Google Ads

উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১ (পূর্ণাঙ্গ সমাধান)

উপ সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

বাছাই পরীক্ষা ২০২১

সেট ০১ কোডঃ যমুনা

পূর্ণমানঃ ১০০

 

কৃষিসেবা২৪

 

 

 

১.  Select the masculine gender.

ক) Witch 

খ) Mare

গ) hen                  

ঘ) bachelor

সঠিক উত্তরঃ ঘ) bachelor

২. Identify the incorrect sentence.

ক) They are all happy           

খ) He was in hurry

গ) I am in a fix           

ঘ) The loss cannot be made up

সঠিক উত্তরঃ ক) They are all happy

৩.  চারা রোপনের কতদিন পূর্বে হার্ডেনিং করতে হয় ?

ক) ১৫ দিন      

খ) ৩০ দিন

গ) ৪৫ দিন      

ঘ) ৬০ দিন

সঠিক উত্তরঃ ক) ১৫ দিন

 

৪. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃত দেয়া হয়….

ক) ২০১০ সালে           

খ) ২০১৫ সালে

গ) ২০১৭ সালে                        

ঘ) ২০১৮ সালে

সঠিক উত্তরঃ গ) ২০১৭ সালে

৫.  অমর একুশের প্রথম কবিতা কোনটি ?

ক) বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা    

খ) স্মৃতিস্তম্ভ

গ) কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি   

ঘ) একুশে ফেব্রুয়ারী

সঠিক উত্তরঃ গ) কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি

৬.  Find out the correct sentence.

ক) See the word in the dictionary

খ) Open page 50

গ) They have gone for a picnic

ঘ) The man has returned yesterday

সঠিক উত্তরঃ গ) They have gone for a picnic

৭. The man died---- cancer.

ক) from          

খ) off

গ) of               

ঘ) for

সঠিক উত্তরঃ  গ) of

৮. মেসোপটেমিয়ার বর্তমান নাম কি ?

ক) সিরিয়া                   

খ) মরক্কো

ঘ) ইরাক                      

ঘ) লেবানন

সঠিক উত্তরঃ ঘ) ইরাক

৯. ‘ফ্লোরিকালচার’ কি ?

ক) সবজিচাষ সংক্রান্ত                      

খ) ফুলচাষ সংক্রান্ত

গ) ফলচাষ সংক্রান্ত                 

ঘ) শস্যচাষ সংক্রান্ত

সঠিক উত্তরঃ খ) ফুলচাষ সংক্রান্ত

১০. বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত ?

ক) ৬৭৬         

খ) ৭৮০

গ) ৫৭৬          

ঘ) ৭৭৬

সঠিক উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষনা শুনে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর যে সকল ব্যক্তি দেশের জন্য কাজ করেছেন তারাই মুক্তিযোদ্ধা।

মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে সরকার। তন্মধ্যে একটি হলো মুক্তিযুদ্ধকালীন বয়স ১৩ বছর হতে হবে।

মোট খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা (৬৭৬+১) =৬৭৭

 

বীরশ্রেষ্ঠ = ৭ জন, বীর উত্তম (৬৮+১) = ৬৯ (সর্বশেষ= ব্রিগেডিয়ার জামিল উদ্দীন),বীর বিক্রম= ১৭৫, বীর প্রতীক = ৪২৬ (মহিলা=২, নিখোজ= ৫৫ কিন্তু দেবদাস বিশ্বাস ওরফে খোকা বিশ্বাস বীর প্রতীক নামে ঝালকাঠির এক ব্যক্তিকে সনাক্ত করেন বিমল কান্তি দে। তাই বর্তমানে নিখোঁজ সংখ্যা হবে ৫৪)

মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত 68 জন। কিন্তু মোট বীর উত্তম খেতাবপ্রাপ্তের সংখ্যা 69 জন। 2010 সালে 75 এর অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া ব্রিগেডিয়ার জামিলকে বীর উত্তম খেতাব দেয়া হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী ব্রিগেডিয়ার জেনারেল মোজাফ্ফর আহমেদ কে বীর বিক্রম খেতাব দেয়া হয়।

