Google Ads

কৃষি বিষয়ক মডেল প্রশ্ন

উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিএডিসি, বারি, বিরিসহ যেকোন ধরণের কৃষি বিষয়ক নিয়োগ পরীক্ষার জন্য 

Posted by- বৈশাখী


১।             আমন ধানের চারা উৎপাদনের জন্য বীজ বপন করতে হয় ?
                ক) মে-জুন  খ) জুন-জুলাই  গ) জানুয়ারী-ফেব্রুয়ারী  ঘ) মার্চ-এপ্রিল                                                                               উত্তরঃ খ
২।             বীজ তার ব্যাসের কতগুণ গভীরে বপণ করা হয় ?
                ক) চারগুণ  খ) তিনগুণ  গ) দিগুণ  ঘ) পাঁচগুণ                                                                                                               উত্তরঃ গ
৩।            বাংলাদেশে পালনের উপযোগী জাত কোনটি ?
                ক) অস্ট্রেলিয়ান  খ) ফ্রিজিয়ান  গ) সিল্কি  ঘ) ফাইওমি                                                                                                    উত্তরঃ ঘ
৪।             প্রুণিং গাছের কোথায় করা হয় ?
                ক) অগ্রভাগে  খ) কান্ডে  গ) গোড়ায়  ঘ) পাতায়                                                                                                            উত্তরঃ ঘ
৫।             জ্যাম্পিং বলতে কী বুঝ ?
                ক) চারা রোপণ  খ) চারা উৎপাদন সমস্যা  গ) বীজ শোধন  ঘ) ক ও গ উভয়ই                                                               উত্তরঃ খ
৬।            পুরুষ বাচ্চা খাসী করা হয় কত দিন বয়সে ?
                ক) ২১ দিনে  খ) ১৫ দিনে  গ) ১৪ দিনে  ঘ) ২০ দিনে                                                                                                       উত্তরঃ গ
৭।             রোগিং বলতে কী বুঝ ?
                ক) আগাছা দমন  খ) সুস্থ্য-সবল গাছ জন্মানো  গ) আগাছা বাছাই  ঘ) ফসল কর্তন                                                         উত্তরঃ খ
৮।             গাছের গোড়ায় পানি জমলে কী ব্যাহত হয় ?
                ক) ফুল বেশি ধরে  খ) বৃদ্ধি ভাল হয়  গ) বৃদ্ধি  দ্রুত হয়  ঘ) বৃদ্ধি ব্যাহত হয়                                                                    উত্তরঃ ঘ
৯।             বীজ শুকানোর সময় যে পরিমাণ পানি উড়ে যায় তাকে কী বলে ?
                ক) বীজের আয়তন  খ) বীজ মান  গ) বীজ বিশুদ্ধতা   ঘ) বীজের আর্দ্রতা                                                                         উত্তরঃ ঘ
১০।           খরায় গাছের বৃদ্ধি কম হয় কেন ?
                ক) সালোকসংশ্লেষণ সমস্যা  খ) শ্বসন প্রক্রিয়া  গ) কোষ বিভাজন সমস্যার  ঘ) পানি শোষণ সমস্যা                              উত্তরঃ গ

চলবে.......সাথেই থাকুন ।ভুল হলে কমেন্টে জানাবেন । নিয়মিত লিখতে চাইলে ফেসবুকে আমাকে জানান ।ধন্যবাদ । 

6 comments:

  1. ৭ নং প্রশ্নের উত্তরটি ভুল আছে

    ReplyDelete
    Replies
    1. আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ।সাথেই থাকুন । নিয়মিত লিখতে আমার সাথে যোগাযোগ করুন ।

      Delete
  2. স্বাগতম ।সাথেই থাকুন ।ধন্যবাদ ।

    ReplyDelete
  3. ঢাকা থেকে কেমনে বই পাব বলবেন কি?

    ReplyDelete

Theme images by konradlew. Powered by Blogger.
close