Google Ads

উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি পর্ব ০১

                           


                         উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি পর্ব ০১


                                                বিষয়ঃ কৃষি                           পূর্নমানঃ ৫০



ইকরা কৃষি নিয়োগ স্পেশাল সাজেশন্স


1.        ধান চাষের জন্য কোন পদ্ধতির সেচ উপযোগী ?

ক) বর্ডার               খ) চেক বেসিন 

গ) খাদ                  ঘ) ফোয়ারা

নোটঃ বর্ডার পদ্ধতিতে গমে ফসলে সেচ দেওয়া যায়।

#উত্তরঃ খ

2.        খালে এঁটেল মাটির প্রলেপন দিতে পুরুত্ব কত রাখতে হয় ?

ক) ২ সেমি.           খ) ৩ সেমি. 

গ) ৪ সেমি.            ঘ) ৫ সেমি.                                                                                           

#উত্তর‍ঃ খ

3.        মোটা বালি কোন কাজের উপযোগী ?

ক) ঢালাই              খ) গাঁথুনি 

গ) প্লাষ্টার               ঘ) ভিত্তি

        #উত্তরঃ ক

4.        খাল থেকে পানির প্রবাহ ঘুরিয়ে দিতে কোনটি ব্যবহার করা হয় ?

ক) চুট                   খ) ড্রপ স্ট্রাকচার 

গ) ট্রান আউট         ঘ) ফ্লুম                                                              

#উত্তরঃ গ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

5.        কত তাপমাত্রা পানিতে জলজ উদ্ভিদ জন্মানোর অনুকূল ?

ক) ২০-৩০          খ) ৩০-৪০ 

গ) ৩৫-৪০           ঘ) ৪০-৪৫                                                    

#উত্তরঃ ক

6.        কোন সেচ যন্ত্রের বৃদ্ধির হার বর্তমানে সবচেয়ে বেশি ?

ক) অগভীর নলকূপ  খ) এলএলপি 

গ) গভীর নলকূপ    ঘ) দেশীয় সেচযন্ত্রপাতি                          

#উত্তরঃ ক

7.        এ দেশে প্রথম গভীর নলকূপ স্থাপন করা হয়-----

ক) ঠাকুরগাঁও         খ) ময়মনসিংহ 

গ) কুমিল্লায়            ঘ) টাঙ্গাইলে                                                     

#উত্তরঃ ক

নোটঃ এ দেশে প্রথম এলএলপি সেচ প্রবর্তন করা হয় টাঙ্গাইলে

8.        সম্পূরক সেচের প্রয়োজন হয় কোন মৌসুমে ?

ক) শীত                খ) বসন্ত 

গ) বর্ষা                  ঘ) গ্রীষ্ম

#উত্তরঃ গ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

9.        মাটির কোন কনা খালি চোখে দেখা অসম্ভব ?

ক) পলিকণা           খ) বালিকনা 

গ) কাঁকর কণা        ঘ) কর্দম কণা                                                    

#উত্তরঃ ঘ

10.      চুঁয়ানো পানি ফসলের জন্য কেমন হতে পারে ?

ক) উপকারী           খ) নিরপেক্ষ 

গ) অপকারী           ঘ) সবকয়টি                                                                

#উত্তরঃ ঘ

11.      মাটি কয়টি প্রধান উপাদানের মিশ্রণ ?

ক) ২টি                 খ) ৩টি 

গ) ৪টি                  ঘ) ৫টি

#উত্তরঃ খ

12.      কোন ফসলকে রিফারেন্স ফসল ধরা হয় ?

ক) ধান                 খ) গম 

গ) ভুট্রা                  ঘ) ঘাস

#উত্তরঃ ঘ

13.      সেচ পদ্ধতি প্রধানত কত প্রকার ?

ক) ২                    খ) ৩ 

গ) ৪                     ঘ) ৭                 

#উত্তরঃ খ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

14.      বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে ?

