Google Ads

পিএসসি’র আলোকে তৈরী বিসিএস, ব্যাংক, উপ সহ কৃষি কর্মকর্তা, নার্স, প্রাইমারী, শিক্ষক নিবন্ধনসহ যাবতীয় সরকারি চাকুরির প্রস্তুতির জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ ১০০টি মডেল প্রশ্ন-উত্তর -কৃষিসেবা২৪

পিএসসি’র আলোকে তৈরী বিসিএস,  ব্যাংক, উপ সহ কৃষি কর্মকর্তা,  নার্স, প্রাইমারী,  শিক্ষক নিবন্ধনসহ যাবতীয় সরকারি চাকুরির প্রস্তুতির জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ ১০০টি মডেল প্রশ্ন-উত্তর -কৃষিসেবা২৪ 


Model question for bpsc


১. ‘Excise duty’ শব্দের বাংলা পরিভাষা কী?

(ক) অতিরিক্ত কর

(খ) অতিরিক্ত দ্বায়িত

(গ) অতিরিক্ত কাজ

(ঘ) আবগারি শুল্ক

উত্তরঃ (ঘ) আবগারি শুল্ক 

২. ‘ কোন ভিটামিন ক্ষত হতে রক্ত পড়া বন্ধ করে?

(ক) ভিটামিন-সি

(খ) ভিটামিন বি

(গ) ভিটামিন-ডি

(ঘ) ভিটামিন-কে

উত্তরঃ (ঘ) ভিটামিন-কে 

৩. পেডিয়াট্রিক সম্পর্কযুক্ত

(ক) পুরুষ

(খ) মহিলা

(গ) শিশু

(ঘ) বৃদ্ধ

উত্তরঃ (গ) শিশু

৪. “ফা হিয়েন’ কার শাসনামলে বাংলায় আসেন?

(ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(খ) আলাউদ্দিন হোসেন শাহ

(গ) প্রথম চন্দ্রগুপ্ত

(ঘ) হর্ষবর্ধন

উত্তরঃ (ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

৫. মানব জিন থাকে

(ক) RNA-তে

(খ) RBC-তে

(গ) DNA-তে

(ঘ) সাইটোপ্লাজমে

উত্তরঃ (গ) DNA-তে

৬. She is named—————her grandmother. Fill in the blank with…..

(ক) after

(খ) to

(গ) about

(ঘ) according

উত্তরঃ (ক) after

৭. জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়?

(ক) ১৯৭২

(খ) ১৯৭৩

(গ) ১৯৭৪

(ঘ) ১৯৭৫

উত্তরঃ (ক) ১৯৭২

৮. কোন নদ-নদী ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত ?

(ক) পুরাতন ব্রহ্মপুত্র

(খ) সুরমা

(গ) তিস্তা

(ঘ) যমুনা

উত্তরঃ (ক) পুরাতন ব্রহ্মপুত্র

৯. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে?

(ক) সাইটোপ্লাজম

(খ) ক্রোমোজোম

(গ) নিউক্লিয়াস

(ঘ) নিউক্লিওলাস

উত্তরঃ (খ) ক্রোমোজোম

১০. I have to differ ——– you on this issue. (Fill in the gap)

(ক) over

(খ) to

(গ) from

(ঘ) with

উত্তরঃ (ঘ) with

১১. Which of the following words is in singular form?

(ক) formulae

(খ) agenda

(গ) oases

(ঘ) radius

উত্তরঃ ঘ) radius

১২. বৃক্কের একক কী?

(ক) নিউরন

(খ) নেফ্রন

(গ) পেসমেকার

(ঘ) হেপাটোসাইট

উত্তরঃ (খ) নেফ্রন

ইংলিশ বানিয়ে লিখার টেকনিক দেখতে নিচের লিংকে ক্লিক করুন 



https://krishisheba24.blogspot.com/2022/03/english.html


১৩. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?

(ক) ১৩টি

(খ) ১১টি

(গ) ৪৯টি

(ঘ) ৩৯টি

উত্তরঃ (ঘ) ৩৯টি

১৪. যে সব অনুজীব রােগ সৃষ্টি করে তাদেরকে বলে?

(ক) ইনফেকশন

(খ) ফ্লোরা

(গ) টক্সিন

(ঘ) প্যাথজেনিক

উত্তরঃ (ঘ) প্যাথজেনিক

১৫. মানবদেহের কোন অঙ্গটির সাথে পোর্টাল শিরা যুক্ত আছে?

