মডেল টেস্ট-০১
উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদের MCQ পরীক্ষার মডেল টেস্ট - ০১
উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারি পরিচালক,বৈজ্ঞানিক সহকারী সহ কৃষি বিষয়ক সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 
|  | 
| মডেল টেস্ট-০১ | 
১. ‘ব্যাকরণ শব্দটি গঠিত হয়েছে ?
                 ক. বি+আ+কৃ (কর)+অন   খ. বী+আ+কৃ (কর)+অন    
                
গ. বি+আ+কীর+অন         ঘ.
বি+আ+কর+অন   
       #সঠিক  উত্তর: ক.   বি+আ+কৃ (কর)+অন
২. ভাষার মূল উপকরণ হলো-?
    
ক. বর্ণ  
            খ. বাক্য     
    
গ. প্রকৃতি            ঘ.
প্রত্যয়   
#সঠিক উত্তর: খ. বাক্য
৩. বর্ণ কিসের প্রতীক ?
           
ক. ধ্বনি             খ.
শব্দ            
           
গ. অক্ষর  
         ঘ. সবরবর্ণ     
#সঠিক উত্তর: ক. ধ্বনি
৪. ‘'জ্ঞ' যুক্তবর্ণটির অন্তস্থ বর্ণগুলো হল ?
         
ক. জ+ঙ 
          খ. জ্+ঞ    
         
গ. জ+ণ  
          ঘ. ঞ+জ   
#সঠিক উত্তর: খ. জ্+ঞ
৫. স্টেশন > ইস্টিশন ব্যাকরণের কোন নিয়মে নিষ্পন্ন হয়েছে ?
         
ক. 
বিপ্রকর্ষ                   খ.স্বরাগম      
         
গ. অভিশ্রুতি                 ঘ. অপিনিহিত 
#সঠিক উত্তর: খ. স্বরাগম
৬. ‘পর্যন্ত-এর সঠিক সন্ধি বিচেছদ ?
         
ক. পর্য+অন্ত        খ.
পরি+অন্ত     
         
গ. পর্য+অন্ত         ঘ.
প+অন্ত  
#সঠিক উত্তর: খ. পরি+অন্ত
৭. ‘আবির্ভাব শব্দ গঠিত হয়েছে ?
   
ক. প্রত্যয় দ্বারা                খ.
উপসর্গ দ্বারা            
         
গ. সন্ধি দ্বারা                  ঘ.
বিভক্তি দ্বারা     #সঠিক উত্তর: গ. সন্ধি দ্বারা
৮. ‘নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কর ?
   
ক. ন+ইক  
                 খ. নবৌ+ইক    
         
গ. নৌ+ইক  
               ঘ. নবো+ইক 
#সঠিক উত্তর: গ. নৌ+ইক
৯. ‘'গিন্নী' কোন প্রকার শব্দ ?
        
ক. খাঁটি বাংলা        খ. দেশি  
         গ. বিদেশি  
          ঘ. সংস্কৃত   
#সঠিক উত্তর: ঘ. সংস্কৃত
১০. ‘রেনেসাঁ কোন ভাষার শব্দ ?
        
ক. ফরাসি 
                   খ. ফারসি         
        
গ. ইংরেজি  
                 ঘ. জার্মানি 
#সঠিক উত্তর: খ. ফারসি
১১. '‘শুক' শব্দের স্ত্রীবাচক শব্দ ?
        
ক. সুখী  
           খ. সারি                    
        গ. শুকী              ঘ. শুকা 
#সঠিক উত্তর: খ. সারি
১২. সমাস ভাষাকে কি করে ?
        ক. বিস্তৃত করে      খ. অর্থপূর্ণ করে            
        গ. সংক্ষেপ করে    ঘ. অর্থের রূপান্তর ঘটায়  
#সঠিক উত্তর: গ. সংক্ষেপ করে
১৩. কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ ?
        ক. মাতুলানী                  খ. অরণ্যানী      
        গ. ভিখারিণী                   ঘ. কোনটিই নয়     
#সঠিক উত্তর: খ. অরণ্যানী
১৪. ‘জায়া ও পতি কে সমাসবদ্ধ করলে কী দাঁড়ায় ?
         
