Google Ads

বাংলা সাহিত্যের ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর-কৃষিসেবা২৪ যেকোন ধরনের প্রতিযোগিতামূলক চাকুরীর পরীক্ষার জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ ১০০টি মডেল প্রশ্ন-উত্তর

বাংলা সাহিত্যের ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর-কৃষিসেবা২৪ 

বাংলা সাহিত্যের ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর-



যেকোন ধরনের প্রতিযোগিতামূলক চাকুরীর পরীক্ষার জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ ১০০টি মডেল প্রশ্ন-উত্তর 


০১| বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. প্যারীচাঁদ মিত্র
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ

০২| সূর্যের চোখে জল, অপু বিজয় দেখেনি- কে লিখেছেন?
ক. শিরীন আখতার
খ. তসলিমা নাসরীন
গ. আনিসুল হক
ঘ. রাহাত খান
উত্তরঃ ক

০৩| নিচের কোনটি উপন্যাস নয়?
ক. যাপিত জীবন
খ. খোয়াবনামা
গ. পথ জানা নাই
ঘ. ওল্কার
উত্তরঃ গ

০৪| 'শনিবারের চিঠি' উপন্যাসের রচয়িতা কে?
ক. দীপক চৌধুরী
খ. দীনেশচন্দ্র রায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মুজতবা আলী
উত্তরঃ ক

০৫| কাজী ইমদাদুল হকের আব্দুলাহ উপন্যাসের উপজীব্য কি?
ক. চাষী জীবনের করুণ চিত্র
খ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
ঘ. মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
উত্তরঃ গ

০৬| 'মাল্যবান' কোন ধরনের সাহিত্যকর্ম?
ক. কাব্য
খ. প্রবন্ধ
গ. নাটক
ঘ. উপন্যাস
উত্তরঃ ঘ

০৭| ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. ড. নীলিমা ইব্রাহিম
খ. আনিস চৌধুরী
গ. আনোয়ার পাশা
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ ক

০৮| 'যদ্যপি আমার গুরু'-কার রচনা?
ক. হুমায়ুন আহমেদ
খ. আলাউদ্দীন আল আযাদ
গ. আবদুশ শাকুর
ঘ. আহমেদ ছফা
উত্তরঃ ঘ

০৯| কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস?
ক. কপালকুণ্ডলা
খ. রামের সুমতি
গ. হাজার বছর ধরে
ঘ. যোগাযোগ
উত্তরঃ ক

১০| সরদার জয়েন উদ্দীনের ‘অনেক সূর্যের আশা’ উপন্যাসের পটভূমি-
ক. একাত্তরের মুক্তিযুদ্ধ
খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ. ৫২-এর ভাষা আন্দোলন
ঘ. ৪৭-এর দেশবিভাগ
উত্তরঃ খ

১১| মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি?
ক. রজনী
খ. নববিধান
গ. পদ্মরাগ
ঘ. প্রেমের সমাধি
উত্তরঃ ঘ

১২| ‘অশোক গুচ্ছ’, ‘গোলাপ গুচ্ছ’, -গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. দেবেন্দ্রনাথ সেন
ঘ. গোবিন্দচন্দ্র দাস
উত্তরঃ গ

১৩| ‘নদী ও নারী’ কার রচনা?
ক. কাজী আব্দুল ওয়াদুদ
খ. আবুল ফজল
গ. শামসুদ্দিন
ঘ. হুমায়ুন কবির
উত্তরঃ ঘ

১৪| ‘জোহরা ’ উপন্যাসের রচয়িতা হলেন-
ক. প্যারীচাঁদ মিত্র
খ. মীর মশাররফ হোসেন
গ. কাজী ইমদাদুল হক
ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ ঘ

১৫| কোন ঔপন্যাসিক কর্তৃক ‘বঙ্গবিজেতা’ উপন্যাস রচিত হয়েছ?
ক. মীর মশাররফ হোসেন
খ. রমেশচন্দ্র দত্ত
গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. তারকনাথ গঙ্গোপাধ্যায়
উত্তরঃ খ

১৬| ‘অনাথিনী’ কোন লেখকের প্রথম উপন্যাস?
ক. খান মুহাম্মদ মঈনুদ্দিন
খ. বেনজীর আহমদ
গ. হুমায়ুন কবীর
ঘ. শামসুল হক
উত্তরঃ ক