(ক) চোখ

(খ) মস্তিষ্ক

(গ) যকৃত

(ঘ) কিডনি

উত্তরঃ (গ) যকৃত

১৬. “Pick up”means?

(ক) display

(খ) collect

(গ) suspend

(ঘ) tolerate

উত্তরঃ (খ) collect

১৭. Identify the correct spelling:

(ক) questionnaire

(খ) questionaire

(গ) questionnare

(ঘ) questioneire

উত্তরঃ (ক) questionnaire

১৮. The bell had already been -. (Fill in the gap)

(ক) rang

(খ) ranged

(গ) rung

(ঘ) ringed

উত্তরঃ (গ) rung

১৯. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?

(ক) অগ্নিবীণা

(খ) সোনার তরী

(গ) চিত্রা

(ঘ) বলাকা

উত্তরঃ (ক) অগ্নিবীণা

২০. NATO এর সদর দপ্তর কোথায়?

(ক) বার্ন

(খ) লিও

(গ) ব্রাসেলস

(ঘ) হামবুর্গ

পিএসসি’র বাংলা বিষয়ের সিলেবাস দেখুন নিচের লিংকে 



https://krishisheba24.blogspot.com/2022/03/blog-post_3.html

উত্তরঃ (গ) ব্রাসেলস

২১. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

(ক) আঠারো

(খ) উনিশ

(গ) বিশ

(ঘ) একুশ

উত্তরঃ (ঘ) একুশ

২২. পানিতে দ্রবণীয় ভিটামিন হলাে-

(ক) ভিটামিন-A

(খ) ভিটামিন-E

(গ) ভিটামিন-B

(ঘ) ভিটামিন-D

উত্তরঃ (গ) ভিটামিন-B

২৩. পটল তােলা’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

(ক) পটল গাছ থেকে পটল তােলা

(খ) পটল খাওয়া

(গ) মারা যাওয়া

(ঘ) ফেল করা

উত্তরঃ (গ) মারা যাওয়া

২৪. ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এককথায় বলে

(ক) ঔষধি

(খ) ওষধি

(গ) বনস্পতি

(ঘ) নিসর্গ

উত্তরঃ (খ) ওষধি

২৫. Identify the correct sentence:

(ক) Tell me what is your name?

(খ) Tell me what your name is. ”

(গ) Tell me what is your name.

(ঘ) Tell me what your name is?

উত্তরঃ (ক) Tell me what is your name?

২৬. মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা’ কোন ধরনের নাটক?

(ক) কমেডি

(খ) সামাজিক প্রহসন

(গ) ট্রাজেডি

(ঘ) মেলোড্রামা

উত্তরঃ (খ) সামাজিক প্রহসন

২৭. ইতিহাসের জনক কাকে বলা হয়?

(ক) রুসিডাই জিস

(খ) হেরোডোটাস

(গ) এরিস্টটল

(ঘ) টায়নবি

উত্তরঃ (খ) হেরোডোটাস

২৮. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?

(ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

(খ) বাংলাদেশ প্রজাতন্ত্র

(গ) গণতান্ত্রিক বাংলাদেশ

(ঘ) প্রজাতান্ত্রিক বাংলাদেশ

উত্তরঃ (ক) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

২৯. কোন গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয়?

(ক) এড্রেনাল

(খ) থাইরয়েড

(গ) পিটুইটারি

(ঘ) থাইমাস’

উত্তরঃ (গ) পিটুইটারি

৩০. আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?

(ক) টায়ালিন

(খ) লাইপেজ

(গ) এমাইলেজ

(ঘ) ট্রিপসিন

উত্তরঃ (ঘ) ট্রিপসিন

৩১. মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি?

(ক) ফিমার

(খ) টিবিয়া

(গ) স্টেপস

(ঘ) রেডিয়াস

উত্তরঃ (ক) ফিমার

৩২. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?

(ক) রাশিয়া

(খ) কানাডা

(গ) অস্ট্রেলিয়া

(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তরঃ (ক) রাশিয়া

৩৩. CoVID-19 একটি?

(ক) RNA Virus

(খ) DNA Virus

(গ) ব্যাকটেরিয়া

(ঘ) ছত্রাক

উত্তরঃ (ক) RNA Virus

৩৪. Fill in the blank : He takes a lot of interest – game

(ক) for

(খ) in

(গ) at

(ঘ) with

উত্তরঃ (খ) in

৩৫. Fill in the blank: *Each of the ladies told own story.’

(ক) its

(খ) her

(গ) their

(ঘ) hers

উত্তরঃ (খ) her

৩৬. Noun form of the word “beautiful’ is:

(ক) beautify

(খ) beauteous

(গ) beautifully

(ঘ) beauty

উত্তরঃ (ক) beautify

৩৭. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?

