Google Ads

সাধারণ জ্ঞান পার্ট-০১


 সাধারণ জ্ঞান    পার্ট-০১

 



বাংলাদেশ অংশ থেকে 

 

 

সকল চাকুরির জন্য  প্রযোজ্য 



Study


 

01.        দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত ?


(ক) লালমনিরহাট           (খ) দিনাজপুর
(গ) যশোর                    ঘ) রংপুর            

 উত্তরঃ ক


ব্যাখ্যাঃ বাংলাদেশের দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমোহল দুটি লালমনিরহাট জেলায় অবস্থিত।

02.         দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম কি ?


ক) নারকেল জিঞ্জিরা        খ) পূর্বাশা
গ) চন্দ্রদ্বীপ                     ঘ) কোনটিই নয়   

উত্তরঃ খ


03. খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন উপজেলায় বাস করে ?                    


ক) ময়মনসিংহ               খ) নেত্রকোনা
গ) সিলেট                      ঘ) পার্বত্য চট্রগ্রাম

উত্তরঃ গ

 
ব্যাখ্যাঃ সিলেটে খাসিয়া, মনিপুরি উপজাতি, ময়মনসিংহে গারো উপজাতি, পার্বত্য চট্রগ্রামে মগ উপজাতি এবং নেত্রকোনায় হদি, হাদুই উপজাতিরা বাস করে।

04. পঞ্চাশের মনন্তর হয়েছিল ইংরেজি ----সালে ?


ক) ১৯৪৩                      খ) ১৮৫০
গ) ১৯২১                       ঘ) ১৯৫০         

উত্তরঃ ক


05.   বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন ?


ক) তাজউদ্দীন আহমেদ    খ) মুশতাক আহমেদ
গ) সৈয়দ নজরুল ইসলাম ঘ) মনসুর আলী 

উত্তরঃ গ


ব্যাখ্যাঃ বাংলাদশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ

নজরুল ইসলাম, প্রথম রাষ্ট্রপতি ছিলেন শে মজিবর রহমান। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, মুশতাক আহমেদ ছিলেন পররাষ্ট্র এবং আইনমন্ত্রী, মুনছুর আলী ছিলেন অর্থমন্ত্রী।

06.  রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?


ক) ময়মনসিংহ               খ) নেত্রকোণা
গ) সাভার                       ঘ) পাবনা    

উত্তরঃ ঘ


07.  বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কোন সালে ?


ক) ১৯৭২                       খ) ১৯৭৩
গ) ১৯৭৪                       ঘ) ১৯৭৫   

উত্তরঃ গ


08.  ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে ?


ক)নবাব সিরাজউদ্দৌলা খ) শায়েস্তা খান
গ) ঈশা খাঁন               ঘ) সুবেদার ইসলাম 

উত্তরঃ খ


০৯। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী কোথায় অবস্থিত ?


ক) রাঙ্গামাটি                  খ) গাজীপুর
গ) সিলেট                      ঘ) নারায়নগঞ্জ 

উত্তরঃ খ


১০। চরফ্যাশন কোন জেলায় -----

ক) ভোলা                       খ) বরিশাল
গ) বাগেরহাট                  ঘ) লক্ষীপুর          

উত্তরঃ ক

 পরবর্তী আপডেট তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close