ক. দম্পতি  
         খ.
স্বামী-স্ত্রী       
         
গ. পতি-পতœী       ঘ. কোনটিই নয় 
#সঠিক উত্তর: ক. দম্পতি
১৫. ‘'একটা কলম দাও' এখানে '‘একটা' শব্দটি ?
         
ক. নির্দিষ্টতাজ্ঞাপক            খ.
অনির্দিষ্টজ্ঞাপক          
        
গ. গুণবাচক 
                 ঘ. পরিমাণবাচক 
#সঠিক উত্তর: খ. অনির্দিষ্টজ্ঞাপক
১৬. কোন সমাসে সমস্যামান পদের বিভক্তি লোপ পায় না ?
         
ক. নিত্য সমাস               খ. অলুক সমাস  
        
গ. দ্বন্দ্ব সমাস                 ঘ. দ্বিগু সমাস  
#সঠিক উত্তর: খ. অলুক সমাস
১৭. অনুসর্গ কয় প্রকার ?
        
ক. দুই   
          খ. তিন                     
        
গ. চার  
            ঘ. পাঁচ
#সঠিক উত্তর: ক. দুই
১৮. ‘ভাস্কর শব্দ গঠিত হয়েছে ?
        ক. সন্ধি দ্বারা         খ. সমাস দ্বারা    
        
গ. প্রত্যয় দ্বারা       ঘ.
উপসর্গ দ্বারা 
#সঠিক উত্তর: গ. প্রত্যয় দ্বারা
১৯. জাতিবাচক বিশেষ্যের উদাহরণ ?
        
গ. নদী              ঘ.
মিছিল  
#সঠিক উত্তর: গ. নদী
২০. বাক্যের প্রতিটি শব্দের অন্বয় সাধনের জন্য যে সব বর্ণ যুক্ত হয় তাদের বলে ?
        ক. সন্ধি             খ. প্রত্যয়         
        
গ. বিভক্তি          ঘ.
অনুসর্গ   
#সঠিক উত্তর: গ. বিভক্তি
২১. Honesty is the best policy. এখানে  Honesty শব্দটি-    
a) Proper noun b) Common noun
c) Collective noun       d) Abstract noun          
#Ans:d
২২. The singular form of ‘Agenda’-
a) Agendum b) Agendam
c)
Agedem                   d) Agedua                       
#Ans:a
২৩. He is superior --- me.
a) than b) to
c)
with                          d)
of       
#Ans:b
২৪. Which one is in masculine form?                                       
a) mare                         b) nymph                
c) stag                          d) heiress                    
#Ans:c
২৫. ‘Legal’ is –
a)
an adjective              b)
a pronoun           
c) a verb d) a noun
c) a verb d) a noun
#Ans:a
২৬. Youth
is impatient ---- restraint 
a) from                         b) on                       
c) at d) of
c) at d) of
#Ans:d
২৭. Article is used based on –
a) Spelling b) Sound
c) Pronunciation d) Meaning
#Ans:c
২৮. The word ‘independence’ is -
a) a verb b) a noun
c) a preposition d) an adjective
#Ans:b
২৯. Laugh শব্দটির Nounহচ্ছে –
a) Laugh b) Laughing
c) Laughable d) Laughter
#Ans:d
৩০. ‘People’ শব্দটির Adjective হচ্ছে –
a) Popularity b) Popular
c) Popularise d) Populous
#Ans:d
৩১. ‘Your offer is acceptable - me’.
a) by b) on
c) for d) to
#Ans:d
৩২. One of my friends – a student.
a) is b) are
c) is being d) being
#Ans:a
৩৩.  If I – rich, I would travel around the world.          
a) am                            b) was                     
c) were d) have been
c) were d) have been
#Ans:c
৩৪. If it rains, we – ludo.                                                                 
a) would play               b) will play              
c) played d) would have played
c) played d) would have played
#Ans:b
৩৫. The weather is better today, ---?
a) hasn’t it b) isn’t it
c) does it d) doesn’t it
#Ans:b
৩৬. I am a student of a
resident university, --?     
a) aren’t I b) amn’t I
c) don’t I d) isn’t it
#Ans:
৩৭. The correct spelling is –
a) asurance b) assurance
c) asuarance d) assuarance
#Ans:b
৩৮. Which is the correct spelling? 
             