তাই মুক্তিযুদ্ধে 175 জন বীর বিক্রম খেতাব পেলেও মোট বীর বিক্রম খেতাবপ্রাপ্ত 177 জন।পার্বত্য চট্টগ্রামে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর বিক্রম খেতাবপ্রাপ্ত 2 জনসহ মোট বীর বিক্রম খেতাবপ্রাপ্ত 177 জন। তবে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর বিক্রম খেতাবপ্রাপ্ত 175 জন।

 

নারী মুক্তিযোদ্ধা- ২ জন (২ জনই বীরপ্রতীক) (সেতারা বেগম তারামন বিবি)

নারী মুক্তিযোদ্ধা- সেতারা বেগম, তারামন বিবি কাঁকন বিবি

আদিবাসী নারী মুক্তিযোদ্ধা-কাঁকন বিবি,কাঁকন বিবি- খাসিয়া,কাঁকন বিবির আসল নাম- কাকাত হেনইঞ্চিতা, সর্বকনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা-শহীদুল ইসলাম চৌধুরী (মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স-১২ বছর) একমাত্র আদিবাসী/উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা- ইউ কে চিং (বীরবিক্রম) একমাত্র বিদেশি বীরপ্রতীক-ডব্লিউ এস ওডারল্যান্ড(অস্ট্রেলিয়া; জন্ম :নেদারল্যান্ড)ওডারল্যান্ড মারা যান- ১৮ মে ২০০১ সালে!!!

 

১১. বীজ কেনার সময় কোন রং এর ট্যাগ দেখে বুঝা যাবে যে, এটা প্রত্যায়িত বীজ ?
ক) সাদা          

খ) সবুজ

গ) নীল                        

ঘ) হলুদ

সঠিক উত্তরঃ গ) নীল  

১২. পরজীবী পোকা কোনটি ?
ক) বোলতা      

খ) মাজরা

গ) মাকড়সা    

ঘ) তেলাপোকা

সঠিক উত্তরঃ ক) বোলতা

১৩. কোন PH এ আলুর ফলন ভাল হয় ?

ক) ২.৩            

খ) ৪-৪.৫

গ) ৫-৭                       

ঘ) ৮-৯

সঠিক উত্তরঃ গ) ৫-৭  

১৪. কোন গ্রুপের বালাইনাশক সবচেয়ে বেশি নিষিদ্ধ করা হয়েছে ?

ক) আর্গানো কার্বামেট

খ) আর্গানো ফসফরাস

গ) আর্গানো ক্লোরিনেটেড        

ঘ) পাইরিথরমেডস

সঠিক উত্তরঃক) আর্গানো কার্বামেট

১৫. Which of the following phrases is correct?

ক) Buy the buy          

খ) bye the by

গ) by the by               

ঘ) bye the bye

সঠিক উত্তরঃ ঘ) bye the bye

১৬. ধানজাতীয় ফসলের প্রধান ক্ষতিকারক আগাছা কোনটি ?
ক) দূর্বা                        

খ) মুথা

গ) চাপড়া        

ঘ) শ্যামা

সঠিক উত্তরঃ ঘ) শ্যামা

১৭. কোন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন ?

ক) হেনরি কিসিঞ্জার    

খ) প্যাত্রিস লুমুম্বা

গ) সালভাদর আলেন্দে            

ঘ) উইনস্টন চার্চিল

সঠিক উত্তরঃ ঘ) উইনস্টন চার্চিল

১৮. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি তৈরী হয় ?
ক) আমিষ       

খ) শর্করা

গ) ভিটামিন     

ঘ) এনজাইম

সঠিক উত্তরঃ খ) শর্করা

১৯. মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয় কোনটি ?

ক) পায়ের আওয়াজ পাওয়া

খ) এই দেশে এই বেশে

গ) ঘুম নেই

ঘ) নুরলদীনের সারাজীবন

সঠিক উত্তরঃ ঘ) নুরলদীনের সারাজীবন

২০. রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরষ্কার পেয়েছেন ?