১৭| হুতোমী গদ্যের লেখকের নাম কি?
ক. টেক চাঁদ ঠাকুর
খ. দীনবন্ধু মিত্র
গ. ভানুসিংহ ঠাকুর
ঘ. কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ ঘ

১৮| কোনটি সঠিক?
ক. রৌদ্র করোটিতে-ভ্রমণ কাহিনী
খ. রাইফেল রোটি আওরাৎ-নাটক
গ. সোজন বাদিয়ার ঘাট-সিনেমা
ঘ. ঘর মন জানালা- উপন্যাস
উত্তরঃ ঘ

১৯| ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে?
ক. গৌতম ঘোষ
খ. ঋত্বিক ঘটক
গ. সত্যজিৎ রায়
ঘ. বাসুদেব ট্যাটার্জী
উত্তরঃ খ

২০| ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
ক. শওকত ওসমান
খ. জহির রায়হান
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. রশীদ করিম
উত্তরঃ ঘ

২১|‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেলেন?
ক. নূরুন্নেসা খাতুন
খ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
গ. বেগম রোকেয়া
ঘ. আবুল ফজল
উত্তরঃ খ

২২|‘আনোয়ারা’ কোন ধরনে গ্রন্থ
ক. নাটক
খ. বড় গল্প
গ. উপন্যাস
ঘ. প্রহসন
উত্তরঃ গ

২৩| ‘আততায়ীদের সাথে কথোপকথন’ কার লেখা?
ক. শামসুর রহমান
খ. হুমায়ুন আহমেদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. আবুল হাসান
ঙ. জাফর ইকবাল
উত্তরঃ গ

২৪| ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে?
ক. রামরাম বসু
খ. ভুদের মুখোপাধ্যায়
গ. দীনবন্ধু মিত্র
ঘ. কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ ঘ

২৫| ‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা
ক. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. সৈয়দ মজতবা আলী
উত্তরঃ খ

২৬| তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো?
ক. ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম
খ. ধাত্রতীদেবতা, কবি, হাঁসুলি বাঁকের উপকথা
গ. জলসাঘর, কবি, পঞ্চগ্রাম
ঘ. ধাত্রীদেবতা, গণদেবতা, জলসাঘর
উত্তরঃ ক

২৭| নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'ঘরে বাইরে' উপন্যাসের?
ক. বিহারী-বিনোদিনী
খ. নিখিলেস-বিমলা
গ. মধুসূসন-কুমুদিনী
ঘ. অমিত-লাবণ্য
উত্তরঃ খ

২৮|‘কেরী সাহেবের মুন্সি’র লেখক হলেন-
ক. প্যারীচাঁদ মুখোপাধ্যায়
খ. অন্নদা শঙ্কর রায়
গ. প্রভাত কুমার মুখোপাধ্যায়
ঘ. প্রমথনাথ বিশি
উত্তরঃ ঘ

২৯| ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
খ. বন্দে আলী মিঞা
গ. জহির রায়হান
ঘ. অদ্বৈতমল্ল বর্মণ
উত্তরঃ ঘ

৩০| ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে?
ক. আব্দুল ওয়াদুদ
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মোজাম্মেলহক
ঘ. নজিবর রহমান সাহিত্যরত্ন
উত্তরঃ ঘ

৩১| হুতোমী বাংলা কার রচনাকে বলে?
ক. বিদ্যাসাগর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. কালী প্রসন্ন সিংহ
ঘ. ঈশ্বর গুপ্ত
উত্তরঃ গ

৩২| কোনটি ঠিক?
ক. কাঁদো নদী কাঁদো (কাব্য)
খ. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
গ. বহিপীর (নাটক)
ঘ. মহাশ্মশান (নাটক)
উত্তরঃ গ

৩৩| ‘রূপজালাল’ উপন্যাসের রচয়িতা কে?
ক. স্বর্ণকুমারী দেবী
খ. মানকী দেবী
গ. সীতা দেবী
ঘ. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
উত্তরঃ ঘ

