কৃষি বিষয়ক মডেল টেষ্ট-৮
কৃষি বিষয়ক মডেল টেষ্ট-৮
উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার জন্য
posted by-Emran Hossain
কৃষি(১২)
১। উদ্যান নার্সারি কি ?
ক) বড় খামার খ) বিশেষ ধরনের সবজি খামার গ) গাছের চারা ও কলম উৎপাদন উপযোগী বেড়াযুক্ত
খামার
ঘ) ফল উৎপাদন উপযোগী বেড়াযুক্ত
খামার ঙ) কোনটিই নয়
(১)
উত্তরঃ গ
২। উদ্যান নার্সারিতে কি উৎপাদন করা হয়
?
ক) ফল খ) চারা
গ) ফুল ঘ) অর্কিড ঙ) কোনটিই নয়
(২)
উত্তরঃ খ
৩। একজন পূর্ণ বয়স্ক বাংলাদেশীর প্রতিদিন
কত গ্রাম সবজি ও ফল খাওয়া উচিৎ ?
ক) ২৫০ গ্রাম সবজি ও ১২৫ গ্রাম
ফল খ) ১৫০ গ্রাম সবজি ও ৮০ গ্রাম ফল
গ) ২৯০ গ্রাম সবজি ও ১৮৫ গ্রাম
ফল ঘ) ২২০ গ্রাম সবজি ও ১০০ গ্রাম ফল ঙ) কোনটিই নয়
(৩)
উত্তরঃ ক
৪। বাংলাদেশে কত লক্ষ টন সবজি উৎপন্ন হয়
?
ক) ১৩ লক্ষ টন খ) ৮ লক্ষ টন
গ) ৪০ লক্ষ টন ঘ) ২০ লক্ষ টন ঙ) কোনটিই নয়
(৪)
উত্তরঃ গ
৫। ফসল উৎপাদনের জন্য মৌলিক উপকরণ কোনটি
?
ক) বীজ খ) সার
গ) কীটনাশক ঘ) সেচ ঙ) কোনটিই নয়
(৫)
উত্তরঃ ক
৬। বীজের উন্নয়নের প্রতি খেয়াল পড়েছে কি
কারণে ?
ক) ফসল নষ্ট হওয়ার
কারণ খ) বীজ খারাপ লক্ষ করার কারণ গ) ফলন বৃদ্ধির প্রচেষ্টার সাথে সাথে ঘ) বীজ নষ্ট হওয়ার কারণে ঙ) কোনটিই নয়
(৬) উত্তরঃ গ
৭। কোনটি প্রকৃত বীজ ?
ক) কচুর কন্দ খ) গোল আলু
গ) কলম ঘ) ধান ঙ) কোনটিই নয়
(৭)
উত্তরঃ ঘ
৮। ভ্রূণমুল দ্বারা আবৃত থাকে ?
ক) স্কুলেলাম খ) লেয়ার
গ) কোলিওপটাইল ঘ) কলিওরাইজা ঙ) কোনটিই নয়
(৮)
উত্তরঃ ঘ
৯। কিউলিনারী হার্বের উদাহরণ কোনটি ?
ক) গোল মরিচ খ) ধনিয়া পাতা গ) দারুচিনি ঘ) এলাচ ঙ) কোনটিই
নয়
(৯) উত্তরঃ
১০। সম্পূরক সেচের প্রয়োজন হয় কোন মৌসুমে ?
ক) শীত খ) বসন্ত
গ) বর্ষা ঘ) গ্রীষ্ম ঙ) কোনটিই নয়
(১০)
উত্তরঃ ঘ
১১। সবচেয়ে উৎপাদন শীল কৃষি জমি কোনটি ?
ক) দোআঁশ মাটি খ) সেচ ও নিষ্কাশন ব্যবস্থা সম্বলিত জমি গ) পলি মাটির জমি ঘ) সেচ ব্যবস্থাধীন জমি (১১)) উত্তরঃ খ
১২। মই কোন ধরনের কৃষি যন্ত্র ?
ক) আগাছা দমন যন্ত্র খ) জমি সমতল করার যন্ত্র গ) জমির পানি সংরক্ষণ যন্ত্র ঘ) জমি পরিষ্কার করার যন্ত্র ঙ) কোনটিই নয়
(১২)
উত্তরঃ খ
গণিত (২৫)
১।
উৎপাদক নির্ণয় কর,ab+a-b-1=কত?
