Google Ads

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি) থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ মডেল টেস্ট পর্ব--০১। কৃষিসেবা২৪

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি) থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ মডেল টেস্ট  পর্ব--০১।  কৃষিসেবা২৪ 


কৃষিসেবা২৪
কৃষিসেবা২৪

#bcs #bank #saao #ntrca #primary

যেকোন ধরনের নিয়োগ পরীক্ষার জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। 

১। বাউল সম্রাট কাকে বলা হয়? 

ক) লালন
খ) হাসন রাজা
গ) আব্বাসউদ্দিন
ঘ) জসিমউদদিন

উত্তরঃ ক

২। বাংলাদেশের সর্ব পশ্চিমের থানা কোনটি? 

ক) শিবগঞ্জ
খ) নারায়নগঞ্জ
গ) চাপাইনবাবগঞ্জ
ঘ) ভেড়ামারা

উত্তরঃ ক

৩। বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা কত? 

ক) ৩০০
খ) ২০০
গ) ৩৫০
ঘ) ৪৫০

উত্তরঃ গ

৪। বাংলাদেশের সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় কোন জেলায়? 

ক) ঢাকায়
খ) ময়মনসিংহ 
গ) বগুড়া
ঘ) সিলেটে

উত্তরঃ গ

৫। সংসদ ভবনের স্থপতি কে? 

ক) মাজহারুল হক
খ) লুই আই কান
গ) এফ আর খান
ঘ) নভেরা আহমেদ

উত্তরঃ খ

৬। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? 

ক) ভারত
খ) ভুটান
গ) সোভিয়েত ইউনিয়ন 
ঘ) নেপাল

উত্তরঃ খ

ব্যাখ্যাঃ ভারতের কয়েক ঘন্টা পূর্বে ভূটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়।

৭। শালবন বিহার কোন স্থানে অবস্থিত? 

ক) দিনাজপুর 
খ) নোয়াখালী
গ) কুমিল্লা
ঘ) চট্রগ্রাম 

উত্তরঃ গ

৮। 'বাংলাপিডিয়া' প্রকাশনা প্রতিষ্ঠানের নাম কি? 

ক) বাংলা একাডেমি 
খ) ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
গ) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
ঘ) সাহিত্য প্রকাশ

উত্তরঃ গ

৯। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? 

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) তাজউদ্দীন আহমেদ
গ) জিয়াউর রহমান
ঘ) আতাউল গণি ওসমানী 

উত্তরঃ ঘ

১০। বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন কে? 

ক) আতাউল গণি ওসমানী 
খ) জিয়াউর রহমান 
গ) ক্যাপ্টেন মনসুর আলী
ঘ) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 

উত্তরঃ ঘ

১১। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদান রাখায় কোন সম্মাননা পদক দেওয়া হয়? 

ক) বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা
খ) বাংলাদেশ বিজয় সম্মাননা
গ) বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা
ঘ) মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা

উত্তরঃ ক

১২। সর্বপ্রথম নিম্নের কোন বিদেশি মিশনে বাংলাদেশি পতাকা উত্তোলিত হয়? 

ক) কলকাতা
খ) ব্যাংকক
গ) দিল্লী
ঘ) লন্ডন

উত্তরঃ ক

১৩। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এর রচয়িতা কে? 

ক) শামসুর রাহমান
খ) আলতাফ মাহমুদ
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) আবদুল গাফফার চৌধুরী

উত্তরঃ ঘ

১৪। বাংলাদেশের প্রধান রপ্তানি পন্য কোনটি? 

ক) পাট
খ) চিংড়ি
গ) চামড়া
ঘ) তৈরি পোশাক

উত্তরঃ ঘ

১৫। বাংলাদেশে বিভাগের সংখ্যা কয়টি? 
ক) ৯টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৮টি

উত্তরঃ ঘ

১৬। NIPORT কী? 

ক) জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
খ) পোলট্রি ফার্ম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
গ) নদীবন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
ঘ) সামুদ্রিক বন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান

উত্তরঃ ক

১৭। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? 

ক) ৪৫ মিটার
খ) ৪৫.৫ মিটার
গ) ৪৬.৫ মিটার
ঘ) ৪৭.৫ মিটার

উত্তরঃ গ

১৮। বাংলা সনের প্রবর্তন কে? 

ক) হুমায়ন
খ) আকবর
গ) শাহজাহান
ঘ) আওরঙ্গজেব

উত্তরঃ খ

১৯। 'বীরশ্রেষ্ঠ' ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর নিম্নের কোথায় অবস্থিত? 

ক) ময়মনসিংহ
খ) চাঁপাই নবাবগঞ্জ
গ) জয়পুরহাট
ঘ) বরিশাল

উত্তরঃ খ

২০। বাংলাদেশে 'র‍্যাব' এর প্রতিশব্দ কী? 

ক) রেড আর্মি ব্রিগেড
খ) র‍্যাপিড আর্মি ব্যাটেলিয়ন
গ) র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন
ঘ) র‍্যাপিড অ্যাকশন ব্রিগেড

উত্তরঃ গ

কোন প্রশ্ন ভুল মনে হলে কমেন্টে জানাবেন।  ভাল লাগলে পেজটি শেয়ার করুন।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close