Google Ads

উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি পর্ব-০২


উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি পর্ব-০২

বিষয়ঃ সাধারণ জ্ঞান  পূর্ণমাণঃ ৫০

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ স্পেশাল সাজেশন্স -01738 169070


 

১। রাষ্ট্রপতি কাকে শপথ পড়ান না ?
ক) প্রধানমন্ত্রী
খ) মন্ত্রী গণকে
গ)স্পীকারকে
ঘ) প্রধান নির্বাচন কমিশনার
উত্তর: ঘ
২। জেলা পরিষদের সদস্যরা শপথ নেন কার কাছে ?
ক) প্রধানমন্ত্রী
খ) জনপ্রশাসন মন্ত্রী
গ) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর
ঘ) বিভাগীয় কমিশনার এর কাছে
উত্তর: গ
৩। মন্ত্রীসভার নিয়মিত বৈঠক হয় কবে ?
ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বুধবার
ঘ) বৃহস্পতিবার
উত্তর: ক
৪। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে শপথ পড়ান ?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) স্পিকা র
ঘ) প্রধানবিচারপতি
উত্তর : ঘ
৫। সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যান শপথ নেন কার কাছে ?
ক) প্রধানমন্ত্রী
খ) জনপ্রশাসন মন্ত্রী
গ) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর
ঘ) বিভাগীয় কমিশনার এর কাছে
উত্তর: ক

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ স্পেশাল সাজেশন্স -01738 169070

৬। সংসদ সদস্যরা কার কাছে পদত্যাগ পত্র পেশ করেন ?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) স্পিকা র
ঘ) প্রধানবিচারপতি
উত্তর: গ
৭। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান কে?
ক খ) জনপ্রশাসন মন্ত্রী
গ) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর
ঘ) বিভাগীয় কমিশনার এর কাছে
ঘ)জেলা প্রশাসক
৮) স্থানীয় শাসন সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
ক)৬৬
খ)৪৪
গ)৫৫
ঘ)৫৯
উত্তর: ঘ
৯। স্থানীয় শাসন অর্ডিন্যান্স কবে জারি হয় ?
ক)১৯৭২
খ)১৯৮৩
গ)১৯৭৪
ঘ)১৯৭৬
উত্তর: ঘ
১০। স্থানীয় শাসন কোন মন্ত্রাণালয়ের অধীন?
ক) রাষ্ট্রপতি সচিবালয়ের
খ)জনপ্রশাসন
গ) পল্লী উন্নয়ন ও সমবায়
ঘ)প্রধানমন্ত্রীর
উত্তর: গ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ স্পেশাল সাজেশন্স -01738 169070
১১। স্থানীয় শাসনের প্রধান স্তর কতটি ?
ক) ৩
খ)২
গ)৪
ঘ)৫
উত্তর: খ
১২। নিচের কোনটি রাষ্ট্র ও জনগণের মধ্যে সংযোগ সৃষ্টি করে ?
ক) ক্ষমতা
খ)সংবিধান
গ)নির্বাচন
ঘ) প্রশাসন
উত্তর: গ
১৩। চাপসৃষ্টিকারী গোষ্ঠী এবং উপদলের জাতীয় অকল্যাণ ডেকে আনার মাধ্যম কী ?
ক) বিশৃঙ্খলা সৃষ্টি
খ) রাজনৈতিক দলের বিলুপ্তি
গ)বিপ্লবের মাধ্যমে
ঘ)নেতৃত্বে ফাটল সৃষ্টি করে
উত্তর: ক

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ স্পেশাল সাজেশন্স -01738 169070
১৪। বাংলাদেশে স্থানীয় সরকার কমিশন গঠিত হয় কবে ?
ক)১৯৭২
খ)১৯৮৩
গ)১৯৭৪
ঘ)১৯৯৬
উত্তর: ঘ
১৫। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য কী ?
ক) সরকারি স্বার্থ উদ্ধার
খ) সম্প্রদায়ের স্বার্থ উদ্ধার
গ) গোষ্ঠী স্বার্থ উদ্ধার
ঘ)রাষ্ট্রীয় স্বার্থ উদ্ধার

