Google Ads

কৃষি ডিপ্লোমাধারীদের "সহকারী ভেল্যু চেইন ফ্যাসিলিটেটর" পদে নিয়োগ বিজ্ঞপ্তি। কৃষিসেবা২৪

নিয়োগ বিজ্ঞপ্তি 

পদের নামঃ সহকারী ভেল্যু চেইন ফ্যাসিলিটেটর

গ্রাম বিকাশ কেন্দ্র

Vacancy

03


কৃষিসেবা২৪
job circular

Job Context

    আন্তর্জাতিক সহযোগী সংস্থা`ইফাদ`এর অর্থায়নে এবং `পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)` এর কারিগরী সহযোগিতায় Rural Microenterprise Transformation Project (RMTP) প্রকল্পের আওতায় গ্রাম বিকাশ কেন্দ্র`, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর কর্তৃক বাস্তবায়নাধীন `উচ্চমূল্যের ফল-ফসল চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণ" শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় উল্লেখিত জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

Job Responsibilities

  • সদস্য নির্বাচনের ক্রাইটেরিয়া তৈরি ও অনুমোদন গ্রহণ। নির্বাচিত নার্সারী মালিকদের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নে সদস্য নির্বাচন ও ডেটাবেজে পোস্টিং প্রদান।
  • উচ্চ মূল্যের ফল ও ফসল চাষ প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের মডিউল তৈরিতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ, ডিজাইন উন্নয়নে সহযোগীতা, বই ছাপানো ও সদস্যদের ওরিয়েন্টেশনের মাধ্যমে বিতরণে কার্যকরী ভূমিকা রাখা।
  • সংশ্লিষ্ট নার্সারী মালিকের মাধ্যমে প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ আয়োজনে সহযোগীতা, প্রশিক্ষণের লজিস্টিক যোগান, মাস্টাররোল তৈরি ও প্রশিক্ষণের মূল্যায়নে ভুমিকা রাখা।
  • লিড খামারীদের জন্য কোম্পানি/সংস্থা নির্বাচন, উক্ত কোম্পানির সাথে চুক্তি সম্পাদন, চুক্তি অনুযায়ী লিড খামারীদের প্রশিক্ষণ আয়োজনে সহযোগীতা, প্রশিক্ষণের মূল্যায়ন ও উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
  • গ্লোবাল গ্যাপ অ্যাসুরার ওহ্যাসাপ বিষয়ে সনদ প্রদান করে এমন কোম্পানি নির্বাচন, তাদের সাথে চুক্তি সম্পাদনে সহায়তা দান। তাদের মাধ্যমে মাস্টার ট্রেইনার নির্বাচন, মাস্টার ট্রেইনার উন্নয়নে প্রশিক্ষণ মডিউল তৈরি, মডিউল অনুযায়ী প্রশিক্ষণ আয়োজন।
  • মাস্টার ট্রেইনারের মাধ্যমে লিড খামারীদের গ্লোবালগ্যাপ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন, সদস্যদের গ্লোবালগ্যাপের গুরুত্বপূর্ণ ইনডিকেটর অনুযায়ী প্রদর্শনী খামার মনিটরিং ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
  • প্রতিদিন দৈবচয়নের ভিত্তিতে কমপক্ষে ৫টি খানাপরিদর্শন, প্রকল্পের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ কার্যক্রম মনিটরিং ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
  • সংশ্লিষ্ট ইন্টারভেনশান লজিক বুঝে মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নে তৎপর হওয়া। কর্মকাণ্ড বাস্তবায়নকালে উদ্ভুত সমস্যা চিহ্নিতকরা ও সমাধান খুঁজে বের করা। মাঠের সৃষ্ট সমস্যা ও সম্ভাবনা বিষয়ে টিমে আলোচনা করা।
  • উপরোক্ত কর্মকাণ্ডের ফলে স্থানীয় সার্ভিস প্রভাইডার উন্নয়নের মাধ্যমে উন্নতর ও নতুন সার্ভিস স্থানীয় পর্যায়ে সহজপ্রাপ্যকরণ পূর্বক উচ্চমূল্যের ফলের রোগ প্রতিরোধ ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা।
  • উপ-প্রকল্পের সুপারভাইজার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন তৎপর থাকা।

Employment Status

Full-time

Educational Requirements

  • কৃষি বিষয়ে ডিপ্লোমা।

Experience Requirements

  • At least 3 year(s)

Additional Requirements

  • Age at most 40 years
  • কৃষি বিষয়ক উন্নয়ন প্রকল্পে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • নিজস্ব মোটরসাইকেলসহ বৈধ ড্র্ইাভিং লাইসেন্স থাকতে হবে।
  • কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে।
  • এমএসওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

Job Location

দিনাজপুর (পার্বতীপুর)

Salary

  • বেতন মাসিক ২৫,০০০/- টাকা।

Compensation & Other Benefits

  • প্রকল্পের বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা ( মোবাইল ভাতা, যাতায়াত, উৎসব ভাতা) প্রদান করা হবে।

Job Source

বিডিজবসডটকম


                    Apply Procedure


পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদ পত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (সত্যায়িত), সদ্য তোলা ৩ কপি পিপি সাইজ ছবি, মোবাইল ফোন নম্বর সহ আবেদন পত্র ডেপুটি ডিরেক্টর-এইচআর এন্ড এ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদীবাড়ী, পার্বতীপুর-৫২৫০, দিনাজপুর, বাংলাদেশ বরাবরে সরাসরি/কুরিয়ার/ইমেইল gbkpbt.hra@gmail.com এ আগামী ১৭/০১/২০২২ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

আবেদনকারীদের মধ্য হতে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে নির্বাচনী পরীক্ষায় আহবান করা হবে।
প্রান্তিক জনগোষ্ঠী এবং উপযুক্ত নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে।
এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সহ যে কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করেন।
উল্লেখ্য যে, মোবাইল-এ যোগাযোগ নিরুৎসাহিত করা হচ্ছে।
Application Deadline : 17 Jan 2022

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close