পিএসসি’র আলোকে উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট পরীক্ষা ০২। কৃষিসেবা২৪
উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট পরীক্ষা ০২ । কৃষিসেবা২৪
| কৃষিসেবা২৪ |
কৃষি বিষয়ক যেকোন নিয়োগ পরীক্ষার জন্য।
২১। মৌসুমী জলবায়ুর সাধারণ বৈশিষ্ট্য কি ?
ক) সারা বছর বৃষ্টিপাত
খ) বিভিন্ন ঋতুতে একই ধরনের জলবায়ু
গ) সমভাবাপ্নন জলবায়ু
ঘ) বিভিন্ন ঋতুতে জলবায়ুর তারতম্য হবে; তবে কোন ঋতুতেই চরমাভাবাপন্ন নয়
২২। দিনের দৈর্ঘ্য বেশি হলে কি ঘটে ?
ক) সূর্যকিরণ লম্বভাবে পড়ে
খ) বৃষ্টিপাত বেশি হয়
গ) বৃষ্টিপাত কম হয়
ঘ) তাপমাত্রা বেশি হয়
২৩। জলবায়ুকে কতভাগে ভাগ করা যায় ?
ক) ২ ভাগে
খ) ৪ ভাগে
গ) ৬ ভাগে
ঘ) ৭ ভাগে
২৪। কৃষি তথা ফসল উংপাদনের ওপর জলবায়ুর প্রভাব কতটুকু ?
ক) জলবায়ুর উপর প্রভাব সামান্য
খ) সম্পূর্ণভাবে জলবায়ুর ওপর নির্ভরশীল
গ) জলবায়ুর কোন প্রভাব নেই
ঘ) জলবায়ুর প্রভাব নিরপেক্ষ
২৫। তৃণভূমি গড়ে উঠে কোন অঞ্চলে ?
ক) নাতিশীতোষ্ণ অঞ্চলে
খ) প্রচুর বৃষ্টিপাত হয় এরুপ অঞ্চলে
গ) সারা বছর অল্প বৃষ্টিপাত হয় এরুপ অঞ্চলে
ঘ) সারা বছর ভারী বৃষ্টিপাত হয় এরুপ অঞ্চলে
২৬। ফসলের নিবিড়তার অবস্থা এদেশে কিরুপ ?
ক) বাড়ছে
খ) কমছে
গ) একই রয়েছে
ঘ) কোনটিই নয়
২৭। বনভূমি গড়ে উঠতে কোনটি দরকার ?
ক) উর্বর সমভূমি ও উচ্চ তাপমাত্রা
খ) প্রচুর বৃষ্টিপাত ও বনভূমি
গ) জলাভূমি ও নিয়মিত বৃষ্টিপাত
ঘ) উচ্চ তাপমাত্রা ও প্রচুর বৃষ্টিপাত
২৮। বাংলাদেশে তেলবীজের মধ্যে কোনটির আবাদ ও উৎপাদন সবচেয়ে বেশি ?
ক) সরিষা
খ) তিল
গ) নারিকেল
ঘ) চিনাবাদাম
২৯। নেশা জাতীয় ফসলের মধ্যে বাংলাদেশে কোনটির আবাদ সবচেয়ে বেশি ?
ক) গাঁজা
খ) তামাক
গ) চা
ঘ) কফি
৩০। বাংলাদেশের বর্তমান অর্থনীতিতে পশুপাখির অবদান শতকরা কত ?
ক) প্রায় ৪ ভাগ
খ) প্রায় ১৫ ভাগ
গ) প্রায় ৯ ভাগ
ঘ) প্রায় ১২ ভাগ
৩১। রপ্তানি আয়ের শতকরা কতভাগ পশুপাখি থেকে আশে ?
ক) প্রায় ৪ ভাগ
খ) প্রায় ৭ ভাগ
গ) প্রায় ৩ ভাগ
ঘ) প্রায় ৯ ভাগ
৩২। সামুদ্রিক মংস্য সম্পদের উৎস কোথায় ?
ক) অভ্যান্তরীণ বদ্ধ জলাশয়
খ) অভ্যান্তরীণ মুক্ত জলাশয়
গ) দেশের দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরে
ঘ) দেশের দক্ষিণাঞ্চলে সাগর ও মহাসাগরে
৩৩। নদী থেকে উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ মাছ?
ক) ২০%
খ) ৩০%
গ) ৫০%
ঘ) ৬০%
৩৪। দেশে বাওড়ের অবস্থানমূলত কোথায় ?
ক) সিলেট অঞ্চলে
খ) যশোর অঞ্চলে
গ) প্লাবন ভূমি অঞ্চলে
ঘ) ঢাকা অঞ্চলে
৩৫। পরিবেশগত ভারশাম্য রক্ষার জন্য মোট দেশের অঞ্চলের শতকরা কতভাগ বনভূমি থাকা দরকার?
ক) ৫০ ভাগ
খ) ৩০ ভাগ
গ) ২৫ ভাগ
ঘ) ১৫ ভাগ
৩৬। বাংলাদেশে প্রকৃত বনভূমির আয়তন কত ?
ক) ১৭ ভাগ
খ) ৯ ভাগ
গ) ৭ ভাগ
ঘ) ২০ ভাগ
৩৭। হেজ গাছের উদাহরণ কোনটি ?
ক) করমচা
খ) মাধবিলতা
গ) দেবদারু
ঘ) আম
৩৮। বনভূমি কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ?
ক) কার্বন ডাই অক্সাইড শোষণ করে
খ) অক্সিজেনকে ত্যাগ করে
গ) নাইট্রোজেন শোষণ করে
ঘ) অক্সিজেনকে ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড শোষণ করে
৩৯। সমতল ভূমির বনের প্রধান গাছ কি ?
ক) কেওড়া
খ) সুন্দরী
গ) শাল
ঘ) সেগুন
৪০। উপকূলীয় বনভূমির সবচেয়ে বড় উপকরণ কোনটি ?
ক) জ্বালানী কাঠ সরবরাহ
খ) বন্য প্রাণী ও পশুপাখির আশ্রয়স্থল
গ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস প্রতিরোধ
ঘ) বিদেশি প্রযর্কটকদের আকর্ষণ
এই অংশের উপর পরীক্ষা দিতে নিচের মডেল টেস্ট ০২ লিখার উপর ক্লিক করুন।
মডেল টেস্ট ০১ এর পরীক্ষা না দিয়ে থাকলে নিচের মডেল টেস্ট ০১ লিখার উপর ক্লিক করে পরীক্ষা দিন।


No comments