ক) রাজশাহী          খ) চট্রগ্রাম 

গ) সিলেট              ঘ) যশোর

 #উত্তরঃ গ

15.      রিং বেসিন পদ্ধতিতে কোন ফসলে সেচ দেওয়া হয় ?

ক) পাট                 খ) ভুট্রা 

গ) তুলা                 ঘ) ফলগাছ 

#উত্তরঃ ঘ

16.      কার্যপদ্ধতি অনুসারে নিষ্কাশন নালা কয় প্রকার ?

ক) ৩                    খ) ৪ 

গ) ৫                     ঘ) ৬                

#উত্তরঃ ৩

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

17.      বাষ্পীয় প্রস্বেদন কোন সময় সবচেয়ে বেশি ধরা হয়?

ক) রাতের বেলায়  খ) দিনের বেলায় 

গ) খুব ভোরে         ঘ) ঠিক দুপুরের আগে     

#উত্তরঃ ঘ

18.      কোন মাটিতে পানির প্রবেশ্যতা বেশি ?

ক) দানাদার মাটিতে  খ) লাঙল স্তর মাটি 

গ) এঁটেল মাটি          ঘ) পলি মাটি              

#উত্তরঃ ক

19.       নিচের কোণটি ফসল সহগ ?

ক) Cc                  খ) Ck 

গ) Kc                  ঘ) Ck  

#উত্তরঃ গ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

20.      ফসল ক্ষেতের মাটি ধুলার মত হলে কখন সেচ দিতে হবে ?

ক) এখনই             খ) এক সপ্তাহ পরে 

গ) দুই দিন পর       ঘ) এক দিন পর                         

#উত্তরঃ ক


ব্যাখ্যাসহ ৫০০০ প্রশ্নের সাজেশন্স পেতে ফোন করুন-01738169070


21.      আলু এবং সবজি-জাতীয় ফসল কত ঘন্টা দাঁড়ানো পানি সহ্য করতে পারে ?

ক) ১-৩                 খ) ২-৪ 

গ) ৩-৫                 ঘ) ৪-৮            

#উত্তরঃ খ

22.      বাংলাদেশের ডেটাম কোথায় অবস্থিত ?

ক) চট্রগামে            খ) কক্সবাজারে 

গ) টেকনাফে          ঘ) হিরণ পয়েন্টে            

#উত্তরঃ খ

23.      সবজি ফসলে পানির চাহিদা কত ?

ক) ২০০-৩০০ মিমি  খ) ৪০০-৬০০ মিমি

গ) ৬০০-৮০০ মিমি  ঘ) ৮০০-১২০০ মিমি

#উত্তরঃ খ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

24.      কোন ফসলে অঙ্গজ বৃদ্ধিকালে পানির অভাব হলে ফলন মারাত্বকভাবে কমে যায় ?

ক) গম                  খ) ধান 

গ) ভুট্রা                  ঘ) সবজি          

#উত্তরঃ ঘ

25.      কাদাময় জমি চাষ করতে উপযোগী কোন যন্ত্র ?

ক) রোটারি লাঙ্গল  খ) হাইড্রোটিলার 

গ) মিটি টিলার       ঘ) কাদা চাষের চাকা      

#উত্তরঃ খ

26.      কাইচ থোড় হওয়া থেকে ফুল আসা পর্যন্ত ধান ক্ষেতে কতটুকু দাঁড়ানো পানি থাকা দরকার ?

ক) ২০-৩০ মিমি.  খ) ৩০-৪০ মিমি. 

গ) ৩০-৫০ মিমি.  ঘ) ৫০-১০০ মিমি.                     

#উত্তরঃ ঘ

27.      পাউডার জাতীয় বালাইনাশক কিভাবে প্রয়োগ করা হয় ?

ক) হাত দিয়ে         খ) ডাষ্টার দিয়ে 

গ) স্প্রেয়ার দিয়ে     ঘ) প্রবাহমান বাতাসের সাহায্যে   

#উত্তরঃ খ

28.      নিচের কোণটি মিশ্র কর্ষণ যন্ত্র ?

