Google Ads

২৫,০০০ টাকা বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি (কৃষি ডিপ্লোমাধারী আবেদন করতে পারবে। কৃষিসেবা২৪

২৫,০০০ টাকা বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি  (কৃষি ডিপ্লোমাধারী আবেদন করতে পারবে।

কৃষিসেবা২৪



পদের নামঃ 
সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (লাইভস্টক সার্ভিস মার্কেট ডেভেলপমেন্ট)

ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন)
পদের সংখ্যাঃ ০৫ জন
আবেদনের শেষ তারিখঃ ১৮ ডিসেম্বর ২০২১


Job Context:

স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) চট্টগ্রাম, পার্বত্য জেলাসহ বৃহত্তর চট্টগ্রাম বিভাগে ১৯৮৫ (আন্তর্জাতিক যুব বর্ষ) থেকে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও উন্নয়ন সহযোগী ইফাদের অর্থায়নে Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় ৩ বছর মেয়াদি `নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন` শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ প্রকল্পে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সীতাকুন্ড ও মীরসরাই উপজেলায় বাস্তবায়ন করা হবে।

Duration: ৩ বছর (৩৬ মাস)

Job Responsibilities:

বাংলাদেশের স্বনামধন্য ঔষধ কোম্পানি ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজ করছে এমন এলএসপি নির্বাচন করা।
সদস্য নির্বাচনের ক্রাইটেরিয়া তৈরি ও অনুমোদন গ্রহণ। নির্বাচিত এলএসপিদের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নে সদস্য নির্বাচন ও ড্রপবক্সের ডেটাবেজে পোস্টিং প্রদান।
গবাদিপ্রাণী পালন প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের মডিউল তৈরিতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, ডিজাইন উন্নয়নে সহযোগীতা, বই ছাপানো ও সদস্যদের ওরিয়েন্টেশনের মাধ্যমে বিতরণে কার্যকরী ভূমিকা রাখা।
সংশ্লিষ্ট এলএসপি'র মাধ্যমে গবাদি প্রাণীপালন প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ আয়োজনে সহযোগীতা, প্রশিক্ষণের লজিস্টিক যোগান, মাস্টাররোল তৈরি ও প্রশিক্ষণের মূল্যায়নে ভুমিকা রাখা। এলএসপিদের প্রশিক্ষণের দক্ষতা উন্নয়নে নিয়মিত কাউন্সিলিং ও দোকান স্থাপনে উদ্বুদ্ধ করা।
লিড খামারীদের জন্য কোম্পানি/সংস্থা নির্বাচন, উক্ত কোম্পানির সাথে চুক্তি সম্পাদন, চুক্তি অনুযায়ী লিড খামারীদের প্রশিক্ষণ আয়োজনে সহযোগীতা, প্রশিক্ষণের মূল্যায়ন ও উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
এলএসপিদের টিকা পরিবহণে কুল বক্স ক্রয় ও বিতরণ, ডিএলএস ও কোম্পানীর সাথে সমন্বয়ের মাধ্যমে কৃমিনাশক ও টিকাদান ক্যাম্পের আয়োজন, এলএসপি কর্তৃক তৈরিকৃত মাস্টাররোল যাচাইপূর্বক সার্ভিস চার্জ প্রদান।
কৃত্রিম প্রজনন উন্নয়নে ডিএলএস ও সংশ্লিষ্ট কোম্পানির সাথে সমন্বয়, কৃত্রিম প্রজননকারীদের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে মহিষ, গরু, ছাগল ও ভেড়ার কৃত্রিম প্রজনন নিশ্চিত করা।
ডিএলএস ও কোম্পানির সাথে ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন, সভায় নতুন পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসির বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখা। ত্রৈমাসিক সভায় সার্ভিস প্রভাইডারদের অ্যাওয়ার্ড প্রদানের জন্য মনোনয়ন প্রদান।
এলএসপিদের দক্ষতা উন্নয়নে প্রাতিষ্ঠানিক কোম্পানি/সংস্থা নির্বাচন, উক্ত সংস্থা/কোম্পানীর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণ শেষে এলএসপিদের জন্য উপযোগী হাতবই ক্রয় ও বিতরণ।
এলএসপিদের ব্যবসা ব্যবস্থাপনায় বিজনেস মডেল ও প্ল্যান উন্নয়ন, কন্ট্রাক্ট ফার্মিং উন্নয়ন, নিরাপদ পণ্য উৎপাদন, জি-গ্যাপ ও হ্যাসাপ কমপ্লায়েন্স, আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন;
কর্মএলাকায় কাজ করছে এমন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার খুঁজে বেড় করা, তাদের সাথে যথাযথ সমন্বয়পূর্বক প্রয়োজনীয় প্রশিক্ষণের আয়োজন।
গ্লোবাল গ্যাপ অ্যাসুরার ও হ্যাসাপ বিষয়ে সনদ প্রদান করে এমন কোম্পানি নির্বাচন, তাদের সাথে চুক্তি সম্পাদন। তাদের মাধ্যমে মাস্টার ট্রেইনার নির্বাচন, মাস্টার ট্রেইনার উন্নয়নে প্রশিক্ষণ মডিউল তৈরি, মডিউল অনুযায়ী প্রশিক্ষণ আয়োজন।
মাস্টার ট্রেইনারের মাধ্যমে লিড খামারীদের গ্লোবাল গ্যাপ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন, সদস্যদের প্রাণী লালনপালনে গ্লোবাল গ্যাপের গুরুত্বপূর্ণ ইনডিকেটর অনুযায়ী খামার মনিটরিং ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
প্রতিদিন দৈবচয়নের ভিত্তিতে কমপক্ষে ৫টি খানা পরিদর্শন, প্রকল্পের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ কার্যক্রম মনিটরিং ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
সংশ্লিষ্ট ইন্টারভেনশান লজিক বুঝে মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে তৎপর হওয়া। কর্মকা- বাস্তবায়নকালে উদ্ভুত সমস্যা চিহ্নিত করা ও সমাধান খুঁজে বেড় করা। মাঠের সৃষ্ট সমস্যা ও সম্ভাবনা বিষয়ে টিমে আলোচনা করা।
উপরোক্ত কর্মকা-ের ফলে স্থানীয় সার্ভিস প্রভাইডার উন্নয়নের মাধ্যমে উন্নতর ও নতুন সার্ভিস স্থানীয়পর্যায়ে সহজ প্রাপ্যকরণপূর্বক প্রাণীর রোগ প্রতিরোধ ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা।
উপ-প্রকল্পের সুপারভাইজার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন তৎপর থাকা।

