Google Ads

গমের জাবপোকা দমনের সবচেয়ে সহজ কৌশল। কৃষিসেবা২৪

গমের জাবপোকা-কৃষিসেবা২৪



গমের জাবপোকা দমনের সবচেয়ে সহজ কৌশল। কৃষিসেবা২৪ রোগের নামঃ

  গমের জাবপোকা বা এফিড জাবপোকা ছোট, নরম শরীরের দীর্ঘ পা এবং অ্যান্টেনা বিশিষ্ট একটি পোকা। তাদের আকার ০.৫- ২ মিমি পর্যন্ত এবং তাদের শরীরের রং প্রজাতির ভিন্নতার উপর নির্ভর করে হলুদ, বাদামী, লাল বা কালো হতে পারে। এদের বিস্তার পাখা বিহীন প্রজাতি থেকে শুরু করে (সাধারণতঃ কর্তৃত্বকারী হয়) সাধারণত পাখা বিশিষ্ট, মোমের মত বা পশমী প্রজাতি পর্যন্ত হয়। 

লক্ষণঃ পিপিলিকার উপস্থিতি এ পোকার উপস্থিতিকে অনেক ক্ষেত্রে জানান দেয় । এ পোকা পাতা, গাছ ও কচি দানার রস চুষে খায়। এর আক্রমণ বেশি হলে শুটি মোল্ড ছত্রাকের আক্রমণ ঘটে এবং গাছ মরে যায় ।

প্রতিকারঃ ১. হাত দিয়ে পিশে পোকা মেরে ফেলা 
২. আক্রান্ত পাতা অপসারণ করা। 
৩. পরভোজী পোকা যেমন : লেডিবার্ড বিটল লালন। 
৪. ডিটারজেন্ট পানিতে মিশিয়ে স্প্রে করা 
৫. প্রতি গাছে ৫০ টির বেশি পোকার আক্রমণ হলে গেইন ২০ এসএল বা সাইপারফস ৫৫ ইসি ২ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা।

  ব্যবস্থাপনাঃ 

 সাবধানতাঃ 

১. বিলম্বে গম বপন করবেন না। 

করনীয়ঃ ১. আগাম গম বপন করুন । 
২. উন্নত জাতের গম বপন করুন ।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close