Google Ads

কম্পিউটার বিষয়ক গুরুত্বপূর্ণ ৯০টি MCQ প্রশ্ন-উত্তর। কৃষিসেবা২৪

কম্পিউটার বিষয়াবলীঃ
কৃষিসেবা২৪



প্রাইমারি ও বিসিএস সহ সকল চাকুরীর প্রস্তুতির জন্য 
কম্পিউটারের উপর ৯০টি MCQ

০১| বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক কোনটি?
ক. ডট নেট
খ. অরপানেট
গ. টেকনেট
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

০২| আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে-
ক. বৃহৎ স্মৃতির আধার
খ. দ্রুত গতিতে প্রশ্ন সমাধান
গ. ভ্রমশূন্য ফলাফল
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

০৩| কম্পিউটার প্রোগ্রামে, একই কাজ নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে--
ক. লুপিং
খ. ওভারল্যাপ
গ. ওভারলুপিং
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

০৪| BIOS-এর পূর্ণরূপ কি?
ক. Basic Input Output Software
খ. Basic Input Output System
গ. British International Olimpic Socity
ঘ. Bangladesh International Olimpic Socity
উত্তরঃ খ

০৫| LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
খ. এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
গ. ২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ

০৬| নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. প্রিন্টার
খ. স্ক্যানার
গ. মনিটর
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

০৭| প্রথম তৈরি পারসনাল কম্পিউটারের নাম কি?
ক. অ্যালটেয়ার ৮৮৮৮
খ. অ্যালটেয়ার ৮৮০০
গ. অ্যালটেয়ার ৮৭৮৭
ঘ. অ্যালটেয়ার ৮০৮০
উত্তরঃ খ

০৮| (10101) বাইনারি সংখ্যাটির দশমিক মান কত--
ক. 12
খ. 21
গ. 121
ঘ. 212
উত্তরঃ খ

০৯| কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-
ক. ইন্টারকম
খ. ইন্টারনেট
গ. ই-মেইল
ঘ. ইন্টারসীড
উত্তরঃ খ

১০| কম্পিউটারে স্ক্যানার যে ধরনের ডিভাইস--
ক. আউটপুট
খ. ইনপুট
গ. পাওয়ার সাপ্লাই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

১১| নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
ক. WAN
খ. Satellite Communication
গ. MAN
ঘ. TV রিমোর্ট কন্ট্রোল
উত্তরঃ ঘ

১২|ইন্টিগ্রেটেড সার্কিট (IC) আবিস্কার করেন কে?
ক. জ্যাক কেলবি
খ. রবার্ট নয়েস
গ. ক ও খ উভয়ই
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ গ

১৩| ১ মেগাবাইট = কত কিলোবাইট?
ক. ১০০০
খ. ৫১২
গ. ১০২৬
ঘ. ১০২৪
উত্তরঃ ঘ

১৫| ইন্টারনেট কবে চালু হয়?
ক. ১৯৮১ সালে
খ. ১৯৭০ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ঘ

১৬| লজিক গেটে আউটপুট থাকে--
ক. একটি
খ. তিনটি
গ. দুইটি
ঘ. একটিও না
উত্তরঃ ক

১৭| ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হলো--
ক. PDP-12
খ. PDP-2
গ. PDP-10
ঘ. PDP-8
উত্তরঃ ঘ

১৮| সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে বলা হয়--
ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
খ. সিস্টেম সফটওয়্যার
গ. স্প্রেডশীট সফটওয়্যার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

১৯| অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন--
ক. অ্যান্ডি ফ্লেচার
খ. অ্যান্ডি রুবিন
গ. মার্ক জুকার বার্গ
ঘ. বিল গেটস্
উত্তরঃ খ

২০| নিচের কোন মেমোরীটি Non-volatile?
ক. SRAM
খ. DRAM
গ. ROM
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ গ

২১| NOT গেটে ইনপুট থাকে কয়টি--
ক. তিনটি
খ. একটি
গ. চারটি
ঘ. দুইটি
উত্তরঃ খ

২২| কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো--
ক. ডেসিমাল
খ. বাইনারি
গ. হেক্সাডেসিমাল
ঘ. অক্টাল
উত্তরঃ খ

২৩| IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিাল কম্পিউটার কোনটি?
ক. PDP-1
খ. Mark-1
গ. Intel 4004
ঘ. IBM system 360
উত্তরঃ ঘ

