পিএসসি’র আলোকে তৈরী সম্প্রতি সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নোত্তর
সম্প্রতি সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নোত্তর
কোন জাতীয় রচনা ?
১। উদাসীন পথিকের মনের কথা – কোন জাতীয় রচনা ?
= উপন্যাস
২। সোজন বাদিয়ার ঘাট - কোন জাতীয় রচনা ?
= কাব্যগ্রন্থ
৩। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
= কর্ণফুলি
৪। লালসালু সৈয়দ ওয়ালিউল্লাহর কোন জাতীয় রচনা ?
= উপন্যাস
৫। বিচিত চিন্তা কোন জাতীয় রচনা ?
= প্রবন্ধ
৬। রেখাচিত্র কোন জাতীয় রচনা ?
= আত্মজীবনী মূলক
৭। সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কোন জাতীয় রচনা ?
=কাব্য
৮। শুন্যপুরাণ কোন জাতীয় রচনা ?
=ধর্মীয় তত্ত্বের গ্রন্থ
৯। মা যে জননী কান্দে কোন জাতীয় রচনা ?
= কাব্য
১০। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি
=অনুবাদ নাটক
১১। গাজী মিয়ার বস্তানী কোন জাতীয় রচনা ?
= উপন্যাস
১২। সাহিত্যেরর কোন বিশেষ শাখাটি জীবনের বিশেষ মুহূর্তের রূপায়ণ
= ছোটগল্প
১৩। তেইশ নম্বর তৈলচিত্র কোন জাতীয় রচনা ?
= উপন্যাস
১৪। একেই কি বলে সভ্যতা কোন জাতীয় রচনা ?
= প্রহসন
১৫। নিচের কোনটি উপন্যাস নয় ?
= বলাকা
১৬। মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি ?
= জাহান্নাম হতে বিদায়
হয় > সংসপ্তক, গায়ত্রী সন্ধ্যা, আগুন পাখি
১৭। ডাকঘর কোন জাতীয় রচনা ?
= নাটক
১৮। সমুদ্রের স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি
= গল্পগ্রন্থ
১৯। পদ্মাবতী একটি
= অনুবাদ গ্রন্থ
২০।সূচয়নী কোন ধরনের গ্রন্থ ?
= কবিতা সংকলন
২১। একুশে ফেব্রুয়ারি কী ধরনের রচনা ?
=কবিতা সংকলন
২২। রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি কে সম্পাদনা করেন ?
= হাসান হাফিজুর রহমান
২৩। ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্যটি রচনা করেন ?
= অন্নদামঙ্গল
২৪। মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি ?
= রক্তাক্ত প্রান্তর
চরিত্র
১। তিলোত্তমা কোন উপন্যাসের প্রধান চরিত্র
=দুর্গেশ নন্দিনী
২। কপিলা কোন উপন্যাসের চরিত্র?
= পদ্মা নদীর মাঝি
৩। অচলা কোন উপন্যাসের চরিত্র?
= গৃহদাহ
৪। তাতারী কোন উপন্যাসের চরিত্র?
=লালসালু
৫। দুখিরাম রুই ও ছিদাম রুই চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের ?
= শাস্তি
৬। বিমল- কুমুদিনী কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?
= ঘরে –বাইরে , যোগাযোগ
৭। নবীন মাধব কোন নাটকের চরিত্র?
= নীলদর্পণ
৮। রেইনকোট গল্পের প্রধান চরিত্র কোনটি ?
= নুরুল হুদা
৯। নবাব সিরাজউদৌলার চরিদ্র নির্ভর নাটক রচনা করেন কে?
= সিকান্দার আবু জাফর
১০। রোহিনী কোন উপন্যাসের নায়িকা ?
= কৃষ্ণকান্তের উইল
উক্তি
১। যে সবে সঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী , সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি । কবিতা- কার লেখা ?
= আবদুল হাকিম
২। তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন ?
=বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত – উক্তিটি কার ?
= প্রমথ চৌধুরী
৪। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে ?
= শঙ্খ ঘোষ
৫। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সম্পাদক কে ?
= বসন্তরঞ্জন
৬। আমাদের দেশে হবে সেই ছেলে কবে , কথায় না বড় হয়ে কাজে বড় হবে – চরণ দুটির রচয়িতা কে?
= কুসুম কুমারি দাশ
৭। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই – কার উক্তি?
= চণ্ডীদাস
৮। বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা- এখানে বিনে কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
= আবশ্যিকতা
৯। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে – কার উক্তি ?
= ভারতচন্দ্র
১০। মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি – কোন গল্পের উদ্ধৃতি ?
= ছুটি
১১। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্ধান সর্বত্র পূজ্যতে- এ শ্লোকের রচয়িতা কে ?
= স্বামী সদানন্দ
১২। কোন চরণটির সঠিক ?
= ধন ধান্য পুষ্পে ভরা
গান
১। আমার ঘরের চাবি পরের হতে – গানটির রচয়িতা কে?
= লালন শাহ
২। শোনো একটি মুজিবুরের কণ্ঠস্বরের ধ্বনি , গানটির রচয়িতা কে?
= গৌরিপ্রসন্ন মহামনার
৩। মোদের গরব , মোদের আশা, আ মরি বাংলা ভাষা – এর রচয়িতা ?
= অতুল প্রসাদ সেন
ভাল লাগলে শেয়ার করুন।
No comments