সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান
বাংলাদেশ_বিষয়াবলিঃ
#সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ স্পেশাল সাজেশন্স
1.প্রাচীনকালে গঙ্গা ও করতােয়া নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হত
(A) বঙ্গ
(B) পুন্ড্র
(C) বরেন্দ্র√
(D) রাঢ়
2. আলেকজেন্ডার ভারতবর্ষ আক্রমণ করে-
(A) খ্রিস্টপূর্ব ৩২৭√
(B) খ্রিস্টপূর্ব ৩২৬
(C) খ্রিস্টপূর্ব ৩২০
(D) খ্রিস্টপূর্ব ২৭৩
3. ইলিয়াস শাহ সোনারগাঁও জয় করেন-
(A) ১৩২৪ সালে
(B) ১৩০৪ সালে
(C) ১৩৪২ সালে
(D) ১৩৫২ সালে√
4. প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ণ নামে কথিত হত?
(A) মুর্শিদাবাদ√
(B) চট্টগ্রাম
(C) রাজশাহী
(D) মেদিনীপুর
5. মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন?
(A) মৌর্য বংশ√
(B) পাল বংশ
(C) সেন বংশ
(D) গুপ্ত বংশ
6. বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন-
(A) শশাঙ্ক
(B) বখতিয়ার খিলজি
(C) বিজয় সেন
(D) গােপাল√
7. চীনের পর্যটক হিউয়েন সাঙ কোন জনপদের বর্ণনা লিখেছিলেন?
(A) হরিকেল
(B) বঙ্গ
(C) সমতট√
(D) বিক্রমপুর
8. সেন বংশের প্রথম সার্বভৌম রাজা ছিলেন
(A) বিজয় সেন√
(B) লক্ষণ সেন
(C) হেমন্ত সেন
(D) কোনটিই নয়
9. সেন রাজবংশের প্রতিষ্ঠাতা-
(A) বিজয় সেন
(B) লক্ষণ সেন
(C) হেমন্ত সেন√
(D) কোনটিই নয়
10. মৎসন্যায় অবস্থার অবসান ঘটান-
(A) ধর্মপাল
(B) হর্ষবর্ধন
(C) গোপাল√
(D) গোবিন্দ্র
11. পালংকি কোন জেলার পূর্ব নাম?
ক. চট্টগ্রাম
খ. বরিশাল
গ. কক্সবাজার
ঘ.৷ রাঙ্গামাটি
উঃ গ
12. চীনা পর্যটক হিউয়েন সাং ভারতবর্ষে আসেন—
(A) ১ম চন্দ্রগুপ্তের শাসনামলে
(B) অশোকের শাসনামলে
(C) শশাঙ্কের শাসনামলে
(D) হষবর্ধনের শাসনামলে√
13. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা-
(A) ১ম চন্দ্রগুপ্ত
(B) অশোক
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) শশাঙ্ক√
14. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা-
(A) ১ম চন্দ্রগুপ্ত√
(B) ২য় চন্দ্রগুপ্ত
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) কোনটিই নয়
15. মৌর্য যুগে গুপ্তচরকে বলা হত-
(A) মৌর্যান্ত্র
(B) সঞ্চারা√
(C) নিগূঢ়া
(D) কোনটিই নয়
16. ‘হিদাসপিসের যুদ্ধ’ সংঘটিত হয়েছিল-
(A) আলেকজান্ডার ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে
(B) আলেকজান্ডার ও পুরুর মধ্যে√
(C) আলেকজান্ডার ও হর্ষবর্ধনের মধ্যে
(D) কোনটিই নয়
17. প্রাচীন ভারতীয় সভ্যতা গড়ে ওঠেছিল—
(A) গঙ্গা নদীর তীরে
(B) ভাগিরথি নদীর তীরে
(C) সিন্ধু নদীর তীরে√
(D) কোনটিই নয়
18. নিকল দ্য কন্টি বর্ণিত ‘সেরনােভা’ শহরটি হচ্ছে বর্তমান-
(A) কলকাতা
(B) দিল্লী
(C) সােনারগাঁও√
(D) মহাস্থানগড়
19. ‘কিতাবুল রেহালা’ কার লেখা-
(A) সম্রাট আকবর
(B) ফখরুদ্দিন মুবারক শাহ
(C) মুহম্মদ বিন তুঘলক
(D) ইবনে বতুতা√
20. ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন-
(A) ফখরুদ্দিন মুবারক শাহ√
(B) মুহম্মদ বিন তুঘলক
(C) চন্দ্রগুপ্ত
(D) কোনটিই নয়
21. ইবনে বতুতা কার শাসনামলে উপমহাদেশে আসেন-
(A) ফখরুদ্দিন মুবারক শাহ
(B) মুহম্মদ বিন তুঘলক√
(C) চন্দ্রগুপ্ত
(D) কোনটিই নয়
22. ইবনে বতুতা কত সালে বাংলার সােনারগাঁওয়ে আসেন-
(A) ১৩৪৫ সালে√
(B) ১৩৪২ সালে
(C) ১৩২১ সালে
(D) ১৩৪৯ সালে
23. বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের বাসিন্দা ছিলেন?
