Google Ads

২০২১ সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৬০টি প্রশ্নাবলী। কৃষিসেবা২৪

বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন


২০২১ সালের বিভিন্ন পরীক্ষায় আসা ৬০টি প্রশ্নোত্তর।


১। জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে? --- ২ ফেব্রুয়ারি
২। বাংলাদেশে বর্তমানে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা কতজন ? -- ৫ জন
৩। বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিন ক্ষমতাধর দেশ হয়? -- ৪১  তম
৪। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? -- যুক্তরাজ্য ( লন্ডন ভিত্তিক ) 
৫। বাংলাদেশ কততম দেশ হিসেবে পরমাণু ক্লাবে যোগদান করে? --৩২  তম 
৬। বঙ্গবন্ধু-১  স্যাটেলাইট স্থাপন করা হয় কত ডিগ্রী দ্রাঘিমা রেখায়? -- 119.1 ডিগ্রী
৭। কত সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দান করে?-- ২০১৬  সালে 
৮। জাতীয় ভোটার দিবস কবে ? --- ২  মার্চ 
৯। যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল ভোটের সংখ্যা কত? -- ৫৩৮ টি
১০। এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা ? --যুক্তরাষ্ট্রের 
১১। ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়? -- লন টেনিস 
১২। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?--  নিউইয়র্কে 
১৩। বিশ্ব পানি দিবস কবে ? --২২ মার্চ 
১৪।জাতিসংঘের কার্যকরী পরিষদ কোনটি ?--নিরাপত্তা পরিষদ
১৫। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন?--আব্দুস সাত্তার 
১৬। কত তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয়?-- 17 জানুয়ারি 1972 
১৭। মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি “ধীরে বহে মেঘনা” চলচ্চিত্রের নির্মাতা কে?--আলমগীর কবির
১৮।বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কত তারিখে মারা যান?-- ১৮ এপ্রিল, ১৯৭১
১৯।রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নাম কি?-- রক্ত সোপান
২০। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?-- ১৯৬১ সালে
২১। বাংলাদেশ পরিবার পরিকল্পনা চালু হয় কত সালে?-- ১৯৭৬ সালে 
২২। প্রাচীন নগরী পালমিরা কোন দেশ অবস্থিত?-- সিরিয়া
২৩। কবে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা হয়?- ২০১১সালে 
২৪।সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে?-- ৯৩  নম্বর 
২৫। বার্লিন দেয়াল নির্মিত হয় কত সালে?-- ১৯৬১ সালে
২৬। পেরেস্ত্রইকা ও গ্লাসনস্ত এই ধারণার জনক কে ?-- মিখাইল গর্বাচেভ
২৭। একনায়ক নিকোলাই চসেস্কু দেশের প্রেসিডেন্ট ছিলেন?--  রোমানিয়া
২৮। হাইল হাওর কোন জেলায় অবস্থিত?-- মৌলভীবাজার 
২৯। শেখ মুজিবুর রহমানকে বন্দী করে করাচিতে নিয়ে যাওয়া হয় কবে?-- ২৮ মার্চ, ১৯৭১
৩০। ময়মনসিংহ জেলার পূর্বনাম কি?-- নাসিরাবাদ
৩১। বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয় কবে?--১৪ মার্চ, ২০১২
৩২। বাংলাদেশের মোট সীমানা কত ?-- ৫১৩৮ কিলোমিটার
৩৩। “ অপরাজেয় বাংলা” ভাস্কর্যের ভাস্কর কে?-- সৈয়দ আব্দুল্লাহ খালেদ
৩৪। মুক্তিযুদ্ধের ভাস্কর্য “অঙ্গীকার” কোথায় অবস্থিত?-- চাঁদপুরে 
৩৫। “পলাশী থেকে ধানমন্ডি”  চলচ্চিত্রের পরিচালক কে?--আবদুল গাফ্ফার চৌধুরী 
৩৬। জাতীয় স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়?-- ১৬ ডিসেম্বর, ১৯৮২ 
৩৭। ঢাকার মিরপুরে শহীদ “বুদ্ধিজীবী স্মৃতিসৌধের” স্থপতি কে?-- মোস্তফা হারুন কুদ্দুস 
৩৮। রায়ের বাজারের “বধ্যভূমি স্মৃতিসৌধ” এর নকশাকার কে?-- ফরিদ উদ্দিন আহমেদ এবং জামি আল সাফি 
৩৯। মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?-- ২২ মার্চ, ১৯৯৬
৪০।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে?--নিকোলাই পদগর্নি 
৪১। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?-- খন্দকার মোশতাক আহমেদ 
৪২। মার্কিন সাময়িকী নিউজউইক কবে বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স উপাধি দেয়?-- ৫ এপ্রিল, ১৯৭১
৪৩। নিউজউইকের কোন সাংবাদিক বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স উপাধি দেয় ?--নোবেল জেঙ্কিস
৪৪। বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করেন কবে?-- ২৩মার্চ, ১৯৬৬
৪৫। ছয় দফা দিবস পালন করা হয় কত তারিখে?-- ৭ জুন
৪৬। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে?-- ৩ জানুয়ারি, ১৯৬৮
৪৭। বঙ্গবন্ধু কবে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ নামকরন করেন?-- ৫ ডিসেম্বর, ১৯৬৯
৪৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন?-- ২২ মার্চ,১৯৭৫
৪৯। সুপ্রিম কোর্ট কবে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক হিসেবে  ঘোষণা করেন?-- ২০০৯ সালে 
৫০। বিশ্ব শান্তি পরিষদ কবে বঙ্গবন্ধুকে জুলি ও কুরি শান্তি পদক দেন?-- ২৩ মে, ১৯৭৩
৫১। ইউনেস্কো কখন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য  হিসেবে স্বীকৃতি দেয়?- ৩০ অক্টোবর,২০১৭
৫২। “যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা” কবিতাটি কোন কবির রচনা?--কবি অন্নদাশঙ্কর রায়
৫৩। বিখ্যাত কবিতা “বঙ্গবন্ধু” এর রচয়িতা কে?-- পল্লীকবি জসীমউদ্দীন 
৫৪। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত নাটক “মহামানবের দেশে” এর নির্মাতা কে?-- মান্নান হীরা 
৫৫। “যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গানটির গীতিকার কে?-- হাসান মতিউর রহমান 
৫৬। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে?-- আব্দুল জব্বার
৫৭। কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় ?-- ১৯৩৬ সালে
৫৮। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে?-- ৪১ নম্বর অনুচ্ছেদে
৫৯। লাহোর প্রস্তাব কবে করা হয়?-- ১৯৪০  সালের ২৩ মার্চ 
৬০। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যের শিল্পী কে?-- মৃণাল হক

তথ্যটি ভাল লাগলে শেয়ার করে আপনার বন্ধুকে জানার সুযোগ করে দিন। 
পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে পেজটি ফলো করে রাখতে পারেন।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close