উত্তর: গ
১৬। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন পাস হয় কবে ?
ক)১৯৮৩
খ) ১৯৮২
গ) ১৯৯৬
ঘ) ১৯৯৮
উত্তর: ঘ
১৭। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করে কবে ?
ক)১৯৮৩
খ) ১৯৮২
গ) ১৯৯৯
ঘ) ১৯৯৮
উত্তর: গ
১৮। জেলা পরিষদের ১ম নির্বাচন হয় কবে ?
ক) ১৯৭৩
খ) ১৯৮৫
গ)২০০৯
ঘ) ২০১৬
উত্তর: ঘ
১৯। উপজেলা পরিষদের ১ম নির্বাচন হয় কবে ?
ক) ১৯৭৩
খ) ১৯৮৫
গ)২০০৯
ঘ) ২০১৬
উত্তর: খ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ স্পেশাল সাজেশন্স -01738 169070
২০। জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
ক) ১৩
খ) ১৫
গ) ১৬
ঘ)২১
উত্তর: ঘ
২১। জেলা পরিষদের সংখ্যা কত?
ক) ৬৪
খ) ৬০
গ)৬২
ঘ) ৬১
উত্তর: ঘ
২২। ইউনিয়রন পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
ক) ১৩
খ) ১৫
গ) ১৬
ঘ)২১
উত্তর: ক
২৩। বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন কোনটি ?
ক) হাজিপুর , ভোলা
খ) সাজেক , রাঙামাটি
গ) বানিয়াচঙ্গ, সেন্টমার্টিন
ঘ) কোনটিই নয়
উত্তর: খ
২৪। জেলা পরিষদ প্রতিষ্ঠা হয় কবে ?
ক) ২০১৬
খ) ২০০৯
গ) ২০০০
ঘ) ২০০৮
উত্তর: গ
২৫। দেশে মোট সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি ?
ক) ১০টি
খ) ১২টি
গ) ১৩টি
ঘ)১৪টি
উত্তর; খ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ স্পেশাল সাজেশন্স -01738 169070
২৬। ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করা হয় কবে?
ক) ১৮৬০
খ) ১৯৯০
গ)২০১০
ঘ) ২০১১
উত্তর: ঘ
২৭। রাঙামাটি জেলা স্থানীয় সরকার পরিষদে উপজাতীয় মোট সদস্য থাকবে ?
ক) ১৩
খ) ৯
গ) ২০
ঘ) ২১
উত্তর: ঘ
২৮।রাষ্ট্রপতি ও সংসদ সদস্যদের কে শপথ পড়ান ?
ক) রাষ্ট্রপতি
খ) প্রধানমন্ত্রী
গ) স্পিকা র
ঘ) প্রধানবিচারপতি
উত্তর: গ
২৯। পৌরসভা হতে হলে জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে কত হতে হবে ?
ক) ১৫০০জন
খ) ১০০০জন
গ) ১৪০০জন
ঘ) ১২০০জন
উত্তর; ক
৩০। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) কবে প্রতিষ্ঠিত হয় ?
ক) ১৯৭২
খ)১৯৮২
গ) ১৯৯২
ঘ) ১৯৯৬
উত্তর: খ
৩১। বাংলাদেশ সরকারের বিভাগ কতটি?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
উত্তর: খ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ স্পেশাল সাজেশন্স -01738 169070
৩২। মন্ত্রিপরিষদের চেয়ারম্যান কে ?
ক)রাষ্ট্রপতি
খ)মন্ত্রিপরিষদ সচিব
গ) প্রধানমন্ত্রী
ঘ) জনপ্রশাসন মন্ত্রী
উত্তর: গ
৩৩। Center for Policy Dialogue (CPD) এর প্রতিষ্ঠাতা কে?
ক) দেবপ্রিয় ভট্টচার্য
খ) সুলতানা কামাল
গ) ইফতেখারুজ্জামান
ঘ) রেহমান সোবহান
উত্তর: ঘ
৩৪। বাংলাদেশে ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে কতটি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে?
ক) ২৯৩টি
খ)২৮৮
গ) ২৯৮
ঘ)২৯৯
উত্তর: ক