ক) ঢাকা

(খ) বগুড়া

(গ) যশাের

(ঘ) টাঙ্গাইল

উত্তরঃ (গ) যশাের

৩৮. মানবদেহে রক্তে সােডিয়াম আয়নের নরমাল Value কত?

(ক) 120-130 mmol/L

(খ) 135-155 mmol/L

(গ) 160-170 mmol/L

(ঘ) 130-145 mmol/L

উত্তরঃ সঠিক উত্তর নেই (সঠিক উত্তর 135-145 mmol/L)

৩৯. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?

(ক) বাংলা

(খ) আসামী

(গ) গুজরাটি

(ঘ) জাপানি

উত্তরঃ (গ) গুজরাটি

৪০. মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?

(ক) থায়মিন

(খ) মেলানিন

(গ) ক্যারােটিন

(ঘ) হিমােগ্লাবিন

উত্তরঃ (খ) মেলানিন

৪১. সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর অবস্থিত

(ক) ব্যাংকক

(খ) দিল্পী

(গ) ইসলামাবাদ

(ঘ) ঢাকা

উত্তরঃ (ঘ) ঢাকা

৪২. সুষম খাদ্যের উপাদান কয়টি?

(ক) ৪

(খ) ৫

(গ) ৬

(ঘ) ৭

উত্তরঃ (গ) ৬

৪৩ ক্যান্সার রােগের কারণ?

(ক) কোষের অস্বাভাবিক মৃত্যু

(খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি

(গ) কোষের অস্বাভাবিক জমাট বাধা

(ঘ) সবগুলাে

উত্তরঃ (খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি

৪৪. ভ্যাকসিনের কাজ কোনটি?

(ক) রোগের বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলা

(খ) রােগ নিরাময় করা

(গ) রােগ বৃদ্ধি করা

(ঘ) রােগ প্রতিরােধ ক্ষমতা কমিয়ে দেওয়া।

উত্তরঃ (ক) রোগের বিরুদ্ধে প্রতিরােধ গড়ে তােলা

৪৫. Which one is not an example of comparative degree?

(ক) much

(খ) less

(গ) more

(ঘ) worse

উত্তরঃ (ক) much

৪৬. রক্ত দানের বয়স সীমা কত?

(ক) ১৫-৪৫ বছর

(খ) ১০-৬০ বছর

(গ) ১৮-৫৭ বছর

(ঘ) ১৮-৭০ বছর

উত্তরঃ (গ) ১৮-৫৭ বছর

৪৭. মানুষের মস্তিষ্কের করোটি মধু সংখ্যা কত?

(ক) ১০ জোড়া

(খ) ১২ জোড়া

(গ) ১৫ জোড়া

(ঘ) ৮ জোড়া।

উত্তরঃ (খ) ১২ জোড়া

৪৮. “The apex of a triangle’ means its –

(ক) angles

(খ) top

(গ) sides

(ঘ) perimeter

উত্তরঃ (খ) top

৪৯. বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?

(ক) সুনীল গঙ্গোপাধ্যায়

(খ) প্রমথ চৌধুরী

(গ) শামসুর রাহমান

(ঘ) অন্নদাশংকর রায়

উত্তরঃ (খ) প্রমথ চৌধুরী

৫০. “Gulliver’s Travels’ is written by –

(ক) Ernest Hemingway

(খ) Jonathan Swift

(গ) Bernard Shaw

(ঘ) Charles Dick

উত্তরঃ (খ) Jonathan Swift

৫১. রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি?

(ক) হেপাটাইটিস-A

(খ) হেপাটাইটিস-B

(গ) ম্যালেরিয়া

(ঘ) হেপাটাইটিস-C

উত্তরঃ (ক) হেপাটাইটিস-A

৫২. জাতিসংঘ দিবস কোনটি?

(ক) ২৪ আগস্ট

(খ) ২৪ নভেম্বর

(গ) ২৪ ডিসেম্বর

(গ) ২৪ অক্টোবর

উত্তরঃ (গ) ২৪ অক্টোবর

৫৩. An omnivore is an animal that cats —

(ক) all types of food

(খ) only plants

(গ) on all types of insects

(ঘ) only meat

উত্তরঃ (ক) all types of food

৫৪. শতভাগ (১০০%) বিশুদ্ধ অগিযেন শরীরের জন্য?

