নন ক্যাডার/ উপ-সহকারী কৃষি কর্মকর্তা (লিখিত পরীক্ষার সাজেশন)
নন ক্যাডার/ উপ-সহকারী কৃষি কর্মকর্তা (লিখিত পরীক্ষার সাজেশন) - কৃষিসেবা২৪
কৃষিসেবা২৪ |
সাধারণ জ্ঞান মান : ৪০ বিষয় কোড : ১০৪
ক. বাংলাদেশ বিষয়াবলি; মান : ১৫
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখুন; মান— ৫ × ৩ = ১৫)
১। বাংলাদেশের সংবিধান রচিত হয় কত সালে এবং কত তারিখে? এতে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় ১১ জানুয়ারি ১৯৭২। ড. কামাল -> হোসেনকে প্রধান করে ১১ এপ্রিল ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। গণপরিষদ কর্তৃক খসড়া সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২। বাংলাদেশের সংবিধানে ১১টি ভাগ এবং ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
২। বাংলাদেশের সংবিধানের ৪(ক) এবং ৫(ক) অনুচ্ছেদে কি কি বর্ণিত হয়েছে? অর্থবিল বলতে কী বোঝায়?
উত্তর : বাংলাদেশের সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিভিন্ন প্রদর্শনের সম্পর্কে উল্লেখ রয়েছে। ন্ন অফিসে সংরক্ষণ ও এছাড়া সংবিধানের ৫(১) অনুচ্ছেদে দেশের রাজধানীর বিষয় উল্লেখ আছে । সংবিধানে ৫(ক) নামে কোনো অনুচ্ছেদ নেই।
৩। বাংলাদেশের কোন সমুদ্র সৈকতকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বলা হয়? সেন্টমার্টিন'স দ্বীপ কোন জেলায় অবস্থিত?
উত্তর : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত । বাংলাদেশের পর্যটন রাজধানী হিসেবে খ্যাত এ সৈকতের দৈর্ঘ্য ১২০ কিমি।
সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্টমার্টিন অবস্থিত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। এর অন্য নাম নারিকেল জিঞ্জিরা।
৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করুন।
উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সংসদীয় পদ্ধতির সরকার গঠন করা হয়। ১৭ এপ্রিল ১৯৭১ শপথ নেয়া এ সরকারের সফল নেতৃত্বে বিশ্বের মানচিত্রে সগৌরবে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।২৫ মার্চের গণহত্যার পর পূর্বপাকিস্তানের জনগণের যুদ্ধ ছাড়া আৱ কোনো পথ খোলা ছিল না। আর যুদ্ধে নেতৃত্বে দেওয়ার জন্যও একটি সুগঠিত কর্তৃপক্ষের প্রয়োজনীয়তা ছিল অপরিহার্য। বিভিন্ন হারাষ্ট্র এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ রক্ষা করা এবং স্বাধীনতাকামী জনগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য এমন একটি সরকারের প্রয়োজনীয়তা ছিল। আর মুজিবনগর সরকার সে কাজটি খুবই-দক্ষতার সাথে পালন করেছে। যার ফলে বাংলাদেশের জনগণ পেয়েছে এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
৫. স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা বীরবিক্রম উপাধি লাভ করেন? বীরশ্রেষ্ঠদের নাম লিখুন।
উত্তর : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বীরমুক্তিযোদ্ধাদের ৪টি ভিন্ন প্রকারে মোট ৬৭৬ জনকে উপাধি দেয়া হয়। এদের মধ্যে তৃতীয় পর্যায়ের উপাধি ‘বীরবিক্রম’ । এ খেতাবে ভূষিত হন ১৭৫ জন বীর মুক্তিযোদ্ধা। ৭ জন বীরশ্রেষ্ঠের নাম :
১. ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ ২ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল
৩. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ৪. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
৫. সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান
৬. ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন
৭. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
৬. বাংলাদেশে সিডর কোন সালে আঘাত হানে? এর অর্থ কী? এটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : ঘূর্ণিঝড় 'সিডর' (SIDR) বাংলাদেশে আঘাত হানে ১৫ নভেম্বর ২০০৭। 'সিডর' শব্দের অর্থ 'চোখ'। সিডর শব্দটি সিংহলি ভাষার শব্দ।
৭. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? কত সালে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়? এক নম্বর জাতীয় সমস্যা কী?
উত্তর : UNFPA-২০১৬ এর রিপোর্ট মতে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৮ম। তাদের মতে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার পরিমাণ ১৬ কোটি ২৯ লাখ। ত: অন্যদিকে, পঞ্চম আদমশুমারি ২০১১ অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। ছাড়া অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৮৭২ সালে এবং স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা জনসংখ্যা সমস্যা।
No comments