ক) ১৯১১         

খ) ১৯১২

গ) ১৯১৩         

ঘ) ১৯১৪

সঠিক উত্তরঃ গ) ১৯১৩

২১. কোন দেশকে নিশীত সূর্যের দেশ বলা হয় ?
ক) নরওয়ে      

খ) জাপান

ঘ) নিউজিল্যান্ড           

ঘ) রাশিয়া

সঠিক উত্তরঃ ক) নরওয়ে

২২. The adjective form of the word ‘sun’ is---

ক) moral        

খ) lunar

গ) solar          

ঘ) colar

সঠিক উত্তরঃ গ) solar

২৩. Select plural number.

ক) Index        

খ) mice

গ) medium    

ঘ) scenery

সঠিক উত্তরঃ খ) mice

২৪. আলুর ধ্বসা রোগ কিসের জন্য দায়ী ?

ক) ছত্রাক        

খ) ব্যাকটেরিয়া

গ) ভাইরাস      

) নেমাটোড

সঠিক উত্তরঃ ক) ছত্রাক

২৫. The opposite word of pleasure is---

ক) merriment            

খ) pain

গ) happiness

ঘ) hypocrisy

সঠিক উত্তরঃ খ) pain

২৬. কবর নাটকের রচয়ীতা কে ?

ক) মুনীর চৌধুরী          

খ) জসীম উদ্দীন

গ) আল মাহমুদ           

ঘ) আনিস চৌধুরী

সঠিক উত্তরঃ ক) মুনীর চৌধুরী

২৭. ‘মাইটস’ কত শতাংশ আপেক্ষিক আর্দ্রতার নীচে বাঁচে না ?

ক) ৬০            

খ) ৭০

গ) ৫০

ঘ) ৮০

সঠিক উত্তরঃ ক) ৬০

২৮. দানাজাতীয় শস্য সংরক্ষণের জন্য নিরাপদ জলীয় অংশ কত শতাংশ ?
ক) ৩০            

খ) ২৫

গ) ১৩

ঘ) ৫

সঠিক উত্তরঃ গ) ১৩

২৯. কৃষিবিদদের মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণী প্রদান করেন –

ক) শেরেবাংলা একে ফজলুল হক

খ) তাজউদ্দীন আহমদ

গ) এম মনসুর আলী

ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সঠিক উত্তরঃ ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩০. ‘কান ভারী করা’ বাগধারাটির সঠিক অর্থ—

ক) কানে প্রলেপ দেওয়া

খ) কুপরামর্শ দেওয়া

গ) কানে কম শোনা

ঘ) কানে ওজনদার গহনা পরা

সঠিক উত্তরঃ খ) কুপরামর্শ দেওয়া

৩১. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?

ক) গাজীপুরের জয়দেবপুরে

খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

গ) চট্রগ্রামের বিপ্লব উদ্যানে

ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

সঠিক উত্তরঃ ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

৩২. ‘ইরাটম’ কি ?

ক) উন্নত জাতের ধান

খ) উন্নত জাতের পাট

গ) উন্নত জাতের চা

ঘ) উন্নত জাতের আলু

সঠিক উত্তরঃ  ক) উন্নত জাতের ধান

৩৩. SAARC এর সদর দপ্তর কোথায় ?

ক) ঢাকা

খ) দিল্লী

গ) ইসলামাবাদ

ঘ) কাঠমুন্ডু

সঠিক উত্তরঃ ঘ) কাঠমুন্ডু

৩৪. ‘দশাসই’ শব্দের অর্থ কি ?
ক) লিকলিকে

খ) লম্বা-চওড়া

গ) মন্দভাগা

ঘ) মোটাসোটা

সঠিক উত্তরঃ খ) লম্বা-চওড়া

৩৫. হুমায়ন আহমেদের ‘জ্যোছনা ও জননীর গল্প উপন্যাস কি বিষয়ে রচিত ?
ক) মুক্তিযুদ্ধ

খ) দেশভাগ

গ) গণঅভ্যুথ্যান

ঘ) ভাষা আন্দলোন

সঠিক উত্তরঃ ক) মুক্তিযুদ্ধ

৩৬. কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয় ?

ক) মাউস

খ) পেনড্রাইভ

গ) ও এম আর

ঘ) মাইক্রোফোন

সঠিক উত্তরঃ খ) পেনড্রাইভ

৩৭. হাঁস মুরগীর ঘর কোন মুখী হলে ভাল ?