(ক) ক্ষতিকর

(খ) উপকারী

(গ) ঠিক নয়

(খ) কোনটিই নয়

উত্তরঃ (ক) ক্ষতিকর

৫৫, “Pass away’ means

(ক) disappear

(খ) cease

(গ) fall

(ঘ) die

উত্তরঃ (ঘ) die

৫৬. কোন জেলায় রেল যোগাযোগ নেই?

(ক) নোয়াখালী

(খ) টাঙ্গাইল

(গ) সাতক্ষীরা

(ঘ) হবিগঞ্জ

উত্তরঃ (প) সাতক্ষীরা

৫৭. What is the superlative degree of ‘”bad?

(ক) worst

(খ) Lowest

(গ) worse

(ঘ) heat

উত্তরঃ (ক) worst

৫৮. কোনটি কোষের অংশ নয়?

(ক) সে মেমবেন

(খ) সাইটোপ্লাজম

(গ) প্লাজমা

(গ) নিউক্লিয়াস

উত্তরঃ (গ) প্লাজমা

৫৯. বাংলাদেশী মহিলাদের গড় আয় কত?

(ক) ৮০.৬ বছর

(খ) ৫৭.৫ বহর

(গ) ৬৪.৪ বছর

(ঘ) ৭৩.৮ বছর

উত্তরঃ (ঘ) ৭৩.৮ বছর (বর্তমানে ৭৪.২)

৬০. বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে?

(ক) ৩০ মার্চ ১৯৭১

(খ) ৭ এপ্রিল ১৯৭১

(গ) ১৭ এপ্রিল ১৯৭১

(গ) ১০ এপ্রিল ১৯৭১

উত্তরঃ (গ) ১৭ এপ্রিল ১৯৭১

৬১. কোনাট রক্তে অক্সিজেন পরিবহণ ক্ষমতা খর্ব করে?

(ক) নাইট্রিক অক্সাইড

(খ) সালফার ডাইঅক্সাইড

(গ) কার্বন মনোঅক্সাইড

(ঘ) কার্বন ডাই অক্সইড

উত্তরঃ (গ) কার্বন মনোঅক্সাইড

৬২, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এ গানটির রচয়িতা কে?

(ক) সৈয়দ শামসুল হক

(খ) মোহাম্মদ মনিরুজ্জামান

(গ) আবদুল গাফফার চৌধুরী

(ঘ) আবদুল লতিফ

উত্তরঃ (গ) আবদুল গাফফার চৌধুরী

৬৩. A doctor who treats patients with heart diseases is known as a/an?

(ক) nephrologist

(খ) cardiologist

(গ) neurologist

(ঘ) pathologist

উত্তরঃ (খ) cardiologist

৬৪. হৃদস্পন্দন কত বেশী হলে তাকে Tachycardia বলে?

(ক) 40

(খ) 60

(গ) 90

(ঘ) 72

উত্তরঃ সঠিক উত্তর নেই (সঠিক উত্তর হবে 100) 

৬৫. কোন ঔষধটি রক্ত পাতলা রাখতে সাহায্য করে?

(ক) ডাইক্রোফেনাক

(খ) এসপিরিন

(গ) প্যারাসিটামল

(ঘ) প্যাথেডিন

উত্তরঃ (খ) এসপিরিন

৬৬. Which one is a conjunction?

(ক) up

(খ) or

(গ) very

(ঘ) for

উত্তরঃ (খ) or

৬৭. The passive form of the sentence who can do it?

(ক) By whom it can be done?

(খ) By whom can it be done?

(গ) Who can it be done?

(ঘ) Whom can be done by it?

উত্তরঃ (খ) By whom can it be done?

৬৮. মানুষের ক্রোমজমের সংখ্যা?

(ক) ২০ জোড়া

(খ) ২২ জোড়া

(গ) ২৩ জোড়া

(ঘ) ২৪ জোড়া

উত্তরঃ (গ) ২৩ জোড়া

৬৯. মানবদেহে অত্যাবশ্যকীয় ফ্যাটিএসিড কয়টি?

(ক) ১২

(খ) ৩

(গ) ৮

(ঘ) ১০

উত্তরঃ (খ) ৩

৭০. শ্বেত রক্ত কণিকার পরিমাণ প্রতি ঘন মিলিমিটার রক্তে কত হলে Thrombocytopenia বলে?