a) burucrate                  b) bureaucrat           
c) beaurucrat d) buroucrat
c) beaurucrat d) buroucrat
#Ans:b
৩৯. Synonym of ‘Tingle’ is-
a) Tint b) Tickle
c) Chime d) Afraid
#Ans:b
৪০. The antonym of ‘Diligent’ is-
a) hard working b) brave
c) lazy d) shy
#Ans:c
৪১. ১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি ?
      ক. ১৪টি             খ. ১৮টি          গ. ১৫টি          ঘ. ২০টি
#সঠিক উত্তর: গ
৪২. ৯০ থেকে ১০০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে -
       ক. ২টি              খ. ১টি            গ. ৩টি  
         ঘ. ৫
#সঠিক উত্তর: খ
৪৩. দুটি ক্রমিক পূর্ণসংখ্যার বর্গের অন্তর ১৯৯। বড় সংখ্যাটি কত?
      ক. ৭০              খ. ৮০            গ. ৯০            ঘ. ১০০ 
#সঠিক উত্তর: ঘ
৪৪. একটি সংখ্যা ৬৫০ হতে যত বড় ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত ?
      ক. ৭৩০             খ. ৭৩৫          গ. ৮০০          ঘ.
৭৮০ 
#সঠিক উত্তর: খ
৪৫. যেকোন দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তরের ধনাত্মক মান সর্বদা--
      ক. জোড় পূর্ণ সংখ্যা                    খ. একটি পূর্ণ সংখ্যা
বর্গ        
      গ. মৌলিক সংখ্যা)                     ঘ.
বিজোড় সংখ্যা  
#সঠিক উত্তর: ঘ
৪৬. পরপর ১০টি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ পাঁচটির যোগফল কত ?
      ক. ৫৮৫             খ. ৫৮০          গ. ৫৭৫           ঘ.
৫৭০
#সঠিক উত্তর: ক
৪৭. কতকগুলো ঘন্টা একসাথে বাজার ১০ সেকেন্ড, ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড এবং ২৫ সেকেন্ড পর পর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পর একত্রে বাজবে ?
     ক. ১মিনিট ২০ সেকেন্ড               খ. ১ মিনিট ৩০ সেকেন্ড
      গ. ৩ মিনিট                            খ.
৫ মিনিট      
#সঠিক উত্তর: ঘ
৪৮. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ৩, ৬, ৯, ১২ এবং ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ?
     ক. ১৭৮             ক. ৩৫৮          গ. ৩৬৮          ঘ.
৭১৮  
#সঠিক উত্তর: ক
৪৯. এক ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা ১৫০০ টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত-
