সাধারণ জ্ঞান থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ ৫০টি MCQ মডেল প্রশ্ন-উত্তর -কৃষিসেবা২৪
সাধারণ জ্ঞান থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ ৫০টি MCQ মডেল প্রশ্ন-উত্তর -কৃষিসেবা২৪
ক) বগুড়া
খ) মোহাম্মদপুর
গ) লালবাগ
ঘ) কুমিল্লা
উত্তর: খ
২। শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত?
ক) কুমিল্লা
খ) বগুড়া
গ) দিনাজপুর
ঘ) নওগাঁ
উত্তর: খ
৩। ষাট গম্বুজ মসজিদ এর গম্বুজ কতটি?
ক) ৬৭
খ) ৮১
গ) ৬০
ঘ) ৯৯
উত্তর: খ
৪। খোদাই পাথর কোথায় পাওয়া গেছে?
ক) মহাস্থানগড়
খ) ময়নামতি
গ) লালবাগ
ঘ) পাহাড়পুর
উত্তর:ক
৫। 'জাগ্রত চৌরঙ্গী ' কি?
ক) ভাস্কর
খ) ভাস্কর্য
গ) যাদুঘর
ঘ) কোনটিই নয়
উত্তর: খ
৬। 'বিজয়কেতন' কী?
ক) যাদুঘর
খ) সংগ্রহশালা
গ) সিনেমা হল
ঘ) কোনটিই নয়
উত্তর: ক
৭। 'শহীদ স্মৃতি সংগ্রহশালা' কোথায় অবস্থিত?
ক) ঢাবি
খ) রাবি
গ) জাবি
ঘ) চবি
উত্তর: খ
৮। তারা মসজিদ কোন জেলার পুরাকীর্তি?
ক) ঢাকা
খ) বগুড়া
গ) কুমিল্লা
ঘ) দিনাজপুর
উত্তর: ক
৯। 'অপরাজেয় বাংলা' কার হাতের তৈরি?
ক) আবদুল্লাহ খালেদ
খ) শামীম শিকদার
গ) নবাব গণি
ঘ) কেহই নয়
উত্তর: ক
১০। রামসাগর নির্মাণ করেন কে?
ক) রাম নারায়ণ
খ) প্রাণনাথ ও রামনাথ
গ) রামকৃষ্ণ
ঘ) ধর্মপাল
উত্তর: খ
১১। 'মোদের গরব' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) বাংলা একাডেমি
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ) কোনটিই নয়
উত্তর: খ
১২। ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন?
ক) শায়েস্তা খাঁ
খ) আজম খাঁ
গ) আবদুল গণি
ঘ) মীর জুমলা
উত্তর: ক
১৩। শাপলা চত্বর এর ভাস্কর কে?
ক) আজিজুল জলিল পাশা
খ) নিতুন কুন্ড
গ) শামীম শিকদার
ঘ) কোনটিই নয়
উত্তর:ক
১৪।' গুরু দুয়ারা নানক শাহী' কোন বিশ্ববিদ্যালয়ের মাটি জুড়ে অবস্থিত?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) খুলনা বিশ্ববিদ্যালয়
গ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উত্তর: ক
১৫। 'মুক্তি ও গনতন্ত্র তোরণ ' কোথায় অবস্থিত?
ক) ঢাকা
খ) রাজশাহী
গ) সিলেট
ঘ) শেরপুর
উত্তর: ক
১৬। মুক্তিযুদ্ধ যাদুঘর কোথায় অবস্থিত?
ক) সেগুনবাগিচা
খ) আগার গাঁও
গ) পুরান ঢাকা
ঘ) তাজমহল রোড
উত্তর: খ
১৭। ময়নামতি কে ছিলেন?
ক) রাজমাতা
খ) রাজকন্যা
গ) রাজার উজির
ঘ) রাজদূত
উত্তর: ক
১৮। জাতীয় যাদুঘর কোথায় অবস্থিত?
ক) শাহবাগ
খ) লালবাগ
গ) সেগুনবাগিচা
ঘ) বেইলি রোড
উত্তর: ক
১৯। বরেন্দ্র গবেষণা যাদুঘর কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে?
ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ) রাজশাহী কলেজ
গ) রাজশাহী সরকারি কলেজ
ঘ) বরেন্দ্র গবেষণা টিম
উত্তর: ক
২০। ধর্মপাল নামটি কিসের সাথে জড়িত?
ক) মহাস্থানগড়
খ) পাহাড়পুর
গ) রামসাগর
ঘ) ঢাকেশ্বরী মন্দির
উত্তর: খ
২১। সবচেয়ে বড় শহীদ মিনার কোথায় অবস্হিত?
ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গ) রাজশাহী মেডিকেল কলেজ
ঘ) ঢাকা মেডিকেল কলেজ
উত্তর: খ
২২। 'ভিতরগড়' কোন জেলার পুরাকীর্তি?
ক) ময়মনসিংহ
খ) পঞ্চগড়
গ) কুমিল্লা
ঘ) কোনটিই নয়
উত্তর: খ
২৩। 'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?
ক)সোহরাওয়ার্দী উদ্যান
খ) পরিবাগ
গ) রাজারবাগ
ঘ) লালবাগ
উত্তর: ক
২৪। 'জননী ও গর্বিত বর্ণমালা' কি ভিত্তিক ভাস্কর্য?
