সাধারণত জ্ঞান বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নাবলী। কৃষিসেবা২৪
👉👉 কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিচে দেওয়া হলো।
👉সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম কোথায় অবস্থিত?
উত্তরঃ হাইল হাওড়,মৌলভীবাজার জেলায়।
👉ইউরোপীয় দেশ বুলগেরিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ সোফিয়া।
👉জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের অধিবাসী?
উত্তরঃ পর্তুগাল।
👉‘কথায় তুবড়ি’ অর্থ কি?
উত্তরঃ অনর্গল কথা।
👉একদিনের ক্রিকেট বিশ্বকাপ এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন কে?
উত্তরঃ মার্টিন গাপটিল।
👉উত্তর আটল্যান্টিক চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠানটি গঠিত হয়?
উত্তরঃ ন্যাটো।
👉পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি ‘জগদ্দল বিহার’ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ নওগাঁ।
👉জার্মানি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি?
উত্তরঃ সিগফ্রিড লাইন।
👉বাংলাদেশের কোন সাহিত্যিক ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করে?
উত্তরঃ অধ্যাপক আনিসুজ্জামান।
👉কোন দেশের সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক সর্ম্পক নেই?
উত্তরঃ তাইওয়ান।
👉বাংলাদেশের মোট কয়টি ভূ-উপগ্রহ আছে?
উত্তরঃ ৪টি।
👉বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভে বাংরাদেশের অবস্থান কততম?
উত্তরঃ ৪৪ তম।
👉 স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগোটির ডিজাইনার কে?
উত্তরঃ রামেন্দু মজুমদার ও প্রদীপ চক্রবর্তী।
👉 বাংলাদেশ এলডিসি থেকে বের হবে কত তারিখে?
উত্তরঃ ২০২৬ সালে।
👉বর্তমান দেশে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে মোট কয়টি?
উত্তরঃ ১৬ টি ( ১৫ টি ব্যাংক ও সরকারের ডাক বিভাগ)
👉প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে নারী বিচারক যোগ দেয় মোট কয়জন?
উত্তরঃ ৪ জন।
👉২০২১ সালে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয় কোথায়?
উত্তরঃ ফিলিস্তিনে।
👉৫৪ তম দেশ হিসেবে করোনা টিকার প্রয়োগ শুরু করে কত তারিখে?
উত্তরঃ ২৭ জানুয়ারী।
👉পদ্মা সেতুর সম্পূর্ণ দৃশ্যমান হয় কত তারিখে?
উত্তর ১০ ডিসেম্বর ২০২০।
👉চায়ের নিলাম কেন্দ্র হচ্ছে?
উত্তরঃ পঞ্চগড়।
👉বাল্যবিবাহের শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ।
👉 বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন দেওয়া হয় কত তারিখে
উত্তরঃ ২০২০- জুন ২০২৫ ।
👉 বাংলাদেশের বিমান বহরে যুক্ত হওয়া ড্যাশ -৮ মডেলের উড়োজাহাজ এর নাম দেওয়া হয়েছে কী?
উত্তরঃ ধ্রুবতারা।
👉 শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে কোথায়
উত্তরঃ জামারপুরে।
👉বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৩৭টি।
👉 বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ বাংলাদেশ।
👉 সমুদ্রসম্পদ রক্ষায় ‘সামুদ্রিক সংরক্ষিত এলাকা’ ঘোষণা করা হয় কোথায়?
উত্তরঃ নিঝুম দ্বীপের।
👉 বর্তমানে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ চতুর্থ।
👉 বাংলাদেশ ভুটানের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?
উত্তরঃ ৬ ডিসেম্বর ২০২০ সালে।
👉 মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘একজন মহান পিতা’ এর পরিচালক কে?
উত্তরঃ মির্জা সাখাওয়াত হোসেন।
👉 ‘আন্তজাতিক শিশু শান্তি পুরস্কার ২০২০’ লাভ করে কত তারিখে?
উত্তরঃ ৩ জুন।
এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি শেয়ার করার পাশাপাশি ফলো করে রাখুন।
No comments