(ক) ৮০০০ এর নীচে

(খ) ৪০০০ এর নীচে

(গ) ১০০০০ এর নীচে

(ঘ) ৫০০০ এর নীচে

উত্তরঃ প্রশ্নটি সঠিক নয় 

৭১. নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা?

(ক) চক্রবাক

(খ) এক পয়সার বাঁশি

(গ) রূপসী বাংলা

(ঘ) কঙ্কাবতী

উত্তরঃ (গ) রূপসী বাংলা

৭২. খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয়?

(ক) পাকস্থলিতে

(খ) ক্ষুদ্রান্ত্রে

(গ) মুখগহ্বরে

(ঘ) বৃহদান্ত্রে

উত্তরঃ (ক) পাকস্থলিতে

পিএসসি’র আলোকে তৈরী উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্নপত্র দেখতে নিচের লিংকে ক্লিক করুন। 


 https://krishisheba24.blogspot.com/2022/03/blog-post_89.html

৭৩. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?

(ক) কিউলেক্স

(খ) এডিস

(গ) অ্যানাফিলিস

(ঘ) সব ধরনের মশা

উত্তরঃ (খ) এডিস

৭৪. মৈমনসিংহ গীতিকা’-এর সংগ্রাহক ছিলেন কে?

(ক) আশুতােষ ভট্টাচার্য

(খ) দীনেশচন্দ্র সেন

(গ) চন্দ্রকুমার দে

(ঘ) দক্ষিণারঞ্জন মিত্র

উত্তরঃ (গ) চন্দ্রকুমার দে

৭৫, ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?

(ক) নুরুলদীনের সারা জীবন

(খ) ক্রীতদাসের হাসি

(গ) ওরা কদম আলী

(ঘ) কবর

উত্তরঃ (ঘ) কবর

৭৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?

(ক) ০৮ মার্চ

(খ) ১৬ ডিসেম্বর

(গ) ২১ ফেব্রুয়ারি

(ঘ) ২১ আগস্ট

উত্তরঃ (গ) ২১ ফেব্রুয়ারি

৭৭. বিডক্তিহীন নাম শব্দকে কী বলে?

(ক) প্রাতিপাদিক

(খ) সাধিত শব্দ

(গ) প্রকৃতি

(ঘ) প্রত্যয়

উত্তরঃ (ক) প্রাতিপাদিক

৭৮. একলেমশিয়া রােগটি কাদের হয়?

(ক) শিশুকন্যা

(খ) বৃদ্ধ পুরুষ

(গ) গর্ভবতী মায়ের

(ঘ) সববয়সী মায়ের

উত্তরঃ (গ) গর্ভবতী মায়ের

৭৯. ‘জজসাহেব’ কোন সমাসের উদাহরণ?

(ক) দ্বিগু

(খ) দ্বন্দ্ব

(গ) বহুব্রীহি

(ঘ) কর্মধারয়

উত্তরঃ (ঘ) কর্মধারয়

৮০. কোনটি রক্তের কাজ নয়?

(ক) অক্সিজেন বিতরণ করা

(খ) হরমােন বিতরণ করা

(গ) কার্বন ডাই অক্সাইড পরিবহণ করা

(ঘ) জারক রস বিতরণ করা

উত্তরঃ (ঘ) জারক রস বিতরণ করা

৮১. কোন হরমোেনর অভাবে ‘Diabetes Mellitus’ হয়?

(ক) রুকাগন

(খ) ইনসুলিন

(গ) কর্টিসল

(ঘ) ইস্ট্রোজেন

উত্তরঃ (খ) ইনসুলিন

৮২. কোন রক্তকণিকা দেহে এন্টিবডি তৈরী করে?

(ক) নিউট্রোফিল

(খ) বেসসাফিল

(গ) ইওসিনােফিল

(ঘ) লিম্ফোসাইট

উত্তরঃ (ঘ) লিম্ফোসাইট

৮৩. সংক্রামক ব্যাধি কোনটি?

(ক) এইডস

(খ) উচ্চ রক্তচাপ

(গ) ডায়াবেটিস

(ঘ) রেনাল ফেইলিউর

উত্তরঃ (ক) এইডস

৮৪. ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট?

(ক) ওয়াটার লু’র যুদ্ধ

(খ) আমেরিকার গৃহযুদ্ধ

(গ) ফরাসি বিপ্লব

(ঘ) ক্রিমিয়ার যুদ্ধ

উত্তরঃ (ক) ওয়াটার লু’র যুদ্ধ

৮৫. কারক কত প্রকার?

