Google Ads

বাংলাদেশের বিল , নদ-নদী, হাওড় জলপ্রপাত থেকে গুরুত্বপূর্ণ প্রশাবলী। কৃষিসেবা২৪

বাংলাদেশের বিল , নদ-নদী,  হাওড় জলপ্রপাত থেকে গুরুত্বপূর্ণ প্রশাবলী।  কৃষিসেবা২৪

কৃষিসেবা২৪
কৃষিসেবা২৪


বাংলাদেশের বিলঃ

১। চলনবিল- পাবনা ও নাটোর।

২। তামাবিল- সিলেট 

৩। ভবদহ বিল- যশোর 

৪। বগা বিল- বান্দরবান 

৫। বিল ডাকাতিয়া- খুলনা

৬। বাইক্কা বিল- মৌলভীবাজার 

৭। আড়িয়ল বিল- মুন্সিগঞ্জ

বিঃদ্রঃ চলনবিল বাংলাদেশের বৃহত্তম বিল। চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী। বিল ডাকাতিয়াকে 'পশ্চিমা বাহিনীর নদী' বলা হয়।


বাংলাদেশের হাওড়ঃ

১। হাকালুকি হাওর - মৌলভীবাজার ও সিলেট। (বাংলাদেশের বৃহত্তম হাওর)

২। হাইল হাওর-মোলভীবাজার ট্রিকঃ হা হা মৌলভী

৩। টাঙ্গুয়ার হাওর- সুনামগঞ্জ

৪। বুরবুক হাওর - জৈন্তাপুর, সিলেট (বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর) 

৫। প্রান্তিক হ্রদ - খাগড়াছড়ি 

৬। ডিঙ্গিপোতা হাওর- নেত্রকোনা


বাংলাদেশের জলপ্রপাতঃ

১। মাধবকুণ্ড জলপ্রপাত- বড়লেখা, মৌলভীবাজার 

২। শৈলপ্রপাত - বান্দরবান 

৩। শুভলং ঝর্ণা - রাঙ্গামাটি 

৪। শীতল পানির ঝর্ণা - হিমছড়ি, কক্সবাজার 

৫। উষ্ণ পানির ঝর্ণা - সীতাকুণ্ড, চট্টগ্রাম

বাংলাদেশের নদ-নদীঃ

১। বাংলাদেশের দীর্ঘতম নদী- মেঘনা

২। বাংলাদেশের প্রশস্ততম নদী- মেঘনা

৩। বাংলাদেশের সবচেয়ে বড় নদী- মেঘনা

৪। বাংলাদেশের বৃহত্তম নদী - মেঘনা

৫। বাংলাদেশের গভীরতম নদী- মেঘনা

৬। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী- মেঘনা

৭। বাংলাদেশের যে নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়- মেঘনা

৮। বাংলাদেশের ক্ষুদ্রতম নদী- গোবরা নদী(৪ কিমি)

৯। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী- কর্ণফুলী 

১০। পৃথিবীর দীর্ঘতম নদী- নীলনদ( Longest)+১১ টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত 

১১। পৃথিবীর বৃহত্তম নদী- আমাজান(largest)

১২। পৃথিবীর ৩য় বৃহত্তম নদী- মেঘনা

১৩। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা -৫৮টি

১৪। ভারত-বাংলাদেশ অভিন্ন নদী- ৫৫টি

১৫। মিয়ানমার-বাংলাদেশ অভিন্ন নদী- ৩টি(সাঙ্গু, মাতামুহুরি ও নাফ)

১৬। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী -১টি (কুলিখ)

১৭। বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে - ৩টি নদী ( আত্রাই, পুনর্ভবা ও ট্যাঙ্গন)--->আহ পুত্র ঠেঙ্গাই 

১৮। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর জেলায় অবস্থিত। 

১৯। নাফ নদীর দৈর্ঘ্য - ৫৬কি.মি.

২০। পদ্মা নদী (ভারতে এর নাম গঙ্গা) বাংলাদেশের যে জেলার তীরঘেঁষে প্রবেশ করেছে - কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্ত দিয়ে। 

২১। বাংলাদেশের পদ্মা নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে। 

২২। ভারত ফারাক্কা বাঁধ চালু করে - ১৯৭৫সালে

২৩। ৩০বছর মেয়াদী গঙ্গার পানি-বণ্টন চুক্তি ভারতের নয়াদিল্লিতে স্বাক্ষরিত হয় - ১২ডিসেম্বর, ১৯৯৬।
২৪। ব্রহ্মপুত্র একটি আন্তর্জাতিক নদী। এটি কুড়িগ্রাম জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ----->কুপুত্র

২৫। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে - ব্রহ্মপুত্র নদ (চীন, ভারত ও বাংলাদেশ) 

২৬। বাংলাদেশের যে নদীতে সবচেয়ে বেশি চর রয়েছে - যমুনা নদী

২৭। মেঘনা যে জেলার ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে - সিলেট

২৮। উৎপত্তিস্থলে মেঘনার নাম-বরাক নদী

২৯। তিস্তা নীলফামারীর ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 

৩০। পদ্মার পূর্বনাম - কীর্তিনাশা 

৩১। যমুনার পূর্বনাম - জোনাই নদী

৩২। ব্রহ্মপুত্রের পূর্বনাম - লৌহিত্য

৩৩। বুড়িগঙ্গা নদীর পূর্বনাম - দোলাই নদী/খাল(ইসলাম খাঁ)

৩৪। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১৮কি.মি. (মতান্তরে ১৬.৫০কি.মি.) দূরে অবস্থিত।

৩৫। টিপাইমুখ বাঁধ ভারতের মনিপুর রাজ্যে অবস্থিত। 

৩৬। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ

৩৭। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা

৩৮। যে নদীতে জোয়ার-ভাটা হয় না- গোমতী

৩৯। এশিয়ার সর্ববৃহৎ 'প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র' - হালদা নদী

৪০। বাংলাদেশের সবচেয়ে দূষিত নদী- বুড়িগঙ্গা 

৪১। বাংলাদেশের যে নদীর তীর ঘেষে সবচেয়ে বেশি শিল্প কল-কারখানা রয়েছে - শীতলক্ষ্যা। 

৪২। রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পদ্মা নদীর তীরে অবস্থিত।

৪৩। পদ্মা ও যমুনা রাজবাড়ীর 'গোয়ালন্দ ' নামক স্থানে মিলিত হয়েছে। 

৪৪। পদ্মা ও মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে। 

৪৫। তিস্তা ও ব্রহ্মপুত্রের মিলনস্থল - চিলমারী, কুড়িগ্রাম 

৪৬। 'বাঙালি ' নামের নদীটি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত 


কোন তথ্য ভুল মনে হলে কমেন্টে জানাবেন। ভাল লাগলে পোষ্টটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close