Google Ads

পিএসসি’র আলোকে তৈরী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শব্দার্থ পরিচিতি-কৃষিসেবা২৪

পিএসসি’র আলোকে তৈরী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শব্দার্থ পরিচিতি-কৃষিসেবা২৪
০১| "মুজিব"শব্দের অর্থ? ®_____উত্তরদাতা ০২| "আওয়ামী" শব্দের অর্থ কী? ®_____আমজনতা ০৩| "মৌসুম"শব্দের অর্থ? ®_____ঋতু ০৪| "আতাতুর্ক"শব্দের অর্থ? ®_____জাতির জনক ০৫| "মোবাইল"শব্দের অর্থ? ®_____ভাম্যমান বা স্থানান্তরযোগ্যতা ০৬| "কাটরা"শব্দটি দ্বারা বুঝায়? ®_____বিশ্রামাগার ০৭| "রেনেসাঁ" শব্দের অর্থ কী? ®_____পুনর্জন্ম বা নবজাগরণ ০৮| "গ্লোবাল ভিলেজ"অর্থ? ®_____বিশ্বগ্রাম বা বিশ্বায়ন ০৯| "আগা খান"শব্দের অর্থ? ®_____সম্মানী শাসক ১০| শ্রীঘর শব্দের অর্থ? ®_____জেলখানা ১১| "মধুপ" শব্দের অর্থ কী? ®_____মধু পান করে যে ভ্রমর ১২| "সমুদ্র সফেন" মানে কী? ®_____ফেনাময় সমুদ্র ১৩| "ফালাসিফা" শব্দের অর্থ কী? ®_____দার্শনিক ১৪| "ফাজিল"শব্দের অর্থ কী? ®_____পণ্ডিত বা বিদ্বান ১৫| "মুসলিম বা মুসলমান"শব্দের অর্থ? ®_____আত্মসমর্পণকারী ১৬| "সাইক্লোন" শব্দের অর্থ কী? ®_____সাপের কুণ্ডলী/চাকা ১৭| "কৈবর্ত" শব্দের অর্থ? ®____জেলে/ধীবর বা মৎসজীবী ১৮| "ব্লাসফেমি"শব্দ দ্বারা বুঝায়? ®_____ধর্মীয় অবমাননা/ধর্মনিন্দা ১৯| "কনস্টানটিনোপল" শব্দের অর্থ? ®_____সম্রাট কনস্টান-টিয়াসের শহর ২০| "ককপিট" শব্দের অর্থ? ®____রণক্ষেত্র ২১| "বেসাতি"শব্দের অর্থ? ®____কেনাবেচা ২২| "গ্রিনপিস"হচ্ছে---? ®____নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারী পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা ২৩| "কার্টাগেনা প্রটোকল"হচ্ছে? ®____কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি ২৪| "ওয়াল্ড ওয়াচ" হচ্ছে? ®____ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা ২৫| "লোহিত ও দামিনী" শব্দের অর্থ? ®____লাল রং ও বিদ্যুৎ ২৬| "বাতিঘর"শব্দের অর্থ? ®____জাহাজের নাবিকদের দির্কনিদেশনা দেওয়ার জন্য প্রোজ্বলিত কুণ্ডলি। ২৭| "মান্দি ও চাকমা" শব্দের অর্থ কী? ®_____মানুষ ২৮| "SMOG"হচ্ছে...?2 ®_____দূষিত বাতাস ২৯| "IUCN"শব্দটি দ্বারা বুঝায়? ®_____বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ৩০| "টর্নেডো"শব্দের অর্থ? ®_____বজ্রঝড় ৩১| "সুনামি" শব্দের অর্থ? ®_____বন্দরের ঢেউ ৩২| "সিডর" শব্দের অর্থ? ®_____চোখ ৩৩| "আইলা" শব্দের অর্থ? ®_____ডলফিন ৩৪| "রোয়ানু" শব্দের অর্থ? ®_____নারকেলের ছোবড়ার আঁশের দড়ি ৩৫| "মোরা" শব্দের অর্থ? ®_____সাগরের তারা ৩৬| "তিতলি" শব্দের অর্থ? ®_____প্রজাপতি

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close