Google Ads

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।আগামী যে কোন চাকরির পরিক্ষার জন্য কাজে দিবে ইনশাআল্লাহ। কৃষিসেবা২৪

সাম্প্রতিক বিষয়াবলী


সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।আগামী যে কোন চাকরির পরিক্ষার জন্য কাজে দিবে ইনশাআল্লাহ।

👉️২০২২ সালে FAO-এর ৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে– ঢাকা, বাংলাদেশ।
👉২০২২ সালের জন্য 'জাতিসংঘের নারী নির্বাহী বোর্ডে'র সভাপতি নির্বাচিত হয়েছেন– জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি 'রাবাব ফাতিমা'।
👉২০২২ সালের 'পোডাক্ট অফ দ্য ইয়ার (বর্ষপণ্য)' হিসেবে ঘোষনা করা হয়েছে– 'আইসিটি পণ্য ও সেবা' (২০২১ সালে ছিলো- 'চামড়া ও চামড়াজাত পণ্য)।
👉২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ফুটবলের নাম– 'রিহলা'।
👉️যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান– ১০৩তম (১ম- জাপান ও সিঙ্গাপুর; ২য়- জার্মানি ও দক্ষিণ কোরিয়া)।
👉️২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে– ৬.৪% (বিশ্বব্যাংকের পূর্বাভাস)।
👉২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে– ৬.৯% (বিশ্বব্যাংকের পূর্বাভাস)।
👉️ইন্দোনেশিয়ার নতুন রাজধানী– নুসান্তরা (বোর্নিও দ্বীপে) [পূর্বে ছিলো- জাকার্তা (জাভা দ্বীপে)]।
👉️দেশের সর্বোচ্চ আদালতের ৩য় নারী ও সনাতন ধর্মের ১ম নারী বিচারপতি হলেন– কৃষ্ণা দেবনাথ।
👉️ফিফার ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন– লিওনেল মেসি।
👉ফিফা বর্ষসেরা খেলোয়াড় (দ্য বেস্ট) হয়েছেন–  রবার্ট লেভানডফস্কি।
👉নতুন আবিষ্কৃত গ্রহ 'WASP-103b'।এটি আলু আকৃতির, সৌরজগত হতে ১৮০০ আলোকবর্ষ দূরে।
👉২০২০-২১ অর্থবছরের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনায় প্রথম হয়েছে আইসিটি বিভাগ।
👉কম মাধ্যাকর্ষণে পরীক্ষা চালাতে বিশ্বে প্রথম 'কৃত্রিম চাঁদ' তৈরি করেছে চীন।
👉গাইবান্ধা, পটুয়াখালী ও যশোরে ৩টি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ) তৈরি হচ্ছে।
👉দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন 'Dubai Creek Tower' (উচ্চতা : ৩,০৪৫ ফুট / ২১০ তলা)।
👉ভারতের সেকোয়া ক্যাপিটাল কোম্পানি,, দেশের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান 10 minute school কে ১৭ কোটি টাকা প্রদানের মাধ্যমে বিনিয়োগ অংশীদার চুক্তি করে। 
👉INTERPOL সদস্য= ১৯৫টি(সর্বশেষ-মাইক্রোনেশিয়া)
👉প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গায় ভয়াবহ সুনামির আঘাত।
👉ইউক্রেন ইস্যুতে রাশিয়া - ইউক্রেন - ইউএসএ ত্রিপাক্ষিক বৈঠক চায় ইউক্রেন।
👉 শ্রীলংকায় ভয়ানক আর্থিক সংকট ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের অভাব দেখা দিয়েছে।
👉রামপাল বিদ্যুৎকেন্দ্র এর দায়িত্বে থাকা কোম্পানি হল "বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড"। মোট ব্যয় ১৬০০০ কোটি টাকা। দুই ইউনিটে ৬৬০ MW করে বিদ্যুৎ উৎপাদিত হবে। প্রজেক্টের নাম: "মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট"।
👉করোনা নিয়ন্ত্রণে চীন "শূন্য করোনা" নীতি অনুসরণ করছে। অর্থাৎ করোনা সংক্রমণ শূন্যে নিয়ে আসতে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
👉জার্মানির 'বার্লিন ইন্টারন্যাশনাল আর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২' শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রের পুরস্কার জিতে নিল বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজের
“দ্য আনসারটেনিটি'।
👉ফোর্বস সাময়িকী এর হিসেবে বিশ্বের শীর্ষ ধনী :টেসলা ও স্পেসেক্স এর প্রতিষ্ঠাতা 'ইলন মাস্ক '।২য় ধনী: জেফ বেজোস(আমাজন)
👉মুজিববর্ষের স্মরনিকার নামঃ 'ন্যায়কণ্ঠ'।
👉 সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে 'Marine Protected Area' (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।
👉বর্তমানে এটি দেশের সর্ববৃহৎ এবং দ্বিতীয় মেরিন প্রটেক্টেড এরিয়া। প্রথমটি - সোয়াচ অব নো গ্রাউন্ড, বঙ্গোপসাগর।
👉জাতীয় ফুটবল দলের বর্তমান  প্রধান কোচ :
হাভিয়ের কাবরেরা (স্পেন)
👉বর্তমানে মাথাপিছু আয় ২,৫৫৪ মা.ড.(বিবিএস)।অ.স-২০২১ অনুসারে ২২২৭ মা.ড.
👉উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ - ৯ম।
👉২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে - ২৪ তম।
👉দেশে বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছেঃ ১৬টি প্রতিষ্ঠান।
👉এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছেঃ ২৯টি প্রতিষ্ঠান।
👉বর্তমানে দেশে চা বাগান রয়েছে 167 টি।
👉️দেশে চা বাগানের মোট ভূমি রয়েছে  ২.৮৩ লাখ একর।
👉বর্তমান বিশ্বের একমাত্র দেশ যে দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান উভয়ই নারীঃ"বার্বাডোস"
👉️বার্বাডোস ১৫০তম স্বাধীন দেশ হিসেবে আত্নপ্রকাশ করেছে।
👉সার্কের মহাসচিবের নামঃ"এরসুলা উরাকুন" এবং সার্কের চেয়ারম্যানের নামঃ"শের বাহাদুর দেউবা"।
👉এশিয়ার বৃহত্তম কার্বনশূন্য "জেওয়ার" বিমানবন্দর নির্মিত হচ্ছে ভারতে।
👉স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর  মুজিববর্ষের সময়সীমাঃ৩১ মার্চ ২০২২ পযর্ন্ত।
👉বিশ্বের ১ম সংবাদমাধ্যম হিসেবে আন্তজার্তিক 'মহাকাশে স্টেশন' চালু করতে যাচ্ছে রুশ বার্তা সংস্থা 'তাস'।
👉চীনের উইঘুর মুসলিমদের ওপর দমন-পীড়নের ফাঁস হওয়া নতুন নথির নাম 'শিনাজিয়াং পেপারস'

এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনার ইমেইলে পেতে পেজটি ফলো করে রাখুন।



No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close