ক) পূর্বমুখী

খ) পশ্চিমুখী

গ) উত্তরমুখী

ঘ) দক্ষিণমুখী

সঠিক উত্তরঃ ঘ) দক্ষিণমুখী

৩৮. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি ?

ক) ময়মনসিংহ

খ) মেহেরপুর

গ) যশোর

ঘ) নওগাঁ

সঠিক উত্তরঃ গ) যশোর

৩৯. Mr. Robin is--- humorist.

ক) a

খ) an

গ) the

ঘ) no artcle

সঠিক উত্তরঃ খ) an

৪০. মাটির নমুনা পরীক্ষা করার জন্য কোন স্তর থেকে নমুনা সংগ্রহ করতে হয় ?

ক) জমির মাঝখান থেকে

খ) কর্ষণ তল থেকে

গ) কর্ষণ স্তর থেকে

ঘ) আঁইল থেকে

সঠিক উত্তরঃ গ) কর্ষণ স্তর থেকে

৪১. সরিষা ফসলের প্রধান ক্ষতিকারক পোকা কোনটি ?

ক) বিশা পোকা

খ) মাজরা পোকা

গ) লাল মাকড়

ঘ) জাব পোকা

সঠিক উত্তরঃ ঘ) জাব পোকা

৪২. বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি ?

ক) নির্বাসিতা

খ) অক্টোপাস

গ) রায়নন্দিনী

ঘ) পদ্মরাগ

সঠিক উত্তরঃ ঘ) পদ্মরাগ

৪৩. পৃথিবীতে প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে ?

ক) যুক্তরাষ্ট্র

খ) ভারত

গ) চীন

ঘ) জাপান

সঠিক উত্তরঃ ক) যুক্তরাষ্ট্র

৪৪. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই ?
ক) শনি

খ) বৃহষ্পতি

গ) শুক্র

ঘ) বুধ

সঠিক উত্তরঃ  বুধ শুক্র গ্রহের

৪৫. খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি কিসের সাথে সম্পর্কযুক্ত ?
ক) কৃষি অর্থনীতি

খ) কৃষি উন্নয়ন

গ) কৃষি অবকাঠামো

ঘ) কৃষি ব্যবস্থাপনা

সঠিক উত্তরঃ গ) কৃষি অবকাঠামো

৪৬. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী সময়ে কোন সালে প্রথম দেশে প্রত্যাবর্তন করেন ?

ক) ১৯৮০

খ) ১৯৮১

গ) ১৯৮২

ঘ) ১৯৮৩

সঠিক উত্তরঃ খ) ১৯৮১

৪৭. ব্ল্যাকবেঙ্গল কিসের জাত ?

ক) গরু

খ) হাঁস

গ) মুরগী

ঘ) ছাগল

সঠিক উত্তরঃ ঘ) ছাগল
৪৮. জীবের বেঁচে থাকার জন্য কোনটি অত্যাবশ্যক নয় ?
ক) পানি

খ) খাবার

গ) মাটি

ঘ) অক্সিজেন

সঠিক উত্তরঃ  গ) মাটি

৪৯. ‘Walk-out’ শব্দের বাংলা পরিভাষা---

ক) সভা-বর্জন

খ) নিয়মিত হাটা

গ) হরতাল

ঘ) কর্ম-পরিকল্পনা

সঠিক উত্তরঃ ক) সভা-বর্জন

৫০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ – গানটির সুরকার কে ?
ক) আবদুল গাফফার চৌধুরী

খ) আলতাফ মাহমুদ

গ) সুবল দাস

ঘ) আলাউদ্দীণ আলী

সঠিক উত্তরঃ খ) আলতাফ মাহমুদ

৫১. নিচের কোনটি ওষুধী গাছ ?
ক) পাট

খ) ধনিয়া

গ) অর্জুন

ঘ) তুলা

সঠিক উত্তরঃ গ) অর্জুন
৫২. The bok ‘Halmet’ is a--- .

ক) novel

খ) drama

গ) collection of stories

ঘ) collection of poems

সঠিক উত্তরঃ

৫৩. প্রধান বীজ উৎপাদনকারী সরকারী প্রতিষ্ঠান কোনটি ?
ক) BARI

খ) BRRI

গ) BADC

ঘ) BINA

সঠিক উত্তরঃ  গ) BADC

কোন প্রশ্ন ভুল মনে হলে কমেন্টে জানানোর জন্য অনুরোধ করা হলো ।

৫৪. The doctor who treats heart patients is called a/an----

ক) urologist

খ) cardiologist

গ) pathologist

ঘ) neurologist

সঠিক উত্তরঃ খ) cardiologist

৫৫. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশী কোন দেশের সাথে ?

