Google Ads

কৃষি বিষয়ক মডেল টেষ্ট-০৭

কৃষি বিষয়ক মডেল টেষ্ট-০৭

উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার জন্য

  posted by-Emran Hossain

কৃষি বিষয়ক প্রশ্ন (১-৪০)

       হ্যাচারীর ঘরে কয়টি প্রকোষ্ট থাকে ?
                ক) ৪ টি খ) ৮ টি গ) ১২ টি ঘ) ১০ টি                                                                                                                              
              উত্তরঃ গ
       চিংড়ির রোগকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ?
                ক) ২ খ) ৪ গ) ৬ ঘ) ৩                                                                                                                                               
              উত্তরঃ খ
       কোনটি মাছের সম্পূরক খাদ্য ?
ক. শেওলা  খ. ব্যাকটেরিয়া   গ. গমের ভূষি   ঘ. ক্ষুদেপানা                                                                                         
 উত্তরঃ গ
       সার্বক্ষণিক মৎস আহরণে দেশের  কত লোক নিয়োজিত ?
ক. ১০ লক্ষ  খ. ১২ লক্ষ   গ. ১৫ লক্ষ   ঘ. ৫ লক্ষ                                                                                                          
উত্তরঃ খ
      চর্বি কত প্রকার ?
ক. ২ প্রকার   খ. ৩ প্রকার  গ. ৪ প্রকার  ঘ. ৫ প্রকার                                                                                                       
উত্তরঃ ক
       কোন ব্যাকটেরিয়া  ক্ষতরোগ সৃষ্টির জন্য দায়ী বলে মনে করা হয় ?
ক. এরোমোনাস    খ. একলিয়া   গ. এফানোমাইসিস  ঘ. ব্যাসিলাস                                                                                
উত্তরঃ ক
       হ্যাচারির পাদদেশে কি পরিমাণ জায়গায় ইট বিছানো দরকার ?
                ক) ৮.৫ মিটার খ) ১০.৫ মিটার গ) ১২.৫ মিটার ঘ) ১৩.৫ মিটার                                                                                      
              উত্তরঃ ঘ
      সদ্য সংগৃহীত কাঁচা শামুক ও ঝিনুকে কত ভাগ আমিষ থাকে ?
                ক) ৪ ভাগ খ) ৮ ভাগ গ) ১২ ভাগ ঘ) ১৬ ভাগ                                                                                                                
               উত্তরঃ 
       কোনটি মাছের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড ?
ক. সালফিউরিক এসিড   খ. এসকরবিক এসিড  গ. পেন্টোথেনিক এসিড  ঘ. লাইসিন                                                 
 উত্তরঃ ঘ
১০       HCCAP পদ্ধতির মূলনীরি কয়টি ?
                ক) ৫ টি  খ) ৭ টি  গ) ৯ টি  ঘ) ১০ টি                                                                                                                            
                উত্তরঃ খ
১১       লেয়ার মুরগীর ঘরে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম কোনটি ?
                ক) ব্রুডার খ) চিক গার্ড গ) লেয়িং বাক্স ঘ) এনার্জি লাইট                                                                                              
             উত্তরঃ গ
১২       ইউটেরাসের মধ্যে ডিম কতক্ষণ অপেক্ষা করে ?
                ক) ১৭-১৮ ঘন্টা খ) ৯-১৬ ঘন্টা গ) ২১-২৫ ঘন্টা ঘ) ১৮-২০ ঘন্টা                                                                                    
               উত্তরঃ ঘ
১৩        বাংলাদেশে কোন পদ্ধতিতে চিংড়ি চাষ করা হয় ?
                ক) সনাতন পদ্ধতিতে খ) উন্নত হালকা চাষ পদ্ধতিতে গ) আধা নিবিড় চাষ পদ্ধতিতে ঘ) নিবিড় চাষ পদ্ধতিতে              
                উত্তরঃ ক
১৪       সেটারের মধ্যে মুরগীর ডিমের জন্য তাপমাত্রার প্রয়োজনীয়তা কত ?