২৪| এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়-
ক. সুপার কম্পিউটার
খ. হাইব্রিড কম্পিউটার
গ. মাইক্রো কম্পিউটার
ঘ. মিনি কম্পিউটার
উত্তরঃ খ

২৫| IP-V6 এড্রেস কত বিটের?
ক. ১২৮
খ. ৩২
গ. ১২
ঘ. ৬
উত্তরঃ ক

২৬| IBM মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
ক. ১৯৭৬
খ. ১৯৮৮
গ. ১৯৮১
ঘ. ১৯৭৮
উত্তরঃ গ

২৭| Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
ক. Queue
খ. Stack
গ. Union
ঘ. Array
উত্তরঃ খ

২৮| Plotter কোন ধরনের ডিভাইস?
ক. ইনপুট
খ. আউটপুট
গ. মেমোরী
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ

২৯| কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?
ক. ROM
খ. RAM
গ. PROM
ঘ. EPROM
উত্তরঃ ক

৩০| ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়
ক. টেলিমেডিসিন
খ. ইলেকট্রোমেডিসিন
গ. জায়মাপ্লাজম
ঘ. ই-ট্রিটমেন্ট
উত্তরঃ ক

৩১| মাইক্রোসফট করপোরেশনের ল্যাপটপের নাম কি?
ক. সারফেস বুক
খ. ইন্টারফেস বুক
গ. মাইক্রো বুক
ঘ. সফটওয়্যার বুক
উত্তরঃ ক

৩২| POST বলতে বোঝায়--
ক. Power-On Soft Test
খ. Power-On Self Test
গ. Power-Over Self Test
ঘ. None of these
উত্তরঃ খ

৩৩| ‘মডেম’ এর মধ্যে থাকে-
ক. একটি মডুলেটর
খ. একটি এনকোডার
গ. একটি কোডেক
ঘ. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
উত্তরঃ ঘ

৩৪| অ্যাবাকাস কি?
ক. এক প্রকার প্রাচীনতম খাওয়ার পাত্র
খ. এক প্রকার প্রাচীনতম প্রসাধন সামগ্রী
গ. এক প্রকার প্রাচীনতম গণনা যন্ত্র
ঘ. এক প্রকার প্রাচীনতম যন্ত্রযান
উত্তরঃ গ

৩৫| চরকি ডটকম (Chorki . com) কি?
ক. সার্চ ইঞ্জিন
খ. সামাজিক যোগাযোগ সাইট
গ. ওয়েব ব্রাউজার
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ ক

৩৬| বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম-
ক. ভয়েস ওভার আইপি
খ. ইন্টারনেট টেলিফোন
গ. মডেম
ঘ. পোস্ট অফিস প্রটোকল
উত্তরঃ ক(VOIP)

৩৭| বর্তমানে (২০২০) স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. চীন
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ক(৩৫কোটি)২য় চীন

৩৮| HTML এর পূর্ণরূপ কী?
ক. Hyper text Markup Language
খ. Hyper Test Message LInk
গ. High Text Message LInk
ঘ. High Test Markup Language
উত্তরঃ ক

৩৯| কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
ক. প্রিন্টার
খ. মাউস
গ. মডেম
ঘ. পটার
উত্তরঃ গ

৪০| বর্তমানে কম্পিউটার জগতের জীবন্ত কিংবদন্তি কে?
ক. বিল গেটস
খ. সেমুর ক্রে
গ. উইলিয়াম ইংলিশ
ঘ. জর্জ বোলে
উত্তরঃ ক

৪১| ১০ আগস্ট ২০১৫ থেকে গুগল যে কোম্পানির অধীন--
ক. ইউটিব
খ. ফেসবুক
গ. মাইক্রোসফট
ঘ. অ্যালফাবেট
উত্তরঃ ঘ

৪২| নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন প্লাটফর্ম?
ক. IOS
খ. Windows Phone
গ. Android
ঘ. Symbian
উত্তরঃ গ

৪৩| নিম্নের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?
ক. RAM
খ. Hard Disk
গ. Pen drive
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

৪৪| নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক
ক. পুনরাবৃত্তিমুলক কাজ
খ. গাণিতিক কাজ
গ. হিসাবরক্ষণ কাজ
ঘ. প্রতিবেদন প্রণয়ন
উত্তরঃ ক