৩৫। বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান কৌশলীর নাম কী ?
ক) সৈয়দ মাহমুদ হোসেন
খ) মাহবুবে আলম
গ) শহিদুল ইসলাম
ঘ) শফিউল ইসলাম
উত্তর: খ
৩৬। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দিবেন ?
ক) ৭
খ)১৪
গ)১৫
ঘ)৩০
উত্তর: গ
৩৭। জাতীয় সংসদ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবেশন বসতে হয় ?
ক) ৭
খ)১৪
গ)১৫
ঘ)৩০
উত্তর: ঘ
৩৮। সংসদের িএক অধিবেশন থেকে পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কতদিনের বেশি বিরতি থাকবে না ?
ক)৩০
খ)৪০
গ)৪৫
ঘ)৬০
উত্তর: ঘ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ স্পেশাল সাজেশন্স -01738 169070
৩৯। জাতীয় সংসদে কত ভোটে সাধারণ আইন পাস হয় ?
ক) ৫০% +১
খ) ৫৫% +১
গ)৬০%+১
ঘ)৭০%+১
উত্তর: ক
৪০। শাসন বিভাগের নিউক্লিয়াস কোনটি?
ক) সচিবালয়
খ)মাঠ প্রশাসন
গ)জাতীয় সংসদ
ঘ)মন্ত্রাণালয়
উত্তর; ক
৪১। সরকার কার নিকট জবাবদিহি করে ?
ক)জনগণ
খ) মন্ত্রিপরিষদে
গ)রাষ্ট্রপতির
ঘ)সংসদে
উত্তর; ঘ
৪২। কোন জেলায় মাত্র ২টি সংসদীয় আসন রয়েছে ?
ক)রাঙামাটি
খ)বান্দরবান
গ)খাগড়াছড়ি
ঘ)ঝালকাটি
উত্তর; ঘ
৪৩। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারি কে?

ক)প্রধানমন্ত্রী
খ)স্পিকার
গ)রাষ্ট্রপতি
ঘ)প্রধানবিচারপতি
উত্তর; গ
৪৪। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে
বিকল্প সরকার বলা হয় কাকে?
ক) সুশীল সমাজকে
খ)সরকারি দলকে
গ)বিরোধীদলকে
ঘ)সংবাদ মাধ্যমকে
উত্তর; গ
৪৫। ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল হয় ?
ক)জুলাই, ১৯৯৬
খ)আগস্ট, ১৯৯৬
গ)অক্টোবর, ১৯৯৬
ঘ)নভেম্বর, ১৯৯৬
উত্তর; ঘ

৪৬। বাংলাদেশ সরকারের প্রধাম নির্বাহী কে?
ক)মন্ত্রিপরিষদ সচিব
খ)মুখ্য সচিব
গ)প্রধানমন্ত্রী
ঘ)রাষ্ট্রপতি
উত্তর; গ
৪৭। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য বিচার বিভাগীয় পদে কমপক্ষে কত বছর দায়িত্ব পালন করতে হয়?
ক) ১৫
খ)১০
গ)২৫
ঘ)৫
উত্তর; খ
৪৮। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন কার্যকর করা হয় কবে?
ক) ১৯৯২
খ)১৯৯৯
গ)২০০৮
ঘ)২০০২
উত্তর; ঘ
৪৯। জাতীয় সংসদে স্থায়ী কমিটি কতটি ?
ক)৫০
খ)১১
গ)৪০
ঘ)১০
উত্তর; ক
৫০। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কত বছর ?
ক)৪
খ)৫
গ)৩

ঘ)২
উত্তর; খ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ স্পেশাল সাজেশন্স -01738 169070


এই অংশের পিডিএফ ফাইল ডাউনলোড করতে নিচের লিংক ডাউনলোড লিখার উপর ক্লিক করুন।



                                                                        ডাউনলোড


                                                                          ডাউনলোড




No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close