উত্তরঃ ক
৫০।   বাঁধের কিনারা থেকে ৩০ সে.মি. সারি আকারে সারি আকারে সারি থাকবে কোন উদ্ভিদ ?
        ক) অড়হর খ) বৃক্ষ গ) শস্য ঘ) ধৈঞ্চা  
 উত্তরঃ ক
৫১।    লিগিউম জাতীয় গুল্ম চাষ করা হয় কোণ পদ্ধতিতে ?
        ক) সারিবদ্ধ খ) প্রান্তসীমায় গ) বিক্ষিপ্ত চাষ ঘ) অ্যালি ক্রপিং  
 উত্তরঃ ঘ
৫২।    নার্সারির পার্শ্ব পরিদর্শন পথ কি মাপের হতে হবে ?
        ক) ১-২ মি. খ) ২-৩ মি. গ) ৩-৪ মি. ঘ) ৪-৫ মি.  
 উত্তরঃ ক
৫৩।   স্থায়ীত্বের ওপর ভিত্তি করে নার্সারি কয় ধরণের হয় ?
        ক) ১ ধরনের খ) ২ ধরনের গ) ৩ ধরনের ঘ) ৪ ধরনের  
 উত্তরঃ খ
৫৪।    পলিব্যাগে চারা তৈরির কাজের ধাপ কয়টি ?
        ক) ১০ খ) ১২ গ) ১৪ ঘ) ১৬  
 উত্তরঃ খ
৫৫।    নার্সারি তৈরিতে সর্বপ্রথম কি প্রয়োজন ?
        ক) জমি খ) পরিকল্পনা গ) বীজ ঘ) সেচ  
 উত্তরঃ খ
৫৬।   বাঁশের দু’পাশে কি ধরনের গাছ লাগানো উচিত নয় ?
        ক) একবীজপত্রী খ) দ্বিবীজপত্রী গ) লিচু ঘ) গুল্ম 
উত্তরঃ খ
৫৭।    নার্সারিতে চারা কত সে.মি. লম্বা হওয়া পর্যন্ত পরিচর্যা করতে হয় ?
        ক) ১০ খ) ১৫ গ) ২০ ঘ) ২৫ 
উত্তরঃ খ
৫৮।   ব্রি ধান-৫২ কত দিন পানির নিচে টিকে থাকতে পারে ?
        ক) ৫-৭ দিন খ) ৮-১০ দিন গ) ১০-১৫ দিন ঘ) ১৫-২০ দিন     
উত্তরঃ গ
৫৯।   কৃষিকে পরিবেশবান্ধব করার উদ্দেশ্যে উদ্ভাবিত হয়েছে ___
        ক) রাসায়নিক সার খ) হাইব্রিড গ) IPM ঘ) ট্রাক্টর 
উত্তরঃ গ
 ৬০।  বাংলাদেশে বর্তমানে পরীক্ষামূলকভাবে কিসের চাষ করা হচ্ছে ?
        ক) কলা খ) স্ট্রবেরি গ) ঝাল মরিচ ঘ) তরমুজ 
উত্তরঃ খ
৬১।   গুটি ইউরিয়া সাধারনত মাটির কত গভীরে দিতে হয় ?
        ক) ৫ সে.মি. খ) ৭ সে.মি. গ) ৯ সে.মি. ঘ) ১০ সে.মি. 
উত্তরঃ ঘ
৬২   অভিজ্ঞতার মাধ্যমে উদ্ভাবিত জাত কোনটি ?
        ক) দিশারী  খ) হরিপদ  গ) হরিধান  ঘ) মালা  
 উত্তরঃ গ
৬৩।   পশু চিকিৎসা ট্রেনিং ইন্সটিটিউটকে সংক্ষেপে কী বলে ?
        ক) VIT  খ) VTI  গ) VETI  ঘ) ATI                      
উত্তরঃ খ
৬৪।   কৃষি মূল ক্ষেত্র কোনটি ?
ক) পানি  খ) মাটি  গ) বীজ  ঘ) সার  
 উত্তরঃ খ
৬৫।   ফিনাইল কি ধরনের ঔষধ ?
        ক) প্রতিষেধক  খ) জীবাণুনাশক  গ) ব্যাথানাশক  ঘ) ভিটামিন 
উত্তরঃ খ
৬৬।   আলু গাছের গড় উচ্চতা কত ?
        ক) ২-৪ সেঃ মিঃ  খ) ৪-৫ সেঃ মিঃ  গ) ৫-৬ সেঃ মিঃ  ঘ) ৬-৭ সেঃ মিঃ  
 উত্তরঃ গ
৬৭   দ্রুত বর্ধনশীল শাক কোনটি ?
        ক) লাল শাক  খ) সরিষা শাক  গ) পালং শাক  ঘ) পাট  শাক    
 উত্তরঃ ক
 ৬৮।  ঢলে পড়া রোগ কোন ফসলে দেখা যায় ?
        ক) ধান  খ) গম   গ) বেগুন  ঘ) শিম  
  উত্তরঃ গ
৬৯।   সেচের পানি মাটির কত ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে ?
        ক) ১-১.৫  খ) ১.৫-২  গ) ২-২.৫  ঘ) ২.৫-৩   
উত্তরঃ খ
৭০।    সবচেয়ে পানি সাশ্রয়ী পদ্ধতি কোনটি ?
        ক) বর্ষণ সেচ পদ্ধতি  খ) নালা সেচ পদ্ধতি  গ) ড্রিপ সেচ পদ্ধতি  ঘ) চেক বেসিন পদ্ধতি
উত্তরঃ গ
৭১।    ‘ব্লুটার পরীক্ষা’ দ্বারা কী পরীক্ষা করা হয় ?
        ক) চারার সতেজতা  খ) বীজের বিশুদ্ধতা  গ) বীজের অঙ্কুরোদ্গম  ঘ) পানিতে প্রাকৃতিক খাদ্য                 
উত্তরঃ গ
৭২।    চা বাগানে সচরাচর কোন সেচ পদ্ধতি ব্যবহার করা হয় ?
        ক) চেক বেসিন  খ) রিং বেসিন  গ) বর্ষণ  ঘ) ড্রিপ     
উত্তরঃ গ
৭৩।   ধানের জন্য সেচের প্রতি সংকটময় সময় কোনটি ?
        ক) প্রাথমিক কুশি গজানো  খ) শীষ পর্যায়  গ) পুষ্পায়ন  ঘ) দুধ পর্যায়  উত্তরঃ গ
৭৪।    কোন মাছ পানির সকল স্তরেই বিচরণ করে ?
        ক) কাতলা   খ) রুই  গ) শিং   ঘ) তেলাপিয়া  
  উত্তরঃ ঘ
৭৫    ধানের জন্য ক্ষতিকর তাপমাত্রা কত (ডিগ্রী সেঃ) ?
        ক) ১৫ ডিগ্রী সেঃ বা তার কম   খ) ২৫-২৮ ডিগ্রী সেঃ  গ) ৩০ ডিগ্রী সেঃ বা তার কম  ঘ) ৩৫ ডিগ্রী সেঃ বা তার বেশি   
উত্তরঃ ঘ 
ডাউনলোড করুন খানে

 চলবে...সাথেই থাকুন ।ভুল হলে কমেন্টে জানাবেন ।কোন অভিযোগ, পরামর্শ, মতামত এবং নিয়মিত লিখতে চাইলে ফেসবুকে আমাকে জানান । ধন্যবাদ ।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close