                ক) ৯৯ ডিগ্রী ফা. খ) ১০০ ডিগ্রী ফা. গ) ১০৯ ডিগ্রী ফা. ঘ) কোনটিই নয়                                                                        
              উত্তরঃ খ
১৫       প্রজননক্ষম মাছের পুকুরের গভীরতা কত হওয়া দরকার ?
ক. ৫-৮ ফুট    খ. ৮-১০ ফুট   গ. ১০-১৪ ফুট  ঘ. ২-৩ ফুট                                                                                              
 উত্তরঃ খ
১৬        ড্যাকটাইলোগাইরাসের শূশককে কী বলা হয় ?
ক. সারকেরিয়া  খ. মেটাসারকেরিয়া  গ. ওনকোমিরাসিডিয়াম  ঘ. মিরাসিডিয়াম                                                             
 উত্তরঃ গ   
১৭       ব্রয়লারের জন্য গড়ে মেঝেতে থাকার স্থানের পরিমাণ কত ?
                ক) ০.০৩ বর্গ মি. খ) ০.০৬ বর্গ মি. গ) ০.০৯ বর্গ মি. ঘ) ০.৯ বর্গ মি.                                                                  
               উত্তরঃ গ
১৮       পিতা মাতার গামবারো টীকা ব্যবহার করা না থাকলে বাচ্চার কত বয়সে গামবারো টীকা প্রথম ব্যবহার করা যায় ?
                ক) ১ দিন বয়সে খ) ১ মাস বয়সে গ) ১ সপ্তাহ বয়সে  ঘ) ১ বছর বয়সে                                                                           
               উত্তরঃ ক
১৯        ব্রুডারে বাচ্চা প্রদানের কত সময় পর প্রাথমিক খাদ্য প্রদান করতে হয় ?
                ক) ১ ঘন্টা খ) ২ ঘন্টা গ) ৩ ঘন্টা ঘ) ৪ ঘন্টা                                                                                                                    
               উত্তরঃ খ
২০       ডিম হতে রেণু বের হবার কতদিন পরে খাবার দিতে হয় ?
ক. ৩ দিন   খ. ৫ দিন    গ. ৬ দিন    ঘ. ২ দিন                                                                                                               
উত্তরঃ খ 
২১       অল পারপাস ঘর কি ?
                ক) বাচ্চা পালন ঘর                 খ) বাড়ন্ত বাচ্চা পালন ঘর 
গ) ডিম পাড়া হাঁস পালন ঘর     ঘ) বাচ্চা, বাড়ন্ত বাচ্চা ও ডিম পাড়া হাঁস পালন ঘর                                                         
উত্তরঃ ঘ
২২       ব্রয়লার বাচ্চার জন্য ব্রুডারে প্রথম সপ্তাহে তাপমাত্রার পরিমাপ কত ?
                ক) ৭৬ ডিগ্রী ফা. খ) ৮৬ ডিগ্রী ফা. গ) ৬৬ ডিগ্রী ফা. ঘ) ৯৬ ডিগ্রী ফা.                                                                          
              উত্তরঃ খ
২৩       স্বাভাবিক অবস্থায় পুলেট মুরগীর ডিম উৎপাদন কত বয়সে শুরু হয় ?
                ক) ১৬ সপ্তাহ খ) ১৮ সপ্তাহ গ) ৯ সপ্তাহ ঘ) ২০ সপ্তাহ                                                                                   
               উত্তরঃ ঘ
২৪       বাংলাদেশের তটরেখার দৈর্ঘ্য কত ?
                ক) ২৪০ কিমি. খ) ৪৮০ কিমি. গ) ২৮০ কিমি. ঘ) ২০০ কিমি.                                                                                          
              উত্তরঃ খ
২৫       বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী ক্ষতরোগের জন্য কোন ছত্রাকটি দায়ী ?
ক. এরোমোনাস    খ. একলিয়া   গ. এফানোমাইসিস  ঘ. ব্যাসিলাস                                                                              
 উত্তরঃ গ
২৬       প্রজননক্ষম মাছের কোন স্থানে ইনজেকশন প্রয়োগ করা উত্তম ?
                ক) বক্ষ পাখনার পাদদেশে খ) লেজে গ) মাথায় ঘ) পেটে                                                                                             
              উত্তরঃ ক
২৭       চিংড়ি চাষের জন্য পানির পি.এইচ মাত্রা কত ?
                ক) ৬-৭.৫ খ) ৭-৮.৫ গ) ৪-৫ ঘ) কোনটিই নয়                                                                                                                
