Google Ads

সাধারণ জ্ঞান (বাংলাদেশ) -১




সাধারণ জ্ঞান (বাংলাদেশ)

উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার জন্য

  posted by-Emran Hossain

১। ‘অলিভ টারটাল’ বাংলাদেশের কোন দ্বীপে অবস্থিত ?
ক) সেন্টমার্টিন  খ) রাঙ্গাবালি
গ) চর আলেকজান্ডার  ঘ) ছেড়াদ্বীপ
২। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত ?
ক) রাঙামাটি   খ) বান্দরবান
গ) খাগড়াছড়ি  ঘ) সিলেট
৩। ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেষ্ট জয় করেন ?
ক) ওয়াসফিয়া নাজনীন
খ) এম.এ.মুহিত
গ) মুসা ইব্রাহিম
ঘ) নিশাত মজুমদার
৪।যশোর জেলায় অবস্থিত বিল ?
ক) হাইল   খ) ভবদহ
গ) পাথরচাওলি    ঘ) আড়িয়াল
৫।বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ?
ক)বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
খ) জেনারেল এম.এ.জি. ওসমানি
গ) কর্নেল শফিউল্লাহ
ঘ) মেজর জিয়াউর রহমান
৬। গভীর সমুদ্রবন্দর নির্মানের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত ?
ক) ৭ বর্গ কিলোমিটার   খ) ৮ বর্গ কিলোমিটার
গ) ৯ বর্গ কিলোমিটার   ঘ) ৯১ বর্গ কিলোমিটার
৭। জীবন ঢুলী কি ?
ক) একটি উপন্যাসের নাম
খ) একটি কাব্যগ্রন্থের নাম
গ) একটি চলচিত্রের নাম
ঘ) একটি আন্তজীবনীর নাম
৮। বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়? ক)সিলেট   খ) ঢাকা
গ) রাজশাহী   ঘ) চট্রগ্রাম
৯। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ উৎপাদিত সার-এর নাম কোনটি ?
ক) টি এস পি এবং এএসপি  খ) ইউরিয়াএবং এএসসি
গ) ইউরিয়া  ঘ) পটাশ
১০।ম্যানগ্রোভ কি ?
ক) শালবন    খ) উপকূলীয় বন
গ) কেওড়া বন   ঘ) মানব সৃষ্ট বন 

সঠিক উওরঃ ১(ক) , ২।(খ), ৩।(ঘ), ৪।(খ) ৫।(ক), ৬।(গ), ৭।(গ), ৮।(ক), ৯।(খ), ১০।(খ)


ডাউনলোড করুন এখানে


চলবে...সাথেই থাকুন ।ভুল হলে কমেন্টে জানাবেন ।কোন অভিযোগ, পরামর্শ, মতামত এবং নিয়মিত লিখতে চাইলে ফেসবুকে আমাকে জানান । ধন্যবাদ ।



No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close