(A) ইরান
(B) আফগানিস্তান
(C) মরক্কো√
(D) মিশর
24. দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে কোন পর্যটক উপমহাদেশে আসেন?
(A) মেগাস্থিনিস
(B) হিউয়েন সাং√
(C) মা হুয়ান
(D) ফা হিয়েন
25. কোন চৈনিক পর্যটক সাত বার ভারত মহাসাগর অভিযানে বের হন-
(A) ফা হিয়েন
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান√
(D) গং চিন
26. কোন চৈনিক পর্যটক নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন-
(A) ফা হিয়েন
(B) হিউয়েন সাং√
(C) মা হুয়ান
(D) গং চিন
27. বাংলায় ভ্রমণকারী প্রথম চৈনিক পর্যটক –
(A) ফা হিয়েন√
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান
(D) গং চিন
28. উপমহাদেশের প্রামাণ্য দলিল ‘ইন্ডিকা’ কার লেখা?
(A) মেগাস্থিনিস√
(B) হিউয়েন সাং
(C) মা হুয়ান
(D) গং চিন
29. কক্সবাজার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
(A) সমতট
(B) হরিকেল
(C) গৌড়
(D) আরাকান√
30. গৌড়ের রাজধানী ছিল-
(A) কর্ণসুবর্ণ√
(B) পুন্ড্রগড়
(C) পুন্ড্রনগর
(D) মহাস্থানগড়
31. সম্রাট অশােকের সময়ের একটি লিপি পাথরের চাকতিতে খােদাই করা পাওয়া গেছে-
(A) সমতট অঞ্চলে
(B) মহাস্থানগড়ে√
(C) কর্ণসুবর্ণতে
(D) কোনটিই নয়
32. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগােষ্ঠীর অন্তর্ভুক্ত?
(A) দ্রাবিড়
(B) নেগ্রিটো
(C) ভােটচীন
(D) অষ্ট্রিক√
33. মাৎস্যন্যায় বাংলার কোন শতক নির্দেশ করে?
(A) ৫ম-৬স্থ
(B) ৬স্থ- ৭ম
(C) ৭ম-৮ম√
(D) ৮ম- ৯ম
34. মাৎস্যন্যায় ধারনাটি কিসের সাথে সম্পর্কিত?
(A) মাছবাজার
(B) ন্যায়বাজার বিচার প্রতিষ্ঠা
(C) মাছ ধরার নৌকা
(D) আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা√
35. কাদের আক্রমনে গুপ্ত সাম্রাজ্য ভেঙ্গে যায় ?
(A) চাকমা
(B) জৈন
(C) হুন√
(D) গুর্জর
36. দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল ?
(A) নাগারজুন
(B) বিক্রমাদিত্য√
(C) সিদ্ধসেন
(D) দিবাকর
37. প্রাচীন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) সমুদ্রগুপ্ত√
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) বিন্দুসার
38. প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে ?
(A) গুপ্তযুগ√
(B) মৌর্য যুগ
(C) পাল যুগ
(D) সেন যুগ
39. চানক্যের ছন্মনাম কি ?
(A) বিন্দুসার
(B) কৌটিল্য√
(C) কর্ণসুবর্ণ
(D) কুশাঞ্জুগ
40. মেগাস্তিনিস এর রচিত গ্রন্থের নাম কি ?
(A) অর্থশাস্ত্র
(B) ইন্ডিকা√
(C) ফো-কুয়ো-কিং
(D) হর্ষচরিত
41. চন্দ্রগুপ্ত এর রাজধানী কোনটি ?
(A) পাটলিপুত্র√
(B) গৌড়
(C) অবন্তি
(D) দিল্লী
42. ভারতের প্রথম সম্রাট কে?
(A) সমুদ্রগুপ্ত
(B) চন্দ্রগুপ্ত√
(C) অশক
(D) বিন্দুসার
43. ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি ?
(A) গুপ্ত
(B) মৌর্য√
(C) সেন
(D) পাল
44. অর্থশাস্ত্র এর রচয়িতা কে ?
(A) বানভত্ত
(B) মেগাস্থিনিস
(C) কৌটিল্য√
(D) আনন্দভট্ট
45. সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?
(A) সোনারগাঁ
(B) জাহাঙ্গীরনগর
(C) ঢাকা
(D) গৌড়√
www.facebook.com/emran7860
No comments