Google Ads

সাম্প্রতিক তথ্য (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)-কৃষিসেবা২৪

✅সাম্প্রতিক তথ্য✅
সাম্প্রতিক তথ্য


✅বাংলাদেশ বিষয়াবলি ও গুরুত্বপূর্ণ সূচক ✅
 ১।দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান
=৭৫তম 

২।জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ
=ফিনল্যান্ড। 
সবচেয়ে  কম সুখী দেশ: আফগানিস্তান

৩।সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ তম। গত বছর ছিলো ১০১ তম।

৪।বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান - ২য় ১ম স্থানে 
=- চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম। 

৫।বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি  এবং বাংলাদেশের
=মো. শামীম আহসান, বাংলাদেশ

৬। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন - রেজওয়ান শাহরিয়ার সুমিত।

৭। রেজওয়ান শাহরিয়ার সুমিত " হীরালাল সেন পদক -২০২২" পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য

৮।  'জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়-- 
=২ মার্চ ২০২২

৯। E-Sim=Embedded Subscriber Identity Module.

১০। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-=কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)

১১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র
- গিরিকন্যা।

১২। বাংলাদেশের তৈরি প্রথম রকেট
=ধূমকেতু

১৩। বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা - =৮ জন

১৪। দেশের  ২৯ তম গ্যাসক্ষেত্র আবিষ্কার
 : ভোলার ভেদুরিয়ায়,নাম :ভোলা নর্থ -১।

১৫। দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক(চালু ১২ জানুয়ারি ২০২২)

১৬. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল- ৩৯টি।

১৭।বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়
=২৫৯১ মার্কিন ডলার এবং 
মাথাপিছু GDP
=২৪৬২ মার্কিন ডলার। 
.
✅আন্তর্জাতিক বিষয়াবলি ✅

১। রা‌শিয়া  ইউক্রে‌নে সাম‌রিক অভিযান শুরু ক‌রে-২৪ ফেব্রুয়ারি-২০২২।

২।বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক
- ২৮ ফ্রেব্রুয়ারি, ২০২২ । 

৩। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)---
=২৮ ফেব্রুয়ারি ২০২২। 

৪। ন্যাটোর বর্তমান  সদস্য দেশ
-৩০ টি।

 ৫।ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ
 -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।

৬। ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম--ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

৭। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে। 

৮।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।

৯।ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।

১০। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের যে দুইটি অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন - ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’

১১। রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম-কিয়েভ। রাশিয়ার মুদ্রার নাম-রুবল এবং ইউক্রেনের মুদ্রার নাম-হিরভনিয়া

১২। রাশিয়া ক্রিমিয়া দখল করে
=২০১৪ সালে।

১৩। ২০০৪ সালে কমলা বিপ্লব  অনুষ্ঠিত হয়--
•ইউক্রেনে 

১৪।বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম-
=রাশিয়া।

১৫।আলোচিত ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ যা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায়- ২৪ আগস্ট ১৯৯১ এবং সামরিক শক্তিতে ইউক্রেন বিশ্বে ২২তম দেশ।

১৬। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে--
=মিশর

১৭। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে-- 
সংযুক্ত আরব আমিরাত

১৮। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে =২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে

১৯। ২০২২ সালে ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে-
=২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২২।
২০।২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে
= ভারতে 

২১।বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়
=জার্মানিতে।

২২।২০২২ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় ১১টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়।

২৩।বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম
=RCEP(সদস্য ১৫টি)

২৪।ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে
=বোর্নিও দ্বীপের কালিমানতানে। 

২৫. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম-- =
নুসানতারা

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close