৩৪| ‘স্বর্ণলতা’ ও ‘হরিষে বিষাদ’ উপন্যাসদ্বয়ের রচয়িতা কে?
ক. তারকানাথ গঙ্গোপাধ্যায়
খ. স্বর্ণকুমারী দেবী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ ক

৩৫| ‘বিধু মাস্টার’ গল্পগ্রন্থটির লেখক কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. বনফুল
ঘ. রাজশেখর বসু
উত্তরঃ ক

৩৬| কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক?
ক. আগুনপাখি
খ. বরফগলা নদী
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. খোয়াবনামা
উত্তরঃ ক

৩৭| ‘ভাসানী যখন ইউরোপে’ বইটির লেখক-
ক. খন্দকার মোহাম্মদ ইলিয়াস
খ. শওকত ওসমান
গ. বদরুদ্দীন উমর
ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তরঃ ক

৩৮| নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম-
ক. অবরোধবাসিনী
খ. সুলতানার স্বপ্ন
গ. রূপজালাল
ঘ. মায়াবী পর্দা দুলে ওঠো
উত্তরঃ গ

৩৯| ‘কুলায় কলাস্রোত’ কার লেখা?
ক. সুবোধ ঘোষ
খ. মহাশ্বেত দেবী
গ. ইমদাদুল হক মিলন
ঘ. শওকত আলী
উত্তরঃ ঘ

৪০| মোজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি?
ক. আবদুল্লাহ
খ. আনোয়ারা
গ. জোহরা
ঘ. বনলতা
উত্তরঃ গ

৪১| 'সংশপ্তক' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?
ক. মুক্তিযুদ্ধ
খ. ভাষা আন্দোলন
গ. নগর ও গ্রামীণ জীবন
ঘ. অভাবী সংসার
উত্তরঃ গ

৪২| ‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিষ্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৫২ সালে
খ. ১৮৯৯ সালে
গ. ১৯৩৫ সালে
ঘ. ১৯১৪ সালে
উত্তরঃ ঘ

৪৩| 'সারেং বৌ' উপন্যাসটির রচয়িতা কে?
ক. আহসান হাবীব
খ. আনিস চৌধুরী
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ ঘ

৪৪| ‘লোকে সিন্ধু’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. লালন ফকির
খ. হাছন রাজা
গ. ফকরি আলমগীর
ঘ. পাগলা কানাই
উত্তরঃ খ

৪৪| ‘কত ছবি, কত গান’ এর লেখক-
ক. আবু ইসহাক
খ. খন্দকার মোঃ ইলিয়াস
গ. আলাউদ্দিন আল-আজাদ
ঘ. আবুল ফজল
উত্তরঃ খ

৪৫| ‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনে সাহিত্যকর্ম?
ক. গল্পসংগ্রহ
খ. ভ্রমণ কাহিনী
গ. উপন্যাস
ঘ. প্রবাদ সংকলন
উত্তরঃ গ

৪৬| মানুষের সুখ-দুঃখ এবং প্রকৃতির রঙ-রূপ চিত্রণ কার উপন্যাসের বিশেষত্ব?
ক. মানিক বন্দ্যেপাধ্যায়
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ খ

৪৭| কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
ক. রিক্তের বেদন
খ. সর্বহারা
গ. আলেয়া
ঘ. কুহেলিকা
উত্তরঃ ঘ

৪৮| ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতার নাম কি?
ক. কালী প্রসন্ন সিংহ
খ. কালীপ্রসন্ন ঘোষ
গ. কালীপ্রসন্ন রায়
ঘ. কালীপ্রসন্ন মিত্র
উত্তরঃ ক

৪৯| ‘আরণ্যক, অপরাজিত, ইছামতি’ কার রচনা?
ক. জীবননান্দ দাশ
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. অমিয় চক্রবর্তী
ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ ঘ

৫০| ‘হুতোম প্যাঁচার নকশা’ কোন জাতীয় রচনা?
ক. উপন্যাস
খ. নাটক
গ. প্রবন্ধ
ঘ. রম্যরচনা
উত্তরঃ ঘ

৫১| 'ন্যায়দণ্ড' উপন্যাসটি কার লেখা--
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. জরাস্বন্ধ
গ. রশীদ করীম
ঘ. স্বর্ণকুমারী দেবী
উত্তরঃ খ