       ক. ৩০০০ টাকা    খ. ৪৫০০ টাকা  গ. ৬০০০ টাকা  ঘ. ৭৫০০  টাকা
#সঠিক উত্তর:খ
৫০. শতকরা বার্ষিক কত হারে সুদে ৫ বছরে ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে ?
      ক. ৭ টাকা                    খ. ৫ টাকা        গ. ৩ টাকা  
     ঘ. ১২ টাকা  
#সঠিক উত্তর: ক
৫১. কাপড়ের মূল্য ২০% কমে গেলে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না
      ক. ১৫%             খ. ২০%           গ.
২৫%          ঘ. ৩০%      
#সঠিক উত্তর: খ
৫২. ৮৪০ এর ৭.৫% = কত ?
       ক. ৭৭              খ. ৭৩            গ. ৬৫            ঘ. ৬৩     
#সঠিক উত্তর: ঘ
      ৫৩.  Log ৩ ১/৯ = কত ? 
      ক. ৪                খ. ৯              গ.
-২             ঘ.      -৬ 
#সঠিক উত্তর: গ
৫৪. p -১/ p =৫ হলে p -১/ p =৫ ( p +১/ p )২ = ?
loading...
      ক. ২৯               খ. ২৭            গ. ২৫            ঘ. ২১   
#সঠিক উত্তর: ক
৫৫. ৯a২ + ১৬b২ রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে-
      ক. ১২ ab           খ. ২৪ ab          গ. ৩৬ ab          ঘ. ১৪৪ ab  
#সঠিক উত্তর: খ
loading...
৫৬. যদি a=১৫ এবং b = ৬ হলে, ৯a২-৪৮ab+৬৪b২ এর মান নির্ণয় কর-
     ক. ৮                খ. ৫              গ. ৬              ঘ. ৯ 
#সঠিক উত্তর: ঘ
৫৭. যদি a+b = 9m এবং ab =18m2 হয়, তবে a – b = কত ?
     ক. +3m            খ. -3m           গ. 6m         ঘ.    
ক ও খ উভয়ই 
#সঠিক উত্তরঃ ঘ
৫৮. হলে (X+১/X)২=৯ হলে (X-১/X)২ এর মান কত ?
      ক. ৫                খ. ৯              গ. ৩              ঘ. ০  
#সঠিক উত্তর: ক
৫৯. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪০০ বর্গফুট। এর একবাহু হতে ২ গজ কমিয়ে দিলে যে বর্গক্ষেত্র থাকবে তার ক্ষেত্রফল কত ?
     ক. ১৯৬ বর্গফুট    খ. ২০০০ বর্গফুট  গ.
২০৪ বর্গফুট   ঘ. ২০৮ বর্গফুট    
#সঠিক উত্তরঃ ক
৬০. একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এর প্রস্থের ৩গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ?
      ক. ১২৮ মিটার      খ. ৬৪ মিটার   
 গ. ৩২ মিটার     ঘ.
৪৮মিটার  
#সঠিক উত্তরঃ গ
৬১. ধান চাষের জন্য কোন পদ্ধতির সেচ উপযোগী ?
ক)
বর্ডার               খ)
চেক বেসিন  
গ)
খাদ                  ঘ)
ফোয়ারা
#সঠিক উত্তরঃ খ
নোটঃ
বর্ডার পদ্ধতিতে গমে ফসলে সেচ দেওয়া যায়। 
