Google Ads

পিএসসি’র আলোকে তৈরী উপ সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার জন্য লিখিত কৃষি বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্নাবলী- কৃষিসেবা২৪

পিএসসি’র আলোকে তৈরী উপ সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার জন্য লিখিত কৃষি বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্নাবলী- কৃষিসেবা২৪
SAAO written question-কৃষিসেবা২৪

পিএসসি’র আলোকে তৈরী উপ সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার জন্য লিখিত কৃষি বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্নাবলী- কৃষিসেবা২৪ 


 ১। কৃষি বলতে কী বুঝায়?

উত্তরঃ ভূমি কর্ষণ বা চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে কৃষি (Agriculture) বলে। 

 ২। প্রথম কৃষির আবির্ভাব কোথায় ঘটে? 

 উত্তরঃ মিশরের নীলনদের অববাহিকা ও দক্ষিণ এশিয়ায় প্রথম কৃষির আবির্ভাব ঘটে। 

 ৩। ব্যাপক কৃষি কী? 

 উত্তরঃ আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কম শ্রমিক নিয়োগ করে বিশাল এলাকাব্যাপী যে কৃষিকাজ করা হয় তাকে ব্যাপক কৃষি বলে। 

 ৪। প্রগাঢ় কৃষি কী? 

 উত্তরঃ অল্প জমিতে অধিক শ্রম ও মূলধন বিনিয়োগ করে অধিক ফসল উৎপাদনের জন্য যে কৃষিকাজ করা হয় তাকে প্রগাঢ় কৃষি বলে। 

 ৫। প্রগাঢ় কৃষি পদ্ধতিতে সাধারণত কী ধরনের শস্য চাষ করা হয়?

  উত্তরঃ প্রগাঢ় কৃষি পদ্ধতিতে সাধারণত খাদ্যশস্য জাতীয় ফসলের চাষ করা হয়। 

 ৬। মিশ্র কৃষি কী? 

 উত্তরঃ বাণিজ্যিক ভিত্তিতে একই জমিতে পশুপালন ও ফসল উৎপাদন করাকে মিশ্র কৃষি বলে। 

 ৭। নিরক্ষীয় বনভূমির অপর নাম কী?

 উত্তরঃ নিরক্ষীয় বনভূমির অপর নাম হলো ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য বনভূমি। 

 ৮। জুমচাষকে কোন ধরনের কৃষি বলে? 

 উত্তরঃ জুমচাষকে স্থানান্তর কৃষি বলে। 

 ৯। এমন একটি উপজাতির নাম বল যাদের প্রধান পেশা হচ্ছে শিকার? 

 উত্তরঃ কঙ্গো অববাহিকার পিগমী উপজাতি।

  ১০। মৎস্যের প্রধান খাদ্য কী? 

 উত্তরঃ মৎস্যের প্রধান খাদ্য হলো প্লাঙ্কটন। 

 ১১। অভ্যন্তরীণ স্বাদু পানির উৎস কোনগুলো? 

 উত্তরঃ খাল, বিল, পুকুর, ডোবা, হাওর, বাওড়, নদী প্রভৃতি।

  ১২। ধান চাষের জন্য কত তাপমাত্রা উপযোগী? 

 উত্তরঃ ধান চাষের জন্য ২০°-২৭° সেঃ তাপমাত্রা উপযোগী। 

 ১৩। কোন অঞ্চলকে পৃথিবীর "রুটির ঝুড়ি" বলা হয়?

 উত্তরঃ উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্রের বসন্তকালীন গম বলয় অর্থাৎ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেইরী অঞ্চলকে পৃথিবীর "রুটির ঝুড়ি" বলা হয়। 

 ১৪। নবায়নযোগ্য সম্পদ কী? 

 উত্তরঃ যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে হ্রাস পায় না বা হ্রাস পেলেও স্বাভাবিক নিয়মে তা পূরণ হয় তাদের নবায়নযোগ্য সম্পদ বলে। 

 ১৫। চারটি নবায়নযোগ্য সম্পদের নাম লিখ?

  উত্তরঃ (১) সূর্যরশ্মি (২) পানি (৩) বায়ু (৪) বন্যপ্রাণী ইত্যাদি নবায়নযোগ্য সম্পদ। 

 ১৬। চারটি অনবায়নযোগ্য সম্পদের নাম লিখ। 

 উত্তরঃ (১) কয়লা (২) পেট্রোলিয়াম (৩) প্রাকৃতিক গ্যাস (৪) লৌহ আকরিক প্রভৃতি অনবায়নযোগ্য সম্পদ। 

 ১৭। ম্যানগ্রোভ ফরেস্ট কী? 

 উত্তরঃ উপকূলীয় লোনা পানির বনভূমিকে ম্যানগ্রোভ ফরেস্ট বলে। 

 ১৮। অন্তঃকৃষি কী? 

 উত্তরঃ একই জনিতে দুটি ভিন্ন ফসল একত্রে চাষ করার প্রথাকে অন্তঃকৃষি বলে।

  চলমান.... পরবর্তী লিখিত প্রশ্ন পেতে নিয়মিত গুগলে গিয়ে বাংলা/ইংরেজিতে ➤ কৃষিসেবা২৪/krishisheba24 লিখে সার্চ দিয়ে দেখুন। অথবা ফেসবুকে www.facebook.com/emran78600 (ইকরা কৃষি নিয়োগ গাইড) পেজটি ফলো করে রাখুন।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close