              উত্তরঃ খ
২৮       মজুদ পুকুরে চিংড়ির মৃত্যুহার কত ?
                ক) ৫%  খ) ১০%  গ) ১৫%  ঘ) ২০%                                                                                                                         
             উত্তরঃ খ
২৯       মুরগীর স্বাভাবিক তাপমাত্রা কত ?
                ক) ৯৮.৪ ডিগ্রী ফা. খ) ৯৯ ডিগ্রী ফা. গ) ১০৭ ডিগ্রী ফা. ঘ) ৮৫ ডিগ্রী ফা.                                                                        
              উত্তরঃ গ
৩০       লবণাক্ত পানিতে জন্মাতে পারে এমন ব্যাকটেরিয়াকে কি বলা হয় ?
                ক) হ্যালোফিলিক খ) সল্টফিলিক গ) সল্ট মিক্স ঘ) কোনটিই নয়                                                                                    
             উত্তরঃ ক
৩১       সর্বোচ্চ সংখ্যক ডিম উৎপাদন কত বয়সে হয় ?
                ক) ৯-১৪ সপ্তাহ খ) ১৪-১৮ সপ্তাহ গ) ২০-২৫ সপ্তাহ ঘ) ২৭-৩১ সপ্তাহ                                                                            
             উত্তরঃ ঘ
৩২       হাঁস-মুরগীর ডিমে ভ্রুণ সৃষ্টি হওয়ার সময় তাপমাত্রা কত থাকে ?
                ক) ৯৮.৪ ডিগ্রী ফা. খ) ৯৯ ডিগ্রী ফা. গ) ১০৫ ডিগ্রী ফা. ঘ) ১৩৩ ডিগ্রী ফা.                                                                      
               উত্তরঃ গ
৩৩       আমিষজাতীয় খাদ্য মাছের শরীরে কি সরবরাহ করে ?
                ক) ফ্যাটি এসিড খ) এমাইনো এসিড গ) অক্সিজেন ঘ) ভিটামিন                                                                                  
               উত্তরঃ খ
৩৪       বৈদাশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে কোন শিল্পের পরে চিংড়ির অবস্থান ?
                ক) পাট শিল্প খ) চামড়া শিল্প গ) পোশাক শিল্প ঘ) চা শিল্প                                                                                                
                উত্তরঃ গ
৩৫      নিষিক্তকরণের সময় কতক্ষণ পর্যন্ত পানি দ্বারা ডিম পরিষ্কার করতে হয় ?
ক. ৩০ মিনিট   খ. ৪০ মিনিট    গ. ৫০ মিনিট   ঘ. ১৫ মিনিট                                                                                          
 উত্তরঃ খ
৩৬       বিশ্বে  কত সালে প্রথম ক্ষত রোগ দেখা দেয় ?
ক. ১৯৬২ সালে  খ. ১৮৬২ সালে    গ. ১৮৭২ সালে ঘ.  ১৯৭২ সালে                                                                             
 উত্তরঃ ঘ
৩৭       হিমায়িতকরণে কত তাপমাত্রা ব্যবহার করা হয় ?
                ক) -৩০ ডিগ্রী সে.  খ) -৪ ডিগ্রী সে. গ) -৩৩ ডিগ্রী সে. ঘ) ০ ডিগ্রী সে.                                                                       
               উত্তরঃ গ
৩৮      প্রজননক্ষম মাছের খাদ্যে শতকরা কত ভাগ খৈল থাকা দরকার ?
                ক) ১০ খ) ২০ গ) ৩০ ঘ) ৪০                                                                                                                                     
              উত্তরঃ গ
৩৯       প্রজননের পর কত দিন পর্যন্ত উর্বর ডিম পাওয়া যায় ?
                ক) ৫ দিন খ) ৭ দিন গ) ১০ দিন ঘ) ১৫ দিন                                                                                                                 
               উত্তরঃ ঘ
৪০       নার্সারি পুকুরে ব্যবহৃত পিলেট খাবারের আকার কত ?
                ক) ২-৫ মিঃমিঃ খ) ৫-৭ মিঃমিঃ গ) ৭-৯ মিঃমিঃ ঘ) ৯-১৪ মিঃমিঃ                                                                                    
              উত্তরঃ ক