৬২. খালে এঁটেল মাটির প্রলেপন দিতে পুরুত্ব কত রাখতে হয় ?
ক)
২ সেমি.           খ)
৩ সেমি.  
গ)
৪ সেমি.            ঘ)
৫ সেমি.       
#সঠিক উত্তরঃ খ
৬৩. মোটা বালি কোন কাজের উপযোগী ?
ক)
ঢালাই              খ)
গাঁথুনি  
গ)
প্লাষ্টার               ঘ) ভিত্তি
#সঠিক উত্তরঃ
ক
৬৪. খাল থেকে পানির প্রবাহ ঘুরিয়ে দিতে কোনটি ব্যবহার করা হয় ?
ক)
চুট                   খ)
ড্রপ স্ট্রাকচার  
গ)
ট্রান আউট         ঘ) ফ্লুম        
#সঠিক উত্তরঃ গ
৬৫. কত তাপমাত্রা পানিতে জলজ উদ্ভিদ জন্মানোর অনুকূল ?
ক)
২০-৩০০          খ) ৩০-৪০০  
গ)
৩৫-৪০০           ঘ) ৪০-৪৫০  
#সঠিক উত্তরঃ ক
৬৬. কোন সেচ যন্ত্রের বৃদ্ধির হার বর্তমানে সবচেয়ে বেশি ?
ক)
অগভীর নলকূপ  খ) এলএলপি  
গ)
গভীর নলকূপ    ঘ) দেশীয় সেচযন্ত্রপাতি
#সঠিক উত্তরঃ ক
৬৭. এ দেশে প্রথম গভীর নলকূপ স্থাপন করা হয়-----
ক)
ঠাকুরগাঁও         খ) ময়মনসিংহ  
গ)
কুমিল্লায়            ঘ) টাঙ্গাইলে     
#সঠিক উত্তরঃ ক
নোটঃ
এ দেশে প্রথম এলএলপি সেচ প্রবর্তন করা হয় টাঙ্গাইলে
৬৮. সম্পূরক সেচের প্রয়োজন হয় কোন মৌসুমে ?
ক)
শীত                খ)
বসন্ত  
গ)
বর্ষা                  ঘ)
গ্রীষ্ম
#সঠিক উত্তরঃ গ
৬৯. মাটির কোন কনা খালি চোখে দেখা অসম্ভব ?
ক)
পলিকণা           খ)
বালিকনা  
গ)
কাঁকর কণা        ঘ) কর্দম কণা 
#সঠিক উত্তরঃ ঘ
৭০. চুঁয়ানো পানি ফসলের জন্য কেমন হতে পারে ?
ক)
উপকারী           খ)
নিরপেক্ষ  
গ)
অপকারী           ঘ)
সবকয়টি    
#সঠিক উত্তরঃ ঘ
৭১. মাটি কয়টি প্রধান উপাদানের মিশ্রণ ?
ক)
২টি                 খ) ৩টি  
গ)
৪টি                  ঘ)
৫টি
#সঠিক উত্তরঃ খ
৭২. কোন ফসলকে রিফারেন্স ফসল ধরা হয় ?
ক)
ধান                 খ)
গম  
গ)
ভুট্রা                  ঘ) ঘাস 
#সঠিক উত্তরঃ ঘ
৭৩. সেচ পদ্ধতি প্রধানত কত প্রকার ?
ক)
২                    খ)
৩  
গ)
৪                     ঘ)
৭   
#সঠিক উত্তরঃ খ
৭৪. বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে ?
ক)
রাজশাহী          খ)
চট্রগ্রাম  
গ)
সিলেট              ঘ)
যশোর
#সঠিক উত্তরঃ গ
৭৫. রিং বেসিন পদ্ধতিতে কোন ফসলে সেচ দেওয়া হয় ?
ক)
পাট                 খ)
ভুট্রা  
গ)
তুলা                 ঘ)
ফলগাছ 
#সঠিক উত্তরঃ ঘ
৭৬. কার্যপদ্ধতি অনুসারে নিষ্কাশন নালা কয় প্রকার ?
ক)
৩                    খ)
