পিএসসি’র বিগত সালে (লিখিত অংশ) সংবিধান থেকে আসা প্রশ্ন-উত্তর -কৃষিসেবা২৪
পিএসসি’র বিগত সালে (লিখিত অংশ) সংবিধান থেকে আসা প্রশ্ন-উত্তর -কৃষিসেবা২৪
১. বাংলাদেশে সংবিধান এর অনুচ্ছেদ উল্লেখপূর্বক রাষ্ট্রপরিচালনার মূলনীতিসমূহ লিখুন?
👉উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগ : রাষ্ট্র পরিচালনার মূলনীতি-এর অনুচ্ছেদ ৮(১) অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি। যথা- ১. জাতীয়তাবাদ (অনুচ্ছেদ-৯)। ২. সমাজতন্ত্র (অনুচ্ছেদ-১০)। ৩. গণতন্ত্র
(অনুচ্ছেদ-১১) এবং ৪. ধর্ম নিরপেক্ষতা (অনুচ্ছেদ-১২)।
২.সাংবিধানিক পদ বলতে কী বুঝায়? চারটি সাংবিধানিক পদের নাম লিখুন।
👉উত্তর : সাংবিধানিক প্রতিষ্ঠানের যে পদগুলাের নিয়ােগ পদ্ধতি, পদের মেয়াদ, পদত্যাগ ও অপসারণ, পদমর্যাদা ও গুরুত্ব এবং কার্যাবলি সংবিধানে সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে উল্লেখ
রয়েছে তাকে সাংবিধানিক পদ বলে ।
৪টি সাংবিধানিক পদের নাম হলাে :
১. রাষ্ট্রপতি
২. প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী
৩. প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ
৪. স্পিকার ও ডেপুটি স্পিকার
৩.বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি কী কী?
👉উত্তর :সংবিধানের দ্বিতীয় ভাগে’ রাষ্ট্র পরিচালনার মূলনীতি শিরােনামে ৮ থেকে ২৫ অনুচ্ছেদ পর্যন্ত চারটি মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে। এগুলাে হলাে ১. জাতীয়তাবাদ, ২.সমাজতন্ত্র, ৩.গণতন্ত্র ও ৪.ধর্মনিরপেক্ষতা।
৪. বাংলাদেশের সংবিধানের নাম কি?সংবিধানের সর্বশেষ সংশোধনী কোনটি ও বিষয়বস্তু কি?
👉উত্তর : বাংলাদেশের সংবিধানের নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
সংবিধানের সর্বশেষ সংশোধনী ছিল সপ্তদশ সংশোধনী। ৮ জুলাই ২০১৮ জাতীয় সংসদে পাস হওয়া এ সংশোধনীর বিষয়বস্তু হলো-' নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের বিধি আরও ২৫ বছর বৃদ্ধি'।
৫. সংবিধানের নাম কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?সংবিধানের কোন কোন ধারায় মৌলিক অধিকারসমূহ বর্ণিত হয়েছে.?
👉উত্তর : বাংলাদেশের সংবিধানের ১৫৩(১) নং অনুচ্ছেদে সংবিধানের নাম উল্লেখ আছে।
সংবিধানের ২৭ থেকে ৪৪ ধারা পর্যন্ত মৌলিক অধিকারসমূহ বর্ণিত হয়েছে। মৌলিক অধিকার ১৮ টি।
৬. বাংলাদেশ সংবিধানে কতটি তফসির আছে? সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আইনসভা গঠনের বিধান রয়েছে?
👉উত্তর :৭টি তফসিল।
বাংলাদেশের সংবিধানের ৬৫ নং অনুচ্ছেদে আইনসভা গঠনের বিধান রয়েছে।
৭. জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
👉উত্তর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন বিষয়ে সংবিধানের ৪(ক) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।
৮. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়
👉উত্তর : বাংলাদেশের সংবিধানের ১নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২।
৭. বাংলাদেশের সংবিধানে মােট কতটি অনুচ্ছেদ আছে? সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ ও উন্নয়নের বিধান রাখা হয়েছে?
👉উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ কার্যকর হওয়া বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
সংবিধানে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের বিধান রাখা হয়েছে ১৮(ক) অনুচ্ছেদে।
৮. সংবিধান মতে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী?সংবিধানের ষষ্ঠ ভাগ কি বিষয় উল্লেখ করা আছে?
👉উত্তর : সংবিধান মতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলাে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে বাংলাদেশ সংবিধানের অভিভাবক বলা হয়।
সংবিধানের ষষ্ঠ ভাগে বিচার বিভাগ সংক্রান্ত বিষয়ের উল্লেখ আছে।
৯. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’-এ ঘােষণাটি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লিখিত হয়েছে?
👉উত্তর : ৭(১)নং অনুচ্ছেদে।
১০. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
👉উত্তর : সংবিধানের ২৭নং অনুচ্ছেদে বর্ণিত আছে।
১১. সংবিধানে কতটি মৌলিক অধিকার আছে?
👉উত্তর : মােট ১৮টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।
১২. মৌলিক অধিকারগুলাে সংবিধানের কত থেকে কত অনুচ্ছেদে আছে?
👉উত্তর : মৌলিক অধিকারগুলাে সংবিধানের ২৭নং অনুচ্ছেদ থেকে ৪৪ নং অনুচ্ছেদে আছে।
১৩. বাংলাদেশের সংবিধান কবে থেকে চালু হয়? সংবিধানে কয়টি অনুচ্ছেদ এবং কয়টি তফসিল রয়েছে? কে সংবিধান সংশােধন করতে পারে?
