উপ-সহকারী কৃষি কর্মকর্তা (লিখিত পরীক্ষার সাজেশন) বিষয়ঃ (কৃষি) মৃত্তিকা ও তার ব্যবস্থপনা
উপ-সহকারী কৃষি কর্মকর্তা (লিখিত পরীক্ষার সাজেশন)
কৃষি (পুর্নমান – ৮০)
আজকের বিষয় - মৃত্তিকা ও তার ব্যবস্থাপনা
১। মৃত্তিকা কি ? মৃত্তিকা বিজ্ঞান কি ? মৃত্তিকা বিজ্ঞান পাঠের গুরুত্ব লিখ। মৃত্তিকা গঠনের বিভিন্ন প্রক্রিয়াগুলোর নামলিখ ?
২। মৃত্তিকার আধুনিক সংজ্ঞাটি লিখ। ফসল উৎপাদনের ক্ষেত্রে মৃত্তিকার ভূমিকা আলোচনা কর।
৩। মৃত্তিকার উপাদান কয়টা ও কি কি ? চিত্র দ্বারা একটা কৃষি উপযোগী মৃত্তিকার উপাদানের হার দেখাও। ৪ । মৃত্তিকা কিভাবে গঠিত হয়েছে?
৫। শিলা বলতে কি বুঝ? উহা কত প্রকার ও কি কি?
৬। মৃত্তিকায় বিদ্যমান শিলাসমূহের নাম লিখ।
৭। আগ্নেয় শিলা কাকে বলে ? আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো লিখ। কতকগুলো সাধারণ আগ্নেয় শিলা সম্বন্ধে আলোচনাকর।
৮। পাললিক শিলা কাকে বলে? পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো লিখ। কতকগুলো সাধারণ পাললিক শিলা সম্বন্ধে আলোচনা কর।
৯। রূপান্তরিত শিলা কাকে বলে। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলো লিখ। কতকগুলো সাধারণ রূপান্তরিত শিলা সম্বন্ধে আলোচনা কর।
১০। খনিজ পদার্থ বলতে কি বুঝ? খনিজ পদার্থের বৈশিষ্ট্যগুলো কি কি ? খনিজের ভৌত ধর্মাবলম্বী আলোচনা কর। খনিজের রাসায়নিক সংস্থিতি সম্বন্ধে আলোচনা কর। মৃত্তিকা গঠনকারী কতকগুলো খনিজের রাসায়নিক সংকেতসহ নাম লিখ ?
১১। শিলা ও খনিজের পার্থক্যগুলো কি কি?
১২। বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অঞ্চল সম্বন্ধে আলোচনা কর। ১৩। অবক্ষয় কাকে বলে। ইহা কত প্রকার ও কি কি ?
১৪। ভৌত অবক্ষয়ের বিভিন্ন প্রক্রিয়াগুলোর বর্ণনা দাও।
১৫। রাসায়নিক অবক্ষয়ের প্রক্রিয়াগুলো আলোচনা কর।
১৬। প্রাকৃতিক ও রাসায়নিক অবক্ষয়ের পার্থক্য কি কি ?
১৭। মাটির গঠন কাকে বলে ?
১৮ । মৃত্তিকা গঠনের উপাদানসমূহ কয়টা ও কি কি ?
১৯ । মৃত্তিকা গঠনের সূত্রটা লিখ ? জলবায়ু কিভাবে মৃত্তিকা গঠনে সাহায্য করে আলোচনা কর।
২০। মাটি গঠনে জৈব পরিমণ্ডলের প্রভাব আলোচনা কর।
২১। মাটি গঠনে উৎসবস্তুর ভূমিকা আলোচনা কর।
২২। মাটি গঠনে সময়ের ভূমিকা আলোচনা কর।
২৩। মাটি গঠনে ভূ-সংস্থানের প্রভাব আলোচনা কর।
২৪। মাটির গঠন প্রক্রিয়া আলোচনা কর।
২৫। মৃত্তিকার ক্ষিতিজ বলতে কি বুঝ ? একটা পরিলেখে কি কি ক্ষিতিজ দেখা যায় ?
২৬। পার্শ্বচিত্র বা পরিলেখ কাকে বলে ?
২৭। গভীরতা অনুযায়ী মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যায়? এদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
২৮ । মৃত্তিকার ভূ-তাত্ত্বিক শ্রেণীবিভাগ আলোচনা কর।
No comments