৪৫|ক্যাবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তির নাম কি?
ক. DTA
খ. DTH
গ. DHT
ঘ. DTHA
উত্তরঃ খ

৪৬| BCD-এর পূর্ণরূপ নিচের কোনটি?
ক. Bainary Coded Data
খ. Bainary Coded Decimal
গ. Bainary Calculated Decimal
ঘ. None of these
উত্তরঃ খ

৪৭| ইনস্টাগ্রাম চালু হয়--
ক. ২০০৮ সালে
খ. ২০১০ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০০৬ সালে
উত্তরঃ খ

৪৮| MICR এর পূর্ণরূপ হলো--
ক. Magnetic Ink Character Region
খ. Magnetic Ink Character Resource
গ. Magnetic Ink Character Reader
ঘ. Magnetic Ink Character Recognition
উত্তরঃ ঘ

৪৯| কম্পিউটার হার্ডওয়ার বলতে বুঝানো হয়-
ক. স্মৃতি অংশ
খ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ. শক্ত ধাতব অংশ
ঘ. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
উত্তরঃ গ

৫০| বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-
ক. আইবিএম-৩৬০ সিরিজ
খ. আইবিএম-১৬২০ সিরিজ
গ. আইবিএম-১৬০০ সিরিজ
ঘ. আইবিএম- ৪৩০০ সিরিজ

৫১| অ্যান্ড্রয়েড অপারেটিং
সিস্টেম প্রথম ব্যবহৃত হয় ?
ক. ২০০৮ সালের অক্টোবরে
খ. ২০০৯ সালের নভেম্বরে
গ. ২০০৭ সালের জানুয়ারিতে
ঘ. ২০১০ সালের মার্চে
উত্তরঃ ক

৫২| বিশ্বের প্রথম স্মার্টফোন হলো....
ক. আইবিএম সাইমন
খ. ললিপপ
গ. আই ফোন
ঘ. সবগুলোই
উত্তরঃ ক

৫৩| নিচের কোনটিকে মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয়?
ক. ফাংশনকে
খ. কি-বোর্ডকে
গ. অ্যাপকে
ঘ. হার্ডওয়ারকে
উত্তরঃ গ

৫৪| বিশ্বে প্রথম কত সালে সেলফি তুলা হয়?
ক.১৯৮৮
খ.১৯৬৯
গ.১৮৫৯
ঘ. ১৮৩৯
উত্তরঃ ঘ

৫৫| খেলাধুলায় প্রথম কম্পিউটার
ব্যবহার করা হয় কত সালে?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৬৪ সালে
গ. ১৯৮৭ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ ক

৫৬| আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
ক. অ্যাপেল
খ. গুগল
গ. মাইক্রোসফট
ঘ. আইবিএম
উত্তরঃ ক

৫৭| বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন কে?
ক. বিল গেটস
খ. বিল মোগরিজ
গ. স্টিভ জবস
ঘ. চার্লস ব্যাবেজ
উত্তরঃ খ

৫৮| নিচের কোন উক্তিটি সঠিক?
ক. ১ কিলোবাইট = ১০২৪ বাইট
খ. ১ মেগাবাইট = ১০২৪ বাইট
গ. ১ কিলোবাইট = ১০০০ বাইট
ঘ. ১ মেগাবাইট = ১০০০ বাইট
উত্তরঃ ক

৫৯| নিচের কোনটি ডাটাবেজ language?
ক. Oracle
খ. C
গ. MS-Word
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

৬০| বিশ্বের প্রথম অ্যাপল কম্পিউটারের 'অ্যাপল-১' এর নকশাকার কে?
ক. স্টিভ জবস
খ. স্টিভ ওজনিয়াক
গ. জ্যাক হবস
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ খ

৬১| প্রথম কত সালে আইফোন বাজারে ছাড়ে?
ক. ২০০৬ সালে
খ. ২০০৮ সালে
গ. ২০০৫ সালে
ঘ. ২০০৭ সালে
উত্তরঃ ঘ

৬২| কম্পিউটারের প্রধান মেমরি মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে, কথাটি-
ক. সত্য
খ. মিথ্যা
গ. দুটোই হতে পারে
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ খ

৬৩| আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-
ক. ড. জন মউসলিকে
খ. প্রেসপার একটিকে
গ. হলারিধকে
ঘ. চার্লস ব্যাবেজকে
উত্তরঃ ঘ

