5G সমাচার। মোবাইলের ৫ম পর্ব নিয়ে বিস্তারিত জানতে পোষ্টটি পড়ুন। কৃষিসেবা২৪
মোবাইল সেবা ৫জি সম্পর্কে বিস্তারিত জানুনঃ
শেয়ার করে রাখুন
দেশে প্রথমবারের মত ৫জি সেবা চালু হয়: ১২ই ডিসেম্বর, ২০২১
📎 দেশের যে কয়টি স্থানে পরীক্ষামূলকভাবে ৫জি সেবা চালু হয়: ৬টি।
✔ ঢাকার ভেতর- ৪টি (প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, সচিবালয়, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর) এবং
✔ ঢাকার বাইরে-২টি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, সাভারের জাতীয় স্মৃতিসৌধ)
📎 যে মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে দেশে ৫জি চালু হল:
রাষ্ট্রায়ত্ত অপারেটর 'টেলিটক'
📎 ৫জি সেবায় অবকাঠামোগত সহায়তা প্রদান করছে: ২টি প্রতিষ্ঠান- হুয়াওয়ে (চীন) এবং নোকেয়া (ফিনল্যান্ড)
📎 বাণিজ্যিকভাবে সারাদেশে ৫জি সেবা চালু হবে: ২০২২ সালে।
📎 বিশ্বের প্রথম দেশ হিসেবে ৫জি সেবা চালু হয়: দক্ষিণ কোরিয়ায়। (২০১৯ সালে)
📌মোবাইল ইন্টারনেট সেবা সংক্রান্ত বিবিধ তথ্য
✔ দেশে প্রথমবারের মত ইন্টারনেট সেবা চালু হয়: ১৯৯৬ সালে।
✔ দেশে প্রথমবারের মত ৩জি সেবা চালু হয়: ২০১২ সালে।
✔ দেশে প্রথমবারের মত ৪জি সেবা চালু হয়: ২০১৮ সালে।
👉👉প্রাসঙ্গিক আলোচনাঃ
✔ বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী: মোস্তাফা জব্বার।
✔ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা : সজীব ওয়াজেদ জয়।
✔ টেলিযোগাযোগ সংক্রান্ত সকল কিছু নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান:
BTRC (Bangladesh Telecommunication Regulatory Commission.
No comments