Google Ads

বাংলা বিষয়ের সিলেবাস-কৃষিসেবা২৪

বাংলা বিষয়ের সিলেবাস-কৃষিসেবা২৪



 বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর নন-ক্যাডার (১০ম গ্রেড) উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার বাংলা বিষয়ের প্রস্তুতি আলোচনা করা হলো।


বাংলা বিষয়ের সিলেবাস 

বাংলা বিষয়ের মান বন্টন:
ক. রচনা …...................১৫
খ. সারাংশ/সারমর্ম..... ০৫
গ. পত্র লিখন ( ব্যক্তিগত, আবেদন, পত্রিকা প্রকাশনার্থে, ব্যবসা সংক্রান্ত, স্মারকলিপি).......  ০৫
ঘ. বঙ্গানুবাদ.................০৫
ঙ. ব্যাকরণ ( ভাষার সংজ্ঞা,  ভাষার রুপ, সাধুভাষা ও চলিত রীতির রুপান্তর, দেশি ও বিদেশি শব্দ, ণত্ব-বিধান ও ষত্ব -বিধানের সংজ্ঞা ও নিয়মাবলী, দ্বিরুক্ত শব্দ, পদ, ধাতু, উপসর্গ,অনুসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, যতি বা বিরাম চিহ্ন,  শুদ্ধ ও অশুদ্ধ, বাগধারা, বাক্য সংকোচন, প্রতিশব্দ ও সমার্থক শব্দ, প্রায় সমোচ্চারিত শব্দ, একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ।)...  ১০
সর্বমোটঃ ৪০ 

অনেকের মনে প্রশ্ন জাগে, ৪০ এর মধ্যে কত পেলে পাশ হবে বা ২৫% তথা ১০ এর কম পেলে অনুতীর্ণ বা  প্রাপ্ত শূন্য ধরা হবে কিনা ?
জেনে রাখুন- ১০ম গ্রেডের পদের জন্য বাংলায় কোন ফেল নেয়। আপনি যতটুকু এমন কী ০১ মার্ক পেলেও সেটা মোট নম্বরের সাথে যুক্ত হয়ে যাবে। ২৫% এর কম পেলে প্রাপ্ত মান শূন্য ধরার শর্তটাও ২০১৯ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি গুলোতে বাদ দেওয়া হয়েছে। 

শর্ট সিলেবাস:

 সরকারী কর্ম কমিশন এর ২০১৮ সালে থেকে SAAO পদের লিখিত পরীক্ষার আগের দিন পর্যন্ত সকল নন-ক্যাডার লিখিত পরীক্ষার  প্রশ্নপত্রের যেমন: উপ-সহকারী প্রকৌশলী, সহকারী শিক্ষা অফিসার, সহকারী শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ইত্যাদি পদের বাংলা অংশের সমাধান।

প্রস্তুতি:

ক. রচনা:
০৫ টি রচনা থাকবে যেকোন একটির উত্তর করতে হবে। বর্তমান যেহেতু সময় বাড়িয়ে ০৪ ঘন্টা করা হয়েছে, তাই রচনা সুন্দর ও বড় করে কয়েক পৃষ্ঠা লেখা যেতে পারে। সব বিষয়ের সবগুলো প্রশ্নের উত্তর ও রিভাইজ করার পর (প্রায় ০৩ ঘন্টা লাগবে) শেষ ০১ ঘন্টায় ৩০ মি.+ ৩০মি. বাংলা ও ইংরেজি রচনা লেখা যেতে পারে।
বর্তমানে পরীক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ রচনা: 
(পরে আলাদা পোস্ট করবো)।

খ. সারাংশ/সারমর্ম:
০১ টি থাকবে, সেটার উত্তর করতে হবে।
২০১৮ সাল থেকে নন-ক্যাডার সবগুলোসহ গুরুত্বপূর্ণ কিছু মুখস্ত করে ফেলতে হবে।

গ. পত্র লিখন:
 ০২ ধরণের ২ টা পত্র থাকবে। যেকোন ০১টির উত্তর করতে হবে।
পত্র নিয়মিত চর্চা অপ্রয়োজনীয় তবে পরীক্ষার আগে বিভিন্ন পত্রের ফরমেট গুলো ভালো করে দেখে যেতে হবে।

ঘ. বঙ্গানুবাদ:
০১ টি থাকবে। সেটার উত্তর করতে হবে।
২০১৮ সাল থেকে নন-ক্যাডার সবগুলোসহ আপনার কাছে গুরুত্বপূর্ণ কিছু মুখস্ত করে ফেলতে হবে। 

ঙ. ব্যাকরণ:
৪-৫ টি প্রশ্ন থাকবে, যেকোন ২-৩ টির উত্তর করতে হবে। 
ব্যাকরণ অংশ নিয়মিত (প্রতিদিন) চর্চা করবেন। ব্যাকরণ এর বিভিন্ন বিষয়ের নিয়মগুলো ভালোভাবে জানুন। বানান শুদ্ধকরণ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এই বিষয়গুলো বেশি করে চর্চা করতে হবে। এগুলো উত্তরে সময় বাঁচায়। এছাড়াও ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন বারবার আসে। এরকম ১৫-২০ প্রশ্নের একটা নোট খাতা করা যেতে পারে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close