Google Ads

হাইভোল্টেজ সাম্প্রতিক তথ্য

হাইভোল্টেজ সাম্প্রতিক তথ্য 

হাইভোল্টেজ সাম্প্রতিক তথ্য



👉👉*SWIFT* - *আন্তর্জাতিক *আন্তঃব্যাংক লেনদেন*

👉পূর্ণরূপ - *Society for *Worldwide *Interbank *Financial Telecommunication* 
👉গঠন* - ৩মে, ১৯৭৩* সাল।
👉সদর দপ্তর - লা হুল্পে, বেলজিয়াম। 
👉রাশিয়াকে বাদ দেওয়া হয় - *২৭ফেব্রুয়ারি, ২০২২*।
 👉ঘোষণা দেয় - যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন। 
👉রাশিয়ার SWIFT এর বিকল্প ব্যাংক - *SPFS। 
      👉*SPFS*- Sistema Peredacchi Finansovykhy Soobscheniy.
।।
🟢*সাম্প্রতিক আপডেট*🟢
☑ ২০২২ সালে ২টি রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে নিজেদের দেউলিয়া ঘোষণা করে -
☞ লেবানন (৪ এপ্রিল, ২০২২)
☞ শ্রীলঙ্কা (১২ এপ্রিল, ২০২২)
।।

🟢 রাশিয়া*-ইউক্রেন যুদ্ধের “প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ২ দেশ *অর্থনৈতিক* ও রাজনৈতিকভাবে সংকটে পড়ে 🟢

✅শ্রীলঙ্কা - ইউক্রেন যুদ্ধ শুরু হলে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা তীব্র বিদেশি মুদ্রার সংকটে পড়ে। 
✅ফলাফল - চরম মুদ্রাস্ফীতি দেখা দেয় যা দেশটিকে দেউলিয়ার দিকে ধাবিত করছে। 
।।।
🟢মনে রাখুন - ৩টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম - 👉শ্রীলঙ্কা - Central Bank of Sri Lanka.
👉রাশিয়া - Bank of Russia
👉ইউক্রেন - National Bank of Ukraine
।।।।।
🟢পাকিস্তান - ইউক্রেন যুদ্ধে প্রধানমন্ত্রী ইমরান খান সরাসরি রাশিয়ার পক্ষে অবস্থান করে, এতে পশ্চিমা বিশ্ব (নেতৃত্ব - USA) ইমরান খানের চরম লেভেলের বিরক্ত হয়। 
✅ফলাফল পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান বিরোধী দলগুলোর অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান।
🟢২টি দেশের বর্তমান ক্ষমতাসীন দল - 
👉পাকিস্তান - Pakistan Muslim League  - ২৩তম প্রধানমন্ত্রী - (মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফ।)
👉👉 যুক্তরাষ্ট্র - Democratic Party - ৪৬তম প্রেসিডেন্ট - (জো বাইডেন।)
।।।

🟢একনজরে কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সকল তথ্য 🟢👇🏿👇🏿✅

✅কাতার বিশ্বকাপ -২০২২
✅আসর- ২২তম
✅মাসকট- লায়েব*
✅বল- আল রিহলা* 
✅অংশগ্রহণকারী দেশ - ৩২ *টি
✅শুরু হবে - ২১ নভেম্বর ২০২২*
✅শেষ হবে - ১৮ ডিসেম্বর, ২০২২ (১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস) 
✅৫ টি শহরের ৮ টি মাঠে খেলা হবে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close