কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০২ । কৃষিসেবা২৪
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০২
Model Test Part-2 |
পর্ব -০3 পেতে গুগলে গিয়ে কৃষিসেবা২৪ লিখে সার্চ করুন। আপটেড তথ্য পেতে ফেজবুক পেজটি ফলো করে রাখুন অথবা আমাকে ফলো করে রাখতে পারেন ফেজবুক পেজঃ ইকরা কৃষি নিয়োগ গাইড আমাকে ফলো করুনঃ Emran Hossain
২১। মৌসুমী জলবায়ুর সাধারণ বৈশিষ্ট্য কি ?
ক) সারা বছর বৃষ্টিপাত
খ) বিভিন্ন ঋতুতে একই ধরনের জলবায়ু
গ) সমভাবাপ্নন জলবায়ু
ঘ) বিভিন্ন ঋতুতে জলবায়ুর তারতম্য হবে; তবে কোন ঋতুতেই চরমাভাবাপন্ন নয়
উত্তরঃ ঘ
২২। দিনের দৈর্ঘ্য বেশি হলে কি ঘটে ?
ক) সূর্যকিরণ লম্বভাবে পড়ে
খ) বৃষ্টিপাত বেশি হয়
গ) বৃষ্টিপাত কম হয়
ঘ) তাপমাত্রা বেশি হয়
উত্তরঃ ক
২৩। জলবায়ুকে কতভাগে ভাগ করা যায় ?
ক) ২ ভাগে
খ) ৪ ভাগে
গ) ৬ ভাগে
ঘ) ৭ ভাগে
উত্তরঃ গ
২৪। কৃষি তথা ফসল উংপাদনের ওপর জলবায়ুর প্রভাব কতটুকু ?
ক) জলবায়ুর উপর প্রভাব সামান্য
খ) সম্পূর্ণভাবে জলবায়ুর ওপর নির্ভরশীল
গ) জলবায়ুর কোন প্রভাব নেই
ঘ) জলবায়ুর প্রভাব নিরপেক্ষ
উত্তরঃ খ
২৫। তৃণভূমি গড়ে উঠে কোন অঞ্চলে ?
ক) নাতিশীতোষ্ণ অঞ্চলে
খ) প্রচুর বৃষ্টিপাত হয় এরুপ অঞ্চলে
গ) সারা বছর অল্প বৃষ্টিপাত হয় এরুপ অঞ্চলে
ঘ) সারা বছর ভারী বৃষ্টিপাত হয় এরুপ অঞ্চলে
উত্তরঃ গ
২৬। ফসলের নিবিড়তার অবস্থা এদেশে কিরুপ ?
ক) বাড়ছে
খ) কমছে
গ) একই রয়েছে
ঘ) কোনটিই নয়
উত্তরঃ ক
২৭। বনভূমি গড়ে উঠতে কোনটি দরকার ?
ক) উর্বর সমভূমি ও উচ্চ তাপমাত্রা
খ) প্রচুর বৃষ্টিপাত ও বনভূমি
গ) জলাভূমি ও নিয়মিত বৃষ্টিপাত
ঘ) উচ্চ তাপমাত্রা ও প্রচুর বৃষ্টিপাত
উত্তরঃ ঘ
২৮। বাংলাদেশে তেলবীজের মধ্যে কোনটির আবাদ ও উৎপাদন সবচেয়ে বেশি ?
ক) সরিষা
খ) তিল
গ) নারিকেল
ঘ) চিনাবাদাম
উত্তরঃ ক
২৯। নেশা জাতীয় ফসলের মধ্যে বাংলাদেশে কোনটির আবাদ সবচেয়ে বেশি ?
ক) গাঁজা
খ) তামাক
গ) চা
ঘ) কফি
উত্তরঃ গ
৩০। বাংলাদেশের বর্তমান অর্থনীতিতে পশুপাখির অবদান শতকরা কত ?
ক) প্রায় ৪ ভাগ
খ) প্রায় ১৫ ভাগ
গ) প্রায় ৯ ভাগ
ঘ) প্রায় ১২ ভাগ
উত্তরঃ ক
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০১ না দেখে থাকলে নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ।
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব – ০১
৩১। রপ্তানি আয়ের শতকরা কতভাগ পশুপাখি থেকে আশে ?
