কৃষি বিষয়ক মডেল টেষ্ট- ০৬
কৃষি বিষয়ক মডেল টেষ্ট- ০৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার জন্য
posted by-Emran Hossain
১। উদ্যান
নার্সারী কী ?
ক)
বিশেষ ধরনের সবজি খামার খ) বড়
খামার
গ)
গাছের চারা ও কলম উৎপাদন উপযোগী বেড়াযুক্ত খামার
ঘ) ফল উৎপাদন উপযোগী বেড়াযুক্ত খামার উত্তরঃ গ
২। উদ্যান
নার্সারি সাধারণত কত প্রকারের ?
ক.
দুই খ. তিন গ. চার
ঘ. পাঁচ
উত্তরঃ ক
৩। উদ্যান
নার্সারিতে কি উৎপাদন করা হয় ?
ক.
ফল খ. ফুল গ. সবজি
ঘ. চারা উত্তরঃ
ঘ
৪। একজন
পূর্ণ বয়স্ক বাংলাদেশীর প্রতিদিন কত গ্রাম সবজি ও ফল খাওয়া উচিত ?
ক.
১২৫ গ্রাম সবজি ও ৪০ গ্রাম ফল খ. ১৫০
গ্রাম সবজি ও ৮০ গ্রাম ফল
গ.
২৫০ গ্রাম সবজি ও ১২৫ গ্রাম ফল ঘ. কোনটি
নয়
উত্তরঃ গ
৫। বাংলাদেশে
কত লক্ষ টন সবজি উৎপাদন হয় ?
ক.
২০ লক্ষ খ. ৩০ লক্ষ গ. ৪০ লক্ষ
ঘ. ৫০ লক্ষ উত্তরঃ
গ
৬। কত
গেজির কাঁটা তার নার্সারির বেড়া তৈরির কাজে লাগে ?
ক.
৫ গেজি খ. ১০ গেজি গ. ১৫ গেজি ঘ. ২০ গেজি
উত্তরঃ খ
৭। আদর্শ
বীজতলায় কয়টি স্তর থাকে ?
ক.২
টি খ.৩ টি গ. ৪ টি
ঘ. ৫ টি
উত্তরঃ খ
৮। কাটিং
কি ?
ক.
বিশেষ অঙ্গের মাধ্যমে বংশবিস্তার খ. যৌন পদ্ধতিতে বংশবিস্তার গ. অযৌন পদ্ধতিতে
বংশবিস্তার ঘ. সবগুলো উত্তরঃ গ
৯। মাতৃগাছ
রপণের সময় কোন মাটি ব্যবহার করবেন ?
ক)
৩০ সেঃ উপরের মাটি খ) ৩০ সেঃ নিচের মাটি গ) গোবর সার যুক্ত মাটি ঘ) রাসায়নিক সার
যুক্ত মাটি উত্তরঃ
খ
১০। কাটিং
এ ব্যবহৃত হরমোনের নাম কি ?
ক.
বিউটারিক এসিড খ. ইনডোল বিউটারিক
এসিড গ. এসিটিক এসিড ঘ. উপরের সবগুলো উত্তরঃ খ
১১। নিচের
কোনটি ম্যাক্রোসল্ট ?
ক.
বোরণ খ. নাইট্রোজেন গ. দস্তা
ঘ. সালফার উত্তরঃ
খ
১২। তালি
চোখ কলমে কয়টি চোখ লাগে ?
ক.
১ টি খ. ২ টি গ. ৩ টি
ঘ. ৪ টি উত্তরঃ
ক
১৩। পৃথকীকরণের
উদাহরণ কী ?
ক.
আলু খ. পেঁয়াজ গ. আদা
ঘ. থানকুনি উত্তরঃ
খ
ব্যাখ্যাঃ পৃথকীকরণের উদাহরণ
পেঁয়াজ । বিভাজনের
উদাহরণ আদা । ধাবকের উদাহরণ
থানকুনি ।
১৪। বিভাজনের উদাহরণ কি ?