ক.(b+1)(a-1)
খ.(a+a2)(a-b) গ.(a+2b)(a+b) ঘ.(b+a)(b+1)
উঃক
২।
(x-y,3)=( 0,x+2y) হলে (x,y)=কত?
ক.(1,1)
খ.(1, 3) গ.(-1,-1) ঘ.(-3,1)
উঃক
৩।
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
ক.০.৩ খ.√০.৩
গ.১/৩ ঘ.২/৫
উঃক
৪।
8,11,17,29,53…পরবর্তী সংখ্যা-
ক.75
খ.101 গ.105 ঘ.150
উঃখ
৫।
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত?
ক)৩৭
ডিগ্রি খ)৫৩ ডিগ্রি গ)১২৭ ডিগ্রি ঘ)১৪৩ ডিগ্রি
উঃক
৬। মান নির্ণয় কর,log³ 81=?
ক.4
খ.7 গ.8 ঘ.6
উঃক
৭।উৎপাদক
নির্ণয় কর,
9x²+24x+16=?
ক.(3x+3)²
খ.(3x+5)² গ.(3x+4)² ঘ.(3x+2)³
উঃগ
৮।
(2x-1)(x+3)=2x(x+1)হলে,x=কত?
ক.-1 খ.5 গ.3 ঘ.1
উঃঘ
৯।
জ্যা শব্দের অর্থ কি?
ক)পরিমাণ
খ)পরিমাপ গ)ভূমি ঘ)কোণ
উঃগ
১০।
বৃত্তস্থ সামান্তরিক একটি-
ক)বর্গক্ষেত্র
খ)ট্রাপিজিয়াম গ)রম্বস ঘ)আয়তক্ষেত্র
উঃঘ
১১। ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়-
ক.সরলকোণ খ.স্থূলকোণ গ.সূক্ষকোণ ঘ.সমকোন
উঃগ
১২।
8,11,17,29,53…পরবর্তী সংখ্যা-
ক.75
খ.101 গ.105 ঘ.150
উঃখ
১৩।
একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে ৩০ ডিগ্রী কোণ
করে গাছের গোড়া থেকে ১২ মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
ক. ৪১.৭৮ খ.৪২.৭৮ গ.৪৩.৭৩ ঘ.৪৪.৭৮
উঃঘ
১৪।
১+৩+৫+--------+৩১=?
ক.১৪৪
খ.২২৫ গ.২৫৬ ঘ.৪৯৬
উঃগ
১৫।
log2+log4+log8+---------------ধারাটির ১ম দশটি পদের সমষ্ঠি কত?
ক.40log2
খ.45log2 গ.50log2 ঘ.55log2
উঃঘ
১৬।a+b+cএর
মান 0, a^3+b^3+c^3 এর মান?
a. abc b. 3abc c. 6abc d.9abc
উঃখ
১৭।
একটি ঘুড়ি ভূমি হতে ২০ মিটার উপরে উড়ছে। যার সুতা ভূমির সংঙ্গে ৬০ ডিগ্রী কোণ উৎপন্ন
করে। সুতার দৈর্ঘ্য কত?
ক.২০√৩
মি খ.২০√৩ গ.৪০√৩
ঘ.৪০√৩
উঃগ
১৮। (√3.√5)^4
এর মান? ক.30 খ.60 গ.225 ঘ.15
উঃগ
১৯।
3টি পুরস্কার 10 জন বালকের মধ্য কতভাবে বিতরন করা যাবে?
ক.100 খ.1000 গ.10 ঘ.1005
উঃখ
২০।
বার্ষিক শতকরা সুদের হার 6 টাকা হলে 850টাকায় জত বছরে 255 সুদ হবে?
ক.3
খ.4 গ.5 ঘ.6
উঃগ
২১। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ
এবং উহার ক্ষেত্রফল ৮০০ বর্গমিটার হলে, জমিটির পরিসীমা কত মিটার?
ক.১০০
খ.১৪০ গ.১২০ ঘ.১১৫
উঃগ
২২।দুইটি
সরলরেখা পরস্পর সমাপতিত হলে, সমাধান সংখা কত হবে?