ক) প্রায় ৪ ভাগ
খ) প্রায় ৭ ভাগ
গ) প্রায় ৩ ভাগ
ঘ) প্রায় ৯ ভাগ
উত্তরঃ ক
৩২। সামুদ্রিক মংস্য সম্পদের উৎস কোথায় ?
ক) অভ্যান্তরীণ বদ্ধ জলাশয়
খ) অভ্যান্তরীণ মুক্ত জলাশয়
গ) দেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরে
ঘ) দেশের দক্ষিণাঞ্চলে সাগর ও মহাসাগরে
উত্তরঃ গ
৩৩। নদী থেকে উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ মাছ?
ক) ২০%
খ) ৩০%
গ) ৫০%
ঘ) ৬০%
উত্তরঃ খ
৩৪। দেশে বাওড়ের অবস্থানমূলত কোথায় ?
ক) সিলেট অঞ্চলে
খ) যশোর অঞ্চলে
গ) প্লাবন ভূমি অঞ্চলে
ঘ) ঢাকা অঞ্চলে
উত্তরঃ খ
৩৫। পরিবেশগত ভারশাম্য রক্ষার জন্য মোট দেশের অঞ্চলের শতকরা কতভাগ বনভূমি থাকা দরকার?
ক) ৫০ ভাগ
খ) ৩০ ভাগ
গ) ২৫ ভাগ
ঘ) ১৫ ভাগ
উত্তরঃ গ
৩৬। বাংলাদেশে প্রকৃত বনভূমির আয়তন কত ?
ক) ১৭ ভাগ
খ) ৯ ভাগ
গ) ৭ ভাগ
ঘ) ২০ ভাগ
উত্তরঃ খ
৩৭। হেজ গাছের উদাহরণ কোনটি ?
ক) করমচা
খ) মাধবিলতা
গ) দেবদারু
ঘ) আম
উত্তরঃ ক
ব্যাখ্যাঃ করমচা, দুরন্ত, কাঁটা-মেহেদী, শ্যাওড়া, করঞ্জা ও কামিনী উঁচু হেজ এবং জাস্টিসিয়া, ল্যান্টানা, অ্যাকালিফা, রঙ্গন, পাতাবাহার ও কোচিয়া অনুচ্চ হেজ তৈরির উপযোগী । হেজ তিন সারিতে লাগানো হয় । হেজ গুল্ম জাতীয় গাছ দিয়ে তৈরি করা হয় ।
৩৮। বনভূমি কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ?
ক) কার্বন ডাই অক্সাইড শোষণ করে
খ) অক্সিজেনকে ত্যাগ করে
গ) নাইট্রোজেন শোষণ করে
ঘ) অক্সিজেনকে ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড শোষণ করে
উত্তরঃ ঘ
৩৯। সমতল ভূমির বনের প্রধান গাছ কি ?
ক) কেওড়া
খ) সুন্দরী
গ) শাল
ঘ) সেগুন
উত্তরঃ গ
৪০। উপকূলীয় বনভূমির সবচেয়ে বড় উপকরণ কোনটি ?
ক) জ্বালানী কাঠ সরবরাহ
খ) বন্য প্রাণী ও পশুপাখির আশ্রয়স্থল
গ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস প্রতিরোধ
ঘ) বিদেশি প্রযর্কটকদের আকর্ষণ
উত্তরঃ গ
কোন প্রশ্নের উত্তর ভুল মনে হলে কমেন্টে জানানোর জন্য অনুরোধ করা হলো
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০১ না দেখে থাকলে নিচের লিংকে ক্লিক করে দেখে নিন।
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব – ০১
সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্নাবলী দেখুন এখানে
পর্ব -০3 পেতে গুগলে গিয়ে কৃষিসেবা২৪ লিখে সার্চ করুন আপটেড পেতে ফেজবুক পেজটি ফলো করে রাখুন । অথবা আমাকে ফলো করে রাখতে পারেন ফেজবুক পেজঃ ইকরা কৃষি নিয়োগ গাইড আমাকে ফলো করুনঃ Emran Hossain
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০২
এই অংশের PDF ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিখার উপর ক্লিক করুন
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০২ এর PDF ডাউনলোড
No comments