ক.
আলু খ. পেঁয়াজ গ. আদা
ঘ. থানকুনি উত্তরঃ
গ
ব্যাখ্যাঃ পৃথকীকরণের উদাহরণ
পেঁয়াজ । বিভাজনের
উদাহরণ আদা । ধাবকের উদাহরণ
থানকুনি ।
১৫। ধাবকের উদাহরণ কি ?
ক.
আলু খ. পেঁয়াজ গ. আদা
ঘ. থানকুনি উত্তরঃ
ঘ
ব্যাখ্যাঃ পৃথকীকরণের উদাহরণ
পেঁয়াজ । বিভাজনের
উদাহরণ আদা । ধাবকের উদাহরণ
থানকুনি ।
১৬। রোগমুক্ত
চারা উৎপাদনের জন্য কি ধরনের কালচার করা হয় ?
ক.
ক্যালাস খ. শিঁকড় গ. মেরিষ্টেম ঘ. কান্ড উত্তরঃ
গ
১৭। উদ্ভিদের
ক্ষেত্রে টিস্যু কালচার কী হিসেবে পরিচিত ?
ক.
উদ্ভিদ প্রজনন খ. উদ্ভিদ কৌলিতত্ব গ. বায়োটেকনোলজি ঘ. জৈব রসায়ন উত্তরঃ গ
১৮। কোনটি ভিটামিনের উৎস ?
ক.
Fe.EDTA খ. থায়ামিন গ. সিসটিন
ঘ. গ্লাইসিন
উত্তরঃ খ
ব্যাখ্যাঃ Fe.EDTA আয়রনের উৎস
।
২০। নিচের কোনটি অক্সিনের অন্তর্ভূক্ত ?
ক.
BAP খ. ZIP গ. IAA ঘ. BA উত্তরঃ
গ
ব্যাখ্যাঃ BAP সাইটোকাইনিনের
অন্তর্ভুক্ত ।
২১। কোন রঙের পলিব্যাগ গাছের জন্য বেশি
উপকারী ?
ক.
সাদা খ. লাল গ. সবুজ
ঘ. কালো উত্তরঃ
ঘ
২২। ট্রেনিং এর সময় কখন ?
ক.
চারা অবস্থায় খ. ভাদ্র মাসে গ. অগ্রহায়ণ মাসে ঘ. বয়স্ক গাছে উত্তরঃ
ক
২৩। কোনটি নিন্মশ্রেণীর উদ্ভিদ ?
ক.
তামাক খ. ছত্রাক গ. সরিষা
ঘ. র্ফাণ উত্তরঃ
ঘ
ব্যাখ্যাঃ উচ্চ শ্রেণীর উদ্ভিদ
তামাক । নিম্ন
শ্রেণীর উদ্ভিদ ফার্ণ ।
২৪। কোনটি উচ্চশ্রেণীর উদ্ভিদ ?
ক.
তামাক খ. ছত্রাক গ. সরিষা
ঘ. র্ফাণ উত্তরঃ
ক
ব্যাখ্যাঃ উচ্চ শ্রেণীর উদ্ভিদ
তামাক । নিম্ন
শ্রেণীর উদ্ভিদ ফার্ণ ।
২৫। কোনটি কালচারে তরল মিডিয়াম ব্যবহৃত হয় ?
ক.
ক্যালাস খ. কান্ডাগ্র গ. মূলাগ্র ঘ. প্রর্ব খন্ড উত্তরঃ
গ
২৬। আবর্জনা পচা সারে কী থাকে ?
ক.
নাইট্রোজেন খ. কেঁচো গ. উপকারী অনুজীব থাকে ঘ. কার্বন গ্যাস উত্তরঃ
গ
২৭। কান্ডাণু জন্মানোর জন্য নিচের কোন
হরমোন ব্যবহার করা হয় ?
ক.
IBA খ. NAA গ. সাইটোকাইনিন ঘ. IAA উত্তরঃ
গ
২৮। মেরিস্টেম কালচারে মেরিস্টেমের আকৃতি
কেমন দেখায় ?
