বাংলা ২য় পত্র
বিসিএস বাংলা ২য় পত্রের ১ম পার্ট
(১-১৫টি প্রশ্ন)
BCS Bangla |
১. ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ ?
ক. সংস্কৃত খ. বাংলা
গ. বিদেশী ঘ. তদ্ভব
#সঠিক উত্তর: ক
২. ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামই -
ক. সন্ধি খ. সমাস গ. উক্তি ঘ. ব্যাকরণ ঙ কোনটিই নয়
#সঠিক উত্তর: ঘ
৩. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ?
ক. ভাষার উন্নতি খ. ভাষার শৃঙ্খল
গ. ভাষার বিশ্লেষণ ঘ.
ভাষার নিয়ম প্রতিষ্ঠা
#সঠিক উত্তর: গ
৪. ভাষার মৌলিক অংশ কয়টি ?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ.
৫টি
#সঠিক উত্তর: গ
৫. বাক্যতত্তের অপর নাম কী?
ক. শব্দক্রম খ. ধ্বনিক্রম গ.
পদক্রম ঘ. অর্থক্রম
#সঠিক উত্তর: গ
৬. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
ক. শব্দত্বত্তে খ. বাক্যত্বত্তে গ. রূপত্বত্তে ঘ. ধ্বনিত্বত্তে
#সঠিক উত্তর: ঘ
৭. ‘ব্যাকরণ’ শব্দটি গঠিত হয়েছে ?
ক. বি+আ+কৃ (কর)+অন
খ. বী+আ+কৃ (কর)+অন
গ. বি+আ+কীর+অন ঘ. বি+আ+কর+অন
#সঠিক উত্তর: ক
৮. ব্যাকরণ শব্দের সঠিক অর্থ ?
ক. বিশেষভাবে বিভাজন
খ. বিশেষভাবে বিয়োজন
গ. বিশেষভাবে সংযোজন
ঘ. বিশেষভাবে বিশ্লেষণ
#সঠিক উত্তর: ঘ
৯. ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কোথায় ?
ক. ভাষার ইতিহাস জানার জন্য খ. ভাষার
অর্থ জানার জন্য
গ. শুদ্ধ ভাষা শিক্ষার জন্য ঘ.
শুদ্ধ বাক্য পাঠনের জন্য
#সঠিক উত্তর: গ
১০. প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হলো ?
ক. ধ্বনি, শব্দ, বাক্য খ. শব্দ, সন্ধি, সমাস
গ. ধ্বনি, শব্দ, বর্ণ ঘ. অনুসর্গ, উপসর্গ, শব্দ
#সঠিক উত্তর: ক
১১. ব্যাকরণের কোন অংশে ‘বর্ণমালা’র বিষয় আলোচিত হয় ?
ক. ধ্বনিত্বত্তে খ. বাক্যত্বত্তে গ. শব্দত্বত্তে ঘ. ভাষাত্বত্তে
#সঠিক উত্তর: ক
১২. বাংলা ব্যাকরণের কোন অংশে ‘কারক’ সম্পর্কে আলোচনা করা হয়?
ক. বাক্যত্বত্তে খ. রূপত্বত্তে গ. ধ্বনিত্বত্তে ঘ. শব্দত্বত্তে
#সঠিক উত্তর: খ
১৩. ‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
ক. বাক্যত্বত্তে খ. রূপত্বত্তে গ. ধ্বনিত্বত্তে ঘ. শব্দত্বত্তে
#সঠিক উত্তর: ক
১৪. ‘বর্ণের বিন্যাস’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় –
ক. শব্দত্বত্ত খ. ধ্বনিত্বত্ত গ. বাক্যত্বত্ত ঘ. অর্থত্বত্ত
#সঠিক উত্তর: খ
১৫. সন্ধি কিসের আলোচ্য বিষয় ?
ক. বাক্য প্রকরণ খ. ধ্বনিত্বত্ত গ. রূপত্বত্ত ঘ. পদক্রম
#সঠিক উত্তর: খ
বিঃ দ্রঃ ব্যাকরণ অংশের পার্ট-০২ পেতে পেজটি ফলো করুন
পাশাপাশি শেয়ার করে রাখুন।
No comments