৬৪| বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম-
ক. ইউনিভ্যাক
খ. এনিয়াক
গ. পিডিপি
ঘ. এডস্যাক
উত্তরঃ ক

৬৫| কম্পিউটারে কোনটি নেই?
ক. স্মৃতি
খ. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
গ. বুদ্ধি বিবেচনা
ঘ. নির্ভুল কাজ করার ক্ষমতা
উত্তরঃ গ

৬৬| TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
ক. প্রোগ্রাম
খ. প্রোটোকল
গ. প্রোগ্রামিং
ঘ. ফ্লোচার্ট
উত্তরঃ খ

৬৭| বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হলো--
ক. ডট বিএল (. bl)
খ. ডট বাংলা (. bangla)
গ. ডট বিডি (. bd)
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ গ

৬৮| প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
ক. ট্রানজিস্টার
খ. আইসি
গ. মাইক্রোপ্রসেসর
ঘ. বায়ুশূন্য ভাল্ব
উত্তরঃ ঘ

৬৯| কম্পিউটার-টু-কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়-
ক. ই-মেইল
খ. ইন্টারকম
গ. ইন্টারনেট
ঘ. টেলিকমিউনিকেশন
উত্তরঃ গ

৭০| সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?
ক. এপ্লিকেশন প্রোগ্রাম
খ. লোটাস
গ. ফাইল মেকার
ঘ. সিস্টেম সফটওয়্যার
উত্তরঃ ঘ

৭১| যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হলো--
ক. Fragmentation
খ. Defragmentation
গ. Format
ঘ. None of the above
উত্তরঃ খ

৭২| কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড কে বলা হয়-
ক. মাদারবোর্ড
খ. লজিক ইউনিট
গ. মনিটর
ঘ. কন্ট্রোল ইউনিট
উত্তরঃ ক

৭৩| মাইক্রোসফ্টের সার্চ ইঞ্জিন কোনটি?
ক. Google
খ. Bing
গ. Yahoo
ঘ. None of the above
উত্তরঃ খ

৭৪| বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হল--
ক. ডট বিএল (. bl)
খ. ডট বাংলা (. bangla)
গ. ডট বিডি (. bd)
ঘ. ডট বাংলা বিডি (. banglabd)
উত্তরঃ খ

৭৫| ট্রানজিস্টর মূলত কি হিসেবে ব্যবহৃত হয়--
ক. ডাটা প্রসেসিং
খ. অ্যামপ্লিফায়ার
গ. ডিজাইনিং
ঘ. অপারেটিং সিস্টেম
উত্তরঃ খ

৭৬| এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. এটির নির্মাতা গুগল
খ. এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর
গ. এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
ঘ. উপরের সবগুলো সঠিক
উত্তরঃ ঘ

৭৭| কম্পিউটার ভাইরাস কি?
ক. একট ক্ষতিকারক জীবাণু
খ. একটি ক্ষতিকারক সার্কিট
গ. একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
ঘ. একটি ক্ষতিকারক প্রোগ্রাম
উত্তরঃ ঘ

৭৮| ২২ সেপ্টেম্বর ২০১৫ মাইক্রোসফটের কোন অফিস সফটওয়্যার বাজারে আসে?
ক. অফিস ২০১৫
খ. অফিস ২০১৬
গ. অফিস ২০১৭
ঘ. অফিস ২০১৮
উত্তরঃ খ

৭৯| কোনটি অপারেটিং সিস্টেম?
ক. বেসিক
খ. উইন্ডোজ-২০০০
গ. কোবল
ঘ. কোয়াট্রোপ্রো
উত্তরঃ খ

৭০| Wi Max এর পূর্ণরূপ কি?
ক. Worldwide Interoperability for Microwave Access
খ. Worldwide Internet for Microwave Access
গ. Worldwide Interconnection for Microwave Access
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

৭১| নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
ক. Data Definition Language
খ. Data manipulation Language
গ. Quary Language
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ ঘ

৭২| বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর হলো--
ক. ইনটেল 4004
খ. ইনটেল 2020
গ. আইবিএম 4004
ঘ. এমএসআই 4004
উত্তরঃ ক

৭৩| কম্পিউটারে বাসের প্রশস্ততা মাপা হয়--
ক. বাইটের হিসাব করে
খ. বিটের হিসাব করে
গ. ইঞ্চির হিসাব করে
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ

৭৪| মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়-
ক. অবজেক্ট প্রোগ্রাম
খ. কম্পাইলার
গ. ডেটাবেস
ঘ. এসেম্বলি
উত্তরঃ ঘ

৭৫| VESA-এর পূর্ণরূপ কি?
ক. Video Electronics Standards Association
খ. Visa Electronics Standards Association
গ. Video Electronics Standards Authority
ঘ. Video Electronics Sound Accessories
উত্তরঃ ঘ

৭৬| Y2K- তে K মানে-
ক. শত
খ. হাজার
গ. দশ হাজার
ঘ. লক্ষ
উত্তরঃ খ

৭৭| 8086 কত বিটের মাইক্রো প্রসেসর?
ক. 8
খ. 16
গ. 32
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ

৭৮| Y-2K বাগ কি?
ক. একটি কম্পিউটার ভাইরাস-এর নাম
খ. ২০০০ সাল শুরুর মুহূর্তে সারা বিশ্বে কম্পিউটার পির্যয় এর কারণ
গ. নতুন সহস্রাব্দের কম্পিউটার
ঘ. কম্পিউটার-এর একটি নতুন অপারেটিং সিস্টেম
উত্তরঃ খ

৭৯| কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
ক. ফ্লপি ডিস্ক
খ. মেমোরি
গ. সিপিইউ
ঘ. মনিটর
উত্তরঃ গ

৮০| BIOS কোথায় সংরক্ষিত থাকে?
ক. RAM-এ
খ. ROM-এ
গ. Hard Drive-এ
ঘ. None of these
উত্তরঃ খ

৮১| কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?
ক. RAM
খ. ROM
গ. হার্ডওয়্যার
ঘ. সফটওয়্যার
উত্তরঃ খ

৮২| কম্পিউটার কে আবিষ্কার করেন?
ক. উইলিয়াম অটরেড
খ. ব্লেইসি প্যাসকেল
গ. হাওয়ার্ড এইকিন
ঘ. আবাকাস
উত্তরঃ গ

৮৩| মিনি কম্পিউটার এর জনক কে?
ক. বিল গেটস
খ. জন ভন নিউম্যান
গ. কেনেথ এইচ অলসেন
ঘ. চার্লস ব্যাবেজ
উত্তরঃ গ

৮৪| “একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট Ѳ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”-এই উক্তিটি কোন সেটের জন্য সত্য?
ক. A N D
খ. NOR
গ. Ex-OR
ঘ. OR
উত্তরঃ গ

৮৫| মোবাইল ফোনের জনক--
ক. মার্টিন কুপার
খ. কেমু পল
গ. কেনেথ এইচ অলসেন
ঘ. ওপরের কেউ নয়
উত্তরঃ ক

৮৬| কম্পিউটারে ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়--
ক. বাইনারী সংখ্যা পদ্ধতি
খ. নিউমেরিক্যাল সংখ্যা পদ্ধতি
গ. ডেসিমাল সংখ্যা পদ্ধতি
ঘ. হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি
উত্তরঃ ক

৮৭| অ্যান্ড্রয়েডের "মার্শ ম্যালো (Marsh Mallow)" অপারেটিং সিস্টেমটি কখন বাজারে আসে?
ক. ১ অক্টোবর ২০১৫
খ. ৫ অক্টোবর ২০১৫
গ. ১০ অক্টোবর ২০১৫
ঘ. ১৫ অক্টোবর ২০১৫
উত্তরঃ খ

৮৮| Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
ক. IEEE 802.11
খ. IEEE 804.11
গ. IEEE 803.11
ঘ. IEEE 806.11
উত্তরঃ ক

৮৯| ENIAC-এর পূর্ণরূপ কোনটি?
ক. Electronic Number Integrator and Computer
খ. Electronic Numerical Integrator and Computer
গ. Electronic Numerical Integral and Computer
ঘ. Electronic Numerical Integrator and Calculator
উত্তরঃ খ

৯০| আধুনিক ই-মেইলের জনক বা উদ্ভাবক কে?
ক. নোরিও ওহগা (জাপান)
খ. থমসন (ইংল্যান্ড)
গ. রে টমলিনসন (যুক্তরাষ্ট্র)
ঘ. জি. মার্কনি (ইতালি)
উত্তরঃ গ

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close