👉উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান চালু বা কার্যকর হয়। এ সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ এবং ৭টি তফসিল রয়েছে। সাংবিধানিক ক্ষমতাবলে জাতীয়
সংসদ সংবিধান সংশােধন করতে পারবে ।
১৪. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? এরূপ আরও একটি প্রতিষ্ঠানের নাম লিখুন।
👉উত্তর : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা। সংবিধানের ১৩৭ অনুচ্ছেদের আলােকে এটি প্রতিষ্ঠিত। এরকম আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলাে নির্বাচন কমিশন।
১৫. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের তিনটি অঙ্গের নামসহ উহাদের প্রধানের পদবি উল্লেখ করুন।
👉উত্তর :
বিভাগ - প্রধানের পদবি।
১. শাসন বিভাগ - রাষ্ট্রপতি
২. আইন বিভাগ - স্পিকার।
৩. বিচার বিভাগ - প্রধান বিচারপতি
১৬. সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ
সরকারি কর্ম কমিশন গঠিত হয়েছে? এই কমিশনের
প্রধান দুটি দায়িত্ব বর্ণনা করুন।
👉উত্তর : সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়েছে।
সংবিধানের ১৪০ নং অনুচ্ছেদে দায়িত্বসমূহ বর্ণি
হয়েছে।
নিচে প্রধান দুটি দায়িত্ব দেয়া হলাে :
১. প্রজাতন্ত্রের কর্মে নিয়ােগদানের জন্য উপযুক্ত
ব্যক্তিদিগকে মনােনয়নের উদ্দেশ্যে যাচাই ও পরীক্ষা
পরিচালনা।
২. মহামান্য রাষ্ট্রপতি কোনাে বিষয়ে কমিশনের পরামর্শ চাইলে সে সম্বন্ধে রাষ্ট্রপতিকে উপদেশ প্রদান।
১৭.সংবিধানের ৫(ক) অনুচ্ছেদে কি বিষয় উল্লেখ আছে?
👉উত্তর : সংবিধানের ৫ (ক) অনুচ্ছেদে উল্লেখ আছে- ‘প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা।
১৮.সাংবিধানিক সংস্থা কি? যেকোনাে দুটি সাংবিধানিক সংস্থার নাম লিখুন।
উত্তর : সংবিধানে বর্ণিত সুস্পষ্ট বিধি মােতাবেক গঠিত, প্রতিষ্ঠান বা সংস্থাকে সাংবিধানিক সংস্থা বলে।
দুটি সাংবিধানিক সংস্থা হলাে :
১. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও
২. নির্বাচন কমিশন সচিবালয়
১৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত ও কত তারিখে বলবৎ হয়? বাংলাদেশের স্বাধীনতার ঘােষণাপত্র এ সংবিধানের কোথায় অন্তর্ভুক্ত আছে?
👉উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত হয় এবং বলবৎ হয় ১৬ ডিসেম্বর ১৯৭২। বাংলাদেশের স্বাধীনতার
ঘােষণাপত্র সংবিধানের সপ্তম তফসিলে অন্তর্ভুক্ত আছে।
২০.বাংলাদেশের সংবিধানে কয়টি অধ্যায় এবং কয়টি অনুচ্ছেদ আছে? সংবিধানের কয়টি অনুচ্ছেদে মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া আছে?
👉উত্তর : বাংলাদেশের সংবিধানে ১১টি অধ্যায় এবং ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা দানের লক্ষ্যে বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭ পর্যন্ত মােট
২২টি অনুচ্ছেদে মৌলিক অধিকারের নিশ্চয়তার বিধান করা হয়েছে।
২১. এ পর্যন্ত মােট কতবার সংবিধান সংশােধন করা
হয়েছে? সর্বশেষ সংশােধনের বিষয়টি উল্লেখ করুন।
👉উত্তর : ১৭ বার ।
সপ্তদশ সংশােধনীর বিষয়বস্তু হলাে- জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিধি আরও ২৫ বছর বৃদ্ধি করা ।
সপ্তদশ সংশােধনী ৮ জুলাই ২০১৮ জাতীয় সংসদে পাস হয়।
২২. বাংলাদেশ সংবিধানের বাংলা ও ইংরেজি নাম কি? সংবিধান কি কি ভাষায় রচিত হয়েছিল?
👉উত্তর : বাংলাদেশের সংবিধানের বাংলা নাম- ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
এবং ইংরেজি নাম- "The constitution of the people's republic of Bangladesh"।
সংবিধান বাংলা ও ইংরেজী এই দুটি ভাষায় রচিত হয়েছিল।
২৩.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘােষণা’ ও ‘স্বাধীনতার ঘােষণাপত্র' কী? সংবিধানের কোন তফসিলে ও অনুচ্ছেদে বিবৃত আছে?
👉উত্তর : ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ঘোষণাই স্বাধীনতার ঘোষণা।
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত ঘােষণাপত্রই স্বাধীনতার ঘােষণাপত্র।
সংবিধানের ষষ্ঠ তফসিলে স্বাধীনতার ঘােষণা
এবং সপ্তম তফসিলে স্বাধীনতার ঘােষণাপত্র বিস্তৃত আছে।
২৪.ক. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে?
👉উত্তর : তৃতীয় ভাগে।
২৫. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে একজন নাগরিক রীট আবেদন করতে পারেন?
👉উত্তর :১০২ অনুচ্ছেদ।
No comments