ক) আরূঢ়              খ) আধা আরূঢ় 

গ) সম্মুখ আরূঢ়      ঘ) মাঝে আরূঢ়                          

#উত্তরঃ ক

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

29.      মোল্ডবোর্ড লাঙ্গলের কোন অংশ দ্রুত ক্ষয় হয় ?

ক) শেয়ারের উইং  খ) ল্যান্ড সাইড 

গ) ফ্রগ                  ঘ) শেয়ার                                              

#উত্তরঃ ঘ

30.      সবচেয়ে বেশি চাষ দেওয়া যায় কোন ধরনের লাঙ্গল দ্বারা ?

ক) মোল্ডবোর্ড        খ) দেশি লাঙ্গল 

গ) ছেনি লাঙ্গল       ঘ) সাব সোয়েলার                                  

#উত্তরঃ ঘ

31.      জাপানি উইডারের কোন অংশটি আগাছা দমন করে ?

ক)ট্রে                    খ) সিলিন্ডার 

গ) স্পাইক             ঘ) সম্পূর্ণ নিড়ানি যন্ত্রটি                           

#উত্তরঃ গ

32.      অ্যাঙ্গেলবার্গ ধরনের হলার কীসের তৈরী ?

ক) ইস্পাতের         খ) মাটির 

গ) রবারের            ঘ) বিভিন্ন শংকর ধাতুর                           

#উত্তরঃ ক

33.      আখ মাড়াই যন্ত্রে কয়টি রোলার থাকে ?

ক)২টি                  খ) ৩টি 

গ) ৪টি                  ঘ) ৫টি

#উত্তরঃ খ


ব্যাখ্যাসহ ৫০০০ প্রশ্নের সাজেশন্স পেতে ফোন করুন-01738169070


34.      নিচের কোণটি ইঞ্জিনের গতিশীল অঙ্গ ?

ক) ক্র্যাংককেস      খ) পুশ রড 

গ) সিলিন্ডার ব্লক    ঘ) ইনজেকটর 

#উত্তরঃ খ

নোটঃ ইঞ্জিনের গতিশীল অঙ্গ__ পিষ্টন, কানেকটিং রড, ক্র্যাংশ্যাফট, ফ্লাই হুইল, পিষ্টন রিং, ক্যামশ্যাফট, পুশ রড, পুলি ও বেল্ট, বিয়ারিংসমূহ, টাইমিং বেল্ট ইত্যাদি।

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

ইঞ্জিনের স্থির অঙ্গ­­‑ সিলিন্ডার, সিলিন্ডার ব্লক, সিলিন্ডার হেড, রেডিয়েটর, ক্র্যাংককেস, বিয়ারিং ক্যাপ, ইঞ্জিন কাঠামো, জ্বালানি পাম্প, ইনজেকটর, কার্বুরেটর, স্পার্ক প্লাগ, গ্যাসকেট ।

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

35.      কোনটি কঠিন জ্বালানি ?

ক) ডিজেল            খ) কয়লা 

গ) এলপিজি           ঘ) অ্যালকোহল

#উত্তরঃ খ

36.       পানির পাম্পে কোন ধরনের গ্রীজ ব্যবহার করা হয় ?

ক) সোডা বেজ গ্রিজ খ) পানিরোধী গ্রিজ 

গ) বহুমুখ              ঘ) নরম গ্রিজ                 

#উত্তরঃ খ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

37.      তিন ফেজ মোটর কি ধরনের কাজে ব্যবহার করা হয় ?

ক) হালকা কাজে    খ) ভারি কাজে 

গ) উত্তপ্ত কাজে       ঘ) স্থির গতির প্রয়োজনে  

#উত্তরঃ খ

38.      পানির ট্যাংকে কি ধরনের পানি দিতে হয় ?

ক) পুকুরের পানি    খ) টিউবওয়েলের পানি 

গ) বৃষ্টির পানি        ঘ) পরিষ্কার মৃদু পানি      

#উত্তরঃ ঘ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

39.      ব্যাটারির ছিপিতে ছোট ছোট ছিদ্র থাকে কেন ?