৪  
গ)
৫                     ঘ)
৬   
#সঠিক উত্তরঃ ৩
৭৭. বাষ্পীয় প্রস্বেদন কোন সময় সবচেয়ে বেশি ধরা হয়?
ক)
রাতের বেলায়   খ) দিনের বেলায়  
গ)
খুব ভোরে         ঘ) ঠিক দুপুরের আগে 
#সঠিক উত্তরঃ ঘ
৭৮. কোন মাটিতে পানির প্রবেশ্যতা বেশি ?
ক)
দানাদার মাটিতে  খ) লাঙল স্তর মাটি  
গ)
এঁটেল মাটি          ঘ) পলি মাটি   
#সঠিক উত্তরঃ ক
৭৯. নিচের কোণটি ফসল সহগ ?
ক)
Cc                  খ) Ck  
গ)
Kc                  ঘ) Ck   
#সঠিক উত্তরঃ গ
৮০. ফসল ক্ষেতের মাটি ধুলার মত হলে কখন সেচ দিতে হবে ?
ক)
এখনই             খ)
এক সপ্তাহ পরে  
গ)
দুই দিন পর       ঘ) এক দিন পর          
#সঠিক উত্তরঃ ক
৮১. আলু এবং সবজি-জাতীয় ফসল কত ঘন্টা দাঁড়ানো পানি সহ্য করতে পারে ?
ক)
১-৩                 খ) ২-৪  
গ)
৩-৫                 ঘ)
৪-৮     
#সঠিক উত্তরঃ খ
৮২. বাংলাদেশের ‘ডেটাম’ কোথায় অবস্থিত ?
ক)
চট্রগামে            খ) কক্সবাজারে  
গ)
টেকনাফে          ঘ)
হিরণ পয়েন্টে  
#সঠিক উত্তরঃ খ
৮৩. সবজি ফসলে পানির চাহিদা কত ?
ক)
২০০-৩০০ মিমি  খ) ৪০০-৬০০ মিমি
গ)
৬০০-৮০০ মিমি  ঘ) ৮০০-১২০০ মিমি 
#সঠিক উত্তরঃ খ
৮৪. কোন ফসলে অঙ্গজ বৃদ্ধিকালে পানির অভাব হলে ফলন মারাত্বকভাবে কমে যায় ?
ক)
গম                  খ)
ধান  
গ)
ভুট্রা                  ঘ)
সবজি        
#সঠিক উত্তরঃ ঘ
৮৫. কাদাময় জমি চাষ করতে উপযোগী কোন যন্ত্র ?
ক)
রোটারি লাঙ্গল  খ) হাইড্রোটিলার  
গ)
মিটি টিলার       ঘ) কাদা চাষের চাকা     
#সঠিক উত্তরঃ খ
৮৬. কাইচ থোড় হওয়া থেকে ফুল আসা পর্যন্ত ধান ক্ষেতে কতটুকু দাঁড়ানো পানি থাকা দরকার ?
ক)
২০-৩০ মিমি.   খ) ৩০-৪০ মিমি.  
গ)
৩০-৫০ মিমি.   ঘ) ৫০-১০০ মিমি.         
#সঠিক উত্তরঃ ঘ
৮৬. পাউডার জাতীয় বালাইনাশক কিভাবে প্রয়োগ করা হয় ?
ক)
হাত দিয়ে         খ) ডাষ্টার দিয়ে  
গ)
স্প্রেয়ার দিয়ে     ঘ) প্রবাহমান বাতাসের সাহায্যে 
#সঠিক উত্তরঃ খ
৮৭. নিচের কোণটি মিশ্র কর্ষণ যন্ত্র ?
ক)
আরূঢ়              খ)
আধা আরূঢ়  
গ)
সম্মুখ আরূঢ়      ঘ) মাঝে আরূঢ়    
#সঠিক উত্তরঃ ক
৮৮. মোল্ডবোর্ড লাঙ্গলের কোন অংশ দ্রুত ক্ষয় হয় ?
ক)
শেয়ারের উইং  খ) ল্যান্ড সাইড  
গ)
ফ্রগ                  ঘ)
শেয়ার      
#সঠিক উত্তরঃ ঘ
৮৯. সবচেয়ে বেশি চাষ দেওয়া যায় কোন ধরনের লাঙ্গল দ্বারা ?
ক)
মোল্ডবোর্ড        খ) দেশি লাঙ্গল  