ক) চীন

খ) ভারত

গ) যুক্তরাষ্ট্র

ঘ) জার্মানী

সঠিক উত্তরঃ ক) চীন

৫৬. To join two words are use—

ক) colon

খ) semicolon

গ) dash

ঘ) hyphen

সঠিক উত্তরঃ ঘ) hyphen

৫৭. বাণিজ্যিক খামার স্থাপনে ন্যূনতম কয়টি গাভী প্রয়োজন ?

ক) ২টি

খ) ৩টি

গ) ৫টি

ঘ) ৭টি

সঠিক উত্তরঃ গ) ৫টি

৫৮. বাংলাদেশে কৃষি দিবস কোনটি ?
ক) পহেলা অগ্রহায়ণ

খ) পহেলা কার্তিক

গ) পহেলা আষাঢ়

ঘ) পহেলা পৌষ

সঠিক উত্তরঃ ক) পহেলা অগ্রহায়ণ

৫৯. বাক প্রত্যঙ্গের মাধ্যমে উচ্চারিত আওয়াজকে বলা হয়—

ক) ধ্বনি

খ) শব্দ

গ) বর্ণ

ঘ) ধাতু

সঠিক উত্তরঃ ক) ধ্বনি

৬০. পাটের জিন রহস্য আবিষ্কারক বিজ্ঞানী কে ?

ক) আধ্যাপক আব্দুস সালাম

খ) ড. মোঃ সিদ্দিকুল্লাহ

গ) কুদরত-ই-খোদা

ঘ) ড. মাকসুদুল আলম

সঠিক উত্তরঃ ঘ) ড. মাকসুদুল আলম

৬১. Students have free—to the teachers

ক) excess

খ) access

গ) axcess

ঘ) axces

সঠিক উত্তরঃ খ) access

৬২. Select the word right spelling.

ক) newtral

খ) neutral

গ) neutrel

ঘ) newtrel

সঠিক উত্তরঃ খ) neutral

৬৩. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কোন উইংটি মাঠ পর্যন্ত তত্ত্বাবধান করে থাকে ?
ক) ফিল্ড সার্পোট সার্ভিস উইং

খ) সরেজমিন উইং

গ) সংগোনিরোধ উইং

ঘ) প্রশাসনিক উইং

সঠিক উত্তরঃ খ) সরেজমিন উইং

৬৪. বাংলা ভাষায় সনেটের জনক কে ?
ক) জন মিল্টন

খ) উইলিয়াম শেক্সপিয়ার

গ) ফ্লান্সিসকো পেত্রার্কা

ঘ) মাইকেল মধুদুদন দত্ত

সঠিক উত্তরঃ ঘ) মাইকেল মধুদুদন দত্ত

৬৫. বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে কোন নদীটি ?
ক) কর্ণফুলী

খ) কুশিয়ারা

গ) হালদা

ঘ) যমুনা

সঠিক উত্তরঃ গ) হালদা
৬৬. কোন ফসলটি এসিডিক PH পছন্দ করে ?
ক) ধান

খ) তুলা

গ) চা

ঘ) তামাক

সঠিক উত্তরঃ গ) চা


৬৭. বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের দাবি প্রথম কে উত্থাপন করেন ?
ক) অলি আহাদ

খ) শ্রী মনোরঞ্জন ধর

গ) ধীরেন্দ্রনাথ দত্ত

ঘ) শামসুল আলম

সঠিক উত্তরঃ গ) ধীরেন্দ্রনাথ দত্ত

৬৮. ‘জল’ শব্দের সমার্থক শব্দ—

ক) বারিধি

খ) অর্ণব

গ) উদক

ঘ) জলেশ

সঠিক উত্তরঃ গ) উদক

৬৯. সাইলেজ তৈরীর সময় গাছের শুষ্ক পদার্থের পরিমাণ কত ?