বাংলা  ১ম পত্র (১৫)

(উত্তর নিচে দেওয়া আছে)

১."চিলেকোঠার সেপাই" উপন্যাসটির লেখক কে? ক)সৈয়দ শামসুল হক খ)শামসুর রাহমান গ)আখতারুজ্জামান ইলিয়াস ঘ)শওকত উসমান ২."কর্ণফুলী"উপন্যাসটির লেখক কে? ক)শামসুল হক খ)শামসুর রাহমান গ)আলাউদিদন আল আজাদ ঘ)প্রমথ চৌধুরী ৩."তেইশ নম্বর তৈলচিত্র" কোন ধরনের রচনা? ক)প্রবন্ধ খ)উপন্যাস গ)ছোটগল্প ঘ)নাটক ৪."রূপসী বাংলা" কাব্যগ্রন্থের লেখক কে? ক)জসীম উদ্দীন খ)জীবনানন্দ দাশ গ)শওকত উসমান ঘ) শামসুর রাহমান ৫."কবিতার কথা" কোন ধরনের রচনা? ক)প্রবন্ধ গ্রন্থ খ)উপন্যাস গ)নাটক ঘ)ছোটগল্প ৬."জীবনানন্দ দাশের"বনলতা সেন" কাব্যগ্রন্থ টি কত সালে প্রকাশিত হয়? ক)১৯৪১ সালে খ)১৯৪২ সালে গ)১৯৪৩ সালে ঘ)১৯৪৪ সালে ৭."সতীর্থ" উপন্যাসটির লেখক কে? ক)জীবনানন্দ দাশ খ)জসীম উদদীন গ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ)রবীন্দ্রনাথ ঠাকুর ৮."অপারাজয় কথাসাহিত্যিক" কার উপাধি? ক)শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ)বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ)শওকত উসমান ৯."শেষপ্রশ্ন"কোন ধরনের রচনা? ক)প্রবন্ধগ্রন্থ খ)উপন্যাস গ)নাটক ঘ)গল্পগ্রন্থ ১০."নিষ্কৃতি" উপন্যাসের লেখক কে? ক)শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ)রবীন্দ্রনাথ ঠাকুর ঘ)জীবনানন্দ দাশ ১১."ছবি"কোন ধরনের রচনা? ক)গল্পগ্রন্থ খ)সিনেমা গ)ছোটগল্প ঘ)উপন্যাস ১২."আমলার মামলা" কোন ধরনের রচনা? ক) নাটক খ)ছোটগল্প গ)উপন্যাস ঘ)গল্পগ্রন্থ ১৩."চৌরসন্ধি" উপন্যাসের লেখক কে? ক)শামসুল হক খ)শওকত উসমান গ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ)শওকত আলী ১৪."ক্রীতদাসের হাসি" উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? ক)১৯৬২ সালে খ)১৯৬৩ সালে গ)১৯৬৪ সালে ঘ)১৯৬৫ সালে ১৫."চার ইয়ারীর কথা" কোন ধরনের রচনা? ক)উপন্যাস খ)গল্পগ্রন্থ গ)নাটক ঘ)ছোটগল্প ১৬."পায়ের আওয়াজ পাওয়া যায়" কোন ধরনের রচনা? ক)কাব্যগ্রন্থ খ)ছোটগল্প গ)উপন্যাস ঘ)কাব্যনাট্য 

উত্তরঃ ১গ, ২গ, ৩খ, ৪খ, ৫ক,৬খ, ৭ক, ৮ক, ৯খ, ১০ক, ১১ক, ১২ক ১৩খ, ১৪ক, ১৫খ 


বাংলা ২য় পত্র ( ৯)

১. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত?
ক. ১১টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ৮টি
উত্তর : গ. ১০টি
!!!!!!!!
২. 'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি'-এটি কোন ধরনের বাক্য?
ক. যৌগিক বাক্য
খ. সাধারণ বাক্য
গ. মিশ্র বাক্য
ঘ. সরল বাক্য
উত্তর : ক. যৌগিক বাক্য
!!!!!!!!
৩. 'একাদশে ববৃড়ীহস্পতি-এর অর্থ কী?
ক. আশার কথা
খ. সৌভাগ্যের বিষয়
গ. মজা পাওয়া
ঘ. আনন্দের বিষয়
উত্তর : খ. সৌভাগ্যের বিষয়
!!!!!!!
৪. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
ক. সাহেব
খ. বেয়াই
গ. সঙ্গী
ঘ. কবিরাজ
উত্তর : ঘ. কবিরাজ
!!!!!!!
৫ . সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?
ক. কবিতার পঙক্তিতে
খ. গানের কলিতে
গ. গল্পের বর্ণনায়
ঘ. নাটকের সংলাপে
উত্তর : ঘ. নাটকের সংলাপে
!!!!!!!
৬. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
ক. ননদ
খ. প্রিয়
গ. শিষ্যা
ঘ. আয়া
উত্তর : ক. ননদ
!!!!!!!
৭. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
ক. নাম পদ
খ. উপ পদ
গ. প্রতিপাদিক
ঘ. উপমিত
উত্তর : গ. প্রতিপাদিক
!!!!!!!
৮. কোন বাক্যটি দ্বারা অনুরধ বুঝায়?
ক. তুই বাড়ি যা
খ. ক্ষমা করা ঘোর অপরাধ
গ. কাল একবার এসো
ঘ. দূর হও
উত্তর : গ. কাল একবার এসো
!!!!!!!
৯. ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
ক. আন
খ. আই
গ. আল
ঘ. আও
উত্তর : খ. আই


সাধারণ জ্ঞান (২০)
আন্তর্জাতিক বিষয়াবলী :
১ .নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়? 
ক.১৯৬১ খ.১৯৬২ গ.১৯৬৩ ঘ.১৯৬৪
উত্তরঃ ঘ 
২.মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? 
ক.মেসিডোনিয়া খ.আলবেনিয়া গ.ইতালি ঘ.সার্বিয়া
উত্তরঃ ক
৩.ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়- 
ক.মিসরীয়দের খ.সুমেরীয়দের গ.ফরাসীদের ঘ.ইথিয়পীয়দের 
উত্তরঃ ক
৪.'ইউরোপের ক্রীড়াঙ্গন' বলা হয় যে দেশটিকে- 
ক.ইরান খ.কোরিয়া গ.সুইজারল্যান্ড  ঘ.জাপান
উত্তরঃ গ
৫.প্রেইরি তৃণভূমি অবস্থিত - 
ক.উত্তর আমেরিকা অঞ্চল খ.দক্ষিণ আমেরিকা অঞ্চল গ.ফ্রান্স এর অঞ্চল ঘ.জার্মানি এর অঞ্চল 
উত্তরঃ ক
৬.ব্ল্যাক ফরেস্ট যে দেশে অবস্থিত -
 ক.ইসরাইল খ.জার্মানি গ.ফ্রান্স ঘ.রাশিয়া 
উত্তরঃ খ
 ৭.'সীমান্ত গান্ধী' নামে পরিচিত- 
ক.খান আব্দুল গাফফার খান খ.খান মুহাম্মদ মঈনুদ্দিন গ.গোবিন্দ চন্দ্র দাস ঘ.অমিয় চক্রবর্তী 
উত্তরঃ ক
৮.কতটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?  
ক.৪৮ টি খ.৫০ টি গ.৫১ টি ঘ.৬০ টি
উত্তরঃ গ
৯.জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত হয়?  
ক.১৪ অক্টোবর খ.২৪ অক্টোবর গ.১ সেপ্টেম্বর ঘ.২৫ সেপ্টেম্বর 
উত্তরঃ খ
১০. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
 ক.কফি আনান খ.উ থান্ট গ.দ্যাগ হ্যামারশোল্ড ঘ.ভুট্রোস ঘালি 
উত্তরঃ খ
১১. OPEC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?  
ক.ভিয়েনায় খ.প্যারিসে গ.লন্ডনে ঘ.ওয়াশিংটনে
উত্তরঃ ক
১২.ইতিহাস বিখ্যাত 'বেথেলহাম' কোথায় অবস্থিত? ক.জর্ডান খ.সিরিয়া গ.লিবিয়া ঘ.ফিলিস্তিন
উত্তরঃ ঘ
১৩.গণতন্ত্রের জন্ম হয়েছিল- 
ক.গ্রিসে খ.জার্মানিতে গ.জাপানে ঘ.ইতালিতে
উত্তরঃ ক
১৪.জাপান কোরিয়া দখল করে- 
ক.১৯০৩ খ.১৯০৪ গ.১৯০৫ ঘ.১৯০৬ 
উত্তরঃ গ
১৫.পৃথিবীর প্রাচীনতম ভাষা- 
ক.হিব্রু খ.তুর্কি গ.ফারসি ঘ.আরবি
উত্তরঃ ক
১৬. কাকে ফরাসী বিপ্লবের শিশু বলা হয়?
 ক.নেপোলিয়ন খ.রুশো গ.দ্য গল ঘ.ভলতোয়ার
উত্তরঃ ক
 ১৭.ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
 ক.মেক্সিকো সিটি খ.জেনেভা গ.রিও ডি জেনিরিও ঘ.নিউইয়র্ক
উত্তরঃ গ
১৮.বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়- ক.১৮১০ খ.১৮১৫ গ.১৮২০ ঘ.১৮২৫ 
উত্তরঃ খ
১৯.সার্ক প্রতিষ্ঠিত হয়- ক.১৯৮২ খ.১৯৮৩ গ.১৯৮৪ ঘ.১৯৮৫
উত্তরঃ ঘ
২০.আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে- 
ক.বিষুব রেখা খ.কর্কট রেখা গ.নিরক্ষীয় রেখা ঘ.কোনটিই নয়
উত্তরঃ ক  

