দুই বছরেই যেভাবে বদলি হতে পারবেন প্রাথমিকের শিক্ষকরা-কৃষিসেবা২৪
দুই বছরেই যেভাবে বদলি হতে পারবেন প্রাথমিকের শিক্ষকরা-কৃষিসেবা২৪
এখন থেকে চাকরিতে যোগদানের দুই বছর হলেই বদলির আবেদন করতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষা অধিদফতরের কর্মচারিরা।
রোববার (১১ সেপ্টেম্বর) এ বিষয়ে নতুন একটি নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকায় বলা হয়, চাকরিতে যোগদানের তারিখ হতে দুই বছর হলেই শিক্ষক বা অধিদফতরের কর্মচারিরা বদলির জন্য আবেদন করতে পারবেন। তবে কেউ একবার কর্মস্থল বদলির তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত পুনঃবদলির আবেদন করতে পারবেন না।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত ওই নির্দেশিকায় আরও বলা হয়, প্রতি শিক্ষা বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে একই উপজেলা বা থানা, আন্তঃজেলা বা থানা ও আন্তঃবিভাগে বদলি করা যাবে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অনলাইনের মাধ্যমে সারা দেশের প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন নেওয়া শুরু হবে।
অধিদফতর সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই পর্যন্ত ২৩ জন শিক্ষক অনলাইনে বদলির আবেদন করেছিলেন যাদের মধ্যে ১৭ জনের বদলি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারণে গত দেড় বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম বন্ধ ছিল।
No comments