Google Ads

গুরুত্বপূর্ণ কিছু নদী তীরবর্তী বিখ্যাত শহরের নাম নিচে দেওয়া হলো। কৃষিসেবা২৪

গুরুত্বপূর্ণ কিছু নদী তীরবর্তী বিখ্যাত শহরের নাম নিচে দেওয়া হলো। কৃষিসেবা২৪
1. প্রশ্ন: অটোয়া ( কানাডা ) কোন নদীর তীরে অবস্থিত ? সেন্ট লরেন্স । 2. প্রশ্ন: আগ্রা ( ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ? যমুনা । 3. প্রশ্ন: আকিয়াব ( মায়ানমার ) কোন নদীর তীরে অবস্থিত ? ইরাবতী । 4. প্রশ্ন: আলেকজান্দ্রিয়া ( মিশর ) কোন নদীর তীরে অবস্থিত ? নীল নদ। 5. প্রশ্ন: আঙ্কারা ( তুরস্ক ) কোন নদীর তীরে অবস্থিত ? কিজিল । 6. প্রশ্ন: এলাহাবাদ (ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ? গঙ্গা ও যমুনার সঙ্গমস্থল । 7. প্রশ্ন: ইয়াঙ্গুন ( মায়ানমার ) কোন নদীর তীরে অবস্থিত ? ইরাবতী । 8. প্রশ্ন: ওয়ারশ (পোল্যান্ড) কোন নদীর তীরে অবস্থিত ? ভিশ্চুলা । 9. প্রশ্ন: ওয়াশিংটন ( যুক্তরাষ্ট্র ) কোন নদীর তীরে অবস্থিত ? পোটোম্যাক । 10. প্রশ্ন: কলিকাতা (ভারত) কোন নদীর তীরে অবস্থিত ? হুগলী । 11. প্রশ্ন: কায়রো (মিশর ) কোন নদীর তীরে অবস্থিত ? নীল । 12. প্রশ্ন: ক্যান্টন (চীন ) কোন নদীর তীরে অবস্থিত ? চাং কিং । 13. প্রশ্ন: কানপুর (ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ? কাবুল । 14. প্রশ্ন: কুইবেক ( কানাডা) কোন নদীর তীরে অবস্থিত ? সেন্ট লরেন্স । 15. প্রশ্ন: খার্তুম (সুদান ) কোন নদীর তীরে অবস্থিত ? ব্লু নীল ও হোয়াইট নীল । 16. প্রশ্ন: ডাবলিন (আয়ারল্যান্ড ) কোন নদীর তীরে অবস্থিত ? লিফে । 17. প্রশ্ন: ডানজিক (জার্মানী ) কোন নদীর তীরে অবস্থিত ? ভিস্টুলা । 18. প্রশ্ন: দিল্লী ( ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ? যমুনা । 19. প্রশ্ন: নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র ) কোন নদীর তীরে অবস্থিত ? হাডসন । 20. প্রশ্ন: পাটনা (ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ? গঙ্গা । 21. প্রশ্ন: পিকিং/বেইজিং ( চীন ) কোন নদীর তীরে অবস্থিত ? হোয়াংহো । 22. প্রশ্ন: প্রাগ ( চেক প্রজাতন্ত্র ) কোন নদীর তীরে অবস্থিত ? বিটাভ । 23. প্রশ্ন: প্যারিস (ফ্রান্স ) কোন নদীর তীরে অবস্থিত ? সীন । 24. প্রশ্ন: ফিলাডেলফিয়া (যুক্তরাষ্ট্র) কোন নদীর তীরে অবস্থিত ? ডিলাওয়ারি । 25. প্রশ্ন: বাগদাদ (ইরাক ) কোন নদীর তীরে অবস্থিত ? টাইগ্রীস । 26. প্রশ্ন: বার্লিন (জার্মানী ) কোন নদীর তীরে অবস্থিত ? স্প্রি । 27. প্রশ্ন: বুদাপেস্ট ( হাঙ্গেরী ) কোন নদীর তীরে অবস্থিত ? দানিউব । 28. প্রশ্ন: বুয়েনস আয়ারস (আর্জেন্টিনা ) কোন নদীর তীরে অবস্থিত ? প্লাটা । 29. প্রশ্ন: ব্যাংকক ( থাইল্যান্ড) কোন নদীর তীরে অবস্থিত ? মিনাম । 30. প্রশ্ন: বসরা ( ইরাক ) কোন নদীর তীরে অবস্থিত ? টাইগ্রীস । 31. প্রশ্ন: বেলগ্রেড ( যুগোশ্লেভিয়া ) কোন নদীর তীরে অবস্থিত ? দানিউব । 32. প্রশ্ন: বন ( জার্মানী ) কোন নদীর তীরে অবস্থিত ? রাইন । 33. প্রশ্ন: ব্রিস্টল ( ইংল্যান্ড ) কোন নদীর তীরে অবস্থিত ? এডন । 34. প্রশ্ন: ভিয়েনা ( অষ্ট্রিয়া) কোন নদীর তীরে অবস্থিত ? দানিউব । 35. প্রশ্ন: মস্কো ( রাশিয়া ) কোন নদীর তীরে অবস্থিত ? মস্কভ । 36. প্রশ্ন: মাদ্রিদ ( স্পেন ) কোন নদীর তীরে অবস্থিত ? মানজানেরে । 37. প্রশ্ন: মন্ট্রিল ( কানাডা ) কোন নদীর তীরে অবস্থিত ? সেন্ট লরেন্স । 38. প্রশ্ন: রোম ( ইতালী ) কোন নদীর তীরে অবস্থিত ? টিবের । 39. প্রশ্ন: লন্ডন ( ইংল্যান্ড ) কোন নদীর তীরে অবস্থিত ? টেমস । 40. প্রশ্ন: লখনৌ ( ভারত) কোন নদীর তীরে অবস্থিত ? গোমতী । 41. প্রশ্ন: লাহোর ( পাকিস্তান) কোন নদীর তীরে অবস্থিত ? রাভী । 42. প্রশ্ন: লিসবন ( পর্তুগাল ) কোন নদীর তীরে অবস্থিত ? টেগাস । 43. প্রশ্ন: লিভারপুল ( ইংল্যান্ড ) কোন নদীর তীরে অবস্থিত ? মার্সি । 44. প্রশ্ন: শ্রীনগর ( ভারত ) কোন নদীর তীরে অবস্থিত ? ঝিলম । 45. প্রশ্ন: সিডনী ( অষ্ট্রেলিয়া ) কোন নদীর তীরে অবস্থিত ? মারে ডালিং । 46. প্রশ্ন: সাংহাই (চীন ) কোন নদীর তীরে অবস্থিত ? ইয়াং সি কিয়াং । 47. প্রশ্ন: হংকং ( চীন ) কোন নদীর তীরে অবস্থিত ? ক্যান্টন । 48. প্রশ্ন: টোকিও (জাপান ) কোন নদীর তীরে অবস্থিত ? আরাকার্ডয়া ।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close