গ)
ছেনি লাঙ্গল       ঘ) সাব সোয়েলার   
#সঠিক উত্তরঃ ঘ
৯০. জাপানি উইডারের কোন অংশটি আগাছা দমন করে ?
ক)ট্রে                    খ)
সিলিন্ডার  
গ)
স্পাইক             ঘ)
সম্পূর্ণ নিড়ানি যন্ত্রটি    
#সঠিক উত্তরঃ গ
৯১. অ্যাঙ্গেলবার্গ ধরনের হলার কীসের তৈরী ?
ক)
ইস্পাতের         খ) মাটির  
গ)
রবারের            ঘ)
বিভিন্ন শংকর ধাতুর
#সঠিক উত্তরঃ ক
৯২. আখ মাড়াই যন্ত্রে কয়টি রোলার থাকে ?
ক)২টি                  খ)
৩টি  
গ)
৪টি                  ঘ)
৫টি 
#সঠিক উত্তরঃ খ
৯৩. নিচের কোণটি ইঞ্জিনের গতিশীল অঙ্গ ?
ক)
ক্র্যাংককেস      খ) পুশ রড  
গ)
সিলিন্ডার ব্লক    ঘ) ইনজেকটর
#সঠিক উত্তরঃ খ
নোটঃ
ইঞ্জিনের গতিশীল অঙ্গ__ পিষ্টন, কানেকটিং রড, ক্র্যাংশ্যাফট,
ফ্লাই হুইল, পিষ্টন রিং, ক্যামশ্যাফট, পুশ রড, পুলি ও বেল্ট, বিয়ারিংসমূহ, টাইমিং
বেল্ট ইত্যাদি। 
ইঞ্জিনের
স্থির অঙ্গ‑ সিলিন্ডার, সিলিন্ডার ব্লক, সিলিন্ডার হেড,
রেডিয়েটর, ক্র্যাংককেস, বিয়ারিং ক্যাপ, ইঞ্জিন কাঠামো, জ্বালানি পাম্প, ইনজেকটর,
কার্বুরেটর, স্পার্ক প্লাগ, গ্যাসকেট । 
৯৪. কোনটি কঠিন জ্বালানি ?
ক)
ডিজেল            খ)
কয়লা  
গ)
এলপিজি           ঘ)
অ্যালকোহল 
#সঠিক উত্তরঃ খ
৯৫. পানির পাম্পে কোন ধরনের গ্রীজ ব্যবহার করা হয় ?
ক)
সোডা বেজ গ্রিজ খ) পানিরোধী গ্রিজ  
গ)
বহুমুখ              ঘ)
নরম গ্রিজ    
#সঠিক উত্তরঃ খ
৯৬. তিন ফেজ মোটর কি ধরনের কাজে ব্যবহার করা হয় ?
ক)
হালকা কাজে    খ) ভারি কাজে  
গ)
উত্তপ্ত কাজে       ঘ) স্থির গতির প্রয়োজনে 
#সঠিক উত্তরঃ খ
৯৭. পানির ট্যাংকে কি ধরনের পানি দিতে হয় ?
ক)
পুকুরের পানি    খ) টিউবওয়েলের পানি  
গ)
বৃষ্টির পানি        ঘ) পরিষ্কার মৃদু পানি 
#সঠিক উত্তরঃ ঘ
৯৮. ব্যাটারির ছিপিতে ছোট ছোট ছিদ্র থাকে কেন ?
ক)
বাতাস চলাচলের জন্য                খ) তাপমাত্রা ঠি রাখার জন্য  
গ)
এসিডের পরিমাণ দেখার জন্য       ঘ) গ্যাস ও বাষ্প বেরিয়ে যাওয়ার জন্য     
#সঠিক উত্তরঃ ঘ
৯৯. বাটন মেঝের উপর কিভাবে লাগাতে হয় ?
ক)
খাড়া এবং সমান্তরাল                  খ) খাড়া  
গ)
সমান্তরালভাবে                          ঘ) যেকোনভাবে 
    
#সঠিক উত্তরঃ গ
১০০. গ্রিজ পয়েন্টগুলোতে গ্রিজ দিতে হয় কত ঘন্টা পর ?
ক)
১০০ ঘন্টা        খ) ৫০ ঘন্টা  
গ)
১৫০ ঘন্টা         ঘ) ৩০০ ঘন্টা     
 
 
 


No comments