কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০৩ । কৃষিসেবা২৪
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০3
Model Test part-3 |
পর্ব -০4 পেতে গুগলে গিয়ে কৃষিসেবা২৪ লিখে সার্চ করুন। আপটেড তথ্য পেতে ফেজবুক পেজটি ফলো করে রাখুন অথবা আমাকে ফলো করে রাখতে পারেন
ফেজবুক পেজঃ ইকরা কৃষি নিয়োগ গাইড
আমাকে ফলো করুনঃ Emran Hossain
৪১। প্রতিবেশ পর্যটন কী ?
ক) সমুদ্র উপকুল ভ্রমণ
খ) বনের নৈসর্গিক সৌন্দর্য এবং নির্জনতা উপভোগের জন্য ভ্রমণ
গ) বন্য প্রাণী শিকারের জন্য ভ্রমণ
ঘ) শিক্ষামূলক ভ্রমণ
উত্তরঃ খ
৪২। কোন ধরনের বনে এখন আর বাঘ দেখা য়ায় না ?
ক) সমতল ভূমির বনে
খ) উপকূলীয় বনে
গ) পাহাড়ী বনে
ঘ) গ্রামীণ বনে
উত্তরঃ ক
৪৩। সুন্দরবন কী কারণে পৃথিবী বিখ্যাত ?
ক) সুন্দরী কাঠের জন্য
খ) বৃহত্তম উপকূলীয় বন বলে
গ) চিত্র হরিণ ও রয়েল বেঙ্গল টাইগারের জন্য
ঘ) বৃহত্তম উপকূলীয় বন ও রয়েল বেঙ্গল টাইগারের জন্য
উত্তরঃ ঘ
৪৪। সবচেয়ে বেশি উজাড় হয়েছে কোন্ ধরনের বন ?
ক) পাহাড়ী বন
খ) সমতল ভূমির বন
গ) উপকূলীয় বন
ঘ) গ্রামীণ বন
উত্তরঃ খ
৪৫। গ্রামীণ বন থেকে আমরা কাঠ ছাড়া উল্লেখযোগ্য কি পেয়ে থাকি ?
ক) ফুল
খ) মধু
গ) ফলফলাদি
ঘ) গ্রামীণ সৌন্দর্য
ঙ) কোনটিই নয়
উত্তরঃ গ
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০২ দেখতে নিচের লিংকে ক্লিক করুন
৪৬। কৃষি যান্ত্রিকীকরণ কাকে বলে ?
ক) পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর দিয়ে চাষাবাদ
খ) যান্ত্রিকশক্তি ও প্রচলিত যন্ত্রপাতির ব্যভার
গ) প্রাণী শক্তির বদলে যান্ত্রিকশক্তি ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার
ঘ) উপরের কোনটিই নয়
উত্তরঃ গ
৪৭। বাংলাদেশে যান্ত্রিকীকরণের বর্তমান পর্যায়টিকে কি বলা হয় ?
ক) নূন্যতম যান্ত্রিকীকরণ
খ) সম্পূর্ণ যান্ত্রিকীকরণ
গ) মিশ্র যান্ত্রিকীকরণ
ঘ) প্রাথমিক যান্ত্রিকীকরণ
উত্তরঃ গ
৪৮। বাংলাদেশে বর্তমানে কোন ক্ষেত্রগুলো প্রায় যান্ত্রিকীকৃত ?
ক) ভূমি কর্ষণ ও আগাছা দমন
খ) বালাই দমন ও আগাছা দমন
গ) সেচ ব্যবস্থা ও বালাই দমন
ঘ) সেচ ব্যবস্থা, ধান ও গম ভাঙ্গানো
উত্তরঃ ঘ
৪৯। বাংলাদেশের সেচ ব্যবস্থায় কো্ন ধরনের সেচ প্রকল্পের অবদান বেশি ?
ক) ক্ষুদ্র সেচ প্রকল্প
খ) বৃহৎ সেচ প্রকল্প
গ) ক্ষুদ্রতর সেচ প্রকল্প
ঘ) মাঝাড়ি সেচ প্রকল্প
উত্তরঃ গ
৫০। বড় মাছ শুকাতে কত দিন সময় লাগে ?
ক) ৫-৬ দিন
খ) ৫-৭ দিন
গ) ৭-১০ দিন
ঘ) ২০-২৫ দিন
উত্তরঃ গ
ব্যাখ্যাঃ ছোট মাছ শুকাতে ৫-৬ দিন সময় লাগে ।
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০১ দেখতে নিচের লিংকে ক্লিক করুন
৫১। গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পটি কোন ধরনের?
ক) সেচ, বন্যা নিয়ন্ত্রণ
খ) সেচ ও পানির নিষ্কাশন
গ) সেচ,বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন
ঘ) বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন
উত্তরঃ গ
৫২। বাংলাদেশে মাথাপিছু দৈনিক খাদ্য চাহিদা কতটুকু ?
ক) প্রতিদিন মাথাপিছু ১ কেজি খাদ্যশস্য
খ) প্রতিদিন মাথাপিছু ৫০০ গ্রাম খাদ্যশস্য
গ) প্রতিদিন মাথাপিছু ৫০ গ্রাম খাদ্যশস্য
ঘ) প্রতিদিন মাথাপিছু ২ পাউন্ড খাদ্যশস্য
উত্তরঃ খ
৫৩। কোনটি প্রাণিজ আমিষের প্রধান উৎস নয় ?
ক) গরু
খ) মহিষ
গ) হাঁস
ঘ) দুধ
উত্তরঃ ঘ
৫৪। মাছের উৎস কয়টি ?
ক) ২টি
খ) ৩টি
গ) ৫টি
ঘ) ৬টি
উত্তরঃ খ
৫৫। প্রাণিজ আমিষের শতকরা কত ভাগ মাছ থেকে পাওয়া যায় ?
ক) ৫০ ভাগ
খ) ৬০ ভাগ
গ) ৭০ ভাগ
ঘ) ৮০ ভাগ
উত্তরঃ ঘ
৫৬। ভিটামিন ‘এ’ এর অভাবে এদেশে কত শিশু পুরোপুরি অন্ধ হয়ে যায় ?
ক) ৯ লক্ষ
খ) ৯ হাজার
গ) ৩০ হাজারের অধিক
ঘ) ৫০ হাজার
উত্তরঃ গ
৫৭। অপুষ্টির অন্যতম প্রধান কারণ কোনটি ?
ক) খাদ্য রন্ধনরীতি
খ) কু-সংস্কার
গ) দারিদ্র
ঘ) অজ্ঞতা
উত্তরঃ গ
৫৮। বিগত বছরগুলোতে কোন খাদ্য শস্যের গ্রহণ সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে ?
ক) দানা জাতীয়
খ) মিষ্টি জাতীয়
গ) শাক সবজি
ঘ) ডাল জাতীয়
উত্তরঃ ঘ
৫৯। কোনটি অপুষ্টির কারণ নয় ?
ক) রান্নার পদ্ধতি
খ) অজ্ঞতা ও উদাসীনতা
গ) দারিদ্র
ঘ) কুড়ে ঘরে বসবাস
উত্তরঃ ঘ
৬০। বাংলাদেশে ভূমিহীন লোকের সংখ্যা কত ?
ক) ১ কোটি (প্রায়)
খ) ২ কোটি
গ) আড়াই কোটি
ঘ) ৪ কোটি
উত্তরঃ ক
কৃষি বিষয়ক মডেল টেস্ট পর্ব-০১ ও ০২ দেখতে নিচের লিংকে ক্লিক করুন
No comments