Google Ads

সাধারণ জ্ঞানঃ বাছাইকৃত গুরুত্বপূর্ণ ৬০টি প্রশ্ন-উত্তর, এখান থেকে যেকোন চাকুরীর প্ররীক্ষায় প্রায় কমন আসে। কৃষিসেবা২৪

সাধারণ জ্ঞানঃ বাছাইকৃত গুরুত্বপূর্ণ ৬০টি প্রশ্ন-উত্তর, এখান থেকে যেকোন চাকুরীর প্ররীক্ষায় প্রায় কমন আসে। কৃষিসেবা২৪ 


কৃষিসেবা২৪




১/ সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে কত বার - - ১৭ বার।

২/ সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন - - ১০০০ সালে।

৩/ সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন - - মহাকবি ফেরদৌসি।

৪/ আল বিরুনী নামকরা দার্শনিক ও জ্যোতির্বিদ হিসাবে কর্মরত ছিলেন -- সুলতান মাহমুদের।

৫/ ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজী নদীয়া আক্রমন করে -- ১২০৪ খ্রিঃ।

৬/ বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় -- ত্রয়োদশ শতকে।

৭/ সুলতান মাহমুদ ছিলেন -- গজনীর অধিপতি।

৮/ সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমণ করেন - - ধনসম্পদ লুট করার জন্য।

৯/ মুহম্মদ ঘুরী ও পৃথ্বীরাজের মধ্যে অনুষ্ঠিত হয় -- তরাইনের প্রথম যুদ্ধ।

১০/ দিল্লীর সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী -- সুলতানা রাজিয়া।

১১/ পরিব্রাজক ইবনে বতুতা যার সময়ে দিল্লীতে আসেন-- মুহাম্মদ বিন তুঘলক।

১২/ ইবনে বতুতা যে দেশের অধিবাসী ছিলেন - - উত্তর আফ্রিকার মরক্কো।

১৩/ পূর্বে বলঘকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিতি ছিল - - বাংলা।

১৪/ ইবনে বতুতা কেন বাংলাদেশকে ধনসম্পদপূর্ণ নরক বা দোযখপুর নিয়ামত বলেন - - সম্পদের প্রাচুর্য ও প্রতিকূল আবহাওয়ার জন্য।

১৫/ বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় ইবনে বতুতার যে গ্রন্থে - - কিতাবুল রেহালা

১৬/ দিল্লী হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন - - মুহম্মদ বিন তুঘলক।

১৭/ ভারতে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিস্তার করেন -- মুহাম্মদ ঘুরী।

১৮/ ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা -- কুতুবউদ্দিন আইবেক।

১৯/ কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরন করেন -- ১২১০ সালে।

২০/ কোন সুলতান সুলতানই আজম খেতাবে ভুষিত হন -- সুলতান ইলতুৎমিশ।

২১/ দিল্লীর কুতুব মিনার নির্মান করেন - - সুলতান কুতুবউদ্দিন-এর সময় নির্মান শুরু এবং ইলতুৎমিশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সমাপ্ত।

২২/ মুহম্মদ বিন তুঘলক (উলুখ খান) দিল্লীর সিংহাসনে আসীন হন -- ১৩২৫ সালে।

২৩/ ইব্রাহীম লোদী সিংহাসনে আরোহন করেন -- ১৫১৭ সালে।

২৪/ পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় -- ১৫২৬ সালে, ইব্রাহিম লোদী ও সম্রাট বাবরের মধ্যে।

২৫/ শাহ-ই- বাঙালা উপাধিতে ভুষিত করা হয় -- সমগ্র বাংলার ১ম সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ।

২৬/ বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন -- আলাউদ্দিন হোসেন শাহ।

২৭/ নাসিরউদ্দিন মাহমুদ বাংলার সিংহাসনে বসেন -- ১৪৪২ সালে।

২৮/ জালাল উদ্দিন মুহম্মদ নাম ধারন করে বাংলার সিংহাসনে আরোহণ করেন -- রাজা গণেশের ছেলে যদু সেন।

২৯/ যার পৃষ্ঠপোষকতায় বাংলায় মহাভারত রচিত হয় -- পরাগল খান ও ছুটি খান।

৩০/ যে মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন -- ইলিয়াস শাহ।

৩১/ মালদহের বড় পান্ডু্রয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মান করেন -- সিকান্দার শাহ।

৩২/ গৌড়ের কদম রসুল ও বড় সোনা মসজিদ কে নির্মান করেন -- নসরত শাহ।

৩৩/ উত্তর আফ্রিকার পর্যটক ইবনে বতুতা পূর্ব বাংলায় কার সময়ে এসেছিলেন -- মুহম্মদ বিন তুঘলকের।

৩৪/ যার শাসনামলে পীর খান জাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হন -- নাসিরুদ্দীন মুহাম্মদ শাহ।

৩৫/ বাংলার যে শাসনকর্তার সময় হযরত শাহজালাল (রাঃ) ধর্ম প্রচারে বাংলায় আসেন -- সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ।

৩৬/ যে সম্রাট অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমন করেন -- বখতিয়ার খলজি।

৩৭/ বখতিয়ার খলজি যে স্থানে মৃত্যুবরন করেন -- দেবকোটে।

৩৮/ বখতিয়ার খলজি বাংলাদেশ জয় করেন -- ১৭ জন সৈন্য নিয়ে ।

৩৯/ আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল -- একডালা।

৪০/ সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত -- রৌপ্য মুদ্রা।


বাংলাদেশ বিষয়াবলীঃ

১. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
উত্তর : যশোর।

২. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী কোনটি?
উত্তর : সিলেট।

৩. প্রশ্ন : বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
উত্তর : কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন (১৯৭২)।

৪. প্রশ্ন : বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কবে?
উত্তর : ১৯৭৪ সালে।
৫. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কী?
উত্তর : জীবন তরী।

৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম টেস্টটিউব শিশুর মা কে?
উত্তর : ফিরোজা বেগম।

৭. প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি কে?
উত্তর : ড. মুহম্মদ ইউনুস।

৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর : শেখ মুজিবুর রহমান।

৯. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর : তাজউদ্দিন আহমেদ।

১০. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর : বেগম খালেদা জিয়া।

১১. প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক কে?
উত্তর : ড. সুফিয়া কামাল।

১২. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
উত্তর : এ এস এম সায়েম।

১৩. প্রশ্ন : বাংলাদেশের প্রথম গর্ভনর কে?
উত্তর : এ এন এম হামিদুল্লাহ।

১৪. প্রশ্ন : বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ৭ মার্চ ১৯৭৩।

১৫. প্রশ্ন : বাংলাদেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি কোনটি?
উত্তর : রাজশাহী।

১৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোনটি?
উত্তর : বেতবুনিয়া, রাঙ্গামাটি।

১৭. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নারী কারাগার কোনটি?
উত্তর : কাশিমপুর, গাজীপুর।

১৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম অভিনেত্রী কে?
উত্তর : পূর্ণিমা সেনগুপ্ত।

১৯. প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা চিকিৎসক কে?
উত্তর : ডা. জোহরা বেগম কাজী।

২০. প্রশ্ন : ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি কে?
উত্তর : স্যার এফ রহমান।


আপনার বন্ধুকে জানাতে তথ্যটি শেয়ার করুন।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.
close