ক) বাতাস চলাচলের জন্য                খ) তাপমাত্রা ঠি রাখার জন্য 

গ) এসিডের পরিমাণ দেখার জন্য       ঘ) গ্যাস ও বাষ্প বেরিয়ে যাওয়ার জন্য      

#উত্তরঃ ঘ

40.      বাটন মেঝের উপর কিভাবে লাগাতে হয় ?

ক) খাড়া এবং সমান্তরাল                  খ) খাড়া 

গ) সমান্তরালভাবে                          ঘ) যেকোনভাবে            

#উত্তরঃ গ

41.      গ্রিজ পয়েন্টগুলোতে গ্রিজ দিতে হয় কত ঘন্টা পর ?

ক) ১০০ ঘন্টা        খ) ৫০ ঘন্টা 

গ) ১৫০ ঘন্টা         ঘ) ৩০০ ঘন্টা                            

#উত্তরঃ খ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

42.      শস্য কর্তন কাজে কোন যন্ত্র সংযোজন করতে হয় ?

ক)  রোটারি লাঙ্গল              খ) রিপার 

গ) বাইন্ডার                       ঘ) হলার 

#উত্তরঃ খ

43.       ডিজেল ফ্ল্যাশ পয়েন্টের মান কত ?

ক) ৩০                            খ) ৬০ সে. 

গ) ৪৯ সে.                       ঘ) ৪০ সে.

#উত্তরঃ গ

44.      রিজার কি কাজে ব্যবহার করা হয় ?

ক) জমি চাষে                     খ) কাদা জমি চাষে 

গ) দ্বিতীয় পর্যায়ের চাষে       ঘ) মাদা তৈরী করতে      

#উত্তরঃ ঘ

সৌজন্যেঃ ইকরা কৃষি নিয়োগ গাইড-01738-169070

45.      নিচের কোনটি কম তাপে শুকানোর শর্ত নয় ?

ক) গুদাম                           খ) সাইলো 

গ) গোলা                           ঘ) মাটির পাত্র

 #উত্তরঃ খ

46.      কৃষিকাজের জন্য প্রয়োজনীয় শক্তি কয়টি  উৎস থেকে পাওয়া যায় ?

ক) ৩টি                             খ) ৪টি 

গ) ৫টি                              ঘ) ৬টি

#উত্তরঃ গ

ব্যাখ্যাসহ ৫০০০ প্রশ্নের সাজেশন্স পেতে ফোন করুন-01738169070

47.      পা চালিত মারাই যন্ত্রের ক্ষমতা কত ?

ক) ঘন্টায় ৪০ কেজি            খ) ঘন্টায় ৮০ কেজি 

গ) ঘন্টায় ২০ কেজি            ঘ) ঘন্টায় ১০ কেজি

#উত্তরঃ ক

48.      পারস্য চাকা কত নিচু থেকে পানি তুলতে পারে ?

ক) ৫ মিটার                       খ) ৭-৯ মিটার 

গ) ৯-১২ মিটার                  ঘ) ১৫-১৬ মিটার                                   

#উত্তরঃ ঘ

49.      লাইন করে লাগানো সবজি ক্ষেতে কী পদ্ধতিতে সেচ দেওয়া উচিত ?

ক) বেড ও নালা                 খ) ভূনিম্নস্থ সেচ 

গ) বেসিন                          ঘ) ফোয়ারা                                            

#উত্তরঃ ক

50.      বর্তমানে এ দেশে সবচেয়ে প্রচলিত ধান ভাঙ্গানো যন্ত্র কোনটি ?

ক) রাবার হোল হাস্কার         খ) অ্যাঙ্গেলবার্গ হলার 

গ) ঢেঁকি                            ঘ) সাদাকরণ যন্ত্র                        

#উত্তরঃ খ

অবসর সময়ে পড়তে পাশাপাশি আপনার বন্ধুকে জানাতে পেজটি সর্বোচ্চ শেয়ার করুন।


ফেসবুকঃ www.facebook.com/emran7860



এই অংশের পিডিএফ ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন ।


                                      ডাউনলোড


                                    ডাউনলোড




No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close