(ক) ৫ (পাঁচ) প্রকার

(খ) ৬ (ছয়) প্রকার

(গ) ৩ (তিন) প্রকার

(ঘ) ৭ (সাত) প্রকার

উত্তরঃ (খ) ৬ (ছয়) প্রকার

৮৬. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?

(ক) তাম্র

(খ) আর্য

(গ) সুমেরীয়

(ঘ) শহরভিত্তিক

উত্তরঃ (ক) তাম্র

৮৭. রূপাই’ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের চরিত্র?

(ক) সােজন বাদিয়ার ঘাট

(খ) নক্সী কাঁথার মাঠ

(গ) রাখালী

(ঘ) বালুচর

উত্তরঃ (খ) নক্সী কাঁথার মাঠ

৮৮. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়?

(ক) ধমনীর ভিতর

(খ) শিরার ডিতর

(গ) স্নায়ুর ভিতর

(ঘ) নাসিকা নালীর ভিতর

উত্তরঃ (ক) ধমনীর ভিতর

৮৯. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেণি বিভাগ কয়টি?

(ক) তিন

(খ) দুই

(গ) পাঁচ

(ঘ) চার

উত্তরঃ (গ) পাঁচ

৯০. পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?

(ক) জগদীশ চন্দ্র বসু

(খ) কুদরত-এ-খুদা

(গ) ড. মাকসুদুল আলম

(ঘ) ড. মেঘনাথ সাহা

উত্তরঃ (গ) ড. মাকসুদুল আলম 

৯১. বাংলাদেশে কোডিড-১৯ টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?

(ক) ২৫/০১/২০২১

(খ) ২৭/০১/২০২১

(গ) ২১/০১/২০২১

(ঘ) ২২/০১/২০২১

উত্তরঃ (খ) ২৭/০১/২০২১

৯২. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?

(ক) একুশে পদক

(খ) স্বাধীনতা পদক

(গ) বাংলা একাডেমি পদক

(ঘ) প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার

উত্তরঃ (খ) স্বাধীনতা পদক

৯৩. Which one does not mean the opposite of ‘old’?

(ক) young

(খ) different

(গ) new

(ঘ) recent

উত্তরঃ (খ) different

৯৪. তিয়ান মেন স্কয়ার কোথায় অবস্থিত?

(ক) বেইজিং

(খ) সাংহাই

(গ) হংকং

(ঘ) ক্যান্টন

উত্তরঃ (ক) বেইজিং

৯৫. “ভানু’ শব্দের অর্থ কী?

(ক) ধােকা

(খ) নক্ষত্র

(গ) সূর্য

(ঘ) চন্দ্র

উত্তরঃ (গ) সূর্য

৯৬. বৃহদান্ত্রের অংশ কোনটি?

(ক) ডিওডেনাম

(খ) জেজুনাম

(গ) এপেনডিক্স

(ঘ) ইলিয়াম

উত্তরঃ (ঘ) ইলিয়াম

৯৭. জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলার সমাধি কোথায়?

(ক) ঢাকা

(খ) কুমিল্লা

(গ) মানিকগঞ্জ

(ঘ) ভারতের চুরুলিয়া

উত্তরঃ (ঘ) ভারতের চুরুলিয়া

৯৮. Disinfactant হিসাবে কোনটি ব্যবহৃত হয় না?

(ক) স্যাভলন

(থ) শাহজল

(গ) ফেনল

(ঘ) ইথাইল অ্যালকোহল

উত্তরঃ (গ) ফেনল

৯৯. স্যালাইন পুস করার জন্য প্রয়ােজন?

(ক) ল্যাটারাল কিউটেনিস ভেইন

(খ) মিডিয়াল কিউটেনিয়াস ডেইন

(গ) মিডিয়া ডেইন

(ঘ) সবগুলো

উত্তরঃ (খ) মিডিয়াল কিউটেনিয়াস ডেইন

বাংলা সাহিত্যর উপর বাছাইকৃত ১০০টি মডেল প্রশ্ন-উত্তর দেখতে নিচের লিংকে ক্লিক করুন। 


 https://krishisheba24.blogspot.com/2022/03/blog-post_20.html

১০০. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচাইতে বেশী?

(ক) ভারত

(খ) জাপান

(গ) রাশিয়া

(ঘ) চীন

উত্তরঃ (ঘ) চীন

তথ্যটি ভাল লাগলে শেয়ার করে রাখুন

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close