আমের বেশি ফলন পেতে বর্তমান সময়ে করণীয়-কৃষিসেবা২৪
আমের বেশি ফলন পেতে বর্তমান সময়ে আম গাছে করণীয়-কৃষিসেবা২৪
আমের মুকুল/ফুল রক্ষায় আপনাকে অবশ্যই আমের হপার পোকা দমন করতে হবে।
আমের হপার পোকা দমনে গাছে স্প্রে  করুন ইমিটাফ (০.৫ মিলি) & ইন্ডোফিল এম-৪৫ (২ গ্রাম) প্রতি লিটার পানিতে মিশিয়ে।
 ১ম স্প্রে করুন.... 
গাছে মুকুল আসার পর & ফুল ফোটার আগে একবার...... 
২ য় স্প্রে করুন.... 
আম মটর দানা আকার ধারণ করার পর আরো একবার স্প্রে করুন..... 
ইমিটাফ  & ইন্ডোফিল এম-৪৫ (অথবা যেকোন কোম্পানীর এ জাতীয় ওষুধ) সমস্ত গাছ ভিজিয়ে ভালো করে স্প্রে করে আমের হপার পোকা এবং ছত্রাক থেকে আমের মুকুল/ফুল এবং আমের গুটি রক্ষা করুন।
আমের প্রচুর ফলন পেতে আমের মুকুল এবং গুটি ঝরা রোধ করা জরুরি।
 
 
 


No comments