৫২| ‘নদী ও নারী’ কার রচনা
ক. কাজী আব্দুল ওদুদ
খ. আবুল ফজল
গ. শামসুদ্দিন
ঘ. হুমায়ুন কবির
উত্তরঃ ঘ

৫৩| ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
ক. হাসান হাফিজুর রহমান
খ. জহির রায়হান
গ. শহীদুল্লাহ
ঘ. আনোয়ার পাশা
উত্তরঃ ঘ

৫৪| ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার?
ক. সেলিম আলদীন
খ. সৈয়দ শামসুল হক
গ. শওকত ওসমান
ঘ. শওকত আলী
উত্তরঃ ঘ

৫৫| কোনটি উপন্যাস?
ক. নতুন চাঁদ
খ. কন্যা কুমারী
গ. গড্ডলিকা
ঘ. নেমেসিস
উত্তরঃ খ

৫৬| ‘ওয়ারিশ’ উপন্যাসটির লেখক হচ্চেন-
ক. শওকত ওসমান
খ. শওকত আলী
গ. রফিক আজাদ
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

৫৭| ‘পাক সার জমিন সাদ বাদ’ বইটির লেখক-
ক. শামসুর রহমান
খ. হুমায়ুন আহমেদ
গ. হুমায়ুন আজাদ
ঘ. মোঃ জাফর ইকবাল
উত্তরঃ গ

৫৮| নিচের কোনটি নাটক?
ক. একপয়সার বাঁশি
খ. বহুবচন
গ. উত্তরণ
ঘ. খাতার শেষপাতা
উত্তরঃ গ

৫৯| ফররুখ আহমেদের 'নৌফেল ও হাতেম' কোন শ্রেণির নাটক?
ক. সামাজিক নাটক
খ. প্রেমমূলক নাটক
গ. কাব্যধর্মী নাটক
ঘ. রূপক নাটক
উত্তরঃ গ

৬০| 'তারাবাঈ' নাটকটির লেখক কে?
ক. ইসমাইল হোসেন সিরাজী
খ. মীর মশাররফ হোসেন
গ. আব্দুল্লাহ আল মামুন
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ ঘ

৬১| ‘যে অরণ্যে আলো নেই’ নাটকটি কার রচনা?
ক. আনিস চৌধুরী
খ. নীলিমা ইব্রাহীম
গ. শওকত ওসমান
ঘ. মামুনুর রশীদ
উত্তরঃ খ

৬২| নিচের কোনটি মমতাজউদ্দিন আহমদের রচনা নয়?
ক. কি চাহ শঙ্খচিল
খ. সাত ঘাটের কানাকড়ি
গ. নেমেসিস
ঘ. স্পার্টাকাস বিষয়ক জটিলতা
উত্তরঃ গ

৬৩| বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কত সালে?
ক. ১৮৪২ সালে
খ. ১৮৪৬ সালে
গ. ১৮৫৯ সালে
ঘ. ১৮৫৬ সালে
উত্তরঃ গ(শর্মিষ্ঠা) 

৬৪| বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক-
ক. সধবার একাদশী
খ. নীল দর্পণ
গ. জমিদার দর্পণ
ঘ. কুলীনকুল সর্বস্ব
উত্তরঃ ঘ

৬৫| মধুসূদন কোন নাটক দেখার পর নাটক রচনার সিদ্ধান্ত নেন?
ক. ভদ্রার্জুন
খ. রত্নাবলী
গ. কুলীনকুলসর্বস্ব
ঘ. শর্মিষ্ঠা
উত্তরঃ খ

৬৬| নূরুল মোমেনের বিখ্যাত নাটক কোনটি?
ক. নষ্ট ছেলে
খ. ওরা কদম আলী
গ. গিনিপিগ
ঘ. নেমেসিস
উত্তরঃ ঘ

৬৭| বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার-
ক. মমতাজউদ্দিন আহমদ
খ. আবদুল মান্নান সৈয়দ
গ. সরদার জয়েন উদ্দীন
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ ক

৬৮| মমতাজ উদ্দিন আহমদের মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?
ক. স্বাধীনতা আমার স্বাধীনতা
খ. একদিন প্রতিদিন
গ. নরকে লাল গোলাপ
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তরঃ ক