ক)মুক্তিযুদ্ধ
খ) ভাষা আন্দোলন
গ) ৭ মার্চের ভাষণ
ঘ) কোনটিই নয়
উত্তর: খ
২৫। 'তাজহাট রাজবাড়ী' কোথায় অবস্হিত?
ক) রংপুর
খ) দিনাজপুর
গ) ফরিদপুর
ঘ) শেরপুর
উত্তর:ক
২৬. ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৪ সালে--
ক. যুক্তরাষ্ট্রে
খ. যুক্তরাজ্যে
গ. রাশিয়া
ঘ. জেনেভা
উত্তরঃ ক
২৭. ব্রেটন উডস ইনস্টিটিউশন' বলতে বুঝায় কয়টি
প্রতিষ্ঠানকে বুঝায়
ক. ১ টি
খ. ২ টি
গ. ৩ টি
ঘ. ৪ টি
উত্তরঃ খ
২৮. পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান হল
ক. IMF
খ. IDA
গ.
ঘ. IFC
উত্তরঃ গ
২৯ IDA : আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, এর সদর দপ্তর
ক. ওয়াশিংটন ডিসি
খ. জেনেভা
গ. নিউইয়র্ক
ঘ. প্যারিস
উত্তরঃ ক
৩০. বিশ্বব্যাংকের সাহায্য পাওয়া প্রথম
দেশ (বিশ্বব্যাংকের প্রথম ঋণ
গ্রহীতা)
ক. ফ্রান্স
খ. রাশিয়া
গ. চীন
ঘ. ব্রিটেন
উত্তরঃ ক
৩১. বিশ্বব্যাংক গ্রুপ প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে।
বিশ্বব্যাংক গ্রুপকে বলা হয়
ক. Two Institutions
খ. Five Institutions
গ. Three Institutions
ঘ. Four Institutions
উত্তরঃ খ
৩২. কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংকের অংশ নয়
ক. MIGA
খ. IFC
গ. IDA
ঘ. IMF
উত্তরঃ ঘ
৩৩.. IFC: International Finance Corporation
প্রতিষ্ঠিত হয়
ক. ১৯৪৪ সালে
খ. ১৯৫৬ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৮৮ সালে
উত্তরঃ খ
৩৪.. Soft Loan Window বলা হয় কাকে (কারণ সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দেয়)
ক. IMF
খ. ICSID
গ. IDA
ঘ. IFC
উত্তরঃ গ
৩৫.MIGA এর পূর্ণরূপ হল
ক. Multilateral Investment
Guarantee Agency
খ. Multinational Investment
Guarantee Agency
গ. Multilateral Investment
Guarantee Association
ঘ. Multinational Investment
Guarantee Association
উত্তরঃ ক
৩৬. ব্রেটন উডস ইনস্টিটিউশন' বলতে বুঝায় কয়টি প্রতিষ্ঠানকে
ক. ১
খ. ২
গ. ৩
ঘ. ৫
উত্তরঃ খ
৩৭. ডেভিড ম্যালপাস বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট
ক. ১০
খ. ১১
গ. ১২
ঘ. ১৩
উত্তরঃ ঘ
৩৮. বিশ্বব্যাংকে ২য় সর্বোচচ চাঁদা প্রদানকারী দেশ
ক. চীন
খ. জাপান
গ. জার্মানী
ঘ. ব্রিটেন
উত্তরঃ গ
৩৯. বাংলাদেশ IBRD এর সদস্য পদ পায় কত সালে
ক.১৯৭০
খ. ১৯৭২
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৬
উত্তরঃ খ
৪০. বিশ্বব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য কতজন
ক. ৯
খ. ১৫
গ. ২৪
ঘ. ২১
উত্তরঃ গ
৪১. ESAF ঋন সহায়তা চালু করে?
ক.IBRD
খ.IFC
গ.WTO
ঘ.IMF
উত্তরঃ ঘ
৪২. WTO এর সদস্য দেশ?
ক.১৬৫
খ.১৬২
গ.১৬০
ঘ.১৬৪
উত্তরঃ ঘ
৪৩. IMF এর প্রেসিডেন্ট নিয়োগ দেয়া হয়?
ক.EU
খ.USA
গ.CANADA
ঘ.AUSTRALIA
উত্তরঃ ক
৪৪. World Financial Stability প্রতিবেদন প্রকাশ করে?
ক.WB
খ.IMF
গ.WTO
ঘ.AIIB
উত্তরঃ খ
৪৫. WTO এর সদস্য নয়?
ক.রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ.চীন
ঘ.ইরান
উত্তরঃ ক
৪৬.IMF এর পরিচালনা পর্ষদ এর সদস্য?
ক.২৩
খ.৪০
গ.২৪
ঘ.৫
উত্তরঃ গ
৪৭.উরুগুয়ে রাউন্ড চলে কত বছর?
ক.৮
খ.৩
গ.২
ঘ.১০
উত্তরঃ ক
৪৮. IMF 'PRGF' কর্মসূচি চালু করে?
ক.১৯৯৯
খ.১৯৪৪
গ.২০০০
ঘ.১৯৪৬
উত্তরঃ ক
৪৯.ICSID এর সদস্য দেশ?
ক.১৮৯
খ.১৫৪
গ.১৫২
ঘ.১৫৩
উত্তরঃ খ
৫০. WB এর যে সভাপতি দূর্নীতির দায়ে চাকরি হারান?
ক.উলফোতভিজ
খ.জোয়েলিক
গ.জিম ইয়ং কিম
ঘ. কেইন্স
উত্তরঃ ক
No comments