পিএসসি'র আলোকে উপ সহকারী কৃষি কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার প্রশ্নাবলী। পর্ব-০২। কৃষিসেবা২৪
পিএসসি'র আলোকে উপ সহকারী কৃষি কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার প্রশ্নাবলী। পর্ব-০২। কৃষিসেবা২৪
পর্ব -০৩ পেতে কৃষিসেবা২৪ এ নিয়মিত চোখ রাখুন।
কৃষিসেবা২৪ |
#psc #saao #ntrca #written
ক) আবহাওয়া ও জলবায়ু কাকে বলে?
(খ) আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিখুন।
উত্তর :
আবহাওয়াঃ
কোনো স্থানের স্বল্প সময়ের অর্থাৎ ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে।
জলবায়ুঃ
কোনো স্থানের ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়া অর্থাৎ বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড়কে জলবায়ু বলা হয়।
আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য নিন্মে উল্লেখ করা হলোঃ
আবহাওয়াঃ
১। কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাই আবহাওয়া।
২। আবহাওয়া হলো বায়ুমণ্ডলের নিম্নস্তরের দৈনন্দিন অবস্থা।
৩। স্থানভেদে আবহাওয়া সহজেই পরিবর্তিত হয়।
৪। কোনো স্থানের আবহাওয়া প্রতিদিন, এমনকি প্রতি ঘণ্টায় পরিবর্তিত হয়।
৫। আবহাওয়া কোনো জায়গার স্বল্প সময়ের অবস্থাকে প্রকাশ করে।
জলবায়ুঃ
১। জলবায়ু হলো কোনো বিস্তৃত অঞ্চলের কমপক্ষে ৩০-৫০ বছরের আবহাওয়ার গড় অবস্থা।
২। জলবায়ু হলো বায়ুমণ্ডলের নিম্নস্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা।
৩। জলবায়ুর পরিবর্তন হয় স্থানভেদে ও ঋতুভেদে।
৪। প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু পরিবর্তিত হয় না।
৫। জলবায়ু হলো বিভিন্ন আবহাওয়ার সমন্বয়।
পোষ্টটি কপি না করে শেয়ার করে আপনার বন্ধুকে জানার সুযোগ করে দিন। ভুল মনে হলে জানাবেন।
কিভাবে ভাল করা যায় মতামত দিবেন।
পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য জানতে কৃষিসেবা২৪ লিখে গুগলে সার্চ দিয়ে নিয়মিত আপনার প্রয়োজনীয় পড়াশুনার বিষয়াবলী দেখুন।
No comments