ইংরেজী (১৫)
(উত্তর নিচে দেওয়া আছে )
.Question 1 to 15:Choose the correctly
spelled world from the given option.
1. A) Discovar B) Discover
C)Descover D) Discouver E) None is correct
2. A) Violence B) Vilalnce
C) Vilance D) Violacne E) None is correct
3. A) Fiver B) Fever C) Faver D) Fevar
E)None is correct
4. A)Supertendent B)Superintendente
C)Superintent D)Superintendent E)None is
correct
5. A) Apartmant B) Apartment
C) Apertment D) Epartment E)None is correct
Questions 76to 85:Fill in the Gaps:
6. Antarctica…….many icebergs.
A) has B) was C) have D) on E) None of
these
7. The bookshop ……….next to the town hall.
A) is put B) has the post C) position
D) is located E) none of these
8………his parents allow him or not, Iqbal
intends to go to the party.
A) Whether B)While C)Although D) Despite
E)None of these
9.My life is rather dull……..I decided to
move to the city.
A) unless B) until C) when D) how E) None
of these
10. The park is named …….the town’s first
mayor.
A) in respect of B) owing to C) after
D) of the memory of E) None of these
11. The Khans have four …..two boys and
two girls.
A) childs B) child C) children D) childrens E)
None
12.This is ….. easy question .
A) a B) an C) are D) on E) None of these
13. May I have your……phone number ?
A) a B) an C) are D) one E) None of these
14. Canada…..famous for its sweet maple
syrup.
A) a B) an C) is D) has E) None of these
15. May I ask you……question?
A) couple B) an C) a D) are E) None of these

সঠিক উত্তরঃ
71-b , 72-a ,73-b,74-d, 75-b, 76-a,77-d,
78-a,79-c, 80-c,81-c,82-b,83-e,84-c,85-c,