৬৯| যোগেন্দ্রচন্দ্র গুপ্ত রচিত নাটক কোনটি?
ক. ভদ্রার্জুন
খ. নবনাটক
গ. কীর্তিবিলাস
ঘ. পাণ্ডব গৌরব
উত্তরঃ গ

৭০| ডি এল রায় রচিত প্রহসন কোনটি?
ক. বিরহ
খ. প্রায়শ্চিত্ত
গ. পুনর্জন্ম
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

৭১| গিরিশচন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্ত নাটক-
ক. চণ্ড
খ. জনা
গ. প্রফুল্ল
ঘ. হারানিধি
উত্তরঃ গ

৭২| 'কীর্তিবিলাস' নাটকের রচয়িতা কে?
ক. তারাচরণ শিকদার
খ. যোগেন্দ্র চন্দ্র গুপ্ত
গ. রামনারায়ণ তর্করত্ন
ঘ. হেরাসিম লেবেদফ
উত্তরঃ খ

৭৩| আবদুল্লাহ আল-মামুনের রচিত নাটক নয় কোনটি?
ক. সুবচন নির্বাসনে
খ. ক্রস রোডে ক্রস ফায়ার
গ. অরক্ষিত মতিঝিল
ঘ. ওরা কদম আলী
উত্তরঃ ঘ

৭৪| আলী জাকের রচিত নাটক কোনটি?
ক. বুনো হাস
খ. সুবচন নির্বাসনে
গ. দেওয়ান গাজীর কিস্সা
ঘ. ইবলিশ
উত্তরঃ গ

৭৫| 'চোরের উপর বাটপারি' প্রহসনটির রচয়িতা কে?
ক. দীনবন্ধু মিত্র
খ. অমৃতলাল বসু
গ. মধুসূদন দত্ত
ঘ. ডি এল রায়
উত্তরঃ ক

৭৬| ইংরেজদের প্রথম রঙ্গালয় কোনটি?
ক. চন্দননগর থিয়েটার
খ. ওল্ড প্লে হাউস
গ. হিন্দু থিয়েটার
ঘ. বেঙ্গল থিয়েটার
উত্তরঃ খ

৭৭| 'নীলদর্পণ' নাটকের প্রকাশক কে ছিলেন?
ক. লঙ সাহেব
খ. ডিরোজিও
গ. মধুসূদন
ঘ. দীনবন্ধু নিজেই
উত্তরঃ ক

৭৮| ‘আলোকলতা’ নাটকটির রচয়িতা কে?
ক. আবুল ফজল
খ. নূরুল মেমেন
গ. আসকার ইবনে শাইখ
ঘ. সাহাদাৎ হোসেন
উত্তরঃ ক

৭৯| ‘কবর’ নাটকটির লেখক-
ক. জসীম উদ্দীন
খ. নজরুল ইসলাম
গ. মুনীর চৌধুরী
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তরঃ গ

৮০| নিচের কোন গ্রন্থটি মামুনুর রশীদের নয়?
ক. গিনিপিগ
খ. সুবচন নির্বাসনে
গ. ইবলিশ
ঘ. ওরা কদম আলী
উত্তরঃ খ

৮১| ‘অরক্ষিত মতিঝিল’ নাটকটির রচয়িতা কে?
ক. সেলিম আল দীন
খ. মমতাজউদ্দিন আহমদ
গ. আবদুল্লাহ আল মামুন
ঘ. মামুনুর রশিদ
উত্তরঃ গ

৮২| 'একাত্তরের যীশু' গ্রন্থটির রচয়িতা কে?
ক. শাহরিয়ার কবির
খ. সেলিম আল দীন
গ. মামুনুর রশীদ
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ক

৮৩| ব্রিটিশ ভারতে নীলকরদের অত্যাচারের কাহিনী উপজীব্য করে কে নাটক রচনা করেন?
ক. মীর মশাররফ হোসেন
খ. দীনবন্ধু মিত্র
গ. তারাচরণ শিকদার
ঘ. রামানারায়ণ তর্করত্ন
উত্তরঃ খ