Employment Status:

Full-time, Contractual

Educational Requirements:

সামাজ বিজ্ঞান/বিবিএ/এমবিএ অথবা কৃষি ডিপ্লোমাসহ যেকোন বিষয়ে গ্রাজুয়েশান অথবা সোশ্যাল সায়েন্সে অনার্স।

Experience Requirements:

At least 3 year(s)

Additional Requirements:

বয়স: প্রার্থীর বয়স অবশ্যই ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

অভিজ্ঞতা: 

প্রার্থীকে সেলস প্রমোশন অথবা ভ্যালু চেইন উন্নয়ন কর্মকান্ডে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা ও সনদ থাকতে হবে অথবা প্রাইভেট সেক্টরের পণ্য ও সেবা সম্প্রসারণে ৩ বছরের অভিজ্ঞ।
ড্রাইভিং লাইসেন্স : প্রার্থীকে মোটর সাইকেল চালানোয় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা শিক্ষনবীশ লাইসেন্স থাকবে।
কম্পিউটার লিটারেসি: কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে। এমএসওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন।

Job Location:

চট্টগ্রাম, চট্টগ্রাম (মীরসরাই, সীতাকুন্ড)

Salary:
বেতন: ২৫,০০০/- টাকা
Compensation & Other Benefits
সুবিধাদি: বাৎসরিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস এবং বৈশাখি বোনাস প্রযোজ্য হবে।

Job Source:
বিডিজবসডটকম 

Apply Procedure:

আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ প্রধান নির্বাহী, ইপসা, বাড়ী-এফ ১০ (পি), রোড-১৩, ব্লক-বি, চান্দগাঁও আ/এ, চট্টগ্রাম এ ঠিকানায় জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি, এনআইডি কপি সহ আগামী ১৮/১২/২০২১ ইং তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/হাতে হাতে উল্লেখিত ঠিকানায় পৌঁছাতে হবে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে ইপসা সম-সুযোগ প্রদান করে এবং শিশু সুরক্ষা ও জেন্ডার বিষয়ে সংবেদনশীল।
ধুমপায়ীদের আবেদন করার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে।
শুধুমাত্র বাছাকৃত যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
আবেদন কারীর পক্ষে যে কোন ধরনের ব্যক্তিগত যোগাযোগ/তদবীর প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
ইপসা মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ।

Application Deadline : 18 Dec 2021

Published On:

9 Dec 2021

Company Information:

ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন)

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close