সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) পর্ব-০২ । কৃষিসেবা২৪
সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) পর্ব-০২
GK |
পর্ব-২ দেখতে কৃষিসেবা২৪ এ চোখ রাখুন
ফেসবুকে আপডেট পেতে ফলো করে রাখতে পারেন
ফেসবুক পেজঃ ইকরা কৃষি নিয়োগ গাইড
ফেসবুকে আমাকেঃ Emran Hossain
২১।প্রশ্ন:
বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
ক. সেন্টমার্টিন
খ. মহেশখালী
গ. ছেড়া দ্বীপ
ঘ. নিঝুম দ্বীপ
উত্তর: খ. মহেশখালী
২২।প্রশ্ন:
কুমিল্লার পূর্ব নাম কি?
ক. ত্রিপুরা
খ. জাহাঙ্গীরনগর
গ. নাসিরাবাদ
ঘ. ইসলামপুর
উত্তর: ক. ত্রিপুরা
২৩।প্রশ্ন:’হিমছড়ি’
কোন শহরের নিকট অবস্থিত?
ক. কক্সবাজার
খ. খাগড়াছড়ি
গ. রাঙ্গামাটি
ঘ. কাপ্তাই
উত্তর: ক. কক্সবাজার
২৪।প্রশ্ন:
ডেঙ্গী ভ্যালি কোন জেলায় অবস্থিত?
ক. বরিশাল
খ. রাঙামাটি
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তর: খ. রাঙামাটি
২৫।প্রশ্ন:
বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?
ক. ৩০°সেঃ
খ. ২৬°সেঃ
গ. ২৫°সেঃ
ঘ. ২৭°সেঃ
উত্তর: খ. ২৬°সেঃ
২৬।প্রশ্ন:
‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ (Swatch of no ground ) এর মানে-
ক. একটি খেলার মাঠ
খ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
গ. একটি প্লাবন ভূমির নাম
ঘ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
উত্তর: ঘ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
২৭।প্রশ্ন:
বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. জানুয়ারি
খ. ফেব্রুয়ারি
গ. ডিসেম্বর
ঘ. নভেম্বর
উত্তর: ক. জানুয়ারি
২৮।প্রশ্ন:
বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
ক. চট্টগ্রাম
খ. ভোলা
গ. পটুয়াখালী
ঘ. কক্সবাজার
উত্তর: ঘ. কক্সবাজার
২৯।প্রশ্ন:
বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩০।প্রশ্ন:
সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
ক. উৎপ্রেক্ষা দোষে
খ. বাহুল্য দোষে
গ. গুরুচণ্ডালী দোষে
ঘ. আঞ্চলিক দোষে
উত্তর: গ. গুরুচণ্ডালী দোষে
সাধারণ জ্ঞান পর্ব -০১ দেখুন --- এখানে ↠ সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) পর্ব -০১
৩১।প্রশ্ন:
কমার(,) বিরতিকাল কতক্ষণ?
ক. ১ বলতে যে সময় লাগে
খ. ১ বলার দ্বিগুণ সময়
গ. ১ সেকেন্ড
ঘ. থামার প্রয়োজন নেই
উত্তর: ক. ১ বলতে যে সময় লাগে
৩২।প্রশ্ন:
ইলেক বা লোপ চিহ্ন কোনটি?
ক. !
খ. ‘
গ. ?
ঘ. “”
উত্তর: খ. ‘
৩৩।প্রশ্ন:
বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো?
ক. কাল, পুরুষ, পদ প্রকরণ
খ. সমাস, প্রত্যয়, সন্ধি
গ. সারাংশ, ভাব-সম্প্রসারণ
ঘ. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব
উত্তর: ঘ. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব
৩৪।প্রশ্ন:
‘দেখ আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয়’- বাক্যটিতে
বিরামচিহ্ন বসবে–
ক. ৫ টি
খ. ৪ টি
গ. ৩ টি
ঘ. ২ টি
উত্তর: খ. ৪ টি
৩৫।প্রশ্ন:
বাংলা ব্যাকরণের বয়স কত?
ক. ৬০০ বছর
খ. ১৫০ বছর
গ. ২৫০ বছরের বেশি
ঘ. ৩০০ বছরের বেশি
উত্তর: গ. ২৫০ বছরের বেশি
৩৬।প্রশ্ন:
‘সিয়াম’ কোন ধরনের শব্দ?
ক. উর্দু
খ. তুর্কি
গ. ফারসি
ঘ. আরবি
উত্তর: ঘ. আরবি
৩৭।প্রশ্ন:
কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
ক. স্যার উইলিয়াম জোনস
খ. স্যার উইলিয়াম কেরি
গ. রাজীব লোচন মুখোপাধ্যায়
ঘ. ব্রাসি হ্যালহেড
উত্তর: ঘ. ব্রাসি হ্যালহেড
৩৮।প্রশ্ন:
বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন?
ক.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ.ডেভিড হেয়ার
গ.মদনমোহন তর্কালঙ্কার
ঘ.উইলিয়াম কেরি
উত্তর: ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩৯।প্রশ্ন:
সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
ক. কবিতার পঙ্ক্তিতে
খ. গানের কলিতে
গ. গল্পের বর্ণনায়
ঘ. নাটকের সংলাপে
উত্তর: ঘ. নাটকের সংলাপে
৪০।প্রশ্ন:
কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?
ক. ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
খ. তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
গ. তৎসম শব্দের প্রয়োগ বেশী
ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
উত্তর: গ. তৎসম শব্দের প্রয়োগ বেশী
এই অংশের পিডিএফ ডাউনলোড করুন এখানে থেকে ................
No comments