ক.
লম্বা খ. গম্বুজ গ. গোলাকার ঘ. চ্যাপ্টা উত্তরঃ
খ
২৯। পট মিকচারের জন্য কি ধরনের মাটির
প্রয়োজন হয় ?
ক.
বেলে খ. এটেল দোআঁশ গ. কাদামাটি ঘ. দোআঁশ উত্তরঃ
খ
৩০। গোলাপের বাডিং করার জন্য উপযুক্ত মাস
কোনটি ?
ক.
আগষ্ট খ. সেপ্টেম্বর গ. ফেব্রুয়ারী ঘ. এপ্রিল উত্তরঃ
গ
৩১। জীবের উৎপত্তি ও জীবের বৃদ্ধি কিসের
মাধ্যমে হয় ?
ক.
বীজ খ. ফুল গ. ফল
ঘ. কোষ উত্তরঃ
ঘ
৩২। অঙ্কুর জোড় কলমে জোড়া লাগতে কত দিন সময়
লাগে ?
ক.
১-২ সপ্তাহ খ. ২-৩ সপ্তাহ গ. ৩-৪ সপ্তাহ ঘ. ৪-৫ সপ্তাহ উত্তরঃ
খ
৩৩। জিবরারেলিন উদ্ভিদের কোন অংশের উদ্দিপক
হিসেবে ব্যবহৃত হয় ?
ক.
বীজের খ. কান্ডের গ. শিকড়ের
ঘ. পাতার উত্তরঃ
খ
৩৪। টিস্যু কালচারের কোন ধাপে ল্যামিনার
ফ্লো ব্যবহার করা হয় ?
ক.
প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয়
ঘ. চতুর্থ উত্তরঃ
গ
ব্যাখ্যাঃ ইনোকুলেশন কক্ষ
ল্যামিনার ফ্লোর সাহায্যে জীবাণুমুক্ত করা হয় ।
৩৫। কপি জাতীয় সবজির বীজ কতদিন ভিজিয়ে রাখতে
হয় ?
ক) ১ দিন খ) ২ দিন গ) ৩ দিন ঘ)
ভিজানোর প্রয়োজন নাই উত্তরঃ
ঘ
৩৬। জীবন্ত বেড়ার উপকারিতা কি ?
ক) ঝড় থেকে গাছপালাকে রক্ষা
করে খ) গাছে রোগ বালাই কম হয়
গ)
পরপরাগায়নে বাঁধা সৃষ্টি করে
ঘ) গাছ তাড়াতাড়ি বাড়ে উত্তরঃ
গ
৩৭। কোন
গাছের পাতা প্রতি বর্গমিটারে ৪.০৫ গ্রাম দূষিত ময়লা পরিশোধন করে ?
ক) আম খ) কাঁঠাল গ) আদা ঘ) জাম উত্তরঃ
ক
৩৮। ফলের চারা তৈরির জন্য পলি ব্যাগের সাইজ
কত ?
ক) ৫×১০ সেঃ মিঃ খ) ১০×১৫
সেঃ মিঃ গ) ১৫×২৫ সেঃ মিঃ ঘ)
২০×২০ সেঃ মিঃ উত্তরঃ খ
৩৯। দাবা কলমের মাধ্যমে কোন গাছে বংশবিস্তার করা যায় ?
ক) রজনীগন্ধা খ) আমলকি গ) মুসান্ডা ঘ) সফেদা উত্তরঃ
গ
৪০। চোখ কলম সাধারনত কোন গাছে করা হয় ?
ক) আম খ) জাম গ) কাঁঠাল ঘ) কুল উত্তরঃ
ঘ
ডাউনলোড করুন এখানে
Dwonload lik dan?
ReplyDeleteডাউনলোড লিংক দেওয়া হয়েছে
Deleteআগামীকাল দেওয়া হবে।।
ReplyDeleteTnx.....for signification post
ReplyDelete