গণিত (১৫)
(উত্তর নিচে দেওয়া আছে)
১.১ থেকে ২৫ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
ক.৯টি
খ.১০টি
গ.১২টি
ঘ.১৩টি
২.২৫ থেকে ৫৫-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক.৪টি
খ.৫টি
গ.৬টি
ঘ.৭টি
৩.৩/৪,২/৫,১/৬ এবং ৫/৮ ভগ্নাংশগুলোর মধ্যে
কোনটি বৃহত্তম?
ক.৩/৪
খ.২/৫
গ.১/৬
ঘ.৫/৮
৪.নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি
ক্ষুদ্রতম?
ক.৩/৫
খ.৭/১০
গ.৭/১২
ঘ.৮/১৫
৫.৪টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট
একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?
ক.১/৪
খ.১/২
গ.১/৮
ঘ.১/১৬
৬.৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির
অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি
মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?
ক.৩০ লিটার
খ.৩৫ লিটার
গ.৪০ লিটার
ঘ.৫০ লিটার
৭.পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭:৩
এবং ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত ৯:৫
হবে। তাদের বর্তমান বয়স কত?
ক.পিতা ২৮ বছর এবং পুত্র ১২ বছর
খ.পিতা ৪২ বছর এবং পুত্র ১৮ বছর
গ.পিতা ৩৫ বছর এবং পুত্র ১৫ বছর
ঘ.পিতা ৫৬ বছর এবং পুত্র ২৪ বছর
৮.৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর
মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম
বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর
পরিমাণ ৪০% হবে?
ক.৯.৮
খ.১২.৬
গ.৪৭.০
ঘ.৫৬.০
৯.দুইটি সংখ্যার অনুপাত ৫:৬,তাদের গ.সা.গু. ৪ হলে,সংখ্যা দুইটির ল.সা.গু. কত?
ক.১২০
খ.১৮০
গ.২৪০
ঘ.৩৬০
১০.দুইটি সংখ্যার গুণফল ৩১৫।সংখ্যা দুটির
ল.সা.গু. ১০৫ হলে গ.সা.গু. কত?
ক.৬
খ.৩
গ.১২
ঘ.১৪
১১.একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘণ্টা
কাজের জন্য ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের
ঘণ্টায় ১৫ টাকা করে মজুরি পায়। দৈনিক ১০
ঘণ্টা কাজ করলে তার ঘণ্টাপ্রতি গড় মজুরি কত?
ক.১১ টাকা
খ.১২ টাকা
গ.১৩ টাকা
ঘ.১৪ টাকা
১২.দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে
পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর
প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ
হতে আরো ৬ মিনিট লাগল।প্রত্যেক নল দ্বারা
পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময়
লাগবে?
ক.১০ এবং ১৫মিনিট
খ.১৫ এবং ১২ মিনিট
গ.১৮ এবং ১২ মিনিট
ঘ.২৪ এবং ১২ মিনিট
১৩.স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায়
৪০ কিমি পথ যায়।যদি স্থির জলে ঐ নৌকার
গতিবেগ ঘণ্টায় ৮ কিমি হয়,তবে নদীর স্রোতের
গতিবেগ কত ছিল?
ক.১ কিমি
খ.২ কিমি
গ.৩ কিমি
ঘ.৪ কিমি
১৪.নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০
ও ৫ কিমি।নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার
অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময়
লাগবে?
ক.১০ ঘণ্টা
খ.১২ ঘণ্টা
গ.১৪ ঘণ্টা
ঘ.১৬ ঘণ্টা
১৫.৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান।
২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে,২টি খাসির
মূল্য কত?
ক.৬,০০০ টাকা
খ.৭,৮০০ টাকা
গ.৮,০০০ টাকা
ঘ.৯,৫০০ টাকা
উত্তরঃ ১.ক ২.ঘ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.গ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.খ ১১.ক ১২.ঘ ১৩.খ ১৪.খ ১৫.গ

ডাউনলোড করুন এখানে 

চলবে...সাথেই থাকুন ।ভুল হলে কমেন্টে জানাবেন ।কোন অভিযোগ, পরামর্শ, মতামত এবং নিয়মিত লিখতে চাইলে ফেসবুকে আমাকে জানান । ধন্যবাদ ।

1 comment:

Theme images by konradlew. Powered by Blogger.
close