ক)অসংখ্য
খ)সমাধান নেই গ)দুইটি ঘ)একটি
উঃখ
২৩।
২,৪,৩,৭,৪,১০,৫,-----ধারাটির দশম পদ হবে-
ক.১০
খ.১২ গ.১৩ ঘ.১৬
উঃঘ
২৪।x
এর মান কত হলেa(x-a)=b(x-b) হবে- ক.1 খ.b-a গ.a-b ঘ.a+b
উঃঘ
২৫।
[x-3]>5 হলে –
ক.2<x<8 খ.-2<x<8 গ.-8<x<-2 ঘ.-4<x<-2
উঃখ
বাংলাদেশ
বিষয়াবলী(১৮)
১। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
ক.দিনাজপুর
খ.তেতুলিয়া গ.পঞ্চগড় ঘ.মেহেরপুর
উত্তরঃ
গ
২। দীন-ই-ইলাহী প্রবর্তন করেন-
ক.সম্রাট
জাহাঙ্গীর খ.সম্রাট শাহজাহান গ.সম্রাট আকবর ঘ.সম্রাট আওরঙ্গজেব
উত্তরঃ
গ
৩। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
ক.গৌড়
খ.মহাস্থানগড় গ.ময়নামতি ঘ.সোনারগাঁও
উত্তরঃ
খ
৪।আয়কর কোন ধরনের কর?
ক.পরোক্ষ
খ.প্রত্যক্ষ* গ.সম্পূরক ঘ.পরিপূরক
উত্তরঃ
খ
৫। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কী?
ক.মুনাফা
অর্জন খ.আমানত গ্রহণ গ.মুদ্রার মান নিয়ন্ত্রণ ঘ.ঋণ প্রদান
উত্তরঃ
গ
৬।বাংলাদেশের
শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?
ক.কামরুল
হাসান খ.এস এম সুলতান গ.জয়নুল আবেদীন ঘ.কাইয়ুম
চৌধুরী
উত্তরঃ
গ
৭।খাসিয়া
উপজাতি কোন জেলায় অধিক বাস করে?
ক.চট্রগ্রাম
খ.সিলেট গ.কক্সবাজার ঘ.ময়মনসিংহ
উত্তরঃ
খ
৮। লালবাগ কেল্লার আদি নাম-
ক.আজম
দুর্গ খ.পরীবিবির দুর্গ গ.আওরঙ্গাবাদ দুর্গ ঘ.শায়েস্তা খান দুর্গ
উত্তরঃ
গ
৯। বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
ক.মৃত্যুদণ্ড
খ.সংবিধান গ.সংসদ ঘ.ফৌজদারী আইন
উত্তরঃ
খ
১০। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক.পদ্মা
খ.যমুনা গ.মেঘনা ঘ. তিস্তা
উত্তরঃ
গ
১১।বাংলাদেশের
প্রধান প্রাকৃতিক সম্পদ-
ক.স্বর্ণ
খ.লৌহ গ.কয়লা ঘ.গ্যাস
উত্তরঃ
ঘ
১২।বাংলাদেশের
বৃহত্তম স্থলবন্দর কোনটি?
ক.সোনা মসজিদ খ.হিলি গ.বাংলাবান্দা ঘ.বেনাপোল
উত্তরঃ
ঘ
১৩।বাংলাদেশের
প্রাচীনতম শহর কোনটি?
ক.সোনারগাঁ
খ.বামপাল গ.বিক্রমপুর ঘ.পুণ্ড্র
উত্তরঃ
ঘ
১৪।বাংলাদেশের
বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
ক.রাঙ্গামাটি
খ.রংপুর গ.কুমিল্লা ঘ.সিলেট
উত্তরঃ
ঘ
১৫।মগরা
বাংলাদেশের কোথায় বাস করে? ক.খাগড়াছড়ি খ.ময়মনসিংহ গ.রাঙ্গামাটি ঘ.বান্দরবান
উত্তরঃ
ঘ
১৬।বাংলাদেশের
সংবিধানে ভাগ আছে?
ক.১০টি
খ.১২টি গ.১১টি ঘ.১৫টি
উত্তরঃ
গ
১৭।বাংলাদেশের
শীতলতম মাস কোনটি?
ক.নভেম্বর
খ.ডিসেম্বর গ.মার্চ ঘ.জানুয়ারি
উত্তরঃ
ঘ
১৮।স্বাধীন
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-
ক.১০মার্চ
খ.২৩মার্চ গ.২৫মার্চ ঘ.২মার্চ
উত্তরঃ
ঘ
No comments