ক) ১০-১৫%

খ) ৩০-৩৫%

গ) ২০-২৫%

ঘ) ৪০-৪৫%

সঠিক উত্তরঃ খ) ৩০-৩৫%

৭০. আধুনিক বাংলা কবিতায় ‘ভোরের পাখি’ কে ?

ক) কায়কোবাদ

খ) ফররুখ আহমদ

গ) বিহারীলাল চক্রবর্তী

ঘ) জীবনানন্দ দাশ

সঠিক উত্তরঃ গ) বিহারীলাল চক্রবর্তী

৭১. বাংলাদেশের ‘শ্বেতস্বর্ণ’ বলা হয় কোনটিকে ?

ক) ইলিশ মাছ

খ) চিংড়ি মাছ

গ) পাট

ঘ) ধান

সঠিক উত্তরঃ খ) চিংড়ি মাছ

৭২. কপিসিং করা হয় কোন বৃক্ষে ?

ক) জারুল

খ) গরান

গ) গর্জন

ঘ) শাল

সঠিক উত্তরঃ ঘ) শাল

৭৩. ‘হাড়িভাঙ্গা’ কিসের জাত ?

ক) কলা

খ) আম

গ) পেঁপে

ঘ) লিচু

সঠিক উত্তরঃ খ) আম

৭৪. I got the work— by him

ক) have done

খ) done

গ) do

ঘ) to be done

সঠিক উত্তরঃ খ) done

৭৫. বাংলাদেশের একমাত্র প্রধান বহু শস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কি ?

ক) BRRI

খ) BINA

গ) BJRI

ঘ) BARI

সঠিক উত্তরঃ ঘ) BARI

৭৬. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ?

ক) চিলেকোঠার সেপাই

খ) সূর্য সবুজ রক্ত

গ) হাজার বছর ধরে

ঘ) জাহান্নাম হইতে বিদায়

সঠিক উত্তরঃ ঘ) জাহান্নাম হইতে বিদায়

৭৭. Who of the following is a poet ?

ক) John Keats

খ) John Locks

গ) Charles Dickens

ঘ) Mary Shelly

সঠিক উত্তরঃ ক) John Keats

৭৮. মাটির বায়ু কোন স্তরে অবস্থান করে ?

ক) মাটির কণার ফাঁকে

খ) মাটির কণার চারপাশে

গ) জৈব পদার্থের মধ্যে

ঘ) মাটিতে মিশ্রিত অবস্থায়

সঠিক উত্তরঃ ক) মাটির কণার ফাঁকে

 

৭৯. ইনকিউবেটরের সাহায্যে যে ঘরে বাচ্চা ফোটানো হয় সেই ঘরের নাম কি ?


ক) ব্রুডার ঘর

খ) হ্যাচারী ঘর

গ) ব্রয়লার ঘর

ঘ) গ্রোয়ার ঘর

সঠিক উত্তরঃ খ) হ্যাচারী ঘর

৮০. ‘বোর্দো মিক্সার’ কিসের মিশ্রণ ?
ক) চুন ও তুঁত

খ) চুন ও গন্ধক

গ) চুন ও চিনি

ঘ) লবন ও পানি

সঠিক উত্তরঃ ক) চুন ও তুঁত

 

৮১. ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।‘ এ চরণটি কে লিখেছেন ?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) চন্ডীদাস

গ) শহীদ কাদরী

ঘ) কাজী নজরুল ইসলাম

সঠিক উত্তরঃ ঘ) কাজী নজরুল ইসলাম

৮২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘৬ দফা’ কোথায় ঘোষণা করেন ?

ক) ঢাকা

খ) চট্রগ্রাম

গ) লাহোর

ঘ) কোলকাতা

সঠিক উত্তরঃ গ) লাহোর

৮৩. ‘চর্যাপদ’ কোন যুগের কাব্য ?

ক) প্রাচীন যুগ

খ) মধ্যযুগ

গ) অন্ধকার যুগ

ঘ) আধুনিক যুগ

সঠিক উত্তরঃ ক) প্রাচীন যুগ

৮৪. রেশম কীটের দেহ নিঃসৃত আঁশ হতে কোন ধরনের কাপড় তৈরী করা হয় ?
ক) সুতি

খ) শিফন

গ) রেশমি

ঘ) ভেলভেট

সঠিক উত্তরঃ গ) রেশমি

৮৫. নিচের কোনটি ম্যাক্রোমৌল ?