৮৪| ‘নয়া খান্দান’ নাটকের রচয়িতা কে?
ক. আসকার ইবনে শাইখ
খ. মমতাজ উদ্দিন আহমদ
গ. নূরুল মোমেন
ঘ. আবদুল্লাহ আল মামুন
উত্তরঃ গ

৮৫| ‘এখনও ক্রীতদাস’, ‘কোকিলারা’-নাটকদ্বয়ের রচয়িতা কে?
ক. মামুনুর রশীদ
খ. সৈয়দ শামসুল হক
গ. আবদুল্লাহ আল মামুন
ঘ. ওবায়দুল হক
উত্তরঃ গ

৮৬| 'কাল্পনিক সংবদল' কোন নাটকের বাংলা নাম?
ক. Love is the best Doctor
খ. The Disguise
গ. The Indian Drama
ঘ. Comedy of Errors
উত্তরঃখ

৮৭| কোন নাটকটি শেক্সপিয়ারের 'মার্চেন্ট অব ভেনিস' নাটকের ভাবানুবাদ?
ক. ভানুমতি চিত্তবিলাস
খ. চারুমুখ চিত্তহারা
গ. শর্মিষ্ঠা
ঘ. ভদ্রার্জুন
উত্তরঃ ক

৮৮| ‘সাত ঘাটের কানাকড়ি’ নাটকের রচয়িতা হলেন-
ক. আবদুল্লাহ আল মামুন
খ. মমতাজউদ্দিন আহমদ
গ. মামুনুর রশীদ
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ খ

৮৯| জীবনঢুলী কি?
ক. একটি উপন্যাসের নাম
খ. একটি কাব্যগ্রন্থের নাম
গ. একটি আত্মজীবনীর নাম
ঘ. একটি চলচ্চিত্রের নাম
উত্তরঃ ঘ

৯০| ‘গিনিপিগ’ নাটকের রচয়িতা কে?
ক. সৈয়দ শামসুল হক
খ. আবদুল গাফফার চৌধুরী
গ. মামুনুর রশিদ
ঘ. কবীর চৌধুরী
উত্তরঃ গ

৯১| মুনীর চৌধুরীর 'রক্তাক্ত প্রান্তর' কোন শ্রেণির নাটক?
ক. পৌরাণিক
খ. সামাজিক
গ. ঐতিহাসিক
ঘ. রূপক
উত্তরঃ গ

৯২| নূরুল মোমেনের ‘নেমেসিস’ নাটকে চরিত্রের সংখ্যা কয়টি?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তরঃ ক

৯৩| স্বর্ণকুমারী দেবী রচিত নাটক কোনটি?
ক. ছিন্ন মুকুল
খ. বসন্ত উৎসব
গ. মালতি
ঘ. হুগলির ইমাম বাড়ি
উত্তরঃ খ

৯৪| 'নেমেসিস' নাটকটি কার লেখা?
ক. নূরুল মোমেন
খ. শাহাদাৎ হোসেন
গ. মুনীর চৌধুরী
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ ক

৯৫| 'মানচিত্র' নাটকটির রচয়িতা কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. শিশির ভাদুড়ী
গ. নূরুল মোমেন
ঘ. আনিস চৌধুরী
উত্তরঃ ঘ

৯৬| বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন কোন নাট্যকারের হাতে?
ক. মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
ঘ. রামনারায়ণ তর্করত্ন
উত্তরঃ ঘ

৯৭| ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
ক. মমতাজ উদ্দিন আহমদ
খ. মামুনুর রশীদ
গ. ইব্রাহীম খলিল
ঘ. ওবায়েদ উল হক
উত্তরঃ খ

৯৮| বাংলা সাহিত্যের প্রথম সাংকেতিক নাটক--
ক. ডাকঘর
খ. নেমেসিস
গ. শারদোৎসব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

৯৯| বাংলা সাহিত্যে সর্বপ্রথম সাংকেতিক নাটক রচনা করেন--
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. নূরুল মোমেন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ ঘ

১০০| ‘দি ডিসগাইজ’ নাটকের বাংলা অনুবাদক কে?
ক. উইলিয়াম কেরি
খ. হেরাসিম লেবেদফ
গ. মার্শ ম্যান
ঘ. জেমস লঙ
উত্তরঃ খ

(ভুল মনে হলে /করলে কমেন্টে বলবেন)

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close