Google Ads

পিএসসি’র আলোকে তৈরী সম্প্রতি সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নোত্তর

সম্প্রতি সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নোত্তর 


পিএসসি’র আলোকে তৈরী সম্প্রতি সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নোত্তর

কোন জাতীয় রচনা ?


১। উদাসীন পথিকের মনের কথা – কোন জাতীয় রচনা ?
= উপন্যাস 
২। সোজন বাদিয়ার ঘাট  - কোন জাতীয় রচনা ?
= কাব্যগ্রন্থ
৩। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
= কর্ণফুলি
৪। লালসালু সৈয়দ ওয়ালিউল্লাহর  কোন জাতীয় রচনা ?
= উপন্যাস 
৫। বিচিত চিন্তা  কোন জাতীয় রচনা ?
= প্রবন্ধ
৬। রেখাচিত্র  কোন জাতীয় রচনা ?
= আত্মজীবনী মূলক 
৭। সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস  কোন জাতীয় রচনা ?
=কাব্য
৮। শুন্যপুরাণ  কোন জাতীয় রচনা ?
=ধর্মীয় তত্ত্বের গ্রন্থ 
৯। মা যে জননী কান্দে  কোন জাতীয় রচনা ?
= কাব্য 
১০। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি 
=অনুবাদ নাটক 
১১। গাজী মিয়ার বস্তানী  কোন জাতীয় রচনা ?
= উপন্যাস 
১২। সাহিত্যেরর কোন বিশেষ শাখাটি জীবনের বিশেষ মুহূর্তের রূপায়ণ
= ছোটগল্প
১৩। তেইশ নম্বর তৈলচিত্র  কোন জাতীয় রচনা ?
= উপন্যাস 
১৪। একেই কি বলে সভ্যতা  কোন জাতীয় রচনা ?
= প্রহসন 
১৫। নিচের কোনটি উপন্যাস  নয় ?
= বলাকা 
১৬। মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি ?
= জাহান্নাম হতে বিদায় 
হয় > সংসপ্তক, গায়ত্রী সন্ধ্যা, আগুন পাখি
১৭। ডাকঘর  কোন জাতীয় রচনা ?
= নাটক 
১৮। সমুদ্রের স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি 
= গল্পগ্রন্থ 
১৯। পদ্মাবতী একটি 
= অনুবাদ গ্রন্থ 
২০।সূচয়নী কোন ধরনের গ্রন্থ ?
= কবিতা সংকলন 
২১। একুশে ফেব্রুয়ারি কী ধরনের রচনা ?
=কবিতা সংকলন 
২২। রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি কে সম্পাদনা করেন ?
= হাসান হাফিজুর রহমান 
২৩। ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্যটি রচনা করেন ?
= অন্নদামঙ্গল 
২৪। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি ?
= রক্তাক্ত প্রান্তর

চরিত্র


১। তিলোত্তমা কোন উপন্যাসের প্রধান চরিত্র
=দুর্গেশ নন্দিনী 
২। কপিলা কোন উপন্যাসের চরিত্র?
= পদ্মা নদীর মাঝি 
৩। অচলা কোন উপন্যাসের চরিত্র?
= গৃহদাহ
৪। তাতারী কোন উপন্যাসের চরিত্র?
=লালসালু
৫। দুখিরাম রুই ও ছিদাম রুই চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের ?
= শাস্তি
৬। বিমল- কুমুদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?
= ঘরে –বাইরে , যোগাযোগ
৭। নবীন মাধব কোন নাটকের চরিত্র?
= নীলদর্পণ
৮। রেইনকোট গল্পের প্রধান চরিত্র কোনটি ?
= নুরুল হুদা
৯। নবাব সিরাজউদৌলার চরিদ্র নির্ভর নাটক রচনা করেন কে?
= সিকান্দার আবু জাফর 
১০। রোহিনী কোন উপন্যাসের নায়িকা ?
= কৃষ্ণকান্তের উইল 

উক্তি


১। যে সবে সঙ্গেতে  জন্মি হিংসে বঙ্গবাণী , সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি । কবিতা- কার লেখা ?
= আবদুল হাকিম 
২। তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন ?
=বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
৩। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত – উক্তিটি কার ?
= প্রমথ চৌধুরী 
৪। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে ?
= শঙ্খ ঘোষ
৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সম্পাদক কে ?
= বসন্তরঞ্জন
৬। আমাদের দেশে হবে সেই ছেলে কবে , কথায় না বড় হয়ে কাজে বড় হবে – চরণ দুটির রচয়িতা কে?
= কুসুম কুমারি দাশ 
৭। সবার উপরে  মানুষ সত্য, তাহার উপর নাই – কার উক্তি?
= চণ্ডীদাস 
৮। বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা- এখানে বিনে কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
= আবশ্যিকতা 
৯। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে – কার উক্তি ?
= ভারতচন্দ্র 
১০। মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি – কোন গল্পের উদ্ধৃতি ?
= ছুটি 
১১। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্ধান সর্বত্র পূজ্যতে- এ শ্লোকের রচয়িতা কে ?
= স্বামী সদানন্দ 
১২। কোন চরণটির সঠিক ?
= ধন ধান্য পুষ্পে ভরা 

গান


১। আমার ঘরের চাবি পরের হতে – গানটির রচয়িতা কে?
= লালন শাহ 
২। শোনো একটি মুজিবুরের কণ্ঠস্বরের ধ্বনি , গানটির রচয়িতা কে?
= গৌরিপ্রসন্ন মহামনার 
৩। মোদের গরব , মোদের আশা, আ মরি বাংলা ভাষা – এর রচয়িতা ?
= অতুল প্রসাদ সেন

ভাল লাগলে শেয়ার করুন। 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close