ক) নাইট্রোজেন

খ) বোরন

গ) আর্সেনিক

ঘ) মারকারি

সঠিক উত্তরঃ ক) নাইট্রোজেন

৮৬. The passive form of the sentence ‘The boy laughed at the lame man’ is—

ক) The lame man was laughed by the boy

খ) The lame man was laughed at by the boy

গ) The lame man was being laughed by the boy

ঘ) The lame man was being laughed at by the boy

সঠিক উত্তরঃ খ) The lame man was laughed at by the boy

৮৭. গাছের শিকড় কেটে ফেলার প্রক্রিয়াটিকে কি বলে ?

ক) রুট ট্রেনিং

খ) রুট হার্ডেনিং

গ) রুট প্রফিং

ঘ) রুট প্রুনিং

সঠিক উত্তরঃ রুট প্রুনিং

৮৮. The hademaster was angry—the students.

ক) for

খ) at

গ) with

ঘ) by

সঠিক উত্তরঃ গ) with

৮৯. It is 10 o’clock— my watch.

ক) by

খ) in

গ) at

ঘ) of

সঠিক উত্তরঃ ক) by

৯০. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ কোনটি ?

ক) ইরান

খ) ইরাক

গ) মিসর

ঘ) সিরিয়া

সঠিক উত্তরঃ খ) ইরাক

৯১. দুধ পাস্তরিকরণে কত ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় উত্তপ্ত করতে হয় ?
ক) ১৪০

খ) ১৫০

গ) ১৪৫

ঘ) ১৫৫

সঠিক উত্তরঃ গ) ১৪৫

৯২. কোন বানানটি অশুদ্ধ ?

ক) প্রাঙ্গণ

খ) সান্তনা

গ) শ্রীমতী

ঘ) আশিস

সঠিক উত্তরঃ ঘ) আশিস

৯৩. The synonym for the word ‘tender’ is—

ক) strong

খ) robust

গ) soft

ঘ) hard

সঠিক উত্তরঃ গ) soft

৯৪. বাংলা গদ্যের জনক কে ?

ক) বঙ্কিম চন্দ্র চট্রোপ্যাধ্যায়

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ) উইলিয়াম কেরি

ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

সঠিক উত্তরঃ খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৯৫. পটাশিয়ামবাহী সার কোনটি ?

ক) ইউরিয়া

খ) টিএসপি

গ) ডিএপি

ঘ) মিউরিয়েট অব পটাশ

সঠিক উত্তরঃ ঘ) মিউরিয়েট অব পটাশ

৯৬. উদ্ভিদের কোন উপাদানগুলোকে প্রাথমিক পুষ্টি উপাদান বলে ?

ক) N, P,K

খ) C, H, O

গ) Ca, Mo, S

ঘ) As, Hg, Si

সঠিক উত্তরঃ ক) N, P,K

৯৭. কয়টি একক ফসলের উন্নয়ন সংস্থাকে একত্রিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঠিত হয় ?

ক) চারটি

খ) পাঁচটি

গ) ছয়টি

ঘ) আটটি

সঠিক উত্তরঃ গ) ছয়টি

৯৮. ‘পেঁপে’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে ?

ক) ফরাসি

খ) ওলন্দাজ

গ) পোর্তুগিজ

ঘ) ফারসি

সঠিক উত্তরঃ গ) পোর্তুগিজ

৯৯. দুই পাহাড়ের মাঝখানের তুলনামূলক সমতল ভূমিকে বলা হয় ?

ক) চুড়া

খ) গিরিঙ্গম

গ) পর্বতশৃঙ্গ

ঘ) উপত্যকা

সঠিক উত্তরঃ ঘ) উপত্যকা

১০০. বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ?

ক) নিউইয়র্ক

খ) ওয়াশিংটন

গ) লন্ডন

ঘ) কোলকাতা

সঠিক উত্তরঃ ঘ) কোলকাতা

 

কোন প্রশ্ন ভুল মনে হলে কমেন্টে জানাতে ভুলবেন না ।

পেজটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

আপনার মতামত জানাবেন ।

 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close